OrdinaryITPostAd

কয়েন প্লান্ট এর উপকারিতা, দাম, লাগানোর নিয়ম, যত্ন

আপনি রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে চান কয়েন প্ল্যান্ট লাগিয়ে ফেলুন। অনেকে মনে করেন গোপনীয় কিছু কয়েন প্লান্ট এর উপকারিতা রয়েছে। পয়েন্ট প্লান্ট লাগানো অত্যন্ত সহজ। কয়েন প্লান্ট বাসা, অফিস, বেলকনির সৌন্দর্য বৃদ্ধিতে অত্যন্ত সুন্দর একটি প্লান্ট।
কয়েন প্লান্ট এর উপকারিতা - কয়েন প্ল্যান্ট লাগানোর নিয়ম
কয়েন প্লান্ট (coin plant) পয়সা গাছ, পয়সা চারা। কয়েন প্লান্ট দেখতে মূলত কয়েন এর মত। কয়েন প্লান্ট এর পাতা কয়েন এর মত দেখতে হওয়ায় এর নাম রাখা হয়েছে কয়েন প্লান্ট। কয়েন প্লান্ট এর উপকারিতা, কয়েন প্লান্ট লাগানোর নিয়ম, কয়েন প্লান্ট এর যত্ন, কয়েন প্লান্ট সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর থাকছে আজকের আর্টিকেলটিতে।

পোস্ট সূচিপত্রঃ কয়েন প্লান্ট, কয়েন প্লান্ট এর উপকারিতা - কয়েন প্ল্যান্ট লাগানোর নিয়ম

.

কয়েন প্লান্ট

পয়েন্ট প্ল্যান্ট এর গাছ কয়েন এর মত দেখতে হওয়ায় এই গাছটির নামকরণ করা হয়েছে কয়েন প্ল্যান্ট নামে। কয়েন প্লান্ট বাসা বাড়িতে অথবা অফিস রুমে রাখলে সেই রুমের সৌন্দর্য বৃদ্ধি পায়। অল্প পরিমাণ যত্ন নিলে এই গাছ কয়েক গুণ পরিমাণ সৌন্দর্য ফেরত দেয়। কয়েন প্লান্ট কোন খরচ ছাড়াই সহজে বেড়ে ওঠে। 
কয়েন প্লান্ট এর উপকারিতা - কয়েন প্ল্যান্ট লাগানোর নিয়ম
কয়েন প্লান্টের বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। কয়েন প্লান্ট ঔষধি গাছ। কয়েন্ট প্লান্ট রুমের মধ্যে, জানালার ধারে, বেলকনিতে, তবে ঝুলিয়ে রেখে সহজেই বাসা বাড়ি অথবা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করা যায়।

কয়েন প্লান্ট এর উপকারিতা

কয়েন প্লান্ট শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না কয়েন প্লান্ট এর উপকারিতা ও রয়েছে। কয়েন প্লান্ট সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বেশ কয়েকটি উপকার করে। কয়েন প্লান্ট এর উপকারিতা রয়েছে বলেই অনেক ব্যক্তিরা এই চারা রোপন করতে চান। কয়েন প্লান্ট রুমে রাখলে এই প্লান্ট বাতাস পরিশুদ্ধ করে। 
"NASA" র এক গবেষণায় দেখা গেছে কয়েন প্লান্ট গাছ বাতাস থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। অনেকে মনে করেন কয়েন্ট প্লান্ট গাছ সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে। অফিসে বাসায়, অথবা যে কোন রুমে রাখলে এই গাছ অর্থনৈতিক উন্নতি করতে পারে। কেননা এই গাছটি দেখতে কয়েন এর মত তাই সকলে বিশ্বাস করেন এটি উন্নতির একটি পথ হতে পারে। 

তাছাড়া কয়েন প্লান্ট এর কিছু ওষুধে গুনাগুন রয়েছে। কয়েন প্লান্ট ঘরে রাখলে অথবা অফিসে রাখলে বাতাসে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। ফলে অফিসে ও বাসা বাড়িতে থাকা লোকেদের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি ও শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যন্ত উপকারী। কয়েন প্লান্ট ডেকোরেশনের জন্য অত্যন্ত উপকারী। 

বাসা বাড়িতে, অফিসে, বেলকনিতে ইনডোর ও আউটডোর পরিবেশের শোভা বৃদ্ধির জন্য কয়েন প্লান্ট অত্যন্ত উপকারী।

কয়েন প্ল্যান্ট লাগানোর নিয়ম

অনেকে কয়েন প্লান্ট এর চারা লাগাতে চান কিন্তু কয়েন্ট প্লান্ট লাগানোর নিয়ম জানেন না। কয়েন প্লান্ট নিয়ম অত্যন্ত সহজ। কয়েন প্লান্ট শুধুমাত্র লাগে সামান্য পরিমাণ যত্ন নিলেই এই প্লান্ট সহজে বেড়ে ওঠে। কয়েন প্লান্ট লাগাতে কোন খরচ হয় না। কয়েন প্লান্ট লাগানোর নিয়ম হল প্রথমে মাটি নির্বাচন করা। কয়েন প্লান্ট লাগানোর জন্য বেলে দোআঁশ মাটি সংগ্রহ করুন। 

যদি বেলে দোষ কাদা মাটি হয় সে ক্ষেত্রে এটি কয়েন প্লান্ট এর জন্য আরও বেশি উপকারী। এরপর আপনি যে পাত্রে কয়েন প্লান্ট লাগাতে চান ওই পাত্রটি সংগ্রহ করুন। টব অথবা আপনার পছন্দ অনুযায়ী পাত্র নির্বাচন করুন। পাত্রের নিচে একটি ছিদ্র রাখুন যাতে অতিরিক্ত পানি এই ছিদ্র দিয়ে নিষ্কাশন হয়। এরপর কয়েন প্লান্টের চারা সংগ্রহ করে টবে লাগিয়ে দিন। 

নিয়মিত এই প্লান্টে পানি দিন। কখনোই অতিরিক্ত পানি দিবেন না পর্যাপ্ত পরিমাণে পানি দিন। কয়েন প্লান্টের টব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে। গাছের বৃদ্ধির জন্য মাসে একবার জৈব সার তরল আকারে প্রয়োগ করুন। আশা করি কয়েন প্লান্ট লাগানোর নিয়ম জানতে পেরেছেন।

কয়েন প্লান্ট এর যত্ন

কয়েন প্লান্ট লাগানোর পর যদি আপনি এর নিয়মিত যত্ন না নেন তাহলে এই গাছটি সহজে বেড়ে উঠতে পারবে না। আপনি কয়েন প্লান্ট এর যত বেশি যত্ন নিবেন এই প্লান্ট তত বেশি সৌন্দর্য বৃদ্ধি করবে। কয়েন প্লান্ট লাগানোর পর নিয়মিত পানি দিন। যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করে সেখানে কয়েন প্লান্টের টব রাখুন। 

অতিরিক্ত রোদে কখনোই কয়েন্ট প্লান্টের চারা রাখবেন না। যদি আপনার বাসায় অন্য কোন প্ল্যান্ট থাকে সেক্ষেত্রে একসাথে কয়েন প্লান্ট সে প্লান্টগুলোর সাথে সাজিয়ে রাখুন। কয়েন প্লান্টের পাতায় ধুলোবালি লেগে থাকে। তাই কয়েন প্লান্ট পরিস্কার করার জন্য হালকা করে পানি দিয়ে স্প্রে করুন। ছায়াযুক্ত স্থানে রাখুন যেখানে সূর্যের তাপ প্রবেশ করে না। 

যদি আপনার চারার বয়স দীর্ঘ হয় সেক্ষেত্রে ছয় মাস পর পর মাটি পরিবর্তন করুন। এতে গাছ সঠিক পুষ্টি পাবে। গাছ বড় হতে থাকলে শুধুমাত্র উপরে ডগা কেটে দিন তাহলে চারিদিকে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। এভাবে আপনি সহজে coin plant এর যত্ন নিতে পারবেন।

কয়েন প্ল্যান্ট কি পানিতে হয়

অনেকে প্রশ্ন করেন কয়েন প্লান্ট কি পানিতে হয়। হ্যাঁ কয়েন প্লান্ট পানিতেও বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত পানিতে কয়েন প্লান্ট বৃদ্ধি পায় না। যেখানে স্বল্প পরিমাণ পানি থাকে এবং তার শিকড় দ্বারা নিচে মাটিকে স্পর্শ করে দাঁড়িয়ে থাকতে পারে এরকম পরিমাণ পানিতে কয়েন প্লান্ট বেড়ে ওঠে। নিচে হালকা কাদামাটি থাকলে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ পানিতে কয়েন প্লান্ট বড় হয়। 
কয়েন প্লান্ট পানিতে লাগাতে চাইলে আপনি শুধুমাত্র পরিষ্কার পানিতে অথবা নিচে অল্প পরিমাণ কাদামাটি দিয়ে উপরে সামান্য পরিমাণ পানি রেখে এতে কয়েন্ট প্লান্ট লাগাতে পারেন।

কয়েন প্লান্ট দাম

পয়েন্ট প্লান্টের দাম নির্ধারিত হয় প্ল্যান্টের আকার, উচ্চতা, সংগ্রহের স্থানের উপর ভিত্তি করে। আপনি নার্সারি থেকে সংগ্রহ করলে কিছুটা কম দামে কয়েন প্লান্ট সংগ্রহ করতে পারবেন। আবার খুচরা বিক্রেতার কাজ থেকে সংগ্রহ করলে পয়েন্ট প্লান্ট এর দাম কিছুটা বেশি লাগবে। কয়েন প্লান্ট এর ছোট চারার দাম ৫০-২০০ টাকার মধ্যে। 

মাঝারি আকারের চারার দাম ২০০-৫০০ টাকার মধ্যে। বড় পয়েন্ট প্লান্ট কাচের যার সহ ঝুলন্ত প্লান্ট কিনলে ৫০০-১০০০ টাকা পর্যন্ত দাম পড়বে। আপনি অনলাইনে অথবা সরাসরি নার্সারি থেকে পয়েন্ট প্লান কিনতে পারবেন।

কয়েন প্লান্ট এর ছবি

অনেকে কয়েন প্লান্ট এর ছবি সম্পর্কে খোঁজ করেন। কয়েন প্লান্ট ও চাইনিজ মানি প্লান্ট দেখতে কিছুটা একই রকম। তাই অনেকে পয়েন্ট প্লান্ট ও মানিপ্লান্ট কে চিনতে পারেন না। পয়েন্ট প্লান্ট দেখতে অত্যন্ত সুন্দর অন্যদিকে মানিপ্লান্ট এর চারা দেখতে ততটা সুন্দর নয়। পয়েন্ট প্লান্ট এর পাতার চারিদিকে খাজ কাটা রয়েছে কিন্তু মানিপ্ল্যান্টের পাতা চারদিকে সমান। 
পয়েন্ট প্লান্ট এর চাইতে মানিপ্লান্টের পাতা কিছুটা মোটা। আপনাদের চেনার সুবিধার্থে নিচে কয়েন প্লান্ট এর ছবি দেওয়া হলোঃ
কয়েন প্লান্ট এর উপকারিতা - কয়েন প্ল্যান্ট লাগানোর নিয়ম

লেখক এর মন্তব্য

আজকের পুরো আর্টিকেলটিতে কয়েন প্লান্ট সম্পর্কে বিস্তারিত, কয়েন প্লান্ট এর উপকারিতা, কয়েন প্লান্ট লাগানোর নিয়ম সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। পয়েন্ট প্লান্ট সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন