OrdinaryITPostAd

গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে - নাভি কেমন হলে ছেলে হয়

গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তারা নিয়মিত জানতে চান বাচ্চা পেটের কোন দিকে থাকে সে সম্পর্কে। অনেক গর্ভবতী মায়েরা জানেন না বাচ্চা পেটের ডান পাশে নড়াচড়া করলে কি হয়। আজকের আর্টিকেলটিতে গর্ভবতী মায়েদের প্রত্যেকটি অজানা প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে থাকছে বিস্তারিত।
গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে - বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয়
গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে এটি জানলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে কোনটি হতে যাচ্ছে। আপনার গর্ভের সন্তান সুস্থ আছে কিনা। বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয় এটি জানলে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান কতটুকু সুস্থ আছে। কেননা সুস্থ সন্তানের একটি স্বাভাবিক নড়াচড়ার মাত্রা রয়েছে। তাই বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয়, নাভি কেমন হলে ছেলে হয়, গর্ভাবস্থায় উপরে পেট বড় হওয়ার কারণ, গর্ভাবস্থার আপনার অজানা প্রশ্নের উত্তর সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচীপত্রঃ গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে - বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয়

.

গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে

আমরা অনেকে জানি না গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে সে সম্পর্কে। গর্ভাবস্থায় মায়েদের মনে এরকম কৌতুহলী আসে আসলে গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে। প্রথম অবস্থায় গর্ভাবস্থায় বাচ্চা পেটের মাঝামাঝি অবস্থান করে। এরপর বাচ্চার বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে বাচ্চা পেটের চারিদিকে জায়গা দখল করতে থাকে। 
গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে - বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয়
বাচ্চার বয়স কম থাকা অবস্থায় বাচ্চা পেটের মাঝখানে থাকে। এরপর বাচ্চার বয়স বেশি হলে এবং তার আকার বৃদ্ধি পেলে বাচ্চা পেটের চারিদিকে ছড়িয়ে যায়। যদি ছেলে বাচ্চা হয় সে ক্ষেত্রে পেটের ডান দিকে কিছুটা বেশি অংশ দখল করে থাকে। যদি পেটের সন্তান মেয়ে হয় সে ক্ষেত্রে বাচ্চা কিছুটা বামদিকে বেশি অংশ দখল করে থাকে। 

তবে দিনের অধিকাংশ সময় বাচ্চা তার পজিশন পরিবর্তন করতেই থাকে। কখনো ডানে কখনো বামে অথবা কখনো পেটের মাঝখানে। গাইনি চিকিৎসকদের মতে, বাচ্চা পেটের যেকোনো পাশে থাকতে পারে। তবে ছেলে সন্তান হলে কিছুটা ডানে এবং মেয়ে সন্তান হলে কিছুটা বামে বেশি অবস্থান করে। বাচ্চা জন্মগ্রহণ এর সময় হলে ধীরে ধীরে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে। 

এবং সঠিক সময় বাচ্চা জন্মগ্রহণ করে। ৩২ থেকে ৩৮ সপ্তাহ হলে বাচ্চার মাথা নিচের দিকে রেখে পা কুঁচকে নেয়, এতে শিশু জন্মগ্রহণ এর সুবিধা হয়। তবে এক এক ক্ষেত্রে এটি ভিন্ন রকম হতে পারে। বাচ্চা পেটের যেকোনো পাশে অবস্থান করতে পারে। কোন পাশে দীর্ঘ সময় ও কোন পাশে স্বল্প সময়ের জন্য। আশা করি গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

বাচ্চা পেটের কোন দিকে থাকে

বাচ্চা পেটের কোন দিকে থাকে তা অনেকে জানেন না। বাচ্চা পেটের উভয় পাশেই থাকে। প্রথম অবস্থায় বাচ্চা পেটের মাঝখানে এবং বাচ্চার বয়স বৃদ্ধির সাথে সাথে বাচ্চা পুরো পেটের চারিদিকে ছড়িয়ে থাকে। কখনোবা ডানে কখনো বামে এবং বাচ্চার বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে বাচ্চা নিচের দিকে নামতে থাকে। এরপর সঠিক সময়ে বাচ্চা জন্মগ্রহণ করে। 

গর্ভাবস্থায় প্রথম দিকে এই পরিবর্তন কিছুটা কম বোঝা যায়। তবে গর্ভাবস্থায় শেষের দিকে আপনি এই পরিবর্তন সবচেয়ে বেশি বুঝতে পারবেন।

বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয়

বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয় তা নিয়ে অনেক গর্ভবতী মায়েরা চিন্তিত থাকেন। বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে এটি আপনার শিশুর জন্য স্বাভাবিক বিষয়। কেননায় শিশু যখন সুস্থ থাকে তখন শিশু স্বাভাবিকভাবে নড়াচড়া করে। দুর্বল ও অসুস্থ শিশু কম নড়াচড়া করে। তবে পেটের ডান দিকে যদি অতিরিক্ত নড়াচড়া করে তাহলে সেক্ষেত্রে, 

আপনার শিশুটি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এটি কখনোই নিশ্চিত ভাবে ধরে নেওয়া যাবে না যে গর্ভের সন্তানটি ছেলে হবে। তবে পেটের ডান পাশে বেশি নড়াচড়া করলে গর্ভের সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার গর্বের সন্তান ডান পাশে নড়াচড়া করলে যদি আপনার ঘুমানোর চলাফেরার বিশ্রামের সমস্যা হয় সেক্ষেত্রে বাম পাশে কাত হয়ে বিশ্রাম করুন। 

আপনার এই বিষয়গুলো যদি অস্বাভাবিক মনে হয় অথবা প্রত্যেকটি বিষয় যদি অতিরিক্ত হয় সে ক্ষেত্রে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিন।

নাভি কেমন হলে ছেলে হয়

নাভি কেমন হলে ছেলে হয় এ সম্পর্কে অনেকেই জানতে চান। নাভি কেমন হলে ছেলে হয় এর কোন পরীক্ষিত প্রমাণ নেই। নাভির আকার ও অবস্থানের ভিত্তিতে ছেলে অথবা মেয়ে সন্তান নির্ধারণ করা সম্ভব নয়। তবে গ্রাম্য মহিলারা দীর্ঘদিন ধরে গর্ভবতী মহিলাদের দেখে, তাদের সম্পর্কে জেনে যে সঠিক বিষয়গুলো প্রকাশ করেছেন তা হলো নাভির আকার ছোট হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে নাভির আকার বড় হলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি।

গর্ভাবস্থায় উপরের পেট বড় হওয়ার কারণ

গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে, গর্ভাবস্থায় উপরের পেট বড় হওয়ার কারণ কি তা অনেকেই জানতেন না। গর্ভাবস্থায় পেট উপরে বড় হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। গর্ভাবস্থায় পেট উপরের দিকে বড় হওয়ার প্রধান কারণ হলো আপনার গর্ভের শিশুর অবস্থান। যদি শিশু উপরের দিকে থাকে তাহলে পেটের উপরের অংশ অনেক বড় হয়। 

অথবা কখনো কখনো শিশু পেটে নিচের দিকে অবস্থান করে কিন্তু গ্যাস ও বদ হজমের সমস্যার কারণে পেটের ওপরের অংশ বড় হয়। অন্যদিকে পেটে বেশি পরিমাণ এমনিউটিক ফ্লুইড থাকলে পেট বড় দেখায়। কোন গর্ভবতী মায়ের ক্ষেত্রে পূর্বে যদি কোন সন্তান জন্ম দেয় সেক্ষেত্রে গর্ভের নিচের অংশ কিছুটা শিথিল থাকলে পেট উপরের দিকে বড় দেখাতে পারে।

গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটের কোন পাশে থাকে

গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটে কোন পাশে থাকে তা বৈজ্ঞানিকভাবে কোন প্রমাণ নেই। তবে প্রচলিত কিছু ধারণা অনুযায়ী মেয়ে বাচ্চা জন্মদানের কিছু প্রমাণ রয়েছে। গর্ভাবস্থায় মেয়ে বাচ্চা পেটের অধিকাংশ সময় বাম পাশে বেশি থাকে। মেয়ে শিশু গর্ভে থাকলে পেট কিছুটা চওড়া হয়। মেয়ে শিশু গর্ভে থাকলে ছেলে শিশুর চাইতে কিছুটা কম নড়াচড়া করে। 

তবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শিশুর অবস্থান ভিন্ন রকম হয়। কেননা আপনার চলার ধরন বিশ্রামের ভঙ্গির ওপর আপনার শিশু পেটের পাশে অবস্থান করবে। পেটের চারপাশে বাচ্চা অবস্থান করে। তবে কিছু সময় পরপর এই শিশু পজিশান পরিবর্তন করে।

গর্ভাবস্থায় কোন পাশে ঘুমাবে

অনেকেই গর্ভাবস্থায় বিভিন্নভাবে চিন্তিত হয়ে পড়েন যে কোন পাশে ঘুমাবেন সেই সম্পর্কে। গর্ভাবস্থায় আপনি নির্দিষ্টভাবে কোন পাশে শুয়ে ঘুমানোর প্রয়োজন নেই। আপনি যে পাশে বিশ্রাম নিয়ে সুস্থ থাকবেন আপনি সেই পাশে ঘুমাবেন। তবে মাঝে বাম পাশ থেকে ডান পাশে শুয়ে অথবা ডান পাশ থেকে বাম পাশে শুয়ে ঘুমাবেন। 

কখনোই এক পাশ হয়ে অধিক সময় ঘুমাবেন না। চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় বাম পাশে ঘুমানো সবচেয়ে ভালো, কারণ বাম পাশে ঘুমালে রক্ত সঞ্চালন উন্নত হয়, শিশুর অক্সিজেন সরবরাহ ঠিক থাকে। তবে মাঝে মাঝে ডান পাশে শুয়ে ঘুমাতে পারেন।

গর্ভাবস্থায় কত সপ্তাহে কত মাস

গর্ভাবস্থায় কত সপ্তাহে কত মাস তা অনেকে জানেন না। গর্ভাবস্থা ৩৮-৪০ সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। মাস হিসেবে গর্ভের সন্তান ৯ মাস ১০ দিন অবস্থান করে। সপ্তাহ হিসেবে ৩৬-৪০ সপ্তাহ পর্যন্ত অবস্থান করে। গর্ভাবস্থায় কত সপ্তাহে কত মাস তার একটি তালিকা নিচে দেওয়া হলঃ
  • ১ম মাস: ১-৪ সপ্তাহ
  • ২য় মাস: ৫-৮ সপ্তাহ
  • ৩য় মাস: ৯-১৩ সপ্তাহ
  • ৪র্থ মাস: ১৪-১৭ সপ্তাহ
  • ৫ম মাস: ১৮-২২ সপ্তাহ
  • ৬ষ্ঠ মাস: ২৩-২৭ সপ্তাহ
  • ৭ম মাস: ২৮-৩১ সপ্তাহ
  • ৮ম মাস: ৩২-৩৫ সপ্তাহ
  • ৯ম মাস: ৩৬-৪০ সপ্তাহ

গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া বোঝার উপায়

গর্ভাবস্থায় আপনি প্রথম অবস্থায় খুব একটা নড়াচড়া বুঝতে পারবেন না। তবে ১৮-২৫ সপ্তাহ থেকে শিশু নড়াচড়া অনুভব করতে পারবেন। প্রথম অবস্থায় আপনার পেটে গ্যাসের অনুভূতি হতে পারে। প্রথম অবস্থায় অস্পষ্ট ভাবে পেট মোটর দেওয়া পেটে স্পষ্ট লাথি ও মোচড়ের মত অনুভব করবেন। ২৮ সপ্তাহ পরে দিনে কমপক্ষে ১০ বার নড়াচড়া অথবা এর চাইতে বেশি নড়াচড়া করতে পারে। আপনার শিশুর যদি নড়াচড়া একেবারেই কম হয় সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

লেখকের মন্তব্য

আজকের পুরো আর্টিকেলটিতে গর্ভাবস্থায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। গর্ভবতী মায়েদের অজানা বিষয় সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে, বাচ্চা পেটের কোন দিকে থাকে, বাচ্চা ডান পাশে নড়াচড়া করলে কি হয় সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। 

আশা করি বিষয় গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন