বাজরিগার পাখির দাম - বয়স চেনার উপায়
বাজরিগার পাখির জাত, আকার, ছেলে ও মেয়ের ওপর ভিত্তি করে বাজরিগার পাখির দাম নির্ধারিত হয়। বাজরিগার পাখি দেখতে অত্যন্ত সুন্দর পাশাপাশি এটি খামারের মাধ্যমে পালন করে স্বাবলম্বী হওয়া যায়। বাজরিগার পাখির বয়স চেনার উপায়, বাজরিগার পাখি সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলটিতে।
বাজরিগার পাখি দেখতে অত্যন্ত আকর্ষণীয়, বাজরিগার পাখি দেখতে অত্যন্ত সুন্দর হওয়ায় পাখি প্রেমীরা এই পাখি পালন করে। আকারের উপর ভিত্তি করে বাজরিগার পাখির দাম কিছুটা কম বেশি হয়। আপনি যদি বাজরিগার পাখি কিনতে চান তাহলে অবশ্যই বাজরিগার পাখির বয়স চেনার উপায় জানতে হবে। তাহলে আপনি সঠিক বয়সের পাখি কিনতে পারবেন। বাজরিগার পাখি সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ বাজরিগার পাখির দাম - বাজরিগার পাখির বয়স চেনার উপায়
.
বাজরিগার পাখি চেনার উপায়
অনেকে বাজরিগার পাখি কিনতে চান কিন্তু বাজরিগার পাখি চেনার উপায় জানেন না বলে কোনটি বাজরিগার পাখি ও কোনটি অন্য পাখি সেটি নির্ধারণ করতে পারেন না। বাজরিগার বেশ কিছু রঙের রয়েছে। বাজরিগার পাখির বেশ কয়েকটি জাত ও রয়েছে। জাত ভেদে বাজরিগার পাখির রঙ ভিন্ন ভিন্ন হয়। আবার পুরুষ পাখির তুলনায় স্ত্রী পাখির রং ভিন্ন রকম হয়।
পুরুষ পাখির তুলনায় স্ত্রী পাখি কিছুটা ছোট হয়। বাজরিগার পাখির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। আপনি এই কয়েকটি বৈশিষ্ট্য অনুসরণ করলে সহজেই বাজরিগার পাখিকে চিনতে পারবেন। নিচে পুরুষ ও স্ত্রী বাজরিগার পাখি চেনার উপায় গুলো দেওয়া হলোঃ
- পুরুষ বাজরিগার পাখির নাকের ছিদ্রের চারপাশে নীল রঙের ঝিল্লি থাকে।
- স্ত্রী বাজরিগার পাখির নাকের চারপাশে বাদামি রঙের ঝিল্লি থাকে।
- পূর্ণবয়স্ক পুরুষ বাজরিগার পাখির নাক নীল রঙের হয়।
- পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগার পাখির নাক বাদামী রঙের হয়।
- বাচ্চা বাজরিগার পাখির চোখ কালো ও বড় হয়।
- প্রাপ্তবয়স্ক বাজরিগার পাখির চোখ ছোট হয়।
- পূর্ণবয়স্ক বাজরিগার পাখির রং কিছুটা নীল হয়।
- পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগার পাখির ঝিল্লি বাদামি রঙের হয়।
- পুরুষ বাচ্চা বাজরিগার পাখির নাকের ছিদ্রের চারপাশে গোলাপি রঙের ঝিল্লি থাকে।
বাজরিগার পাখির দাম
অনেকে বাজরিগার পাখি কিনতে চান তাইতো নিয়মিত বাজরিগার পাখির দাম সম্পর্কে খোঁজ করেন। বাজরিগার পাখির দাম জাতের উপর ভিত্তি করে কিছুটা কম বেশি হয়। ছোট বাচ্চা বাজরিগার পাখির দাম কম। অন্যদিকে পূর্ণবয়স্ক বাজরিগার পাখির দাম বেশি। আবার স্ত্রী বাজরিগার পাখির চাইতে পুরুষ বাজরিগার পাখির দাম বেশি।
আবার সাধারন বাজরিগার পাখির চাইতে ডিম পাড়া বাজরিগার পাখির দাম বেশি। এটি সাধারনত ভিন্ন ভিন্ন জাত বয়স, আকার এর উপর ভিত্তি করে বাজরিগার পাখির দাম নির্ধারিত হয়। ২০২৪ সালের তুলনায় বাজরিগার পাখির দাম 2025 কিছুটা বৃদ্ধি পেয়েছে। নিচে বাজরিগার পাখির দামের তালিকা দেওয়া হলোঃ
- পুরুষ বাচ্চা বাজরিগার পাখির দাম ২৫০ টাকা
- স্ত্রী বাচ্চা বাজরিগার পাখির দাম ২০০ টাকা
- একজোড়া বাচ্চা বাজরিগার পাখির দাম ৫০০ টাকা
- একজোড়া পূর্ণবয়স্ক বাজরিগার পাখির দাম ১২০০ টাকা
- রানিং ডিম পাড়া বাজরিগার পাখির দাম ১৫০০ টাকা
তবে জাত ও আকার এর উপর ভিত্তি করে বাজরিগার পাখির দাম কিছুটা কম বেশি হতে পারে। তাছাড়া খুচরা বিক্রেতার চাইতে বাজরিগার পাখি খামারির কাছ থেকে বাজরিগার পাখি কিনলে কম দামে কিনতে পারবেন। আশা করি বাজরিগার পাখির দাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
বাজরিগার পাখির বয়স চেনার উপায়
কেউ চাই অল্প বয়সের বাজিগার পাখি কিনতে, আবার কেউ চাই পূর্ণবয়স্ক বারজিগার পাখি কিনতে। তাইতো প্রতিনিয়ত বাজরিগার পাখির বয়স চেনার উপায় সম্পর্কে জানতে চান। আপনি যদি বাজরিগার পাখি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাজরিগার পাখির বয়স চেনার উপায় সম্পর্কে জানতে হবে।
আপনি যাতে সহজেই যে কোন বয়সের পাখি দেখলেই সেটি বাচ্চা কি পূর্ণবয়স্ক বাজরিগার পাখি তা বুঝতে পারেন। বাজরিগার পাখির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো দেখলে আপনি সহজেই বাজরিগার পাখির বয়স বুঝতে পারবেন। বাজরিগার পাখির বয়স চেনার উপায় নিচে দেওয়া হলোঃ
- বাচ্চা বাজরিগার পাখির চোখ কালো ও বড় হয়
- পুরুষ বাচ্চা বাজরিগার পাখির নাকের ছিদ্রের চারপাশে গোলাপি রঙের ঝিল্লি থাকে।
- পূর্ণবয়স্ক পুরুষ বাজরিগার পাখির নাক নীল রংয়ের হয়
- পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগার পাখির নাক বাদামী রঙের হয়
- পূর্ণবয়স্ক বাজরিগার পাখির চোখ ছোট হয়
- পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগার পাখির ঝিল্লি বাদামি রঙের হয়
আপনি উপরে দেওয়া এই উপায় গুলো অনুসরণ করে সহজেই বাজরিগার পাখি বয়স চিনতে পারবেন। উপরে দেওয়া এই উপায় গুলো অনুসরণ করে সহজে আপনি পূর্ণবয়স্ক ও বাচ্চা বাহ্যিক আর পাখি কোনটি তা বাছাই করতে পারবেন। আশা করি বাজরিগার পাখির বয়স চেনার উপায় সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
বাজরিগার পাখির ছেলে মেয়ে চেনার উপায়
অনেকে চান বাজরিগার পাখি কিনতে কিন্তু ছেলে মেয়ে কিভাবে চিনে তা জানেন না। ধরুন আপনার একটি পুরুষ বাজরিগার পাখি আছে তাহলে স্ত্রী বাহ্যিক আর পাখি কিনতে চাচ্ছেন কিন্তু বাজরিগার পাখি ছেলে মেয়ে চিনেন না। তাই আপনি যদি বাজরিগার পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে চান,
সহজে বাজরিগার পাখির ছেলে-মেয়ে দেখে চিনতে পারেন তাহলে বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখে চিনতে পারবেন। নিচে ছেলে বাজ্জার পাখি চেনার ও মেয়ে বাহ্যিক আর পাখি চেনার বেশ কয়েকটি উপায় দেওয়া হলোঃ
- ছেলে বাজরিগার পাখির নাকের ছিদ্রের চারপাশে নীল রঙের ঝিল্লি থাকে।
- মেয়ে বাজরিগার পাখির নাকের চারপাশে বাদামি রঙের ঝিলি থাকে।
- পূর্ণবয়স্ক ছেলে বাজরিগার পাখির নাক নীল রংয়ের হয়।
- পূর্ণবয়স্ক মেয়ে বাজরিগার পাখির নাক বাদামি রঙের হয়।
- পূর্ণবয়স্ক মেয়ে বাজরিগার পাখির ঝিল্লি বাদামি রঙের হয়।
- ছেলে বাচ্চা বাজরিগার পাখির নাকের ছিদ্রের চারপাশে গোলাপি রঙের ঝিল্লি থাকে।
বাজরিগার পাখির ছবি
অনেকে বাজরিগার পাখি চিনেন না বিধায় প্রতিনিয়ত বাজরিগার পাখির ছবি খোঁজ করেন। কেননা বাজরিগার পাখির ছবি দেখে সহজেই চিনতে পারা যায় বাজরিগার পাখিকে। আবার বিশেষ করে বাজরিগার পাখি প্রেমিকরা বাজরিগার পাখির ছবি পছন্দ করেন তাইতো অনলাইনে নিয়মিত বাজরিগার পাখির ছবি খোঁজ করেন। আপনাদের চেনার সুবিধার্থে নিচে বাজরিগার পাখির ছবি দেওয়া হলোঃ
বাজরিগার পাখির খাবার
আপনি বাজজিগার পাখি পালন করতে চান অথবা পালন করার জন্য কিনেছেন কিন্তু বাজরে কার পাখির খাবার কি তা জানেন না। বাজরিগার পাখি বেশ কিছু খাবার খেতে পছন্দ করে। বাজরিগার পাখির প্রধান খাবার গুলো হলো:
- সূর্যমুখী বীজ, তিসি বীজ
- হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট
- কুসুম ফুল, ক্যানারি সীড
- ক্রাউন, চীনা
- গুজিতিল, ছোলা বুট ভাঙ্গা
- সেদ্ধ ডিম, আপেল
- কলমি শাক, সজনে পাতা
- দূর্বা খাস, লাল শাক
- পোড়ামাটি, ডিমের খোসা
- চিপস, ডালভাজা
উপরে দেওয়া এই খাবারগুলো বাজরিগার পাখি খেতে খুবই পছন্দ করে। আপনার যদি বাজরিগার পাখি থাকে তাহলে উপরে দেওয়া এই খাবারগুলো আপনার পছন্দের পাখিকে যত্ন করে খাওয়াতে পারেন।
বাজরিগার কত বছর বাঁচে
বাজরিগার পাখি ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে সব বাজিকার পাখি ১৫ বছর পর্যন্ত বাঁচে না। সঠিক যত্ন নিলে সঠিক খাবার দিলে, সঠিক সময় চিকিৎসা করলে বাজরিগার পাখি ১৫ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে সাধারণত বাজরিগার পাখি ৫-১০ বছর পর্যন্ত বাঁচে। বাজরিগার পাখির গড় আয়ু ৫-১০ বছর। বিভিন্ন রোগ ব্যাধিতে চিকিৎসা করলে, আরামদায়ক বাসস্থান ভালো যত্ন নিলে বাজরিগার পাখি দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে।
বাজরিগার পাখি কত প্রকার
বাজরিগার পাখি প্রধানত দুই প্রকার। প্রথমত ওয়াইল্ড টাইপ বাজরিগার। এটি মূলত অস্ট্রেলিয়ান বাজরিগার পাখি। এই পাখি ছোট আকৃতির হয় এবং এটি ৬-৭ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই বাজরিগার পাখি গুলোর রং সবুজ ও হলুদ হয়। অন্যদিকে শো বাজরিগার হল এর দ্বিতীয় প্রজাতি। শো বাজরিগার বড় ও মোটা গড়নের হয়। এর আকার ৮-১০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই পাখিগুলোর পালক ঘন ও চোখের চারপাশে তুলোর মতো থাকে।
বাজরিগার পাখির গড় আয়ু কত বছর
বাজরিগার পাখি সঠিক যত্ন নিলে সঠিক খাবার দিলে একজোড়া বাজরিগার পাখি দীর্ঘদিন বেঁচে থাকে। বাজরিগার পাখির গড় আয়ু ৫-১০ বছর। তবে যত্ন নিলে, চিকিৎসা করলে, প্রয়োজনীয় খাবার দিলে বাজরিগার পাখি ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।
বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয়
বাজরিগার পাখি ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয় ছয় মাস বয়স হলে। কোন কোন বাজরিগার পাখি এর চাইতেও বেশি সময় নেই। ৮ মাস বয়স হলে কিছু কম বেশি সব বাজরিগার পাখি ডিম দেয়। বাজরিগার পাখি ৪৮ ঘন্টা পর ডিম দেয়। এক কথায় বাজরিগার পাখি একদিন পরপর ডিম দেয়। বাজরিগার পাখি একবার ডিম দিলে ৪-৬ টি ডিম দেয়।
বাজরিগার পাখির খামার
আমাদের বাংলাদেশে অনেকেই বাজরিগার পাখি পালন করছেন। বাজরিগার পাখি পালন করা অত্যন্ত লাভজনক। তাই অনেকে খামার পরিসরে বাজরিগার পাখি পালন করছেন। একজোড়া বাজরিগার পাখি পালন করতে খুব একটা খরচ হয় না। কিন্তু আপনি এই বাজরিগার পাখি থেকে কমপক্ষে পাঁচ বছর বাচ্চা বিক্রয় করে ভালো পরিমান আয় করতে পারবেন।
ছোট পরিসরে আপনি যদি বাজরিগার পাখির খামার করেন তাহলে বেকারত্ব দূর করতে পারবেন। ৮-১০ জোড়া বাজরিগার পাখি পালন করলে প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন নিশ্চিন্তে। আর ভালো জাতের বাজরিগার পাখি হলে তো কোন কথাই নেই। তাই আপনি যদি বেকারত্ব দূর করতে চান তাহলে সামান্য টাকা খরচে বাজরিগার পাখির খামার করতে পারেন।
লেখকের মন্তব্য
আজকের পুরো আর্টিকেলটিতে বাজরিগার পাখির দাম, বাজরিগার পাখির বয়স চেনার উপায়, বাজরিগার পাখি সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। বাজরিগার পাখি সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।