The Ordinary serum ব্যবহারের নিয়ম, এর উপকারিতা
কুচকে যাওয়া ত্বকের জন্য, বয়সের ছাপ কমানোর জন্য দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড সিরাম অত্যন্ত উপকারী। যাদের ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে, ত্বকের উজ্জ্বল বর্ণ শ্যামলাটে ভাব ধারণ করেছে তাদের ত্বকের জন্য The ordinary serum এর উপকারিতা প্রচুর। অনেকে চান ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে অর্ডিনারি সিরাম ব্যবহার করতে। কিন্তু Ordinary serum ব্যবহারের নিয়ম জানেন না। আজকের আর্টিকেলটিতে অর্ডিনারি সিরাম এর প্রত্যেকটি বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত।
অর্ডিনারি সিরাম কুচকে যাওয়া ত্বক খুব সহজে সারিয়ে তোলে। এছাড়া শ্যামলা ত্বক দ্রুত উজ্জ্বলবর্ণ ধারণ করতে সাহায্য করে। যাদের ত্বকের উজ্জ্বলতা আগে ছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে তারা অর্ডিনারি সিরাম ব্যবহার করলে পূর্বের উজ্জ্বলতা ফিরে আসবে। ত্বকের যত্নে The ordinary serum এর উপকারিতা বলে শেষ করার মত নয়। Ordinary serum ব্যবহারের নিয়ম অর্ডিনারি সিরাম সম্পর্কে প্রত্যেকটি বিষয় জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ The ordinary serum এর উপকারিতা - Ordinary serum ব্যবহারের নিয়ম
.
The ordinary serum এর উপকারিতা
অনেকে অর্ডিনারি সিরাম ব্যবহার করবেন বলে The ordinary serum এর উপকারিতা সম্পর্কে জানতে চান। অর্ডিনারি সিরাম এর উপকারিতা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই সিরাম কি কাজ করেন এর উপাদান কি। অর্ডিনারি সিরাম এর প্রধান উপাদান হলো নিয়াসিনামাইড, এই নিয়াসিনামাইড ভিটামিন বি৩ এর একটি ফর্ম।
এই নিয়াসিনামাইড আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। প্রত্যেকের ত্বকের নিচের লেয়ারে নিয়াসিনামাইড থাকে। এই নিয়াসিনামাইড যখন কমতে শুরু করে তখন ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া, ত্বকের কোষ পুনর্গঠন না হওয়া, অতিরিক্ত ব্রণ, তেলতেলে ভাবের সমস্যা সৃষ্টি হওয়া।
যখন এই সমস্যাগুলো দেখা দেয় তখন Ordinary serum ব্যবহার করলে এই সিরামে থাকা নিয়াসিনামাইড ত্বকের ভিটামিন বি৩ এর ঘাটতি পূরণ করে। ফলে পুনরায় ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে, ত্বকের সব ধরনের সমস্যা সেরে যায়। অনেকে ত্বকের এই সমস্যাগুলোর সমাধানের জন্য Ordinary serum ব্যবহার করতে চান তাই নিয়মিত The ordinary serum এর উপকারিতা সম্পর্কে খোঁজ করেন। সে সকল বন্ধুদের উদ্দেশ্যে নিচে The ordinary serum এর উপকারিতা গুলো পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
- ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
- পিগমেন্টেশন কমায়
- তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করে
- ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমায়
- ব্রণ ও ব্রণের দাগ কমায়
- ত্বক মসৃণ করে
- কুচকে যাওয়ার ত্বক টানটান করে
- বয়সের ছাপ কমাতে সাহায্য করে
- চোখের নিজের কালো দাগ দূর করে
- ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়ঃ The ordinary serum এর উপকারিতা গুলোর মধ্যে সবচেয়ে প্রধান উপকারিতা হলো ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। নিয়মিত দ্য অর্ডিনারি সিরাম ব্যবহার করলে ত্বকের কোষ পুনর্গঠন এর সাহায্য করেন। এই সিরামে রয়েছে ভিটামিন সি, নিয়াসিনামাইড, আলফা আরবুটিন ত্বকের মোলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এভাবে দ্য অর্ডিনারি সিরাম ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
পিগমেন্টেশন কমায়ঃ ত্বকে অতিরিক্ত মলানিন উৎপাদন হলে তোকে পিগমেন্টেশন দেখা দেয়। ত্বকের এই পিগমেন্টেশন কমাতে নিয়াসিনামাইড, ভিটামিন সি, কোজিক অ্যাসিড যুক্ত উপকরণ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। এ সকল উপাদানের সমন্বয়ে তৈরি অর্ডিনারি সিরাম এটি ব্যবহারে ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করেঃ দ্য অর্ডিনারি সিরাম ব্যবহারে অর্ডিনারি সিরামে থাকা নিয়াসিনামাইড, জিংক, ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। নিয়মিত এই সিরাম ব্যবহারে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়।
ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমায়ঃ অনেকের ত্বকে লালচে ভাব দেখা যায়। বিশেষ করে যাদের ত্বকে ব্রণ, এলার্জি থাকে তাদের ত্বকে। এ সকল ত্বকে অর্ডিনারি সিরাম ব্যবহার করলে ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমায়।
ব্রণ ও ব্রণের দাগ কমায়ঃ অর্ডিনারি সিরামে থাকা উপাদান ব্রণ ও ব্রণের দাগ কমায়। বিশেষ করে নিয়াসিনামাইড ব্রনের দাগ কমাতে সাহায্য করে। নিয়মিত এই সিরাম ব্যবহারে ব্রণ এবং ব্রণের দাগ ধীরে ধীরে দূর হয়।
ত্বক মসৃণ করেঃ এই সিরামে রয়েছে ত্বকের জন্য বেশ কিছু উপকারী উপাদান। বিশেষ করে নিয়াসিনামাইড, ভিটামিন সি, হাইলুরোনিক অ্যাসিড, এছাড়া অন্যান্য উপাদান। এই উপাদানগুলো ত্বকের কোষ পুনর্গঠন এর সাহায্য করে ফলে ত্বক দ্রুত মসৃণ হয়।
কুচকে যাওয়ার ত্বক টানটান করেঃ The ordinary serum এর উপকারিতা গুলোর মধ্যে একটি হলো কুঁচকে যাওয়া ত্বক টানটান করা। অনেকের বয়সের পরিবর্তনে, অথবা ত্বকে নিয়াসিনামাইড এর অভাবে ত্বক কুঁচকে যায়। সে সকল ব্যক্তিরা অর্ডিনারি সিরাম ব্যবহার করলে কুচকে যাওয়ার ত্বক দ্রুত সেরে ওঠে।
বয়সের ছাপ কমাতে সাহায্য করেঃ The ordinary serum এ থাকা উপাদান নিয়াসিনামাইড, ও অন্যান্য উপাদান ত্বকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে। এই সিরামে থাকা উপাদান নিয়াসিনামাইড, ও জিংক ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে ফলে নতুন কোষ গঠিত হয়। এভাবে ত্বক উজ্জ্বল হয় ও বয়সের ছাপ কমে আসে।
আরো পড়ুনঃ মুখে ব্রণ কমানোর সেরা ১০টি উপায়
চোখের নিজের কালো দাগ দূর করেঃ চোখের নিচে কালো দাগ দূর করতে নিয়াসিনামাইড যুক্ত অর্ডিনারি সিরাম অত্যন্ত উপকারী। চোখের নিচের মৃত কোষ দ্রুত অপসারণ করে নতুন কোষ গঠনের সাহায্য করে। অরডিনারি সিরাম ব্যবহার করলে চোখের নিজের কালো দাগ সহজে দূর হয়।
ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করেঃ অর্ডিনারি সিরামে রয়েছে আলফা হাইড্রোক্সি এসিড, নিয়াসিনামাইড যা ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। নতুন কোষ গঠিত হলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
প্রিয় পাঠক উপরে The ordinary serum এর উপকারিতা গুলো পয়েন্ট আকারে দিয়েছি। এছাড়াও অর্ডিনারি সিরাম এর বেশ কিছু উপকারিতা রয়েছে। তাই আপনার ত্বকের উজ্জ্বলতা দ্রুত ফিরাতে, ব্রণের সমস্যা দূর করতে, কুচকে যাওয়া ত্বক টানটান করতে, The ordinary serum আপনার জন্য অত্যন্ত উপকারী। আশা করি The ordinary serum এর উপকারিতা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
Ordinary serum ব্যবহারের নিয়ম
ত্বকের যত্নে অনেকে অর্ডিনারি সিরাম ব্যবহার করতে চান, তাই নিয়মিত Ordinary serum ব্যবহারের নিয়ম সম্পর্কে খোঁজ করেন। অর্ডিনারি সিরাম ব্যবহার করার জন্য Ordinary serum ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। কেননা আপনি সঠিক নিয়মে যদি অর্ডিনারি সিরাম না ব্যবহার করেন তাহলে এর উপকারিতা ও সঠিক ফলাফল গুলো পাবেন না।
আবার মাত্রাতিরিক্ত বা ভুল নিয়মে ব্যবহার করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্ডিনারি সিরাম ব্যবহারের জন্য আপনি যে ফেসওয়াশ ব্যবহার করেন ওই ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ভালোভাবে ধুয়ে নিন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে পুরো মুখ ভালোভাবে মুছেনিন। এরপর ২-৩ ফোটা সিরাম পুরো মুখে ভালোভাবে লাগান। সর্বোচ্চ দিনে দুইবার ব্যবহার করুন।
সিরাম ব্যবহারের পর ময়শ্চারাইজার লাগানো উচিত। সিরাম ব্যবহারের পর যদি রোদে বের হন তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। নতুবা সিরাম লাগানোর পর সানস্ক্রিন অথবা ময়েশ্চারাইজার ব্যবহার না করে রৌদ্রে বের হলে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আশা করি Ordinary serum ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
অর্ডিনারি সিরাম দাম
অনেকে অর্ডিনারি সিরাম কিনবেন বলে অর্ডিনারি সিরাম এর দাম সম্পর্কে খোঁজ করেন। বাজারে বেশ কিছু ভিন্ন ভিন্ন ধরনের অর্ডিনারি সিরাম পাওয়া যায়। ভিন্ন ভিন্ন সিরাম এর দাম বাজারে ভিন্নরকম। বিশেষ করে স্থানীয় দোকানে ও অনলাইন শপ গুলোতে দাম কিছুটা কম বেশি রয়েছে। নিচে অর্ডিনারি সিরামের বেশ কিছু কোয়ালিটির দামের তালিকা দেওয়া হলোঃ
- দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড সিরাম ৩০মিলি দাম ১৩৯০ টাকা
- দ্য অর্ডিনারি বাফেট মাল্টি পেপাইড সিরাম ৩০মিলি দাম ১৪৫০ টাকা
- দ্য অর্ডিনারি অ্যাসকরবিল গ্লুকো সাইড সলিউশন ১২% ব্রাইটেনিং সিরাম দাম ২৮০০ টাকা
- দ্য অর্ডিনারি হাইড্রনিক এসিড সিরাম ৩০ মিলি দাম ২৭০০ টাকা
উপরে ত্বকের জন্য উপকারী বেশ কিছু অর্ডিনারি সিরাম দাম এর তালিকা দিয়েছি। সময় ও স্থানভেদে অর্ডিনারি সিরাম এর দাম কিছুটা কমবেশি হতে পারে। তবে আপনি অনলাইন প্লাটফর্ম গুলোতে এই দামে উপরে দেওয়া সিরাম গুলো কিনতে পারবেন।
Ordinary Serum price in Bangladesh
অনেকে নিয়মিত অর্ডিনারি সিরাম প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে খোঁজ করেন। অর্ডিনারি সিরাম বাংলাদেশের বাইরে থেকে আমদানি করে বাংলাদেশে বিক্রয় করা হয়। বেশ কিছু কোম্পানি অর্ডিনারি সিরাম বাইরে থেকে আমদানি করে। এরপর অনলাইন প্লাটফর্ম ও স্থানীয় দোকান গুলোতে ভিন্ন ভিন্ন দামে বিক্রয় হয়। অর্ডিনারি সিরাম এর বেশ কিছু প্রকার রয়েছে।
ভিন্ন ভিন্ন প্রকার অনুযায়ী অর্ডিনারি সিরাম এর দাম ভিন্ন রকম। নিচে ত্বকের জন্য উপকারী বেশ কিছু Ordinary Serum price in Bangladesh এর তালিকা দেওয়া হলোঃ
- দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড সিরাম ৩০মিলি দাম ১৩৯০ টাকা
- দ্য অর্ডিনারি বাফেট মাল্টি পেপাইড সিরাম ৩০মিলি দাম ১৪৫০ টাকা
- দ্য অর্ডিনারি অ্যাসকরবিল গ্লুকো সাইড সলিউশন ১২% ব্রাইটেনিং সিরাম দাম ২৮০০ টাকা
- দ্য অর্ডিনারি হাইড্রনিক এসিড সিরাম ৩০ মিলি দাম ২৭০০ টাকা
নিয়াসিনামাইড সিরাম এর কাজ কি
নিয়াসিনামাইড এর কাজ কি তা অনেকে জানেন না। নিয়াসিনামাইড ত্বকের যত্নে অত্যন্ত উপকারী একটি উপাদান। নিয়াসিনামাইড ভিটামিন বি৩ এর একটি রূপ যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। নিয়াসিনামাইড এর প্রধান কাজ হল ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা। প্রত্যেকের ত্বকের নিচের লেয়ারে নিয়াসিনামাইড ভিটামিন বি৩ থাকে।
এই নিয়াসিনামাইড এর ঘাটতি দেখা দিলে ত্বকের বিভিন্ন দাগ, ত্বক কুঁচকে কুঁচকে যায়, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়, ব্রণ ও তৈলাক্ততা বৃদ্ধি পায়। এ সমস্যাগুলো দেখা দিলে নিয়াসিনামাইড সিরাম ব্যবহারে ত্বকে নিয়াসিনামাইড এর ঘাটতি পূরণ হয় ফলে এই সমস্যাগুলো দূর হয়। নিয়াসিনামাইড এর প্রধান কাজ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা, ত্বক হাইড্রেট রাখা,
সংকুচিত ত্বক মসৃণ করা, ত্বকের সুরক্ষা প্রদান করা। দ্য অর্ডিনারি সিরামে থাকা নিয়াসিনামাইড ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নিয়াসিনামাইড ত্বকের ভিটামিনের ঘাটতি পূরণ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
নিয়াসিনামাইড ব্যবহারের নিয়ম
অনেকে Ordinary serum ব্যবহারের নিয়ম, নিয়াসিনামাইড ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে চান। অর্ডিনারি সিরাম এর মূল উপাদান নিয়াসিনামাইড। এটি ব্যবহারে ত্বকের বেশ কিছু সমস্যার সমাধান করে। অরডিনারি সিরাম যেভাবে ব্যবহার করবেন একইভাবে নিয়াসিনামাইড সিরামও ব্যবহার করতে হবে। নিয়াসিনামাইড ব্যবহারের পূর্বে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।
এরপর ২-৩ ফোটা নিয়াসিনামাইড সিরাম তোকে ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে আপনি দিনে সর্বোচ্চ ২ বার ব্যবহার করুন। সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করুন। নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করলে অবশ্যই ভিটামিন সি ত্বকে ব্যবহার করবেন না। নিয়াসিনামাইড সিরাম তোকে ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজার অথবা সানস্ক্রিন ব্যবহার করুন।
Ordinary সিরাম এর কাজ কি
অর্ডিনারি সিরাম অনেকে ব্যবহার করেন, আবার অনেকে অর্ডিনারি সিরাম ব্যবহার করবেন বলে অর্ডিনারি সিরাম এর কাজ কি সে সম্পর্কে জানতে চান। অর্ডিনারি সিরাম এর প্রধান কাজ হল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। বয়স বেশি হলে যাদের ত্বক কুঁচকে যায় তারা ত্বকে অর্ডিনারি সিরাম ব্যবহার করলে কুচকে যাওয়া ত্বক টানটান ভাব ধারণ করে।
তাছাড়া ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। অর্ডিনারি সিরাম ব্যবহারে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়। যাদের ত্বকে অতিরিক্ত ব্রণ ও ব্রণের দাগ রয়েছে তারা অর্ডিনারি সিরাম ব্যবহার করলে ব্রণ ও ব্রণের দাগ দূর হবে। এছাড়া চোখের নিচের কালো দাগ, ত্বকের মৃত কোষ অপসারণে ও নতুন কোষ পুনর্গঠনে সাহায্য করে। এভাবে নতুন কোষ পুনর্গঠনে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
নিয়াসিনামাইড সিরাম এর পার্শ্বপ্রতিক্রিয়া
নিয়াসিনামাইড সেরাম এর যেমন উপকারিতা রয়েছে তেমনি এর কিছু অপকারিতাও রয়েছে। মাত্রাতিরিক্ত ব্যবহারে, অথবা ভুল নিয়মে ব্যবহার করলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। নিয়াসিনামাইড সিরামের পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে ত্বকের জ্বালাপোড়া ও লালচে ভাব, এলার্জি ও চুলকানি বৃদ্ধি, ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে, কিছু কিছু ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দেখা দিতে পারে, অতিরিক্ত মাত্রায় ব্যবহারে ব্রণ বৃদ্ধি হতে পারে,
অন্যান্য উপাদানের সঙ্গে ব্যবহার করলে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই এগুলো এড়ানোর জন্য নিয়াসিনামাইড ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট করুন। নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করলে সঠিক মাত্রায় সামান্য পরিমাণে ব্যবহার করুন। সবচেয়ে বুদ্ধিমানদের কাজ হল নিয়াসিনামাইড স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।
লেখক এর মন্তব্য
অনেকের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে ত্বক কুঁচকে যায়, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়, ত্বকে ব্রণ ও তেলতেলে ভাব দেখা দেয়। এই সমস্যাগুলো এড়ানোর জন্য ত্বকের উজ্জ্বলতা ও টানটান ভাব ফিরাতে দ্য অর্ডিনারি সিরাম ব্যবহার করুন। আজকের আর্টিকেলটিতে The ordinary serum এর উপকারিতা, Ordinary serum ব্যবহারের নিয়ম, এছাড়া অরডিনারি সিরাম সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে সঠিক তথ্য শেয়ার করেছেন। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন।
আর্টিকেলটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের উদ্দেশ্যে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।