আল্লাহ মালুম অর্থ কি - আল্লাহ মালুম কথাটির ব্যাখ্যা
আল্লাহ মালুম অর্থ কি তা অনেকেই জানেন না। আমরা প্রতিনিয়ত বিভিন্ন কথাবার্তা বলতে গিয়ে বলে ফেলি আল্লাহ মালুম। কিন্তু আমরা অনেকে জানি না আসলে এই কথাটির অর্থ কি। মালুম শব্দের বাংলা অর্থ, ও এই কথাটির প্রত্যেকটি ব্যাখ্যা সম্পর্কে থাকছে আজকের আর্টিকেলটিতে।।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোরআন ও হাদিসের কথাবার্তা বলতে গিয়ে বলি আল্লাহ মালুম। কিন্তু আল্লাহ মালুম অর্থ কি তা অনেকে জানি না। মহান আল্লাহর সম্পর্কে ধারণা পেতে হলে এ কথাগুলো অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। কেননা কোরআন ও হাদিসের কথা কখন বলতে গিয়ে কোন কথা প্রকাশ করতে হবে সে সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। তাই আল্লাহ মালুম, মালুম শব্দের অর্থ, মাফি মালুম, আল্লাহ ভাল জানেন এর আরবি সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ আল্লাহ মালুম অর্থ কি - মালুম শব্দের বাংলা অর্থ
.
আল্লাহ ভালো জানেন এর আরবি
আল্লাহ ভালো জানেন এই কথাটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। আমরা আরবি কোন কিছু বলতে গেলে অথবা আরবি ভাষায় প্রকাশ করতে চাইলে কোন শব্দের আরবি অর্থ জানা অত্যন্ত প্রয়োজন। আমরা বাংলা অর্থ জানি কিন্তু সেই কথাটি আরবিতে কি হয় তা জানে না তাহলে অবশ্যই ভুল আরবি উচ্চারণ করা উচিত নয়।
আমরা যে বিষয়গুলো জানিনা আমাদের কাছে ও স্পষ্ট আমরা সেই বিষয়ে প্রকাশ করতে গিয়ে আল্লাহ ভালো জানেন কথাটি আরবীতে উচ্চারণ করতে পারি। আল্লাহ ভালো জানেন এর আরবি "আল্লাহু আলাম الله أعلم" এর অর্থ আল্লাহ ভালো জানেন।
আল্লাহ মালুম কথাটির ব্যাখ্যা
আল্লাহ মালুম কথাটি ব্যবহার করা হয় যখন আমরা সে বিষয়ে জানিনা। আল্লাহ মালুম কথাটির অর্থ শুধুমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ব্যতীত অন্য কেউ জানেন না। মালন শব্দটি আরবি এর অর্থ জানা। আল্লাহ মালুম অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন। আল্লাহ মালুম কথাটি তখন বলা হয় যখন কোন বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকে অথবা আমাদের কাছে ও স্পষ্ট। যেটি শুধুমাত্র আল্লাহ জানেন। ওই বিষয় সম্পর্কে অন্য কারোর সঠিক ধারণা বা জ্ঞান নেই। অনিশ্চয়তা প্রকাশের জন্য আল্লাহ মালুম শব্দটি ব্যবহার করা হয়।
- "আমি যে কাজ করছি এর ফলাফল কি হবে আল্লাহ মালুম" কেননা এই কাজের ফলাফল শুধুমাত্র আল্লাহই জানেন।
- "সে সত্য কথা বলছেন না মিথ্যা সেটা আল্লাহ মালুম" কেননা একমাত্র আল্লাহই তার অন্তর দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিটা সত্যি বলছেন না মিথ্যা বলছে।
আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহকে মনে প্রাণে মেনে তার ওপর ভরসা করায় এর উদাহরণ। যেটা সাধারণ কোন ব্যক্তি, দুনিয়ার কেউ জানেন না সেটা একমাত্র মহান আল্লাহ জানেন। আর এর অর্থই আল্লাহ মালুম। এই শব্দটি বিশেষ করে মুসলিম ধর্মের ব্যক্তিদের মুখে সবচেয়ে বেশি শোনা যায়।
আল্লাহ মালুম অর্থ কি
"আল্লাহ মালুম" একটি আরবি শব্দ। আল্লাহ মালুম কথাটি আরবি ও উর্দু ভাষার সমন্বয়ে সংগঠিত হয়েছে। আরবি শব্দ "আল্লাহ মালুম" অর্থ শুধুই আল্লাহই জানেন। আমরা যখন কোন বিষয়ে অনিশ্চিত থাকি তখন আমরা নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ মালুম। মানে শুধুমাত্র যে কথাটি যে বিষয়টি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানেনা সেটাই হচ্ছে আল্লাহ মালুম।
আরো পড়ুনঃ ইয়া ওয়াহহাবু - ইয়া ওয়াহহাবু ফজিলত
আল্লাহ মালুম কথাটির অর্থ মহান আল্লাহর শুধু একমাত্র জানেন। মহান আল্লাহ পুরো পৃথিবী সৃষ্টি করেছেন কোথায় কি হচ্ছে তিনি সবকিছুর খবর রাখেন। বিশাল আসমান থেকে শুরু করে ছোট্ট জীব পিঁপড়ে পর্যন্ত তার নজরে রেখেছেন। মহান আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। ভালো-মন্দ সকল কিছুর একমাত্র মালিক তিনি।
আমরা হয়তো আমাদের দেশে বহির বিশ্বে আমাদের চারপাশে কি হচ্ছে তা দেখতে পাচ্ছি। এ বিষয়গুলো সম্পর্কে ধারণার রাখতে পেরেছি, কিন্তু বহিঃ বিশ্বে কি হচ্ছে, মাটির নিচে কি হচ্ছে, আসমানের উপরে কি হচ্ছে, অন্য কারোর মন অথবা হৃদয়ের মধ্যে কি হচ্ছে তা জানিনা। কিন্তু মহান আল্লাহ এ প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানেন।
আমরা যখন কোন বিষয়ের উপর অনিশ্চিত ও স্পষ্ট তখন আমরা এক কথায় বলতে পারি আল্লাহ মালুম অর্থ শুধু আল্লাহই জানেন। "আল্লাহ মালুম" কথাটির কয়েকটি উদাহরণ দেওয়া হলোঃ
- আসমানের উপরে কি হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র "আল্লাহ মালুম" একমাত্র আল্লাহই জানেন।
- পরকালে কি হবে আমাদের শুধু ধারণা রয়েছে, কিন্তু আমাদের ভাগ্যে কি আছে তা আমরা জানি না "আল্লাহ মালুম" শুধু একমাত্র আল্লাহ জানেন।
- গতকাল কি হয়েছে আমরা জানি, কিন্তু আগামীকাল কি হবে তা আমরা জানিনা, "আল্লাহ মালুম" শুধুমাত্র আল্লাহই জানেন।
প্রিয় পাঠক উপরে কয়েকটি উদাহরণ সহ আল্লাহ মালুম অর্থ কি সে সম্পর্কে জানিয়েছি। আশা করি আল্লাহ মালুম অর্থ কি সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। যারা এই সম্পর্কে জানতেন না এই আর্টিকেলটির মাধ্যমে তারা সঠিক ধারণা পাবেন।
মালুম শব্দের বাংলা অর্থ
মালুম শব্দের বাংলা অর্থ সম্পর্কে আপনাকে জানতে চান। মালুম শব্দের বাংলা অর্থ জানা, পরিচিতি, বোধগম্য। "মালুম শব্দের বাংলা অর্থ জানা"। আপনি যে বিষয়টি সম্পর্কে জানেন সেটি মালুম। মালুম শব্দটি মূলত আরবি থেকে এসেছে। বাংলা ভাষায় মালুম কোন কিছু বোঝা, জানা, বোধগম্যকে বোঝানো হয়েছে। বিশেষ করে আমরা কোন কিছু জানি বা জানা আছে এরকম ভাব প্রকাশে মালুম শব্দটি ব্যবহার করতে পারেন। মালুম শব্দের কয়েকটি উদাহরণ দেওয়া হলোঃ
- "আল্লাহ মালুম" শুধুমাত্র আল্লাহ জানেন।
- "মাফি মালুম" জানা নেই।
বিভিন্ন হাদিস ও জানা বিষয়ে সম্পর্কে প্রকাশ করতে গিয়ে অনেকেই এই মালুম শব্দটি ব্যবহার করেন। মালুম শব্দটি আধুনিক বাংলা ভাষায় ব্যবহারিত হয়। তবে এই শব্দটি প্রাতিষ্ঠানিকভাবে খুব বেশি ব্যবহৃত হয় না। আশা করি মালুম শব্দের বাংলা অর্থ কি সে সম্পর্কে নিশ্চয় জানতে পেরেছেন।
মাফি মালুম অর্থ কি
মাফি মালুম অর্থ কি? "মাফি মালুম অর্থ আমি জানি না" মাঠে মালুম একটি আরবি শব্দ। এটি মুসলিম ভাষাভাষী ব্যক্তিরা মাফি মালুম কথাটি ব্যবহার করেন। আপনার কোন বিষয় সম্পর্কে জানা না থাকলে আরবি ভাষায় মাফি মালুম শব্দটি ব্যবহার করতে পারেন। মাফি মালুম কথাটির মূল অর্থ হলো আমার জানা নেই অথবা আমি জানিনা।
আনা মাফি মালুম অর্থ
আনা মাফি মালুম অর্থ কি তা অনেকে জানেন না। আনা মাফি মালুম শব্দটি একটি আরবি ও উর্দু সংমিশ্রিত বাক্য। আনা মাফি মালুম অর্থ "আমি জানি না" মাফি একটি আরবি শব্দ যার অর্থ নেই বা অভাবে। মালুম একটি উর্দু ফার্সি শব্দ যার অর্থ জানা বা পরিচিতি। তাই আনা মাফি মালুম এর আক্ষরিক অর্থ দাঁড়ায় আমার জানা নেই বা আমি জানি না।
আরো পড়ুনঃ জান্নাতের হুরদের নাম ৬টি - হুরদের সর্দারনী
মাফি অর্থ কি
মাফি শব্দটি আরবি শব্দ। আরবি মাফি শব্দের অর্থ নেই বা অভাবে। অন্যদিকে হিন্দি মাফি শব্দের অর্থ ক্ষমা, মাফি নামের অর্থ ক্ষমা। আরবিতে মাফি অর্থ না থাকা। নেই এমনটা বোঝায়, আরবি মাফি শব্দটি।
মালুম কোন ভাষার শব্দ
মালুম শব্দটি আরবি ভাষার শব্দ। আরবি ভাষায় মালুম অর্থ জানা বা ওই সম্পর্কে পরিচিত। মাফি শব্দের বাংলা অর্থ বুঝতে পারা বা জানা। মালুম মানে জানা। আরবি মালুম অর্থ জানা, বোধগম্য, পরিচিত। উদাহরণস্বরূপ আমার মালুম নেই, মানে আমার ওই বিষয়ে জানা নেই। মালুম ফারসি ও আরবি ভাষার শব্দ।
লেখকের মন্তব্য
আজকের পুরো আর্টিকেলটিতে আল্লাহ মালুম অর্থ কি, আল্লাহ মালুম কথাটির ব্যাখ্যা, মালুম শব্দের বাংলা অর্থ সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। যারা আল্লাহ মালুম অর্থ কি জানেন না আশা করি সে সকল বন্ধুদের জন্য আজকের আর্টিকেলটি সহায়ক ছিল। আর্টিকেলটি ভালো লাগলে প্রিয়জনদের সুবিধার্থে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।