৭টি শীর্ষ ব্রান্ডের ২০টি কোয়ালিটির আজকে টিনের দাম ২০২৫
গত বছরের তুলনায় টিনের দাম ২০২৫ সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের প্রচুর পরিমাণে টিনের বাড়িঘর তৈরি করা হয়। পাশাপাশি টিনের বেড়া নির্মাণের জন্য আমাদের দেশে প্রচুর পরিমাণে টিনের চাহিদা রয়েছে। আজকের আর্টিকেলটিতে আপডেট টিনের দাম, ৭টি শীর্ষ ব্রান্ডের ২০ কোয়ালিটির আজকের টিনের দাম ২০২৫ সম্পর্কে থাকছে বিস্তারিত।
বাজারে বেশ কিছু কোয়ালিটির টিন পাওয়া যায়। ভিন্ন ভিন্ন কোম্পানিগুলো ভিন্ন ভিন্ন মানের টিন প্রস্তুত করেছে। তবে প্রত্যেকটি কোম্পানিগুলো টিনের মান একরকম নয়। আপনি যদি সঠিক টিন চিনতে না পারেন তাহলে আপনি অর্থ খরচ করেও লস এর সম্মুখীন হবেন। তাই সবচেয়ে শীর্ষ কোয়ালিটির আজকে টিনের দাম ২০২৫ সালের আপডেট টিনের দাম জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ আজকে টিনের দাম ২০২৫ - আবুল খায়ের গরু মার্কা টিনের দাম
.
১ বান টিন কয়টি
১ বান টিন কয়টি তা নির্ধারিত হয় টিনের ফুট এর ওপর ভিত্তি করে। সাধারণত এক বান টিন ৭২ ফুট। এখন আপনি ছোট বড় যেমন ফুট এর টিন নেবেন তার ওপর ভিত্তি করে টিনের সংখ্যা কম বেশি হবে। যেমনঃ
৮ ফুট ৭২÷৮ = ৯, তাহলে ৮ ফুট টিন ৯ পিচে ১ বান
৯ ফুট ৭২÷৯ = ৮, ৯ ফুট টিন ৮ পিচে ১ বান
১০ ফুট ৭২÷১০= ৭, ১০ ফুট টিন ৭ পিচে ১ বান
১২ ফুট ৭২÷১২= ৬, ১২ ফুট টিন ৬ পিচে ১ বান
এভাবে আপনি যত বেশি ফুটের টিন নেবেন সংখ্যায় তত কম পাবেন। সহজভাবে আপনার যত বেশি ফুটের প্রয়োজন হবে আপনি ওই ফুট কে ৭২ এর সাথে ভাগ করবেন, তাহলে আপনি টিনের সংখ্যা জানতে পারবেন।
টিনের দাম
টিনের দাম প্রতিনিয়ত কমবেশি হতেই থাকে। কেননা টিন তৈরির উপকরণ গুলোর দাম কমবেশি হলে টিনের দাম কম বেশি হয়। টিনের দাম টিন উৎপাদনকারী ব্র্যান্ড, পুরুত্ব, বাজারের চাহিদা, উৎপাদনের খরচ এর উপর ভিত্তি করে টিনের দাম নির্ধারিত হয়। তাছাড়া টিনে জিংক ও অ্যালুমিনিয়াম এর ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে টিনের দাম কিছুটা কম বেশি হয়।
ভিন্ন ভিন্ন কোম্পানির টিনের দাম ভিন্ন রকম। সবচেয়ে গ্যালভানাইজড টিনের দাম তুলনামূলক ভাবে বেশি, কেননা এই টিন মরিচা প্রতিরোধী। নিচে প্রত্যেকটি ব্র্যান্ডের টিনের দাম দেওয়া হলো।
৮ ফুট টিনের দাম
৮ ফুট টিনের দাম নির্ধারিত হয় টিন উৎপাদনকারী কোম্পানির, টিনের পুরুত্ব (মিলি) এর ওপর। যে টিনের কোম্পানি যত বেশি ভালো ও টিনের গুরুত্ব যত বেশি ওই টিনের দাম তত বেশি। বাজারে সবচেয়ে ভালো মানের আবুল খায়ের ৮ ফুট ১ বান টিনের দাম ৮,৬০০ টাকা। বিভিন্ন কোম্পানির টিনের দাম কিছুটা কমবেশি রয়েছে। তবে আপনি অন্যান্য কোম্পানির ৮ ফুট টিন ৬-৯ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।
৯ ফুট টিনের দাম
৯ ফুট টিনের দাম টিনের পুরুত্বের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। টিনের পুরুত্ব কম হলে ওই টিনের দাম কম। আবার কোম্পানি অনুযায়ী টিনের পুরুত্ব বেশি হলে ওই টিনের দাম বেশি। যেমন এরাবিয়ান হর্স ০.১৫০ মিলি পুরুষত্বের ৯ ফুট টিনের দাম ৩৭৭০ টাকা। আবুল খায়ের ৯ ফুট এক বান টিনের দাম ৮৭০০ টাকা। জালালাবাদ রঙিন টিন ০.৪২০ মিলি টিনের দাম ৮৭০০ টাকা।
১০ ফুট টিনের দাম
কোম্পানি ও টিনের পুরুত্ব অনুযায়ী ১০ ফুট টিনের দাম কমবেশি রয়েছে। ১০ ফুট টিনের দাম ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন রকম। সাধারণত টিনের পুরুত্বের উপর ভিত্তি করে টিনের দাম কম বেশি হয় নিচে ভিন্ন ভিন্ন কোম্পানির ১০ ফুট টিনের দাম দেওয়া হলোঃ
- আবুল খায়ের ০.৪২০ মিলি ১০ ফুট টিনের দাম ৮৭০০ টাকা
- গ্যালকো ০.৪২০ মিলি ১০ ফুট টিনের দাম ১০,৯০০ টাকা
- পিএইচপি এরাবিয়ান হর্স ০.৪২০ মিলি ১০ ফুট টিনের দাম ৯,৬০০ টাকা
গ্যালকো টিনের দাম
সবচেয়ে সেরা ব্র্যান্ড গুলোর মধ্যে একটি হলো গ্যালকো টিন ব্রান্ড। গ্যালকো টিন দীর্ঘস্থায়ী হয়। এটি অত্যন্ত শক্ত ও মজবুত হওয়ায় দিন দিন গ্যালকো টিনের চাহিদা বেড়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গ্যালকো টিনের দাম বৃদ্ধি পেয়েছে। গ্যালকো টিনের দাম টিনের পুরুত্বের উপর নির্ধারিত হয়। যে টিনের পুরুত্ব যত বেশি ওই টিনের দাম তত বেশি। নিচে ১০ ফুট ১ বান গ্যালকো টিনের দামের তালিকা দেওয়া হলোঃ
- ০.২২০ mm পুরুত্ব গ্যালকো টিনের দাম ৪৬০০ টাকা
- ০.২৬০ mm পুরুত্ব গ্যালকো টিনের দাম ৫৮০০ টাকা
- ০.৩২০ mm পুরুত্ব গ্যালকো টিনের দাম ৬৬০০ টাকা
- ০.৩৮০ mm পুরুত্ব গ্যালকো টিনের দাম ৭২০০ টাকা
- ০.৪২০ mm পুরুত্ব গ্যালকো টিনের দাম ৮৬০০ টাকা
- ০.৪৬০ mm পুরুত্ব গ্যালকো টিনের দাম ৯২০০ টাকা
এই দাম গুলি প্রতিনিয়ত কম বেশি হতে থাকে। আজকের আপডেট অনুযায়ী গ্যালকো টিনের দামের তালিকা দিয়েছি। আশা করি গ্যালকো প্রত্যেকটি পুরুত্বের টিনের দাম সম্পর্কে জানতে পেরেছেন।
টালি টিনের দাম
টালিটিন দেখতে অন্যান্য টিনের চেয়ে সবচেয়ে বেশি আকর্ষণীয়। এটির অত্যন্ত মজবুত হয়। দূর থেকেও এই টিন দেখতে অনেক ভালো লাগে। টালি টিন বিক্রয় হয় স্কয়ার ফিট অনুযায়ী। আপনার প্রয়োজন অনুযায়ী টালি টিনের দৈর্ঘ্য ছোট বড় নিতে পারবেন। টালি টিনের প্রস্থ ৩৮ ইঞ্চি। টালি টিনের দৈর্ঘ্য আপনার প্রয়োজন অনুযায়ী ছোট অথবা বড় নিতে পারবেন।
সর্বোচ্চ কোয়ালিটির ৫০mm প্রতি ফুট টালি টিনের দাম ৭৫ টাকা। তবে অন্যান্য টিনে যেগুলোতে জিংক ব্যবহার করা হয়নি নিম্নমানের টিন গুলো আপনি প্রতি ফুট ৫৫-৬৫ টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে সবচেয়ে ভালো মানের টালি টিনের দাম প্রতি ফুট ৭৫ টাকা।
ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম
ইন্ডাস্ট্রিয়াল টিন বিশেষ করে বড় ধরনের কারখানাতে ব্যবহার করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের গোডাউন তৈরিতে গোডাউনের চারপাশ অথবা গোডাউনের ছাদের ছাওনি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল টিন ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম টিনের পুরুত্বের ওপর ভিত্তি করে কম বেশি হয়। ইন্ডাস্ট্রিয়াল টিনের বেশ কিছু পুরুত্বের কোয়ালিটি পাওয়া যায়। নিচে ইন্ডাস্ট্রিয়াল টিনের ভিন্ন ভিন্ন পুরুত্বের নামের তালিকা দেওয়া হলোঃ
- ৩৬ mm ১ ফুট ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম ৫৫ টাকা
- ৪০ mm ১ ফুট ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম ৬০ টাকা
- ৪৫ mm ১ ফুট ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম ৬৫ টাকা
- ৫০ mm ১ ফুট ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম ৭২ টাকা
সময়ের পরিবর্তনে ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম কম বেশি হয়। তাছাড়া টিনের প্রস্থ কমবেশি হলে একই মিমি টিনের দাম কিছুটা কম বেশি হয়। আশা করি ইন্ডাস্ট্রিয়াল টিনের দাম জানতে পেরেছেন।
এরাবিয়ান হর্স টিনের দাম
পি এইচ পি এরাবিয়ান হর্স টিনের দাম সাধারণত টিনের পুরুত্বের উপর ভিত্তি করে কম বেশি হয়। পি এইচ পি এরাবিয়ান হর্স রঙিন টিন মূলত অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী। এরাবিয়ান হর্স রঙিন টিন ৪০ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। প্রবল বাতাস, তুষারপাত, অতিরিক্ত তাপমাত্রায় সহ্য করার ক্ষমতা রাখে পিএইচপি এরাবিয়ান হর্স রঙিন টিন।
এরাবিয়ান হর্স রোমান টিন দীর্ঘস্থায়ী হয় বলে বিভিন্ন ব্যক্তিদের পছন্দের তালিকায় রয়েছে এই টিন। বিশেষ করে এটি বিভিন্ন গোডাউনে, মাটির বাড়ির ছাউনিতে, মাটির বাড়ির বেড়া নির্মাণে পি এইচ পি এরাবিয়ান হর্স রঙিন টিন ব্যবহার করা হয়। বাজারে বেশ কিছু পুরুত্বের পি এইচ পি এরাবিয়ান রঙিন টিন পাওয়া যায়।
- ০.৩২০ মিলি এরাবিয়ান হর্স টিনের দাম ৭২০০ টাকা
- ০.৩৪০ মিলি এরাবিয়ান হর্স টিনের দাম ৮২০০ টাকা
- ০.৪২০ মিলি এরাবিয়ান হর্স টিনের দাম ৯২০০ টাকা
আবুল খায়ের গরু মার্কা টিনের দাম
আমাদের বাংলাদেশ বেশ জনপ্রিয় আবুল খায়ের গরু মার্কা ঢেউটিন। টিনের কথা মনে হলে মাথায় আসে আবুল খায়ের গরু মার্কা টিন। আবুল খায়ের গরু মার্কা টিন উন্নত মানের লোহা দিয়ে তৈরি করা হয়। এই টিনে ব্যবহারিত জিংক এর পরিমাণ অনেক বেশি হওয়ায় এই টিন সহজে মরিচা প্রতিরোধী। গুণ ওমানের তুলনায় এই টিনের দাম অনেক কম।
বাংলাদেশে সর্বপ্রথম টিনের কোম্পানিগুলোর মধ্যে একটি হলো এই আবুল খায়ের গরু মার্কা ঢেউটিন। এটি প্রচন্ড বাতাস, তুষারপাত, সূর্যের অতিরিক্ত তাপমাত্রা সহজে সহ্য করতে পারেন। আবুল খায়ের ০.৪২০ মিলি টিন ৪০ বছর পর্যন্ত স্থায়ী হয়। আবুল খায়ের ঢেউটিনের দাম সাধারণত টিনের পুরুত্বের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। নিচে আবুল খায়ের প্রত্যেকটি কোয়ালিটির টিনের দাম দেওয়া হলোঃ
- ০.১৬০ মিলি টিনের দাম ৩,৬৫০ টাকা
- ০.১৭০ মিলি টিনের দাম ৪,৬০০ টাকা
- ০.১৯০ মিলি টিনের দাম ৪,৯৫০ টাকা
- ০.২২০ মিলি টিনের দাম ৫,৬৫০ টাকা
- ০.২৬০ মিলি টিনের দাম ৫,৯৫০ টাকা
- ০.৩২০ মিলি টিনের দাম ৬,৮০০ টাকা
- ০.৩৪০ মিলি টিনের দাম ৭,৩০০ টাকা
- ০.৪২০ মিলি টিনের দাম ৮,৬০০ টাকা
আবুল খায়ের রঙিন টিনের দাম
আবুল খায়ের রঙিন টিন অত্যন্ত শক্ত ও মজবুত। আবুল খায়ের রঙিন টিনে ব্যবহার করা হয়েছে উন্নত মানের লোহা ও জিংক। এটি সহজে মরিচা প্রতিরোধ করতে পারে ও দীর্ঘস্থায়ী। আবুল খায়ের রঙিন টিন ৪০ বছরেরও বেশি দীর্ঘস্থায়ী হয়। আবুল খায়ের রঙিন টিন প্রবল বাতাস, তুষার, সূর্যের অতিরিক্ত তাপ সহজে সহ্য করতে পারে।
এটি মরিচা প্রতিরোধ হয় এইটিন সহজে নষ্ট হয় না। আবুল খায়ের বেশ কিছু কোয়ালিটির রঙিন টিন রয়েছে। সাধারণত আবুল খায়ের রঙিন টিনের দাম মিলির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। নিচে আবুল খায়ের রঙিন টিনের দামের তালিকা দেওয়া হলোঃ
- আবুল খায়ের ১৫ মিলি ১ বান রঙিন টিনের দাম ৫৮০০ টাকা
- আবুল খায়ের ২২ মিলি ১ বান রঙিন টিনের দাম ৬৮০০ টাকা
- আবুল খায়ের ৩২ মিলি ১ বান রঙিন টিনের দাম ৯২০০ টাকা
- আবুল খায়ের ৩৬ মিলি ১ বান রঙিন টিনের দাম ৯৯০০ টাকা
- আবুল খায়ের ৪২ মিলি ১ বান রঙিন টিনের দাম ১১,৫০০ টাকা
তবে স্থান ও সময় ভেদে আবুল খায়ের রঙিন টিনের দাম কিছুটা কম বেশি হতে পারে। আজকের আপডেট অনুযায়ী উপরে আবুল খায়ের প্রত্যেকটি কোয়ালিটির রঙিন টিনের দামের তালিকা দিয়েছি।
জালালাবাদ টিনের দাম
জালালাবাদ রঙিন টিন অত্যন্ত মজবুত। জালালাবাদ রঙিন টিন বেশ কয়েক বছর ধরে মার্কেটে তার নিজের বিশ্বস্ততার জায়গা তৈরি করেছে। জালালাবাদ রঙিন টিনের স্থায়িত্ব দীর্ঘদিন। সর্বোচ্চ পুরুত্বের জালালাবাদ রঙিন টিন ৩০ বছরেরও বেশি স্থায়ী হয়। জালালাবাদ রঙিন টিনের গ্যারান্টি ২০ বছরের। ২০ বছরের মধ্যে যদি জালালা বাদ রঙিন টিনের রং নষ্ট হয়,
অথবা মরিচা পড়ে সে ক্ষেত্রে কোম্পানি এর দায়ভার বহন করবে। নিচে বেশ কিছু কোয়ালিটির জালালাবাদ রঙিন টিনের দামের তালিকা দেওয়া হলোঃ
- জালালাবাদ ২৫ মিলি রঙিন টিনের দাম ৪৮০০ টাকা
- জালালাবাদ ৩৫ মিলি রঙিন টিনের দাম ৬০০০ টাকা
- জালালাবাদ ৪২ মিলি রঙিন টিনের দাম ৬৯০০ টাকা
- জালালাবাদ ৪৮ মিলি রঙিন টিনের দাম ৭৯০০ টাকা
তবে সময় ও স্থানভেদে জালালাবাদ রঙিন টিনের দাম কিছুটা কম বেশি হতে পারে। আপনি যে কোন সময় সঠিক দাম জানতে নিকটস্থ টিনের দোকানে যোগাযোগ করুন।
লেখকের মন্তব্য
আজকের পুরো আর্টিকেলটিতে আজকে টিনের দাম ২০২৫, ৭ টি শীর্ষ ব্র্যান্ডের ২০টি কোয়ালিটির রঙিন টিনের দাম সম্পর্কে জানিয়েছি। এছাড়া ঢেউটিন সহ অন্যান্য টিনের দাম সম্পর্কে জানিয়েছি। প্রতিনিয়ত আমদানির ও বাজারের চাহিদার উপর ভিত্তি করে টিনের দাম কম বেশি হয়। ২০২৫ সালের আপডেট দামের তালিকা উপরে দিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন।
টিন সম্পর্কে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।