OrdinaryITPostAd

vlog video kivabe banabo

অনেকে চাই vlog video তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে। তাইতো প্রতিনিয়ত vlog ভিডিও বানানোর উপায় সম্পর্কে জানতে চান। প্রতিনিয়ত অনেকে vlog video kivabe banabo সম্পর্কে খোঁজ করেন। আজকের আর্টিকেলটিতে vlog ভিডিও বানানোর ২৫টি টিপস সম্পর্কে থাকছে বিস্তারিত।
vlog ভিডিও বানানোর উপায় | vlog video kivabe banabo
vlog video বানানোর জন্য প্রয়োজন vlog ভিডিও তৈরীর উপায় সম্পর্কে সঠিক ধারণা। vlog video বানানোর জন্য বেশ কিছু প্রয়োজনীয় উপকরণের প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। ভিডিও এডিটিং ভিডিও তৈরি, কথা বলার কৌশল, ফলোয়ারদের সাথে সম্পর্ক স্থাপন, এই কৌশলগুলো আয়ত্ত করতে পারলে আপনি সহজেই Vloger হতে পারবেন। তাই vlog video kivabe banabo, vlog video বানানোর প্রত্যেকটি উপায় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ vlog ভিডিও বানানোর উপায় | vlog video kivabe banabo

.

vlog ভিডিও বানানোর উপায় | vlog video kivabe banabo

vlog video বানানোর জন্য বেশ কয়েকটি উপায় অনুসরণ করতে হয়। কেননা আপনি সঠিক নিয়ম না জানলে কখনোই vlog video বানাতে পারবেন না। প্রথমে vlog video বানানোর জন্য নিয়মগুলো আপনার কাছে কঠিন মনে হলেও পরবর্তীতে এই নিয়ম গুলো আপনার কাছে অত্যন্ত সহজ মনে হবে। 
vlog ভিডিও বানানোর উপায় | vlog video kivabe banabo
আপনি কয়েক দিন এই নিয়ম গুলো অনুসরণ করলে প্রত্যেকটি নিয়ম আপনার কাছে সহজ বিষয়ে পরিণত হবে। vlog video বানানোর জন্য যে উপায় গুলো অনুসরণ করতে হয় সেগুলো পয়েন্ট আকারের নিচে দেওয়া হলঃ
  • কনটেন্ট প্ল্যানিং
  • স্ক্রিপ্ট তৈরি করা
  • ভিডিও রেকর্ডিং
  • সাউন্ড রেকর্ডিং
  • ভিডিও এডিটিং
  • থাম্নেল ও টাইটেল তৈরি
  • ভিডিও আপলোড
  • ভিউয়ারদের সাথে সুসম্পর্ক স্থাপন
কনটেন্ট প্ল্যানিংঃ vlog video kivabe banabo এর মধ্যে একটি উপায় হল কনটেন্ট প্ল্যানিং। কনটেন্ট প্ল্যানিং হলো আপনি যে বিষয়ের ওপর ভিডিও তৈরি করতে চাচ্ছেন। vloging এর বেশ কিছু ধরণ রয়েছে। আপনি যে ধরনের ওপর ভিডিও তৈরি করতে চান সেই ধরনটি নির্বাচন করুন। ভ্লগ ভিডিও তৈরীর ধরন গুলোর মধ্যে:
  • ডেইলি vlog
  • ট্রাভেল vlog
  • ফুড vlog
  • টেক vlog
  • লাইফ স্টাইল vlog
  • এডুকেশনাল vlog
  • এন্টারটেইনমেন্ট vlog
  • মোটিভেশনাল vlog
  • ফ্যামিলি vlog
  • ফিটনেস vlog
  • স্টুডেন্ট লাইফ vlog
এ vlog গুলো বেশ জনপ্রিয়। এই vlog গুলোর উপরে ভিডিও তৈরি করলে ভিডিও গুলো দ্রুত ভাইরাল হয়। এ vlog গুলোতে ভিডিও তৈরি করলে ভিউয়ার্সরা প্রচুর পরিমাণে এই ভিডিও গুলো দেখে। এতে আপনি দ্রুত পরিচিতি বৃদ্ধির পাশাপাশি অনলাইন থেকে vloging এর মাধ্যমে আর্নিং করতে পারবেন।
স্ক্রিপ্ট তৈরি করাঃ আপনি ভ্লগ এর ধরন অনুযায়ী তার ওপর ভিত্তি করে স্ক্রিপ্ট তৈরি করুন। যেমন ধরুন আপনি যে বিষয় নিয়ে ভিডিও করতে চাচ্ছেন কিভাবে অভিনয় করবেন, কোন কথাগুলো বলবেন, কোথায় গিয়ে বলবেন, কোন কোন জায়গায় শুটিং করবেন সেই বিষয়গুলো নিয়ে একটি স্ক্রিপ্ট লিখুন। স্ক্রিপ্ট এ ভিডিওতে বলা কথা, ক্যারেক্টার, ডায়লগ সম্পর্কে লিখা হয়।

ভিডিও রেকর্ডিংঃ vlog video তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও রেকর্ডিং। আপনার ভিডিওর কোয়ালিটি যত বেশি ভালো হবে দর্শক ততো বেশি দেখবে। সুন্দর একটি ক্যামেরা অথবা ভালো কোয়ালিটির মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ডিং করলে দর্শকেরা সেই ভিডিও প্রচুর পরিমাণে দেখে।

সাউন্ড রেকর্ডিংঃ vlog video kivabe banabo এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাউন্ড রেকর্ডিং। vlog ভিডিও তৈরি করতে সাউন্ড রেকর্ডিং করতে হয়। আপনার নিজের ভয়েস অথবা আপনি ভিডিওতে যে সাউন্ড সেট করবেন সেটি রেকর্ডিং এর প্রয়োজন হয়। তাই আপনি চাইলে আপনার ফোনের সাউন্ড রেকর্ডারের মাধ্যমে সাউন্ড রেকর্ড করতে পারেন। ফোন রেকর্ডার মাইক্রোফোন কিনতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সাউন্ড কোয়ালিটি যেন সর্বোচ্চ হয়।

ভিডিও এডিটিংঃ vlog ভিডিও তৈরির পর ভিডিও এডিটিং করতে হয়। ভিডিও এডিটিং বলতে আপনার ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে হয়। ভিডিওর মধ্যে বিভিন্ন ইফেক্ট সেট করতে হয়। ভিডিওতে মিউজিক সেট করতে হয়। আপনার প্রয়োজনীয় বিভিন্ন টেক্সট ভিডিওতে লিখতে হয়। আপনার চ্যানেলের নাম, অথবা আপনি বিভিন্ন স্থানে ঘুরেছেন সেই স্থানগুলোর নাম চাইলে ভিডিও এডিটিং করে ভিডিওর মধ্যে লিখতে পারেন।

থাম্নেল ও টাইটেল তৈরিঃ ভিডিও কি আকর্ষণীয় করার জন্য থামনেল ও টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাম্বনেল হল ভিডিওর পূর্বে যে ইমেজ টা দেখা যায় ওই অংশটি। থাম্নেল সবচেয়ে আকর্ষণীয় করতে হয়। আকর্ষণীয় থামনেল দেখে দর্শকরা ভিডিওতে চাপ দিয়ে দেখে। পাশাপাশি ভিডিও টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি আকর্ষণীয় টাইটেল লিখবেন তত বেশি দর্শকরা আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে। আবার এসিও ফ্রেন্ডলি টাইটেল হলে সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে ভিউয়ার্স পাবেন।

ভিডিও আপলোডঃ ভিডিও তৈরির পর সেই ভিডিও বেশ কিছু প্লাটফর্মে আপলোড করতে পারেন। ভিডিও আপলোডের প্ল্যাটফর্ম গুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, instagram, টিকটক, সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম।

ভিউয়ারদের সাথে সুসম্পর্ক স্থাপনঃ আপনি যে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন ওই প্লাটফর্মের ভিউয়ার্সরা আপনার সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার হবে। তারা প্রতিনিয়ত আপনার ভিডিও দেখবে। আপনার ভিডিওতে কমেন্ট করবে। আপনি সেই কমেন্ট গুলোর রিপ্লাই দেবেন। তারা যে কোয়ালিটির ভিডিও দেখতে চাই ওই কোয়ালিটির ভিডিও তৈরি করবেন। এভাবে ভিউয়ারদের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন।

এভাবে আপনি সহজে উপরে দেওয়ার নিয়ম গুলো অনুসরণ করে vlog video তৈরি করতে পারেন। আশা করি vlog video kivabe banabo নিশ্চয় সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

vlog ভিডিও তৈরির প্রয়োজনীয় উপকরণ

ভ্লগ ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় কয়েকটি উপকরণ প্রয়োজন। ভ্লগ ভিডিও তৈরি করতে নিজের আইডিয়ার পাশাপাশি কিছু উপকরণের প্রয়োজন হয়। আপনি ভাবছেন হয়তো ভিডিও তৈরি করতে ক্যামেরা প্রয়োজন। আপনার ক্যামেরা নেই হলে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন। সমস্যা নেই আপনার হাতে থাকা মোবাইল ফোনে আপনি ভ্লগ ভিডিও তৈরি করতে পারেন। 
তবে অবশ্যই সে মোবাইল ফোনের ক্যামেরা ভালো হতে হবে। ভ্লগ ভিডিও তৈরির জন্য যে প্রয়োজনীয় উপকরণ গুলো প্রয়োজন তার তালিকা নিচে দেওয়া হলঃ
  • মোবাইল ফোন বা ক্যামেরা
  • মোবাইল স্ট্যান্ড
  • সেলফি স্ট্যান্ড
  • লাইটিং, রিং লাইট
  • মাইক্রোফোন
  • ইন্টারনেট কানেকশন
  • স্ক্রিপ্ট, প্ল্যান
আপনি উপরে দেওয়া এই উপকরণ গুলোর মাধ্যমে সহজে ভ্লগ ভিডিও তৈরি করতে পারবেন। প্রথম অবস্থায় শুরু করলে ধীরে ধীরে অবশ্যই একে ভালো পজিশন ও দক্ষতা অর্জনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া গুলোতে ভালো জায়গা তৈরি করতে পারবেন।

vlog ভিডিও এডিটিং এর সফটওয়্যার

vlog video তৈরি করার জন্য অনেকেই নিয়মিত vlog video kivabe banabo, vlog video তৈরীর উপায় সম্পর্কে জানতে চান। vlog video তৈরির জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিও এডিটিং করা প্রয়োজন। ভিডিও এডিটিং এর মাধ্যমে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া, 

ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইফেক্ট, টেক্সট অ্যাড করতে হয়। এছাড়া বিভিন্ন অ্যানিমেশন সেটআপ করার জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার এর প্রয়োজন হয়। তাই আপনি যদি মোবাইলে ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে বেশ কয়েকটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
vlog video এডিটিং এর জন্য মোবাইলের সফটওয়্যার
  • CapCut
  • Kinemaster
  • VN video Editor
  • InShot
  • PowerDirector
কম্পিউটারে ভিডিও এডিটিং এর সফটওয়্যার
  • Adobe Premiere Pro
  • filmora
  • Final Cut pro
  • Camtasia 9
আপনি উপরে দেওয়া এই সফটওয়্যার গুলোর মাধ্যমে সহজেই আপনার ভ্লগ ভিডিও এডিটিং করতে পারবেন। উপরে দেওয়া প্রত্যেকটি সফটওয়্যার ফ্রি এবং পেইড ভার্সনে পাওয়া যায়। আপনি প্রথম অবস্থায় ফ্রী ভার্শন ব্যবহার করবেন। এরপর পরবর্তীতে পেইড ভার্সন ব্যবহার করতে পারেন।

vlog ভিডিও আপলোডের প্ল্যাটফর্ম

আমরা চাই প্রত্যেকেই vlog video থেকে ইনকাম করতে। ইনকামের জন্য vlog video তৈরি করার প্রত্যেকেরই নেশা। আর ভ্লগ ভিডিও থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই এই ভিডিওগুলো ভিন্ন ভিন্ন প্লাটফর্মে আপলোড করা প্রয়োজন। কিন্তু আপনি কি এই ভিডিওগুলো শুধুমাত্র একটি প্লাটফর্মে আপলোড করবেন। 
কখনোই নয় আপনি আপনার একটি ভিডিও বেশ কয়েকটি প্লাটফর্মে আপলোড করতে পারেন। একই ভিডিও ভিন্ন ভিন্ন প্লাটফর্মে আপলোড করলে কোন সমস্যা নেই। আপনি আপনার ভ্লগ ভিডিও যে প্ল্যাটফর্ম গুলোতে আপলোড করবেন তার একটি তালিকা নিচে দেওয়া হলঃ
  • YouTube
  • Facebook
  • Instagram
  • Tik Tok
  • Snapchat
  • Likee
আপনি উপরে দেওয়া এই প্লাটফর্ম গুলোতে আপলোড করে মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

vlog ভিডিও থেকে ইনকামের উপায়

vlog video থেকে প্রত্যেকটি চাই ইনকাম করতে। অনেকেই দেখা যায় দীর্ঘদিন কাজ করে vlog video থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করেছেন। তাইতো যারা নতুন রয়েছে তারা নিয়মিত চায় vlog video তৈরি করতে। হয়তো আপনি সবগুলো নিয়ম মেনে vlog video তৈরি করলেন। কিন্তু ইনকাম করবেন কিভাবে সে সম্পর্কে জানেন না। 

vlog video থেকে ইনকাম করার জন্য প্রয়োজন প্ল্যাটফর্মে। আপনি আপনার ভিডিও গুলো যে প্ল্যাটফর্মে আপলোড করবেন ওই প্লাটফর্মের নির্দিষ্ট রুলস অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন। ধরুন আপনি আপনার ভ্লগ ভিডিও ইউটিউবে আপলোড করলেন। ইউটিউবে আপনার ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম, 

১০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে আপনি মনিটাইজেশন পাবেন। এরপর আপনি মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার ভিডিও ফেসবুকে আপলোড করলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। আর কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার ভিডিওতে ফেসবুক কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রচার করবেন। সেখান থেকে আপনার ইনকাম হবে। এছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে আপলোড করলে অন্যান্য প্ল্যাটফর্মে রুলস অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন।

মোবাইলে vlog ভিডিও তৈরির উপায়

অনেকে চায় মোবাইল দিয়ে vlog ভিডিও তৈরি করতে। কিন্তু মোবাইল দিয়ে কিভাবে vlog ভিডিও তৈরি করবেন। মোবাইল দিয়ে vlog ভিডিও তৈরি করা অত্যন্ত সহজ। মোবাইল দিয়ে vlog ভিডিও তৈরি করলে মাইক্রোফোন, ক্যামেরা প্রয়োজন হয় না। ভালো কোয়ালিটির একটি মোবাইল ফোন হলে প্রথম অবস্থায় আপনি মোবাইল ফোন দিয়ে vlog ভিডিও তৈরি করতে পারেন। 

এরপর পরবর্তীতে আপনার আর্নিং শুরু হলে তখন আপনি ক্যামেরা এবং প্রয়োজনীয় অন্যান্য উপকরণ কিনতে পারেন। মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করার জন্য প্রত্যেকটি উপায় দেওয়া হয়েছে। আপনি সে উপায়গুলো অনুসরণ করুন।

vlog ভিডিওর জন্য প্রয়োজনীয় মিউজিক

vlog ভিডিও তৈরি করার পর vlog ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেটাপ করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয়। আবার ভিডিওতে বিভিন্ন সাউন্ড সেটা করার প্রয়োজন হয় সেগুলো কোথায় পাবেন তা অনেকেই জানেন না। আপনার ভিডিওতে সেটআপের জন্য আপনি যেকোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না। 

এতে কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে। আপনি নিজে তৈরি করা মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আপনার যদি নিজস্ব মিউজিক না থাকে সে ক্ষেত্রে আপনি যে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন ওই প্লাটফর্মের কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন। ইউটিউবে আপলোড করলে ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিক ভিডিওতে এড করুন। 

ফেসবুকে আপলোড করলে ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এড করুন।

vlog ভিডিওর জন্য স্ক্রিপ্ট

অনেকে জানেন না vlog ভিডিওর জন্য স্ক্রিপ্ট কোথায় পাবেন। vlog ভিডিও তৈরীর জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট আপনি নিজেই তৈরি করতে পারেন। সুন্দর একটি কাহিনী তৈরি করুন। আপনি আপনার দর্শককে এমন কিছু দেখান যা পড়বে কখনো কেউ দেখায়নি। যদি লাইফস্টাইল এ ভিডিও তৈরি করেন সে ক্ষেত্রে কোন স্ক্রিপ্ট এর প্রয়োজন নেই, 

দৈনন্দিন আপনি যা কিছু করেন সেগুলো আপনার দর্শকদের দেখাতে পারেন। যদি অন্যান্যটেক বিষয়ের উপর ভিডিও তৈরি করেন সে ক্ষেত্রে স্ক্রিপ্ট তৈরি করতে হয়। অথবা যদি ফানি কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান, কোন টেক ভিডিও তৈরি করতে চান সে ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটার এর প্রয়োজন রয়েছে। 

আপনি নিজে চাইলে নিজের আইডিয়া থেকে ক্রিপ্ট লিখতে পারেন। অথবা কোন শর্ট ফিল্ম, নাটক, ইসলামিক গল্প, কার্টুন, ভিডিও তৈরি করতে যদি স্ক্রিপ্ট রাইটার এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ

vlog ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়ার উপায়

vlog ভিডিও অনেকে তৈরি করেন কিন্তু অধিকাংশই ব্যক্তিরা ব্যর্থ হন। vlog ভিডিও দীর্ঘদিন তৈরি করার পরেও কোন প্লাটফর্ম থেকে আয় করতে পারেন না। ব্যর্থ হওয়ার মূল কারণ হলো তাদের ভিডিওতে ভিউ নেই। ভিডিও গুলো দেখার দর্শক নেই কেন এই সমস্যা হয় তা অনেকেই জানেন না।

vlog ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়ার জন্য প্রথম শর্ত হল ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। মানসম্মত কনটেন্ট আপলোড করতে হবে। ভিউয়ার্সরা যেই কোয়ালিটির কনটেন্ট গুলো দেখতে পছন্দ করে ওই কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও রেজুলেশন সর্বোচ্চ কোয়ালিটির হতে হবে। 

যদি ঝাপসা ক্যামেরা অথবা মোবাইল ফোনে ভিডিও করেন সে ক্ষেত্রে দর্শকরা ভিডিও দেখবে না। ভিডিওতে আকর্ষণীয় কিছু রাখতে হবে। আপনার কথা বলার ধরন, আকর্ষণীয় কিছু বস্তু দেখাতে হবে। পরিষ্কার শুদ্ধ ভাষায় কথা বলে, সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে, আকর্ষণীয় টাইটেল, থামনেল ব্যবহার করলে সহজে প্রচুর পরিমাণে ভিউজ পাবেন।

vlog ভিডিও ভাইরালের উপায়

অনেকে দীর্ঘদিন ভিডিও তৈরি করছেন কিন্তু তাদের vlog ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না জানেন আপনি যে কোয়ালিটির ভিডিও তৈরি করেন ভিউয়ার্সরা ওই কোয়ালিটির ভিডিও দেখতে পছন্দ করে না। আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আকর্ষণীয় কিছু ভিডিওতে দেখান। যেগুলো দর্শকেরা আগে কখনো দেখেনি।

কাল্পনিক ভাবে স্ক্রিপ্ট তৈরি করুন যে কাহিনী আগে কেউ শুনেনি। যখন যে ভাইরাল টপিক আসে ওই টপিকে ভিডিও তৈরি করুন। দেখবেন খুব সহজেই আপনার ভিডিও ভাইরাল হবে।

লেখক এর মন্তব্য

অনেকে নিয়মিত vlog video kivabe banabo সে সম্পর্কে জানতে চাই। vlog ভিডিও বানানোর প্রত্যেকটি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। এই টিপসগুলো অনুসরণ করলে আশা করি দ্রুত আপনি সফলতা পাবেন। vlog ভিডিও তৈরি করার সম্পর্কে যদি আপনাদের মনে আরো কোন প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন