ককাটেল পাখির দাম ২০২৫ - ককাটেল পাখির খাবার তালিকা
ককাটেল পাখির দাম ২০২৫ সালে কিছুটা কমেছে। কেননা আগে ২০২৪ সালে ককাটেল পাখি বাংলাদেশে খুব কম পালন করা হতো। কিন্তু ২০২৫ সালে প্রচুর সংখ্যক পাখিপ্রেমী ব্যক্তিরা ককাটেল পাখি পালন করছেন। তাই এটি সহজলভ্য হয়েছে ফলে এর দামও কমেছে। ককাটেল পাখি পালন করতে হলে ককাটেল পাখির খাবার সম্পর্কে অবশ্যই জেনে রাখা প্রয়োজন।
ককাটেল পাখি কাকাতুয়া পরিবারের টিয়া প্রজাতির একটি পাখি। দেখতে অত্যন্ত সুন্দর হওয়ায় ককাটেল পাখি পালন করছেন অনেক পাখি প্রেমী ব্যক্তি। ককাটেল পাখি দেখতে মূলত টিয়া পাখির মতই মাথায় একটি ঝুটি থাকে। ককাটেল পাখি যারা পালন করতে চান তাদের মনের সকল প্রশ্ন সম্পর্কে আজকের আর্টিকেলটিতে সঠিক তথ্য শেয়ার করেছি। তাই আপনি যদি ককাটেল পাখি পালন করতে চান তাহলে আজকের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ ককাটেল পাখির দাম ২০২৫ - ককাটেল পাখির খাবার তালিকা
.
ককাটেল পাখির জাত
ককাটেল পাখির বেশকিছু জাত রয়েছে যা বলে শেষ করার মত নয়। তবে আমাদের বাংলাদেশ ককাটেল পাখির ১২-১৫ জাত দেখতে পাওয়া যায়। ককাটেল পাখির জাত অনুযায়ী এই পাখির ওজন, দৈর্ঘ্য, নির্ভর করে। কিছু জাতের ককাটেল পাখি মূলত ছোট, এবং কিছু জাতের ককাটেল পাখি অনেক বড় হয় এবং এদের শারীরিক ওজন অনেক বেশি হয়।
আমাদের বাংলাদেশে পাওয়া যায় এরকম কিছু জাতের ককাটেল পাখি সর্বোচ্চ ১৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই পাখিগুলোর শারীরিক ওজন ১৫০ গ্রাম পর্যন্ত হয়। তবে প্রজাতি ভেদে এই পাখিগুলো ছোট বড় অথবা দৈর্ঘ্যে কিছুটা কমও হতে পারে। ককাটেল পাখির জাত অনুযায়ী ককাটেল পাখির দাম নির্ধারিত হয়।
ককাটেল পাখির দাম
ককাটেল পাখির দাম ২০২৫ সালে কিছুটা কম। কেননা ককাটেল পাখি এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে পালন করা হচ্ছে। তাই আপনি সহজেই বাজার থেকে অথবা বিভিন্ন পাখি ব্যবসায়ীর কাছ থেকে স্বল্প মূল্যে ২০২৫ সালে ককাটেল পাখি কিনতে পারবেন। ককাটেল পাখির দাম জাত ভেদে কম বেশি হয়। বাংলাদেশে ১৫টির মতো জাত এর ককাটেল পাখি পাওয়া যায়।
আরো পড়ুনঃ স্টুডেন্ট অনলাইন ইনকাম এর ৩০টি উপায়
ভিন্ন ভিন্ন জাতের ককাটেল পাখি গুলোর দাম ভিন্ন রকম। তাছাড়া মেল পাখির চাইতে ফিমেল পাখির দাম কিছুটা কম। কেননা ফিমেল পাখির চাইতে মেইল পাখি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর হয়। নিচে ২০২৫ সালে আমাদের বাংলাদেশে পাওয়া যায় এরকম প্রত্যেকটি জাতের ককাটেল পাখির দাম এর তালিকা দেওয়া হলোঃ
- নরমাল গ্রে ককাটেল পাখির দাম ১৫০০-২০০০ টাকা
- অ্যালবিনো পাইড ককাটেল পাখির দাম ২২০০-২৬০০ টাকা
- পাইড ককাটেল পাখির দাম ২৫০০-৪০০০ টাকা
- সিনামন ককাটেল পাখির দাম ৫০০০-৬৫০০ টাকা
- ককাটেল বেবি পাখির দাম ১৫০০-১৮০০ টাকা
- মাস্টার পাইড ককাটেল পাখির দাম ২৬০০-৪০০০ টাকা
- পাইন ককাটেল পাখির দাম ৫৫০০-৬৫০০ টাকা
- ফ্যালো ককাটেল পাখির দাম ৭০০০-৮০০০ টাকা
- লুটিনো ককাটেল পাখির দাম ৩৫০০-৪৫০০ টাকা
- গ্রে ককাটেল পাখির দাম ১৮০০-২৫০০ টাকা
- হোয়াইট ফেস ককাটেল পাখির দাম ২৫০০-৩০০০ টাকা
- পার্ল ককাটেল পাখির দাম ৬৫০০-৭৫০০ টাকা
- রানিং ককাটেল পাখির দাম ৩৫০০-৫০০০ টাকা
- সিলভার ককাটেল পাখির দাম ৪২০০-৫৫০০ টাকা
- প্লাটিনাম ককাটেল পাখির দাম ৪৫০০-৫০০০ টাকা
প্রিয় পাঠক উপরে বিভিন্ন জাতের ককাটেল পাখির দাম এর তালিকা ২০২৫ অনুযায়ী দিয়েছি। তবে উপরে দেয়া দামের সাথে ককাটেল পাখির দাম নাও মিলতে পারে কেননা ধরুন পাইড ককাটেল পাখির দাম ২৫০০-৪০০০ টাকা। কিন্তু আপনি পাইড ককাটেল পাখির বাচ্চা ১২০০-১৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
আবার ফিমেল পাইড ককাটেল পাখির দাম ২৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আবার মেল পাইড ককাটেল পাখির দাম ৪০০০ টাকারও বেশি। পাখি খামারিরা স্বল্প দামে ককাটেল পাখি বিক্রয় করেন। কিন্তু সেখান থেকে বিভিন্ন সংখ্যক ব্যক্তিরা সেই ককাটেল পাখিগুলো সংগ্রহ করে বিভিন্ন বাজারে বেশ চড়া দামে বিক্রয় করে। এজন্য এই পাখিগুলোর নির্ধারিত কোন দাম নেই।
আপনি যদি খামারিদের কাছ থেকে ককাটেল পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে স্বল্পমূল্যে ককাটেল পাখি কিনতে পারবেন। আর যদি কোন পাখি ব্যবসায়ীর কাছ থেকে ককাটেল পাখি কিনেন সেক্ষেত্রে নির্ধারিত মূল্যের চাইতেও কয়েক গুণ বেশি টাকা লেগে যেতে পারে। রানিং পাখির চাইতে বেবি ককাটেল পাখির দাম কম।
আবার ফিমেল ককাটেল পাখির চাইতে মেল ককাটেল পাখির দাম বেশি। আশা করি ককাটেল পাখির দাম কিভাবে নির্ধারিত হয় নিশ্চয়ই সে বিষয়টি বুঝতে পেরেছেন।
ককাটেল পাখির খাবার
অনেকে ককাটেল পাখি পালন করতে গিয়ে ককাটেল পাখির খাবার তালিকা সম্পর্কে জানতে চান। ককাটেল পাখি পালন করতে হলে অবশ্যই ককাটেল পাখির খাবার তালিকা সম্পর্কে জানতে হবে। কেননা ককাটেল পাখি কি কি খায় না জানলে আপনি ককাটেল পাখি পালন করতে পারবেন না। ককাটেল পাখি মূলত সব ধরনের খাবারই খায়। বিশেষ করে ফল বীজ, সবজি খেয়ে থাকে। ককাটেল পাখির খাবার এর তালিকা নিচে দেওয়া হলোঃ
ককাটেল পাখির শাক সবজি জাতীয় খাবারঃ
- বাঁধাকপি
- ফুলকপি
- লাল শাক
- পালং শাক
- পুঁইশাক
- গাজর
- বরবটি
- পুদিনা পাতা
- ধনেপাতা
- টমেটো
- পটল
- মরিচ
- ব্রকলিং
- সজনে পাতা
- মিষ্টি কুমড়া
- লেটুস
- বেগুন
এই খাবারগুলো কেটে সুন্দরভাবে কুচি কুচি করে কোন পাত্রে খেতে দিলে ককাটেল পাখি সহজে এই সবজিগুলো খেয়ে নেয়। উপরে দেওয়া সবজিগুলোর মধ্যে থেকে কিছু সবজি ককাটেল পাখির সবচেয়ে পছন্দের খাবার।
ককাটেল পাখির ফল জাতীয় খাবারঃ
ককাটেল পাখি বিভিন্ন ধরনের ফল খেতে অত্যন্ত পছন্দ করে। নিচে ককাটেল পাখির ফল জাতীয় খাবারের তালিকা দেওয়া হলঃ
- পাকা আম
- পাকা পেঁপে
- পেয়ারা
- কামরাঙ্গা
- পাকা বেল
- তরমুজ
- আঙুর ফল
- স্ট্রবেরি
- চেরি ফল
- আপেল
- নাশপাতি
- কমলা
- পাকা কলা
- আমড়া
- খেজুর
- শসা
- করলা
উপরে দেওয়া এই ফলগুলো ককাটেল পাখি প্রচুর পরিমাণে খেতে পছন্দ করে। তাই আপনি চাইলে উপরে দেওয়া ফল গুলোর মধ্যে থেকে যেকোন ফল আপনার পছন্দের ককাটেল পাখিকে খাওয়াতে পারেন।
ককাটেল পাখির শস্য, বীজ জাতীয় খাবারঃ
ককাটেল পাখিকে মূলত আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিরা শস্য ও বীজ খাইয়ে থাকেন। কেননা বীজ খাওয়ালে দীর্ঘ সময় পেটে জমা থাকে। অন্যান্য নরম খাবার গুলো দ্রুত হজম হয়ে যায়। বিভিন্ন বীজ গুলোর মধ্যে থেকে ককাটেল পাখির পছন্দের বীজের তালিকা নিচে দেওয়া হলোঃ
- সরিষা বীজ
- গম বীজ
- ভুট্টা ভাঙ্গা
- বার্লি বীজ
- সূর্যমুখী বীজ
- বুট ভাঙ্গা
- চিকন ধান
- ফলের বীজ
- মটর বিজ
- তিল বীজ
- তোকমা বীজ
ককাটেল পাখির প্যাকেটজাত খাবারঃ
ককাটেল পাখি মসলা জাতীয় প্যাকেটজাত খাবার খেতে পছন্দ করে। আপনি ককাটেল পাখিকে প্যাকেট জাত বিভিন্ন খাবার খাওয়াতে পারেন। ককাটেল পাখির জন্য নিচে প্যাকেটজাত খাবারের তালিকা দেওয়া হলোঃ
- বিস্কুট
- চিপস
- স্ন্যাকস
- ঢাল ভাজা
- মটর ভাজা
- পটেটো চিপস
- চানাচুর
- ডেইরি মিল্ক চকলেট
ককাটেল পাখির মসলা জাত খাবারঃ
ককাটেল পাখি বিভিন্ন ধরনের মসলা জাতীয় খাবার খেতে পছন্দ করে। বিশেষ করে শুকনো মসলা জাতীয় খাবার খেতে পছন্দ করে। ঝালমুড়ি, ফুচকা, চিপস, নুডুলস, সেদ্ধ তরকারি।
উপরে ককাটেল পাখির খাবার তালিকা দেওয়া হয়েছে। উপরে দেওয়া প্রত্যেকটি খাবার ককাটেল পাখি খায় তবে কোন খাবার খুব বেশি খায় এবং কোন খাবার কম খায়। তাই আপনার পাখিটিকে প্রথম অবস্থায় দুই একটা করে সবকিছু খাইয়ে দেখবেন। যে খাবারটি আপনার পাখি সবচেয়ে বেশি খেতে পছন্দ করে আপনি ওই খাবারটি আপনার পাখিকে খাওয়াবেন। আশা করি ককাটেল পাখির খাবার সমূহ সম্পর্কে জানতে পেরেছেন।
ককাটেল পাখি কি কথা বলতে পারে
অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে ককাটেল পাখি কথা বলতে পারে কিনা। জি ককাটেল পাখি কথা বলতে পারে। তবে টিয়া পাখির মত এটি হুবুহু কথা বলতে পারে না। ককাটেল পাখির সুন্দর চিকন মধুর সুর রয়েছে। এই সুরে ককাটেল পাখি সুন্দর করে ডাকে।
কিন্তু আপনি যখন ককাটেল পাখিকে পোষ মানিয়ে সুন্দর করে ডাক শিখাবেন তখন সে অবশ্যই কথা বলার মত করে ডাকতে পারবে। আমার দেখা অনেক ককাটেল পাখি রয়েছে যেগুলো সুন্দর করে ডাকতে পারে এবং মানুষের শেখানো ভঙ্গিতে কথা বলতে পারে। তবে জাত ভেদে কিছু ককাটেল পাখি মানুষের শেখানো ভঙ্গিতে কথা বলতে পারে আবার কিছু পাখি কথা বলতে পারে না।
ককাটেল পাখি মেল ফিমেল চেনার উপায়
ককাটেল পাখির জাত অনুযায়ী ভিত্তি করে মেল ফিমেল চেনার উপায়। জাত ভেদে ককাটেল পাখি মেল ফিমেল চিনতে ৬-৯ মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনি সদ্য জন্ম গ্রহণ করা বাচ্চা ককাটেল পাখি দেখে কোন ভাবেই ককাটেল পাখির জাত চিনতে পারবেন না। তবে আপনি কিছুটা ধারণা করতে পারবেন যে কোনটি মেল ককাটেল পাখি এবং কোনটি ফিমেল ককাটেল পাখি। নিচে ককাটেল পাখি মেল ফিমেল চেনার উপায় দেওয়া হলোঃ
ককাটেল পাখির মলদ্বারঃ ককাটেল পাখির মলদ্বার দেখি আপনি ককাটেল পাখি মেল ফিমেল চিনতে পারবেন। ককাটেল পাখি হাতে নিয়ে পিছনে মলদ্বারে ফু দিন। এরপর সেখানকার পালকগুলো সরিয়ে ভালো করে দেখুন। ককাটেল পাখির মলদ্বার যদি কিছুটা গোল আকৃতি এবং উঁচু হয় সে ক্ষেত্রে বুঝবেন এটি মেল ককাটেল পাখি। আবার মলদ্বার যদি গোল আকৃতির সুমান আকৃতির হয় সে ক্ষেত্রে বুঝবেন এটি ফিমেল ককাটেল পাখি।
ককাটেল পাখির পালকঃ ককাটেল মেল পাখির পালকে কোন দাগ থাকে না। কিন্তু জাত ভেদে ফিমেল পাখির পালকে ছোট ছোট দাগ দেখতে পাবেন।
ককাটেল পাখির লেজঃ ককাটেল পাখির লেজ দেখে বেবি ককাটেল অবস্থায় ককাটেল পাখির মেল ফিমেল নির্ধারণ করা যায়। কমপক্ষে এক মাস বয়স পর্যন্ত ককাটেল মেল পাখির লেজের পালক দ্রুত বড় হয়। এক মাসর বয়স পর্যন্ত ককাটেল ফিমেল পাখির লেজের পালক মেল পাখির চাইতে ছোট থাকে।
ককাটেল পাখির গালঃ ককাটেল পাখির গাল দেখে সহজে বোঝা যায় মেল ও ফিমেল পাখি। ককাটেল ফিমেল পাখির গালে কমলা দাগ থাকে এবং সেটি ছোট ও ফ্যকাসে রংয়ের হয়। অন্যদিকে মেল পাখির ক্ষেত্রে গালের কমলা রঙের দাগ কিছুটা বড় এবং টকটকে রংয়ের হবে।
ককাটেল পাখি পালন পদ্ধতি
ককাটেল পাখি পালনের জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করতে হয়। আপনি ককাটেল পাখি পালনের জন্য বেশ কিছু সহজ উপায় অনুসরণ করতে পারেন। প্রথম অবস্থায় এই উপায়গুলো আপনার কাছে কিছুটা কঠিন মনে হলেও পরে এই উপায়গুলো আপনার কাছে ধীরে ধীরে সহজ হয়ে যাবে। ককাটেল পাখি পালনের জন্য আপনি খাচা অথবা ছাড়া অবস্থা ওয়াই ভাবেই ককাটেল পাখি পালন করতে পারেন।
ককাটেল পাখি ছেড়ে পালন করতে চাইলে আপনি যতটুকু পরিমাণ জায়গায় ককাটেল পাখি পালন করবেন সেই পরিমাণ জায়গা নেট দিয়ে আবদ্ধ করে রাখুন। যদি খাচায় ককাটেল পাখি পালন করতে চান তাহলে ককাটেল এর আকার অনুযায়ী খাঁচার ব্যবস্থা করুন। খাঁচার এক প্রান্তে মাটির হাড়ি বেঁধে রাখুন যে হাঁড়িতে ককাটেল রাতে বসে থাকতে পারবে।
ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাতে পারবে। দিনের বেলায় খাঁচার মধ্যে ঘোরাঘুরি করলেও ককাটেল পাখি রাতে খাঁচায় থাকা পাত্রে বসে থাকে। ককাটেল পাখিকে নিয়মিত খাবার দিতে হয়। খাঁচার এক ধারে ছোট পাত্রে খাবার দিন। খাঁচার অন্যপাশে ছোট্ট একটি পাত্রে পরিষ্কার পানি দিন। নিয়মিত খাবার ও পরিষ্কার পানি পরিবর্তন করবেন।
কেননা পানি প্রতিদিন পরিবর্তন না করলে সে পানি নোংরা হয়। এতে ককাটেল পাখির রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ককাটেল পাখির খাঁচা এমন স্থানে রাখুন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে। বৃষ্টির পানি পড়ে অথবা সাথে জায়গায় ককাটেল পাখির খাঁচা রাখবেন না।
সপ্তাহে কমপক্ষে একবার ককাটেল পাখির খাঁচা ও হাড়ি যেখানে ককাটেল পাখি বসে থাকে পাত্র পরিষ্কার করুন। সপ্তাহে একবার ককাটেল পাখির মল পরিষ্কার না করলে ককাটেল পাখি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে পারে। এভাবে আপনি ককাটেল পাখি সহজে পালন করতে পারবেন।
ককাটেল পাখি বছরে কতবার ডিম দেয়
একজোড়া ককাটেল পাখি বাচ্চা থেকে বয়স্ক হয়ে প্রথম বছর বছরে ২-৩ বার ডিম দেয়। এরপর পূর্ণবয়স্ক ককাটেল বছরে ৪-৫ বার ডিম দিতে পারে। তবে আপনার পালন পদ্ধতির ওপর নির্ধারণ করবে ককাটেল পাখির ডিম দেওয়ার ধরন। একজোড়া পাখি ডিম দিয়ে বাচ্চা তুললে বাচ্চা ফোটার কয়েক সপ্তাহ পরে বাচ্চা পাখি থেকে আলাদা করলে সেই পাখি ১ মাস পর আবার পুনরায় ডিম পাড়ে। আর যদি পাখি থেকে বাচ্চা আলাদা না করেন সে ক্ষেত্রে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে ডিম দেওয়ার জন্য।
ককাটেল পাখি পালন
ককাটেল পাখি পালন করা অত্যন্ত সহজ। অনেকে ককাটেল পাখি পালন করতে চান কিন্তু সঠিক নিয়ম জানেন না। আজকের পুরো আর্টিকেলটি ককাটেল পাখি পালন করার প্রত্যেকটি উপায় সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। উপরে ককাটেল পাখি পালন পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি ককাটেল পাখি পালন পদ্ধতি পড়ে সহজে ককাটেল পাখি পালন সম্পর্কে জানতে পারবেন।
ককাটেল পাখি কয়টি ডিম দেয়
ককাটেল পাখি কয়টি ডিম পাড়ে তা নির্ধারণ করে ককাটেল পাখির বয়সের উপর। প্রথম অবস্থায় একজোড়া ককাটেল পাখি ২-৩ টি ডিম পাড়ে। পূর্ণবয়স্ক একজোড়া ককাটেল পাখি ১-৭ টি পর্যন্ত ডিম পাড়তে পারে। তবে সব ডেমের ওই বাচ্চা ওঠেনা। ককাটেল একজোড়া পূর্ণবয়স্ক পাখি যতগুলো ডিম দিক না কেন সর্বোচ্চ সে ১-৪টি বাচ্চা ফুটাতে সক্ষম হয়।
বাকি ডিমগুলো নষ্ট হয়, ভেঙে যায়। তবে ককাটেল প্রথম ডিম পাড়া পাখিগুলো সর্বোচ্চ ২-৩ টি ডিম দেয়। ককাটেল পাখির ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ১৮-২০ দিন।
ককাটেল পাখি পোষ মানানো
ককাটেল পাখি পালন করে অনেকেই। ককাটেল পাখি পোষ মানানোর জন্য পোষ মানানো পদ্ধতি অনুসরণ করে সহজে ককাটেল পাখিকে পোষ মানাতে পারেন। ককাটেল পাখিকে পৌষ মানানোর জন্য সব সময় ককাটেল পাখিকে নিজের কাছে রাখুন। ককাটেল পাখিকে পোষ মানাতে হলে আপনি বেবি ককাটেল সংগ্রহ করুন।
কখনোই আপনি পূর্ণবয়স্ক ককাটেল পাখিকে পৌষ মানাতে পারবেন না। পোষ মানানোর জন্য বেবি ককাটেল প্রয়োজন। বেবি অবস্থায় আপনি ওই ককাটেল পাখিকে যা কিছু শিখাবেন ওই পাখি সেগুলোই শিখবে। আপনি বেবি ককাটেল পাখিকে পোষ মানানোর জন্য তার একটি নাম নির্ধারণ করুন। ককাটেল কে বারবার ওই নামে ডাকুন এবং বিশেষ করে খাবার খাওয়ানোর পূর্বে নাম ধরে ডেকে খাবার খেতে দিন।
যখন তার সাথে কথা বলবেন তার নাম ধরে ডেকে কথা বলবেন। তবে এভাবে পোষ মানানোর জন্য শুধুমাত্র সম্ভব বেবি ককাটেল পাখির ক্ষেত্রে। এভাবে ধীরে ধীরে তার আচরণ পরিবর্তন করতে পারবেন। আর এভাবেই আপনি ককাটেল পাখিকে পোষ মানাতে পারবেন।
ককটেল পাখি কত বছর বাঁচে
ককাটেল পাখি কত বছর বাঁচে তা নির্ধারণ করে ককাটেল পাখির জাত, বাসস্থান, আবহাওয়া, খাবারের ধরন এর ওপর ভিত্তি করে। পৃথিবীতে ককাটেল পাখির ৩৫ বছর বেঁচে থাকার রেকর্ড রয়েছে। তবে একজোড়া ককাটেল পাখি অনায়াসে ১০-১২ বছর বেঁচে থাকতে পারে। তবে আপনি সঠিক যত্ন না নিলে ১ বছর ও বেঁচে থাকবে না।
কেননা ককাটেল পাখির যত্নের উপর তার বেঁচে থাকাটা নির্ধারণ করে। যদি রোগ হয় আর আপনি চিকিৎসা না করেন সে ক্ষেত্রে ককাটেল পাখি কিভাবে বেঁচে থাকবে। তাই ককাটেল পাখির সব সময় যত নিলে একটি ককাটেল পাখি ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে।
লেখক এর মন্তব্য
ককাটেল পাখি দেখতে অত্যন্ত সুন্দর হওয়ায় অনেকেই এখন ককাটেল পাখি পালন করছেন। ককাটেল পাখির সুন্দর আকর্ষণীয় চেহারা, সুন্দর ডাক প্রত্যেককে মুগ্ধ করে। ককাটেল পাখি ভিন্ন ভিন্ন জাতের উপর ভিত্তি করে ককাটেল পাখি দেখতে সৌন্দর্যে কম বেশি হয়। আজকের পুরো আর্টিকেলটিতে ককাটেল পাখির দাম ২০২৫।
ককাটেল পাখির খাবার তালিকা, ককাটেল পাখি পালনের প্রত্যেকটি উপায়, ককাটেল পাখির সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।