OrdinaryITPostAd

ক্যাডেট কলেজে চান্স পাওয়ার ১০টি সহজ উপায়, ভর্তির যোগ্যতা

ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি থাকে, আজকে আপনাদের সেই বিভ্রান্তি দূর করে দেব এই আর্টিকেলটির মাধ্যমে। কিভাবে ক্যাডেট কলেজে সহজে চান্স পাবেন ক্যাডেট কলেজে চান্স পাওয়ার ১০টি সহজ উপায় আপনাদের জানাতে চলেছি। ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা কি কি থাকলে একজন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন। ক্যাডেট কলেজে পড়ার সুবিধা, খরচ, কোন কলেজ ভালো প্রত্যেকটি বিষয় থাকছে আজকের আর্টিকেলটিতে।
ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় - ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা
কঠোর পরিশ্রম ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় এর মূল চাবিকাঠি। একজন শিক্ষার্থী শুরুর দিক থেকেই ভালোভাবে নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারলে সে সহজে ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবে। শুরুর দিক থেকে যদি একজন শিক্ষার্থী সকল বিষয়ে দক্ষ হয়ে ওঠে তাহলে তার মধ্যে নিজে থেকেই ক্যাডেট কলেজে পড়ার যোগ্যতা তৈরি হয়। ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা, ক্যাডেট কলেজের সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় - ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা

.

ক্যাডেট বলতে কি বুঝায়

'ক্যাডেট' শব্দটি মূলত সামরিক প্রশিক্ষণরত শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থীকে বোঝায় যারা ভবিষ্যতে সামরিক বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে বাংলাদেশে ক্যাডেট কলেজ গুলোতে অধ্যায়নরত শিক্ষার্থীদের কেও একই প্রস্তুতি দেওয়া হয় এর ফলে এই শিক্ষার্থীদের নামকরণ করা হয়েছে ক্যাডেট।

ক্যাডেট কলেজে ভর্তির বয়স

ক্যাডেট কলেজে ভর্তি শুরু হয় সপ্তম শ্রেণী থেকে। একজন শিক্ষার্থী সপ্তম শ্রেণীতে লেখাপড়া করার বয়স সর্বোচ্চ ১২ থেকে ১৪ বছরের মধ্যে হতে হয়। একজন শিক্ষার্থীর বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে হলে সে শিক্ষার্থী ক্যাডেট কলেজের সপ্তম শ্রেণীতে ভর্তি হতে পারে। তবে প্রতিবছর ক্যাডেট কলেজের ভর্তির বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়।

ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায়

একজন শিক্ষার্থীকে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য অবশ্যই দক্ষ হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীকে সকল বিষয় সম্পর্কে সঠিক ধারণা, শারীরিক দিক থেকে সুস্থ থাকতে হবে। কেননা এই ক্যাডেট কলেজ থেকে একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন শেষ করার পর বেশ কিছু সেক্টরে চাকরির সুযোগ পায়। 
ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় - ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা
বিশেষ করে সামরিক বাহিনীতে চাকরি করার জন্য এই ক্যাডেট কলেজ থেকে প্রস্তুতি নিতে পারে। ক্যাডেট কলেজে একজন শিক্ষার্থীকে দক্ষ ভাবে গড়ে তোলা হয়। যাতে পরবর্তীতে একজন শিক্ষার্থী এই কলেজ থেকে বাংলাদেশের যেকোনো স্থানে অথবা আন্তর্জাতিক যেকোনো সেক্টরে গিয়ে সফলতা অর্জন করতে পারে। 

ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে হয়। বিশেষ করে ইংরেজি ভালোভাবে আয়ত্ত করতে হয় কেননা ক্যাডেট কলেজে ইংরেজি মিডিয়ামে পড়ানো হয়। পাশাপাশি বাংলা, গণিত, তথ্যপ্রযুক্তির মত আরও অন্যান্য বিষয়গুলো থাকে। তবে ইংরেজি কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। 

ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে বেশ কিছু বিষয় দক্ষ হওয়া প্রয়োজন। নিচে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় দেওয়া হলোঃ
  • ইংরেজিতে দক্ষ হয়ে ওঠা
  • নিয়মিত পড়াশোনা করা
  • সিলেবাস ভালোভাবে আয়ত্ত করা
  • বিগত বছরের প্রশ্ন অনুশীলন করা
  • ইংরেজি, গণিত, বাংলার উপর গুরুত্ব দেওয়া
  • সাধারণ জ্ঞান বাড়ানো
  • দৈনিক রুটিন তৈরি করা
  • গণিতের দ্রুত সমাধান শেখা
  • শারীরিক ফিটনেস বজায় রাখা
  • আত্মবিশ্বাস রাখা
ইংরেজিতে দক্ষ হয়ে ওঠাঃ ক্যাডেট কলেজে ভর্তি হতে হলে ইংরেজিতে দক্ষ হতে হবে। কেননা ক্যাডেট কলেজে ইংরেজি মিডিয়ামে পড়ানো হয়। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইংরেজি বিষয়ে দক্ষ হওয়ার জন্য প্রতিদিন নতুন শব্দ শেখার চেষ্টা করুন এবং সেগুলোকে বাক্যে প্রয়োগ করুন। 
প্রতিদিন ইংরেজি গ্রামার ও রাইটিং প্র্যাকটিস করুন। নিয়মিত অনুচ্ছেদ রচনা অনুবাদ করুন। বেশি বেশি ইংরেজি বই, পত্রিকা, ম্যাগাজিন পড়ার অভ্যাস তৈরি করুন। ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন এতে আপনার স্পোকেন ইংলিশও ভালো হবে।

নিয়মিত পড়াশোনা করাঃ ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় গুলোর মধ্যে একটি হল নিয়মিত পড়াশোনা করা। ক্যাডেট কলেজের চান্স পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত বেশি বেশি পড়াশোনা করে প্রস্তুতি নিতে হবে। নির্দিষ্ট সময় ধরে প্রতিদিন রুটিন তৈরি করে পড়ুন। পড়ার সময় টিভি মোবাইল ফোন অন্যান্য ডিভাইস থেকে দূরে থাকুন। আপনার কাছে যেটি কঠিন মনে হবে সেটাই বারবার পড়ার চেষ্টা করুন।

সিলেবাস ভালোভাবে আয়ত্ত করাঃ ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস পুরোপুরি ভালোভাবে আয়ত্ত করুন। বিগত বছরের পরীক্ষার সিলেবাস ডাউনলোড করে ভালোভাবে গুরুত্ব সহকারে পড়ুন ও বুঝুন। কোন কোন অধ্যায় গুলো বেশি গুরুত্বের সেগুলো ভালোভাবে বুঝে পড়ুন। যারা পূর্বে ক্যাডেট কলেজে লেখাপড়া করেছে তাদের সাথে পরামর্শ করে সিলেবাস সম্পর্কে পরামর্শ নিন।

বিগত বছরের প্রশ্ন অনুশীলন করাঃ ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় বিগত বছরের প্রশ্ন অনুশীলন করা। আপনি বিগত বছরের প্রশ্ন অনুশীলন করলে আপনার কাছে ক্যাডেট কলেজে ভর্তির পরীক্ষা দিতে অত্যন্ত সহজ হবে। কমপক্ষে ক্যাডেট কলেজের গত ১০ বছরের প্রশ্ন সমাধান করুন। প্রশ্নগুলোর উত্তর সময় নিয়ে ভালোভাবে পড়ুন এবং বোঝে আয়ত্ত করুন। কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সে বিষয়গুলো বেশি গুরুত্বসহকারে মনোযোগ দিয়ে পড়ুন।

ইংরেজি, গণিত, বাংলার উপর গুরুত্ব দেওয়াঃ ক্যাডেট কলেজে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করানো হয়। তাই অবশ্যই ক্যাডেট কলেজে পড়ার ও ভর্তির জন্য ইংরেজি গণিত ও বাংলার ওপর বেশি বেশি গুরুত্ব দিন। বিশেষ করে বাংলা ব্যাকরণ, রচনা, সংক্ষিপ্ত প্রশ্ন, অনুচ্ছে, সারাংশ মনোযোগ সহকারে পড়ুন। ইংরেজির ক্ষেত্রে গ্রামার, রাইটিং, অনুবাদ, ভালোভাবে পরে আয়ত্ত করুন। গণিতের ক্ষেত্রে সাধারণ গণিত, বীজগণিত, জ্যামিতি, সাধারণ অংক সমাধান করার কৌশল শিখুন।

সাধারণ জ্ঞান বাড়ানোঃ অবশ্যই আপনাকে সাধারণ জ্ঞান বারাতে হবে। সাধারণ জ্ঞান ভালো না থাকলে ভর্তি পরীক্ষায় কখনোই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি বিষয় সম্পর্কে ধারণা রাখুন। বেশি বেশি দৈনিক সংবাদপত্র ও সাম্প্রতিক ঘটনাবলী পড়ুন। বাংলাদেশ ও বিশ্বের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রযুক্তি সম্পর্কে জ্ঞান রাখুন। বেশি বেশি সাধারণ জ্ঞানের বই পড়ুন এবং প্রশ্ন উত্তর অনুশীলন করুন।

দৈনিক রুটিন তৈরি করাঃ আপনাকে বেশি দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই রুটিন তৈরি করে সেই কাজটি করতে হবে। এটি লেখাপড়া হোক বা অন্য কিছু। তাই আপনি যদি দক্ষ হতে চান তাহলে দৈনিক রুটিন তৈরি করুন এবং রুটিন অনুযায়ী পড়ুন। বেশি বেশি সকালে ও রাতে পড়ার অভ্যাস তৈরি করুন। আপনার রুটিনে বিশ্রাম ও বিনোদনের জন্য কিছু সময় রাখুন যাতে লেখাপড়ার চাপ অনুভব না হয়। রুটিনের বাইরে কোন কিছুই করবেন না

গণিতের দ্রুত সমাধান শেখাঃ ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় হল গণিতে দক্ষ হওয়া। গণিতের দ্রুত সমাধান করার চেষ্টা করুন। ছোট ছোট শর্টকাট ট্রিকস শিখুন যাতে আপনি সহজে গণিতের যেকোনো সমাধান করতে পারেন। ছোট ছোট শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে শতাংশ, অনুপাত, গড় বের করার উপায় শিখুন। বেশি বেশি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ক্যালকুলেটর ব্যবহার না করে হাতে গাণিতিক সমস্যার সমাধান করার অভ্যাস তৈরি করুন।

শারীরিক ফিটনেস বজায় রাখাঃ ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য শারীরিক ফিটনেস অবশ্যই জরুরী। তাই পড়াশোনার পাশাপাশি ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে শরীরের যত্ন নিতে হবে। তাই শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য নিয়মিত স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন অত্যন্ত 30 মিনিট শরীর চর্চা ও ব্যায়াম করুন। স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান এতে আপনার মস্তিষ্ক সতেজ থাকবেন।

আত্মবিশ্বাস রাখাঃ ক্যাডেট কলেজে ভর্তির জন্য অবশ্যই আপনাকে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। কেননা আপনি যদি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি ভীতির সম্মুখীন হবেন। আর এই ভীতির মাধ্যমেই আপনি পিছিয়ে যাবেন। তাই পরীক্ষার পূর্বে থেকেই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। 
সব সময় নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করুন। পরীক্ষার আগে কখনোই দুশ্চিন্তা করবেন না স্বাভাবিকভাবে পরীক্ষা দিন। যদি পরীক্ষায় কোন কঠিন বিষয়ের সম্মুখীন হন সেগুলোর উত্তর না দিয়ে আসবেন না। খুঁটিনাটি ভালোভাবে বুঝে বারবার চেষ্টা করে সেগুলোর উত্তর দিবেন।

প্রিয় পাঠক উপরে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় আপনাদের জানিয়েছি। আশা করি উপরে দেওয়া ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ ১০টি উপায় আপনাদের উপকারে আসবে। এই উপায়গুলো আপনার অনুসরণ করলে সহজেই ক্যাডেট কলেজে কোন চিন্তা ছাড়াই চান্স পেয়ে যাবেন। তাই আপনার মূল্যবান সময় না নষ্ট করে নিয়মিত চর্চা করুন। নিয়মিত চর্চা করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। ইনশাআল্লাহ।

ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা

প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যেই ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা আছে যদি সে প্রথম অবস্থা থেকে চর্চা করে। ভর্তির পূর্বে আপনি চর্চা করে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তাই প্রথম থেকে ক্যাডেট কলেজে ভর্তির জন্য চর্চা করলে আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন। নিজের মধ্যেই ধীরে ধীরে ক্যাডেট কলেজের যোগ্যতা গুলো আয়ত্ত করতে পারবেন। একজন শিক্ষার্থীর ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা গুলো নিচে দেওয়া হলঃ
  • শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে
  • ষষ্ঠ শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তির্ন হতে হবে
  • শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৪ বছর হতে হবে
  • ছেলে ও মেয়েদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি
  • শিক্ষার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে
  • ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে দক্ষতা প্রদর্শন করতে হবে
ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ক্যাডেট কলেজে ভর্তির ফরম পূরণের জন্য একজন শিক্ষার্থীর বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। ক্যাডেট কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীর পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, শিক্ষার্থীর অধ্যয়নরত বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদপত্র। পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। অভিভাবকের মাসিক আয়ের প্রমাণপত্র। এ সকল ডকুমেন্ট এর মাধ্যমে একজন শিক্ষার্থী সহজেই ক্যাডেট কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2025

প্রতিবছর নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ক্যাডেট কলেজে ভর্তির জন্য ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ সার্কুলার প্রকাশ করেন। ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি 2025 সালে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে। তাই আপনারা যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে চান তারা পূর্বে থেকে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিন। 

ক্যাডেট কলেজের ভর্তির সার্কুলার প্রকাশ করা মাত্রই আপনারা আবেদন করতে পারেন। অথবা ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি পেতে ক্যাডেট কলেজের ব্যক্তিগত ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।

ক্যাডেট কলেজ লিস্ট

বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে। বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজের মধ্যে ৯টি ছেলেদের জন্য এবং ৩টি মেয়েদের জন্য গার্লস ক্যাডেট কলেজ তৈরি করা হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম ফৌজদারহাটে ১৯৫৮ সালে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হয়। আয়তনের দিক থেকে এই ক্যাডেট কলেজ সবচেয়ে বড়। বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে সেগুলোর তালিকা নিচে দেওয়া হলঃ
  • ফৌজদারহাট ক্যাডেট কলেজ
  • ঝিনাইদহ ক্যাডেট কলেজ
  • মির্জাপুর ক্যাডেট কলেজ
  • রাজশাহী ক্যাডেট কলেজ
  • সিলেট ক্যাডেট কলেজ
  • রংপুর ক্যাডেট কলেজ
  • বরিশাল ক্যাডেট কলেজ
  • পাবনা ক্যাডেট কলেজ
  • কুমিল্লা ক্যাডেট কলেজ
  • ফেনী গার্লস ক্যাডেট কলেজ
  • জয়পুর হার্ট গার্লস ক্যাডেট কলেজ
  • ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

ক্যাডেট কলেজ ভর্তি কোটা

ক্যাডেট কলেজে ভর্তির জন্য কোন কোটা নেই। সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হয়। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে ক্যাডেট কলেজে ভর্তি নেওয়া হয়। ক্যাডেট কলেজে কোন ভর্তি কোটার সুযোগ নেই।

ক্যাডেট কলেজে পড়ার সুবিধা

ক্যাডেট কলেজে পড়াশোনা করার সময় ও ক্যাডেট কলেজে পড়াশোনা করার পর একজন শিক্ষার্থী বেশ কিছু সুবিধা পায়। ক্যাডেট কলেজ থেকে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করলে দ্রুত চাকরি পাই। বিশেষ করে সামরিক বাহিনীর চাকরিগুলো পেতে পারে। কেননা ক্যাডেট কলেজে একজন শিক্ষার থেকে সামরিক বাহিনীর সকল নিয়ম-কানুন শেখানো হয়। 

এবং বাংলাদেশের অন্যান্য কর্মক্ষেত্র গুলোতে চাকরি করার মতো দক্ষ ভাবে গড়ে তোলা হয়। ক্যাডেট কলেজে পড়ার সুবিধা অনেক। নিচে ক্যাডেট কলেজে পড়ার ১০টি সুবিধার কথা উল্লেখ করা হলোঃ
  • ক্যাডেট কলেজের পড়াশোনার মান অত্যন্ত উন্নত এবং নিয়ম তান্ত্রিক।
  • ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা সম্পূর্ণ আবাসিক পরিবেশে থেকে পড়াশোনা করার সুযোগ পায়।
  • প্রতিদিন নির্দিষ্ট রুটিন অনুসরণ করে শৃংখলাবদ্ধভাবে পড়াশোনা সুযোগ পায়।
  • ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন ব্যায়াম, খেলাধুলা, পিটি করানো হয় যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো।
  • ক্যাডেট কলেজে বিনোদন ও খেলাধুলার সুযোগ রয়েছে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট খেলাধুলার ব্যবস্থা রয়েছে।
  • ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যতের সামরিক বাহিনীতে যোগদানের জন্য প্রাথমিক প্রস্তুতি দেওয়া হয়।
  • ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম ব্যক্তি হিসেবে গড়ে তোলা হয়।
  • ক্যাডেট কলেজের দক্ষ শিক্ষক ও সামরিক প্রশিক্ষক দ্বারা পাঠদান করা হয়।
  • এসএসসি ও এইচএসসি তে ক্যাডেট কলেজ গুলোর শিক্ষার্থীরা বারবারই সবচেয়ে ভালো ফলাফল করে।
  • ক্যাডেট কলেজের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে ভালো শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করে।

ক্যাডেট কলেজে পড়ার খরচ

শিক্ষার্থীর পিতা-মাতার আয়ের উপর ভিত্তি করে ক্যাডেট কলেজের পড়াশোনার খরচ নির্ধারণ করা হয়। একজন শিক্ষার্থী ক্যাডেট কলেজে পড়াশোনা করার জন্য পিতা-মাতার যে আয়ের উৎস প্রমাণ করতে ডকুমেন্ট জমা দেবেন, সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে শিক্ষার্থীর মাসিক বেতন নির্ধারণ করা হয়। ক্যাডেট কলেজের একজন শিক্ষার্থীর সর্বনিম্ন মাসিক বেতন ১৫০০ টাকা। ক্যাডেট কলেজের একজন শিক্ষার্থীর সর্বোচ্চ মাসিক বেতন ২২০০০ হাজার টাকা।

ক্যাডেট কলেজে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়

ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় ও ক্যাডেট কলেজে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয় এ নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে বিভ্রান্তি রয়েছে। ক্যাডেট কলেজে শিক্ষার্থীদের সপ্তম শ্রেণীতে ভর্তি নেওয়া হয়। ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।

বাংলাদেশের সেরা ক্যাডেট কলেজ কোনটি

বাংলাদেশের সেরা ক্যাডেট কলেজ কোনটি? বাংলাদেশের সেরা ক্যাডেট কলেজ ফলাফল ও অন্যান্য মানদন্ডের উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাডেট কলেজ সেরা হিসেবে বিবেচিত হয়েছে। তবে বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজের মধ্যে সবচেয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ গুলো সেরা ক্যাডেট কলেজের তালিকায় রয়েছে।

লেখক এর মন্তব্য

আজকের পুরো আর্টিকেলটিতে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায়, ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা, ক্যাডেট কলেজে ভর্তি সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য শেয়ার করেছি। আশা করি এ বিষয়গুলো জেনে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। ক্যাডেট কলেজে চান্স পাওয়ার সহজ উপায় সম্পর্কে আপনাদের যদি আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। 

ক্যাডেট কলেজের চান্স পাওয়ার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে অধ্যায়ন করা প্রয়োজন। তাই বেশি বেশি অধ্যায়ন করতে ভুলবেন না। আর্টিকেলটি ভালো লাগলে প্রিয়জনদের উদ্দেশ্যে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন