শীতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো তা প্রত্যেকটি মেয়ের ওই জানা প্রয়োজন। কেননা প্রত্যেকেই চাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সঠিক ক্রিম নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাজারে হাজারো রূপচর্চা করার জন্য ক্রিম পাওয়া যায়। কিন্তু আপনি কোন ক্রিমটি নির্বাচন করবেন তা ভেবে পাচ্ছেন না? আজকের আর্টিকেলটিতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো সে সম্পর্কে সঠিক তথ্য জানিয়ে দেব। আপনি নিশ্চিন্তে সে সকল ক্রিমগুলো ব্যবহার করে ত্বকের যত্ন নিতে পারবেন কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আপনার ত্বকের জন্য সঠিক ক্রিম নির্বাচন করতে হলে আপনার ত্বকের ধরন বুঝে ক্রিম ব্যবহার করতে হবে। শুষ্ক, রুক্ষ, তেল তেলে, অথবা পিগমেন্টেশন ত্বকের জন্য ভিন্ন ক্রিম।
পোস্ট সূচিপত্রঃ মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
.
শীতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
শীতে প্রত্যেকের ত্বক শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক ত্বকের জন্য যে ক্রিমটি সবচেয়ে বেশি উপযোগী ওই ক্রিমটি মেয়েদেরকে ব্যবহার করা উচিত। বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো শীতকালে ত্বকের শুষ্কতা দূর করতে অত্যন্ত কার্যকরী। তাছাড়া বেশকিছু ক্রিম পাওয়া যায় যেগুলো শীতকালে অথবা গ্রীষ্মকালে বছরের যেকোনো সময় ব্যবহার করা যায়।
শীতকালে মেয়েদের জন্য সবচেয়ে ভালো ক্রিম হলো নেভিয়া সফট ক্রিম। এই ক্রিম সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়। যেকোনো ত্বকের জন্য নিভিয়া সফটওয়্যার ক্রিম অত্যন্ত উপযোগী। এছাড়া পন্ডস ড্রাই স্কিন ক্রিম, হিমালয়া নারিশিং স্কিন ক্রিম, প্যারাসুট স্কিন এলোভেরা জেল শীতকালে এই ক্রিমগুলো মেয়েদের ত্বকের জন্য সবচেয়ে ভালো।
শুষ্ক ত্বকের জন্য সবচেয়ে ভালো ক্রিম কোনটি
মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো ও শুষ্ক ত্বকের জন্য সবচেয়ে ভালো ক্রিম কোনটি তা অনেকেই জানেন না। বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তবে সব ক্রিমগুলোই ত্বকের শুষ্কতা দূর করতে পারে না। ভালো কিছু কোম্পানি রয়েছে যেগুলো ত্বকের শুষ্কতা দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।
শুষ্ক ত্বকের জন্য সবচেয়ে ভালো ক্রিম পন্ডস হোয়াইট বিউটি ক্রিম। পন্ডস হোয়াইট বিউটি ক্রিম ত্বকের শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
প্রত্যেকটি মেয়ে চাই নিজের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে। কিন্তু কিভাবে করবে সম্পর্কে সঠিক ধারণা নেই। তাইতো নিয়মিত বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে খোঁজ করেন মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো সম্পর্কে। আজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় তবে সব ক্রিমগুলো ত্বকের জন্য উপযোগী নয়। সঠিকভাবে ত্বকের জন্য ক্রিম নির্বাচন করতে না পারলে উপকারের চাইতে অপকার বেশি হয়।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে গিয়ে অথবা ত্বকের সমস্যা দূর করতে গিয়ে পড়তে হয় নানা বিপদে। তাই প্রথমত আপনার ত্বকের ধরন নির্বাচন করুন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ক্রিম নির্বাচন করুন আশা করি সবচেয়ে ভালো ফলাফল পাবেন। ত্বকের ধরন অনুযায়ী মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো তার কিছু তালিকা নিচে দেওয়া হলঃ
- পন্ডস হোয়াইট বিউটি ক্রিম
- গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস ক্রিম
- ওলে ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান ফেয়ারনেস ক্রিম
- নিভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিম
- হিমালয়া নারিশিং স্কিন ক্রিম
- লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট ডে ক্রিম
- বায়োআকুয়া ফেস ক্রিম
- ভ্যাসলিন হেলদি হোয়াইট ইউভি লাইটেনিং লোশন
- রিভাইভ পারফেক্ট ফেয়ারনেস ক্রিম
- প্যারাশুট স্কিনপিওর অ্যালোভেরা ক্রিম
পন্ডস হোয়াইট বিউটি ক্রিমঃ আপনি যদি জিজ্ঞেস করেন মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো তাহলে নির্দ্বিধায় উত্তর দেব মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো ক্রিম হল পন্ডস হোয়াইট বিউটি ক্রিম। এই ক্রিম যেকোনো ত্বকের জন্য উপযোগী। শুষ্ক, রুক্ষ, তেলতেলে, যেকোনো ধরনের ত্বকে এই ক্রিম ব্যবহার করতে পারবেন।
ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য সবচেয়ে জনপ্রিয় ক্রিম পন্ডস হোয়াইট বিউটি ক্রিম। নিয়মিত এই ক্রিম ব্যবহারে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি হয়। মেয়েদের জন্য এই ক্রিমটি সবচেয়ে ভালো।
গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস ক্রিমঃ মেয়েদের ত্বকের ধরন অনুযায়ী গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস ক্রিম কোন অংশে কম নয়। গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস ক্রিম ত্বকের ডার্ক স্পট দূর করতে সাহায্য করে। মেয়েদের ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে গার্নিয়ার লাইট কমপ্লিট ফেয়ারনেস ক্রিম অত্যন্ত উপকারী।
ওলে ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান ফেয়ারনেস ক্রিমঃ শুষ্ক ত্বকের জন্য ওলে ন্যাচারাল হোয়াইট ফেয়ারনেস ক্রিম অত্যন্ত উপকারী। ওলে ন্যাচারাল হোয়াইট ক্রিম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দীর্ঘক্ষণ ময়শ্চারাইজ রাখে।
নেভিয়া সফট ময়েশ্চারাইজিং ক্রিমঃ নেভিয়া সফট মশ্চারাইজিং ক্রিম মেয়েদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নেভিয়া সফট ময়শ্চেরাইজিং ক্রিম শুষ্ক ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে। আপনি যদি নিয়মিত ব্যবহার করতে চান সেক্ষেত্রে নিভিয়া সফট ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে পারেন।
হিমালয়া নারিশিং স্কিন ক্রিমঃ মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো তার মধ্যে একটি হলো হিমালয়ের নারিশিং স্কিন ক্রিম। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে হিমালয়া নারিশিং স্কিন ক্রিমটি। এই ক্রিমটি প্রাকৃতিক উপাদানে তৈরি। যেকোনো ত্বকে এই ক্রিম ব্যবহার করা যায়।
লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট ডে ক্রিমঃ মেয়েদের জন্য সবচেয়ে ভালো আরেকটি ক্রিম হল লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট ডে ক্রিম। লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট ডে ক্রিম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। যারা সূর্যের ক্ষতিকর রোশনি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে চান তারা নিয়মিত লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট ডে ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিম সানস্ক্রিন প্রটেকশন হিসেবে অত্যন্ত কার্যকরী।
বায়োআকুয়া ফেস ক্রিমঃ যাদের ত্বক খসখসে শুষ্ক তারা চাইলে বায়োআকুয়া ফেস ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি হালকা ও সফট ত্বকের জন্য অত্যন্ত উপকারী।
ভ্যাসলিন হেলদি হোয়াইট ইউভি লাইটেনিং লোশনঃ যারা নিয়মিত ব্যবহার করতে চান ত্বক কোমল রাখতে চান সে সকল মেয়েদের জন্য ভ্যাসলিন হেলদি হোয়াইট ইউ ভি লাইটিং লোশন অত্যন্ত উপকারী। আপনারা আপনার ত্বকের সুরক্ষার জন্য অথবা শরীরের যেকোনো ত্বক ময়েশ্চারাইজ রাখতে এই ক্রিম ব্যবহার করতে পারেন।
প্যারাশুট স্কিনপিওর অ্যালোভেরা ক্রিমঃ মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো তা হল প্যারাসুট স্কিন পিওর এলোভেরা ক্রিম। এই ক্রিম খাঁটি এলোভেরা জেল থেকে প্রস্তুত করা হয়েছে। এই ক্রিমের কোন ক্ষতিকর উপাদান নেই। যাদের ত্বকে প্রচন্ড পরিমাণ ব্রণ ও র্যাশের সমস্যা রয়েছে তারা এই ক্রিম ব্যবহার করলে ব্রণের সমস্যা দূর হবে।
উপরে সবচেয়ে ভালো ১০টি মেয়েদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী ক্রিম এর তালিকা দিয়েছি। আপনারা আপনাদের ত্বকের ধরন অনুযায়ী উপরে দেওয়া ক্রিম গুলো ব্যবহার করতে পারেন। আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্রিম নির্বাচন করলে নিশ্চয়ই সবচেয়ে ভালো ফলাফল পাবেন। আশা করি মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো এ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী ক্রিম কী
ত্বকের তৈলাক্ততা ত্বকের জন্য ক্ষতিকর। ত্বক সব সময় তৈলাক্ত থাকলে ত্বকের ব্রণের প্রবণতা বৃদ্ধি পায়। ত্বকে ব্রণ হলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়। তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী বেশ কিছু ক্রিম রয়েছে। তৈলাক্ত ত্বকের জন্য অয়েল ফ্রি ক্রিম অত্যন্ত উপযোগী। অয়েল ফ্রি ক্রিমগুলোর ত্বককে আদ্র রাখে এবং ত্বকের তৈলাক তো ভাব দূর করে।
আরো পড়ুনঃ মুখে ব্রণ কমানোর সেরা ১০টি উপায়
তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে বেশি উপযোগী ক্রিম হলো নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল। এটি ত্বকের দ্রুত শোষিত হয় ত্বকে আদ্রতা ধরে রাখে এবং ত্বকের তৈলাক তো ভাব দূর করে। এছাড়া হিমালয়া অয়েল ফ্রী রেডিয়েন্স জেল, পন্ডস সুপার লাইট ডেল ময়শ্চারাইজার, ক্লিন অ্যাড ক্লিয়ার অয়েল ফ্রি ময়েশ্চারাইজার তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী।
মিশ্র ত্বকের জন্য কোন ক্রিম সবচেয়ে কার্যকর
মিশ্র ত্বকের জন্য আপনি বেশকিছু ক্রিম ব্যবহার করতে পারেন। আপনি যদি মিশ্র ত্বকের জন্য ক্রিম ব্যবহার করতে চান সে ক্ষেত্রে পন্ডস সুপার লাইট জেল ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিমটি মিশ্র ত্বকের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়া নিউট্রোজেনা অয়েল ফি ময়েশ্চারাইজার বিশেষ করে মিশ্র ত্বকের জন্য তৈরি করা হয়েছে। মিশ্র ত্বকের জন্য সিম্পল হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার অত্যন্ত উপযোগী।
ব্রণপ্রবণ ত্বকের জন্য কোন নাইট ক্রিম ভালো
অনেকে জিজ্ঞাসা করেন ব্রণ প্রবণ ত্বকের জন্য কোন নাইট ক্রিম ভালো ব্রণ প্রবণ ত্বকের জন্য হিমালয়া এচীন পিম্পল ক্রিম, অক্সি নাইট ক্রিম, নিউট্রোজেনা রেপিড প্লেয়ার এচিন স্পট জেল, ব্রণ প্রবন ত্বকের জন্য উপকারী। উপরে দেওয়া এই ক্রিমগুলোতে স্যালিসিলিক অ্যাসিড থাকে যা ত্বকের ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে।
লেখক এর মন্তব্য
আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্রিম ব্যবহার করুন। বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় তবে প্রত্যেকটি ক্রিম আপনার ত্বকের জন্য উপযোগী নয়। সঠিক ক্রিম ত্বকের জন্য নির্বাচন না করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের পুরো আর্টিকেলটিতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি।
আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।