ফি আমানিল্লাহ অর্থ কি - ফি আমানিল্লাহ কখন বলতে হয়
অনেকে ফি আমানিল্লাহ অর্থ কি তা নিয়ে বিভ্রান্ত হয়। ফি আমানিল্লাহ এর একটি সুন্দর অর্থ রয়েছে। ফি আমানিল্লাহ কখন বলতে হয় তা আমরা অনেকেই জানিনা। ফি আমানিল্লাহ কেন বলবেন, ফি আমানিল্লাহ অর্থ কি, ফি আমানিল্লাহ কখন বলতে হয় প্রত্যেকটি বিষয় সম্পর্কে থাকছে আজকের আর্টিকেলটিতে।
অনেকে আমাদের কাছে দোয়া চান আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে ফি আমানিল্লাহ বলতে পারি। আমরা অনেকের মুখেই শুনে থাকি ফি আমানিল্লাহ বলতে, কিন্তু ফি আমানিল্লাহ অর্থ কি আমরা অনেকে জানিনা। আমরা যদি কাউকে ফি আমানিল্লাহ বলতে চাই তাহলে ফি আমানিল্লাহ কখন বলতে হয় এ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তাই ফি আমানিল্লাহ কখন বলবেন, কেন বলবেন, প্রত্যেকটি বিষয় জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ ফি আমানিল্লাহ অর্থ কি - ফি আমানিল্লাহ কখন বলতে হয়
.
ফি আমানিল্লাহ অর্থ কি
আপনি যদি কাউকে দোয়া করতে চান তাহলে ফি আমানিল্লাহ বলতে পারেন। আমাদের মুসলিম সমাজে আমরা যখন কাউকে আল্লাহর নিরাপত্তায় রাখতে চাই আমরা যখন চাই আল্লাহ ঐ ব্যক্তির হেফাজত করুক তখন আমরা ওই ব্যক্তিকে ফি আমানিল্লাহ বলে দোয়া করতে পারি। ফি আমানিল্লাহ অর্থ কি? ফি আমানিল্লাহ অর্থ "আল্লাহর নিরাপত্তায়" বা "আল্লাহর হেফাজতে থাকুন"
আপনি যদি কাউকে ফি আমানিল্লাহ বলে দোয়া করেন তাহলে আপনি সেই ব্যক্তিকে আল্লাহর হেফাজতে থাকার জন্য দোয়া করে দিলেন। আপনি চাইলেন ওই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকুক এই দোয়াটি ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ দোয়াটি করার মাধ্যমে আপনি যে ব্যক্তিকে দোয়া করলেন ওই ব্যক্তিটি আল্লাহর হেফাজতে নিরাপত্তা পেল।
পাশাপাশি আপনি দোয়া করার মাধ্যমে কিছু পরিমাণ সবও পেলেন এতে আপনাদের উভয়েরই উপকার হল। কেউ যদি আপনার কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য দোয়া চাই তাহলে আপনি ফি আমানিল্লাহ বলতে পারেন। কেউ যদি ভ্রমণের উদ্দেশ্যে দোয়া চাই অথবা কোথাও পাড়ি জমায় তাহলে আপনি ফি আমানিল্লাহ বলতে পারেন। কখন কখন ফি আমানিল্লাহ বলবেন তার কিছু উদাহরণ নিচে দেওয়া হলোঃ
"ফি আমানিল্লাহ" মহান আল্লাহ আপনাকে হেফাজত করুন।
"ফি আমানিল্লাহ" আপনার পরীক্ষার জন্য দোয়া রইল।
"ফি আমানিল্লাহ" আপনার যাত্রা শুভ হোক।
"ফি আমানিল্লাহ " কঠিন সময় আল্লাহ আপনার সহায় হোন।
"ফি আমানিল্লাহ" সবকিছু আল্লাহর হাতে।
"ফি আমানিল্লাহ" আল্লাহর রহমতে নিরাপদে থাকুন।
ফি আমানিল্লাহ পাঠ করা সুন্নত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) অন্যদের দোয়া করতেন এবং অন্যদের দোয়া করতেও বলেছেন। আমাদের প্রিয় নবী যেহেতু অন্যদের দোয়া করতেন তাই আমরাও অন্যদের দোয়া করব। এটি আমাদের প্রিয় নবীর সুন্নত। কারোর জন্য আল্লাহর কাছে ভালো কিছু চাইলে আল্লাহ সেই ব্যক্তির জন্য ভালো কিছু করার পাশাপাশি ভালো কিছু চাওয়া ব্যক্তিরও ভালো কিছু করেন। তাই অবশ্যই আমাদের অন্যদের জন্য দোয়া করা উচিত। আশা করি ফি আমানিল্লাহ অর্থ কি সে সম্পর্কে জানতে পেরেছেন।
ফি আমানিল্লাহ কখন বলতে হয়
অনেকে ফি আমানিল্লাহ পাঠ করেন কিন্তু ফি আমানিল্লাহ কখন বলতে হয় তা জানেন না। ফি আমানিল্লাহ বলারও একটি সঠিক সময় রয়েছে। অনেকে এমন সময় ফি আমানিল্লাহ পাঠ করে যেখানে ফি আমানিল্লাহ পাঠ করার কোন প্রয়োজন নেই। ওই সময় পাঠ করলে বিদঘুটে দেখায় বা অর্থের সাথে ওই দোয়াটির সম্পর্কের মিল হয় না।
আরো পড়ুনঃ ইয়া ওয়াহহাবু - ইয়া ওয়াহহাবু ফজিলত
তাই এমন সময় আপনি ফি আমানিল্লাহ পাঠ করবেন যাতে ঐ ব্যক্তি আল্লাহর রহমত পান অথবা আল্লাহর হেফাজতে থাকেন। ফি আমানিল্লাহ কখন বলতে হয়? ধরুন কেউ বিদেশে যাত্রা করছে ওই ব্যক্তি আপনার কাছ থেকে বিদায় নিল তখন আপনি ফি আমানিল্লাহ পাঠ করুন। এভাবে বলতে পারেন "ফি আমানিল্লাহ" আপনার যাত্রা শুভ হোক।
"ফি আমানিল্লাহ" বিদেশ ভ্রমণে আল্লাহ আপনাকে হেফাজত করুন। আপনি এভাবে দোয়া করতে পারেন। তাছাড়া আপনার কাছে যে ব্যক্তি দোয়া চাইবে আপনি সে ব্যক্তির জন্য ফি আমানিল্লাহ পাঠ করতে পারেন। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি কিন্তু যে ব্যক্তি আমাদের কাছে দোয়া চায় তার জন্য আমরা কিছু করতে পারি না।
শুধুমাত্র মহান আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা যিনি পুরো পৃথিবীর সবকিছু করতে পারেন। তাই আমাদের কাছে যে ব্যক্তি দোয়া চাই আমরা সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। এতে মহান আল্লাহ ঐ ব্যক্তির মনের আশা পূরণ করবেন। ফি আমানিল্লাহ কখন বলতে হয় তার কিছু উদাহরণ নিচে দেওয়া হলঃ
- যখন কেউ বিদেশে ভ্রমণ করবে।
- যখন কেউ সফলতার জন্য পরিশ্রম করবে।
- যখন কেউ ভালো কিছু করার জন্য পরিশ্রম করবে।
- যখন কেউ আপনার কাছে দোয়া চাইবে।
- কোন ব্যক্তির প্রতি আল্লাহর রহমতে।
- কোন ব্যক্তির প্রতি আল্লাহর হেফাজতে।
- কোন পরীক্ষার্থীর জন্য।
এছাড়াও আপনি যেকোনো ব্যক্তিকে ফি আমানিল্লাহ বলে আল্লাহর হেফাজতে দোয়া করতে পারেন। আপনি যখন ফি আমানিল্লাহ কথাটি বলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ওই ব্যক্তিটিকে হেফাজত করবেন। আল্লাহ ঐ ব্যক্তিটির প্রতি সহায় হবেন। আশা করি ফি আমানিল্লাহ কখন বলতে হয় সে সম্পর্কে জানতে পেরেছেন।
ফি আমানিল্লাহ বলা যাবে কি
ফি আমানিল্লাহ অর্থ কি? ফি আমানিল্লাহ বলা যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই ফি আমানিল্লাহ বলা যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমানিল্লাহ বলেছেন। ফি আমানিল্লাহ অর্থ আল্লাহর নিরাপত্তাই থাকুন। আল্লাহ আপনার জন্য সহায় হোক। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক। এ কথাগুলোর অর্থই ফি আমানিল্লাহ।
আমাদের প্রিয় নবী অন্যদের জন্য দোয়া করতে গিয়েও ফি আমানিল্লাহ বলেছেন। এটি আমাদের রাসুলের সুন্নত। তাই আমরা অবশ্যই আমাদের রাসূলকে অনুসরণ করব। অন্যের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য ফি আমানিল্লাহ বলবো। তবে সঠিক সময়ে এ ফি আমানিল্লাহ কথাটির ব্যবহার করব। কখন ফি আমানিল্লাহ বলতে হয় সে বিষয়ে জেনে ফি আমানিল্লাহ কথাটি ব্যবহার করব।
ফি আমানিল্লাহ ইংরেজি বানান
অনেকে ফি আমানিল্লাহ ইংরেজি বানান সম্পর্কে জানতে চান। কেননা আমরা ফি আমানিল্লাহ কথাটি বাংলায় অনেকে জানি আরবি অথবা ইংরেজিতে অনেকে জানে না। অনেকে আমাদের কাছে দোয়া চাই আমরা তাদের জন্য কিভাবে আরবিতে দোয়া পড়তে পারি। আমরা অনেকে আছি যারা আরবি লিখতে পারিনা।
সোশ্যাল মিডিয়ায় অথবা কাউকে টেক্সট আকারে পাঠাতে আরবি লিখতে হয় এরকম লিখতে জানে না। তাহলে কিভাবে আমরা ফি আমানিল্লাহ লিখতে পারি। এমন সময় ওই ব্যক্তিকে আল্লাহর হেফাজতের জন্য দোয়া করতে চাইলে আপনি ফি আমানিল্লাহ কথাটি ইংরেজিতে লিখে পাঠাতে পারেন। ফি আমানিল্লাহ ইংরেজি বানান (Fi Amanillah)।
তাই আপনি যদি অন্যকে দোয়া করে অন্যের পাশাপাশি নিজের জন্য শুভকামনা বই আনতে চান তাহলে ফি আমানিল্লাহ এর মাধ্যমে দোয়া করতে পারেন।
ফি আমানিল্লাহ বললে কি বলতে হয়
আমরা যখন আমাদের গুরুজনদের কাছে দোয়া চাই অথবা আমরা কোন কাজের উৎসাহর জন্য তাদেরকে বলি আপনারা আমাদের জন্য দোয়া করুন তখন তারা ফি আমানিল্লাহ বলে। ফি আমানিল্লাহ বলে যারা আমাকে দোয়া করলো তাহলে আমরা সেই কথার পরিবর্তে কি বলতে পারি। এ বিষয়ে অনেকেই জানিনা।
কেউ যখন আমাদের ফি আমানিল্লাহ বলে দোয়া করবেন পরবর্তীতে আমরা "আমিন ওয়াফিকুমুল্লাহ" বলতে পারি। এর অর্থ হল আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন। অথবা কেউ যখন আপনাকে ফি আমানিল্লাহ বলে দোয়া করবে তখন আপনিও "ফি আমানিল্লাহ" বলতে পারেন। কেননা ফি আমানিল্লাহ কথাটির অর্থ হল আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।
তাহলে এই দোয়াটির পরিবর্তে আপনি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে হেফাজত কামনা করতে পারেন। তাই আপনিও কথাটির উত্তরে ফি আমানিল্লাহ বলতে পারেন।
ফি আমানিল্লাহ কেন বলা হয়
ফি আমানিল্লাহ অর্থ কি? ফি আমানিল্লাহ কেন বলা হয় তা অনেকে জানেন না। কেউ যখন আপনার কাছে দোয়া চাইবে তখন আপনি সেই ব্যক্তিকে এইটা ওইটা বলে দোয়া করার চাইতে ফি আমানিল্লাহ বলুন। আরবিতে ফি আমানিল্লাহ অর্থ আল্লাহর নিরাপত্তায় বা আল্লাহর হেফাজতে থাকুন। কেউ যখন আপনার কাছে দোয়া চাইবে আপনি ওই ব্যক্তির হয়ে আল্লাহর কাছে দোয়া কামনা করবেন ফি আমানিল্লাহ কথাটি বলে। আশা করি ফি আমানিল্লাহ কেন বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
ফি আমানিল্লাহ এর জবাব কি
ফি আমানিল্লাহ বললে আমরা উত্তরে কি বলবো তা অনেকেই জানিনা। ধরুন আপনি কারোর কাছে দোয়া চাইলেন সে ব্যক্তিটি আপনাকে বলল ফি আমানিল্লাহ। তাহলে আপনি ফিআমানিল্লাহ এর জবাব কি দেবেন? ফি আমানিল্লাহ এর জবাব "আমিন ওয়াফিকুমুল্লাহ" অথবা আপনিও ফি আমানিল্লাহ বলতে পারেন।
লেখক এর মন্তব্য
অনেকে আমাদের কাছে দোয়া চাই আমরা এমন সময় ফি আমানিল্লাহ বলতে পারি। এতে আমরা অন্যকে দোয়া করার মাধ্যমে সাওয়াব হাসিল করতে পারি। আজকের পুরো আর্টিকেলটিতে ফি আমানিল্লাহ অর্থ কি, ফি আমানিল্লাহ কখন বলতে হয়, ফি আমানিল্লাহ এর জবাব কি, ফি আমানিল্লাহ কেন বলা হয়, প্রত্যেকটি বিষয় সঠিক তথ্য শেয়ার করেছি।
আশা করি এ বিষয়ে আপনারা সঠিক তথ্য পেয়েছেন। ফি আমানিল্লাহ অর্থ কি সম্পর্কে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে প্রিয়জনদের সুবিধার্থে শেয়ার করুন। অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।