OrdinaryITPostAd

২০০টি+ ৫০০, ১০০০, ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে চান তাহলে প্রেসার কুকার দিন। এমন কোন পরিবার নেই যে পরিবারে রান্না করা হয় না। ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট কিনতে পারবেন। যা আপনার বন্ধু অথবা বান্ধবীর জন্য সেরা উপহার হতে পারে। আজকের আর্টিকেলটিতে ২০০+ গিফট দেওয়ার সামগ্রীর নাম আপনাদের জানিয়ে দেব। এই উপহারগুলো আপনারা ৫০০-৩০০০ হাজার টাকার মধ্যেই কিনে উপহার দিতে পারবেন।
১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া - ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট
আপনি কত বেশি দামি গিফট দিচ্ছেন সেটা বড় বিষয় নয়। আপনি যে গিফট দিচ্ছেন সেই গিফট যাকে দেবেন সে ব্যক্তির কতটা উপকারে আসবে সেটি বড় বিষয়। উপহারের মূল্য তখনই বোঝা যায় যখন সেই উপহারটি সবচেয়ে বেশি ব্যবহার উপযোগী হয়। ধরুন আমি লেখক আমার জন্য একটি কলম সবচেয়ে বড় গিফট। কেউ যদি অজ্ঞ ব্যাক্তি হয় আর আপনি সেই ব্যক্তিকে যদি কলম গিফট করেন তাহলে তার কোন কাজে আসবে না। তাই আপনি যাকে গিফট দিচ্ছেন তার প্রয়োজন অনুযায়ী আপনি গিফট দিলে সে সবচেয়ে বেশি খুশি হবে। ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিয়ে আপনার বন্ধু অথবা বান্ধবীকে সহজে খুশি করতে পারবেন। আপনার বাজেট যদি কম হয় তাহলে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে পারেন উপহার হিসেবে।

পোস্ট সূচিপত্রঃ ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া - ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

.

বন্ধুর বিয়ের গিফট

এতদিন একসাথে বন্ধুর সাথে থেকেছেন, বন্ধুর সাথে চলাফেরা করেছেন। আজকে সেই বন্ধুটির বিয়ে, উপহার হিসেবে কি গিফট দেওয়া যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। ভেবে পাচ্ছেন না কোন গিফট দেবেন। বন্ধুর বিয়ের গিফট কেনার জন্য সহজ কিছু পদক্ষেপ অনুসরণ করুন। আপনার বন্ধুকে এমন কিছু গিফট দিন যেই গিফট আপনার বন্ধুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া - ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট
আপনার বন্ধু যে প্রফেশনে আছে, আপনার বন্ধু যা কিছু পছন্দ করে সেগুলোর মধ্যে থেকে কোন কিছু দিন। আপনি আপনার বন্ধুর সাথে দীর্ঘদিন একসঙ্গে কাটিয়েছেন নিশ্চয়ই তার ভালো-মন্দ বোঝেন। তাহলে সেই ভালো মন্দ কোন উপহার গুলোর মধ্যে থেকেই আপনার বন্ধুর বিয়েতে গিফট দিন। এতে আপনার বন্ধু আপনার প্রতি অত্যন্ত খুশি হবে। 
বন্ধুর বিয়েতে গিফট দেওয়ার জন্য এমন কোন সামগ্রী নির্বাচন করুন যা আপনার বন্ধুর জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। আমার বন্ধু সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকে। তাই আমার বন্ধুর বিয়েতে আমি একটি কম্পিউটার মনিটর গিফট হিসেবে দিয়েছি। আমার বাজেট কিছুটা বেশি ছিল, আমার বাজেট কম হলে আমি মিউজিক বক্স উপহার দিতাম। 

এতে আমার বন্ধুর অনেক উপকার হত। তাই আপনার বন্ধুর জন্য যেই গিফটটি অত্যন্ত প্রয়োজনীয় আপনি সেই গিফট টি দিতে পারেন। নিচে কিছু বন্ধুর বিয়ের গিফট আইডিয়া দেওয়া হলোঃ
  • ব্র্যান্ডেড ওয়াচ
  • এলইডি টিভি
  • ওয়াটার ফিল্টার
  • ওয়াল ক্লক
  • স্মার্ট এলইডি লাইট
  • মিউজিক স্পিকার
  • ট্রলি লাগেজ
  • ভ্যাকুয়াম ক্লিনার
  • জায়নামাজ ও তসবিহ
  • ওয়ারড্রপ
  • বেড সিড
  • দোলনা চেয়ার
  • ফটো থ্রিডি ল্যাম্প
  • মিনি প্রজেক্টর
আপনি উপরে দেওয়া এই উপহার গুলো আপনার বন্ধুর বিয়েতে গিফট হিসেবে দিতে পারেন। পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তির ওই উপরে দেওয়া এই উপহারগুলো অত্যন্ত প্রয়োজনীয়। তাই উপরে দেওয়া উপহার গুলোর মধ্যে থেকে যেকোন উপহার আপনার বন্ধুর বিয়েতে দিলে সেটি আপনার বন্ধুর জন্য অত্যন্ত উপযোগী ও উপকারী হবে।

বান্ধবীর বিয়ের গিফট

বান্ধবীর বিয়ের গিফট দেবেন ভাবছেন কিন্তু কোন গিফট দেবেন ভেবে পাচ্ছেন না। আপনার বান্ধবীর বিয়েতে এমন কিছু গিফট দিন যেই গিফট আপনার বান্ধবীর জন্য অত্যন্ত সহযোগী হবে। বান্ধবীর জন্য ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট বুঝতে পারেন অনলাইন প্লাটফর্ম গুলোতে। একটি মেয়ে বিয়ের পরে সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়ে। 

সংসারের কাজ কর্মের মধ্যে ডুবে থাকতে হয় সারাক্ষণ। এমন কিছু উপহার আপনার বান্ধবীকে দিন যে উপহার আপনার বান্ধবীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। একটি পরিবারে একটি মেয়েকে প্রতিদিন চা অথবা কফি তৈরি করতে হয়। তাই আপনি চাইলে আপনার বান্ধবীকে কফি মেকার উপহার হিসেবে দিতে পারেন। 
একটি মেয়েকে তার পরিবারে প্রতিদিন রান্নার জন্য রাইস কুকার অথবা প্রেসার কুকার এর প্রয়োজন হয়। আপনি চাইলে অল্প টাকার মধ্যে রাইস কুকার অথবা প্রেসার কুকার উপহার হিসেবে দিতে পারেন। এমন কিছু উপহার হিসেবে দিন যা আপনার বান্ধবীর জন্য অত্যন্ত সহযোগী হবে। নিচে কিছু বান্ধবীর বিয়ের গিফট এর তালিকা দেওয়া হলোঃ
  • প্রেসার কুকার
  • রাইস কুকার
  • কফি মেকার
  • ব্লেন্ডার
  • ডিনার সেট
  • বেডশিট
  • মাইক্রোওভেন
  • ওয়াটার ফিল্টার
  • ইনডাকশন চুলা
  • হ্যান্ড ব্লেন্ডার
  • ফ্রাইং প্যান
  • শো পিস
  • গ্লাস ও জগ এর সেট
  • ফটো ফ্রেম
  • স্মার্ট এলইডি টিভি
উপরে বেশ কিছু বান্ধবীর বিয়েতে উপহার হিসেবে দেওয়া যায় এরকম উপহারের তালিকা দিয়েছি। আপনার বাজেট অনুযায়ী উপরে থেকে যেকোন উপহার আপনার বান্ধবীর জন্য সিলেক্ট করতে পারেন। উপরে দেওয়া প্রত্যেকটি উপহারই আপনার বান্ধবীর জন্য অত্যন্ত উপযোগী। কেননা উপরে দেওয়া প্রত্যেকটি উপহার আপনার বান্ধবীর জন্য সহযোগী হবে।

সেরা বিয়ের গিফট আইডিয়া

আপনি আপনার আত্মীয়র বিয়েতে সেরা গিফট দিতে চাচ্ছেন? কোন সমস্যা নেই, আপনি আপনার বাজেটের মধ্যেই সেরা গিফট দিতে পারবেন আপনার প্রিয়জনের বিয়েতে। আপনার বাজেট যেমনই হোক না কেন আপনি ওই বাজেটের মধ্যেই বিয়ের গিফট দিতে পারবেন। বিয়ের গিফট দিতে গেলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ টাকার মধ্যে ভালো গিফট পাওয়া যায়। 

সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত অথবা এর চাইতেও বেশি মূল্যের আপনার প্রিয়জনকে গিফট দিতে পারেন। পুরো আর্টিকেলটিতে ২০০ টিরও বেশি গিফট আইডিয়া শেয়ার করেছি।

৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট

অনেকে চান স্বল্পমূল্যের মধ্যে ভালো গিফট দিতে। বাজেট কম হলেও যাতে যে উপহারটা দেওয়া যায় সেটি যেন মানসম্মত হয়। তাইতো আইডিয়া পেতে নিয়মিত ৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট সম্পর্কে খোঁজ করেন। যারা স্বল্পমূল্যের মধ্যে বিয়ের গিফট দিতে চাচ্ছেন তারা চাইলে নিচে দেওয়া ৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট গুলো দিতে পারেনঃ
  • ডিনার সেট
  • স্যুপ সেট
  • থ্রি পিস সেট
  • শাড়ি
  • শো পিস
  • ফটো ফ্রেম
  • কাপল মগ
  • ওয়াল ক্লক
  • নামাজের জায়নামাজ
  • বেডশিট
  • স্মার্ট ওয়াচ
  • টেবিল ল্যাম্প
  • স্পিকার সেট
  • বেডরুম লাইটিং সেট
  • কাস্টমাইজ নেমপ্লেট
  • কার্পেট
  • গ্লাস ও জগ এর সেট
আপনি উপরে দেওয়া এই উপহার গুলো সহজেই ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। উপরে দাও প্রত্যেকটি উপহারই একজন ব্যক্তির অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটি পরিবারের জন্য উপরে দেওয়া উপহারগুলো অত্যন্ত দরকারি। তাই আপনি যদি আপনার প্রিয়জনের বিয়েতে দরকারি কোন উপহার দেন সে ক্ষেত্রে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিলে সহজে খুশি হবে। ১০০০ টাকার মধ্যে অনেক গিফট রয়েছে যেগুলো বিয়েতে উপহার হিসেবে দেওয়া যায়। উপহার যা কিছুই হোক না কেন সেটি যদি গ্রহণকারীর উপকারে আসে তাহলে সেটি অত্যন্ত মূল্যবান। ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট কোন অংশে কম নয়। নিচে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট এর তালিকা দেওয়া হলোঃ
  • মিনি রাইস কুকার
  • মিনি প্রেসার কুকার
  • টেবিল ফ্যান
  • ডিনার সেট
  • ওয়াটার ফিল্টার
  • ব্লেন্ডার
  • বেড শিট ও কভার সেট
  • কার্পেট
  • শোপিস
  • ডোর ম্যাট
  • জুসার
  • কাস্টমাইজড জুয়েলারি
  • সেলফি স্ট্যান্ড
  • ব্লুটুথ ইয়ারফোন
  • পাওয়ার ব্যাংক
  • ট্রলি ব্যাগ
  • পারফিউম
  • স্মার্ট ওয়াচ
  • মিনি ইলেকট্রিক গ্রাইন্ডার
  • কাচের জগ সেট
  • কাচের গ্লাসের সেট
  • কাঁসার থালা
  • কাসার গ্লাস
  • সাইড ব্যাগ
  • কাস্টমাইজড মন
  • ওয়াল ক্লক
  • ছবির ফ্রেম
  • আর্টিফিশিয়াল প্লান্ট
  • ইমিটেশন জুয়েলারি
  • টেবিল ল্যাম্প
  • বইয়ের সেট
উপরে ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট এর তালিকা দিয়েছি। উপরে এই গিফট গুলো সহজে আপনি ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। উপরে দেওয়া এই গিফট গুলো অল্প টাকার মধ্যে কিনে সহজেই আপনার আপনি উপহার হিসেবে আপনার প্রিয়জনকে দিয়ে খুশি করতে পারবেন। প্রত্যেকটি ফ্যামিলির জন্যই উপরে দেওয়া এই উপহার গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌন্দর্য বৃদ্ধির জন্য, ফ্যামিলির বিভিন্ন কাজে দরকারি। আশা করি ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট গুলোর নাম জানতে পেরেছেন।

১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট

ভালো মানের শোপিস ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে অত্যন্ত উপযোগী। প্রেসার কুকার ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট হিসেবে দিতে পারেন। পনেরশো টাকার মধ্যে বিয়ের গিফট দিতে চাইলে এটি সর্বোচ্চ বাজেটের না হলেও যে কোন ফ্যামিলির জন্য এটি উপযোগী। সাধারণ ফ্যামিলিতে ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট সর্বোচ্চ মানের। 

আপনি যদি গ্রাম্য কোন বিয়েতে উপহার হিসেবে দিতে চান সে ক্ষেত্রে পনেরশো টাকার মধ্যে বিয়ের গিফট যথেষ্ট। তাই আপনি যদি ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে চান কোন আইডিয়া না থাকে তাহলে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আপনার জন্য সবচেয়ে সেরা কিছু ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট সামগ্রীর নামের তালিকা দেওয়া হলোঃ
  • প্রেসার কুকার
  • রাইস কুকার
  • ব্লেন্ডার
  • শোপিস
  • ডিনার সেট
  • সিলিং ফ্যান
  • টেবিল ফ্যান
  • ওয়াটার ফিল্টার
  • ডিজিটাল ওয়াল ক্লক
  • স্মার্ট ওয়াচ
  • কাসার থালা
  • কাচের জগ সেট
  • স্পিকার
  • মেঝের কার্পেট
  • কাস্টমাইজড গহনা
  • ইমিটেশন জুয়েলারি
  • ইলেকট্রিক কেটলি
  • ইলেকট্রিক চুলা
  • আর্টিফিশিয়াল ফুল
  • টেবিল ল্যাম্প
  • ওয়ালমেট
  • গ্যাসের চুলা
  • জুসার
  • ফ্রাইং প্যান
উপরে ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট এর তালিকা দিয়েছি। তাই আপনার পছন্দ অনুযায়ী উপরে থেকে যেকোনো ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে পারেন। প্রত্যেকটি গিফট একটি ফ্যামিলির জন্য অত্যন্ত উপকারী।

২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

অনেকে চান ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে কিন্তু কোন গিফট গুলো দেবেন তা ভেবে পাচ্ছেন না। ২০০০ টাকার মধ্যে কিছু সামগ্রী পাওয়া যায় যেগুলো সবচেয়ে ভালো মানের। ২০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে চাইলে নিচে দেওয়া এই গিফট গুলো দিতে পারেনঃ
  • গ্যাসের চুলা
  • প্রেসার কুকার
  • রাইস কুকার
  • সিলিং ফ্যান
  • টেবিল ফ্যান
  • ডিনার সেট
  • জুসার মিক্সার
  • কফি মেকার
  • গহনা
  • হাতের রিং
  • নাকফুল
  • স্মার্ট ওয়াচ
  • ওয়াটার হিটার
  • ওয়াটার ফিল্টার
  • কাস্টমাইজড মিরর

৩০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

৩০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে চান সমস্যা নেই? ৩০০০ টাকার মধ্যে ভালো মানের গিফট দেওয়া সম্ভব। মধ্যবিত্ত পরিবারের জন্য ৩০০০ টাকার বিয়ের গিফট মানে সর্বোচ্চ মানের গিফট। আপনি যদি আপনার আপন জনের বিয়েতে ৩০০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে চান তাহলে নিচে দেওয়া গিফট গুলো দিতে পারেনঃ
  • ওয়াল সেলফ
  • এয়ার ফায়ার
  • ইনডাকশন চুলা
  • কুকওয়্যার
  • ফ্লোর কার্পেট
  • ট্রলি লাগেজ
  • smart স্পিকার সেট
  • মিনি প্রজেক্টর
  • মনিটর
  • কাঠের শোপিস
  • গ্যাসের বার্নার
  • ট্রেডিশনাল পোশাক
  • রাইস কুকার
  • প্রেসার কুকার
  • ব্লেন্ডার
  • জুসার
  • ডিনার সেট
প্রিয় পাঠক উপর বেশ কিছু ৩০০০ টাকার মধ্যে বিয়ের গিফট এর তালিকা দিয়েছি। আপনি খুব সহজে উপরে দেওয়া গিফট গুলো তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। উপরে দেওয়া এই গিফট গুলো আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিলে সেটি তাদের পরিবারের জন্য অত্যন্ত উপকারী হবে।

লেখকের মন্তব্য

প্রিয়জনের বিয়েতে যারা উপহার দিতে গিয়ে চিন্তিত হয়ে পড়েন যে আসলে বাজেটের মধ্যে কোন গিফট দেওয়া যায়, তাদের জন্য আজকের আর্টিকেলটি। আজকের আর্টিকেলটিতে ৫০০-৩০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইটেমের তালিকা দিয়েছি। আশা করি এই তালিকা দেখে আপনারা সহজে বিয়ের গিফট কেনার আইডিয়া পেয়ে যাবেন। 

আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের জন্য সহায়ক ছিল। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন