ইয়া ওয়াহহাবু - ইয়া ওয়াহহাবু ফজিলত
ইয়া ওয়াহহাবু রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে সেরা আমল। ইয়া ওয়াহহাবু ফজিলত বলে শেষ করার মত নয়। আজকের পুরো আর্টিকেলটিতে ইয়া ওয়াহহাবু কেন পড়বেন, এর ফজিলত, উপকারিতা, আমলের নিয়ম, সম্পর্কে থাকছে বিস্তারিত।
ইয়া ওয়াহহাবু আল্লাহর ৯৯ টি গুণবাচক নাম গুলোর মধ্যে অন্যতম একটি নাম। আল্লাহর ৯৯ টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহর বান্দারা যে নামে খুশি মহান আল্লাহকে সেই নামে ডাকতে পারেন। মহান আল্লাহকে ডাকলে মহান আল্লাহ সেই বান্দাকে খালি হাতে ফেরার না। আল্লাহর এক একটি নামের রয়েছে এক এক রকম ফজিলত। ইয়া ওয়াহহাবু ফজিলত, ইয়া ওয়াহহাবু আমল করার নিয়ম, ইয়া ওয়াহহাবু অর্থ প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ ইয়া ওয়াহহাবু - ইয়া ওয়াহহাবু ফজিলত
.
ইয়া ওয়াহহাবু
মহান আল্লাহ তার বান্দাদের প্রচুর পরিমাণে ভালোবাসেন। একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে যত বেশি ভালোবাসেন মহান আল্লাহ তার বান্দাকে ৭০ গুণ বেশি ভালোবাসেন। আল্লাহর ৯৯ টি গুণবাচক নাম রয়েছে। প্রত্যেকটি গুণবাচক নাম গুলোর, ফজিলত ভিন্ন ভিন্ন রকম। আল্লাহর এক এক নামে আল্লাহকে ডাকলে এক এক রকম ফজিলত পাওয়া যায়।
ইয়া ওয়াহহাবু পাঠের উপকারিতা বলে শেষ করার মত নয়। যে ব্যক্তি আল্লাহর এ ফজিলত পূর্ণ নাম ইয়া ওয়াহহাবু এর আমল করে সে ব্যক্তির দারিদ্রতা দূর হয়। যে ব্যক্তি ঋণগ্রস্থ, অভাব অনটন অথবা রিযিকের অভাব দূর করতে চান সে ব্যক্তি যদি মহান আল্লাহর ইয়া ওয়াহহাবু এই নামের আমল করেন তাহলে তাকে মহান আল্লাহ অফুরন্ত হালাল রিজিক দান করবেন।
ইয়া ওয়াহহাবু পাঠের উপকারিতা
ইয়া ওয়াহহাবু পাঠ করলে বেশ কিছু ভালো ফলাফল পাওয়া যায়। যারা রিজিকের সংকটে ভুগছেন আর্থিক উন্নতি হচ্ছে না তারা চাইলে আল্লাহর এই গুণবাচক নামের আমল করতে পারেন। আল্লাহর এই গুণবাচক নাম ইয়া ওয়াহহাবু এর আমল করলে রিযিক বৃদ্ধি, বৈধ চাহিদা পূরণ, ব্যবসার উন্নতি, নতুন চাকরি, দুশ্চিন্তা দূর হয়।
অভাব অনটন দূর করতে ইয়া ওয়াহহাবু এর আমল করলে অভাব অনটন দূর হয়। দাম্পত্য জীবনে সুখের জন্য ইয়া ওয়াহহাবু এর আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে সুখ আসে। ইয়া ওয়াহহাবু নিয়মিত পাঠ করলে অন্তরে প্রশান্তি পাওয়া যায়। যারা নিঃসন্তান দম্পতি তারা আল্লাহর এই নামের আমল করলে আল্লাহ তাদের সন্তান দান করতে পারেন।
ইয়া ওয়াহহাবু ফজিলত
ইয়া ওয়াহহাবু ফজিলত অনেক। মহান রাব্বুল আলামিনের ৯৯ টি গুণবাচক নামের মধ্যে একটি নাম হলো ইয়া ওয়াহহাবু। এই নামটির আমল করলে আল্লাহ একজন ব্যক্তির বেশ কিছু সমস্যা দূর করেন। যদি চাহিদাটি বৈধ ও সৎ উদ্দেশ্যে হয় তাহলে আল্লাহ সে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। বিশেষ করে দারিদ্রতা দূর করতে, বৃদ্ধি করতে ইয়া ওয়াহহাবু এর আমল অত্যন্ত কার্যকরী। নিচে ইয়া ওয়াহহাবু ফজিলত দেওয়া হলোঃ
- ইয়া ওয়াহহাবু পাঠ করলে হালাল উপায়ে রিজিক বৃদ্ধি হয়
- ইয়া ওয়াহহাবু পাঠ করলে অভাব অনটন দূর হয়
- ইয়া ওয়াহহাবু এর আমল করলে যেকোনো বৈধ চাহিদা পূরণ হয়।
- ইয়া ওয়াহহাবু নিয়মিত আমল করলে ঋণে জর্জরিত ব্যক্তিরা ঋণগ্রস্ত থেকে মুক্তি পান
- ইয়া ওয়াহহাবু নিয়মিত পাঠ করলে দাম্পত্য জীবনের কলহ-বিবাদ দূর হয়
- ইয়া ওয়াহহাবু নিয়মিত পাঠ করলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করেন
- ইয়া ওয়াহহাবু এর আমল করলে মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
- ইয়া ওয়াহহাবু এর আমল করলে হৃদয়ে প্রশান্তি পাওয়া যায়
- ইয়া ওয়াহহাবু তাহাজ্জুদের নামাজে পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়
- ইয়া ওয়াহহাবু নিয়মিত পাঠ করলে আল্লাহর তার উপর অফুরন্ত দয়া বর্ষণ করেন
- ইয়া ওয়াহহাবু পরীক্ষায় সফলতা লাভের জন্য অত্যন্ত কার্যকরী একটি দোয়া
- ইয়া ওয়াহহাবু নিয়মিত পাঠ করলে ওই ব্যক্তির আখিরাতে মর্যাদা বৃদ্ধি হয়
প্রিয় পাঠক উপরে ইয়া ওয়াহহাবু ফজিলত আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও আপনি নেক ও সৎ উদ্দেশ্য, কোন ইচ্ছায় যদি ইয়া ওয়াহহাবু এর আমল করেন তাহলে সেই আশা অথবা ইচ্ছা পূরণ হবে। আশা করি ইয়া ওয়াহহাবু ফজিলত জানতে পেরেছেন।
ইয়া ওহাবু অর্থ
অনেকে ইয়া ওহাবু অর্থ খোঁজ করেন। ইয়া ওয়াহহাবু আল্লাহর গুণবাচক ৯৯ টি নাম গুলোর মধ্যে অন্যতম একটি নাম। ইয়া ওহাবু দুইটি শব্দের সমন্বয়ে তৈরি। "ইয়া" এর অর্থ হে, ওয়াহহাব অর্থ উপহার, দান, দানশীলতা। তাহলে ইয়া ওয়াহহাবু অর্থঃ হে মহান দাতা, বা হে দানশীল আল্লাহ। আল্লাহর মহান এই দানশীল নামের আমল করলে মহান আল্লাহ ঐ ব্যক্তিকে অফুরন্ত রহমত প্রদান করেন। তার জীবন রহমত ও বরকতে পূরণ করে দেন।
ইয়া ওয়াহহাবু কোন সময় পড়া উচিত
ইয়া ওয়াহহাবু পড়ার কোন নির্দিষ্ট সময় নেই। আপনি যেকোনো সময় আল্লাহর এই নামের আমল করতে পারেন। তবে বিশেষ কিছু সময়ে এই নামের আমল করলে বেশ কিছু ফজিলত পাওয়া যায়। তাহাজ্জুদের সময় ইয়া ওয়াহহাবু পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফজরের নামাজের পর ইয়া ওয়াহহাবু পাঠ করলে সারাদিন মহান আল্লাহর বরকত পাওয়া যায়। যেকোনো নামাজের পর ইয়া ওয়াহহাবু পাঠ করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন। জুমার দিন ইয়া ওয়াহহাবু পাঠ করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে।
ইয়া ওয়াহহাবু আমলের নিয়ম
আমরা ইয়া ওয়াহহাবু ফজিলত জেনেছি কিন্তু এটি কিভাবে আমল করলে এ ফজিলত গুলো পাওয়া যাবে তা জানিনা। ইয়া ওয়াহহাবু আমলের নিয়ম উদ্দেশ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন রকম। নিচে ইয়া ওয়াহহাবু আমলের নিয়ম দেওয়া হলোঃ
- সন্তান লাভের জন্য নিয়মিত ফজরের ও এশার নামাজের পর ইয়া ওয়াহহাবু ৩৩ বার পাঠ করে দোয়া করতে হবে।
- রিজিক বৃদ্ধির জন্য প্রতিদিন ফজরের পর ১০০ বার পাঠ করতে হবে।
- ঋণ মুক্ত হওয়ার জন্য প্রতিদিন ৪১ বার ফজর নামাজের পর ইয়া ওয়াহহাবু পাঠ করতে হবে।
- দুশ্চিন্তা ও মানসিক অশান্তি দূর করতে প্রতিদিন ৭০ বার করে যেকোনো সময় পাঠ করুন।
- পরীক্ষায় সফলতার জন্য পরীক্ষার আগে ৪০ বার ইয়া ওয়াহহাবু পাঠ করে দোয়া করতে হবে।
- বিয়ের জন্য প্রতিদিন ফজরের পর ৪১ বার পাঠ করতে হবে, এরপর উত্তম জীবনসঙ্গী যে আল্লাহর কাছে দোয়া করতে হবে।
- কঠিন বিপদ থেকে মুক্তি পেতে একটানা ৩১৩ বার পড়তে হবে, এরপর দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে।
- নতুন ব্যবসায় বরকতের জন্য প্রতিদিন সকালে ২১ বার পড়ে ব্যবসার স্থানে ফু দিতে হবে।
- নেক সন্তান লাভের জন্য স্বামী স্ত্রী দুজন মিলে ৪০ দিন ধরে ৪১ বার করে ইয়া ওয়াহহাবু পাঠ করতে হবে, এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে।
ইয়া ওয়াহহাবু রিযিক বৃদ্ধির জন্য কিভাবে আমল করতে হয়
আল্লাহর এই মহান নামটি অনেকেই রিজিক বৃদ্ধির জন্য আমল করেন। আবার অনেকে রিজিক বৃদ্ধির জন্য আমল করবেন বলে কিভাবে আমল করতে হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। রিজিক বৃদ্ধির জন্য নিয়মিত ফজরের নামাজের পর ১০০ বার পাঠ করে আল্লাহর কাছে হালাল রিজিকের জন্য দোয়া করুন। এভাবে নিয়মিত আল্লাহর কাছে এই আমল করলে আপনার হালাল রিজিক বৃদ্ধি হবে।
লেখকের মন্তব্য
আজকের পুরো আর্টিকেলটিতে ইয়া ওয়াহহাবু নামের বিস্তারিত সম্পর্কে আলোচনা করেছি। ইয়া ওয়াহহাবু ফজিলত সম্পর্কে পুরো আর্টিকেলটিতে সঠিক তথ্য শেয়ার করেছি। কোথাও কোন তথ্যগত ভুল হলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা শুধরে নেব। আপনাদের কোন মতামত এই আর্টিকেলটিতে যুক্ত করতে চাইলে আমাদের জানাতে পারেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ইসলামিক অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।