মোবাইলের ভাইরাস কাটার সেরা ১০টি সফটওয়্যার
আমাদের প্রত্যেকের প্রয়োজনীয় একটি ডিভাইস মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে ভাইরাসে আক্রমণ করলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে তথ্য চুরি, মোবাইল ফোন অতিরিক্ত স্লো হয়ে যায়। মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করে সহজেই ভাইরাস দূর করতে পারবেন। সবচেয়ে সেরা ১০টি মোবাইলের অটো ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে আজকে আপনাদের জানিয়ে দেবো।
মোবাইল ফোন অথবা কম্পিউটারে আমাদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য থাকে। ভাইরাসে মোবাইল ফোন আক্রমণ করলে ফোনের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া মোবাইল ফোনের বেশ কিছু সমস্যা দেখা দেয়। তাই প্রত্যেকেরই প্রয়োজন মোবাইল ফোন ব্যবহার করলে মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করা। মোবাইল ফোনে অটো ভাইরাস কাটার সফটওয়্যার ইনস্টল রাখলে অটোমেটিকলি ভাইরাস দূর হবে। মোবাইলের ভাইরাস কাটার প্রত্যেকটি সফটওয়্যার, ব্যবহারের নিয়ম, ভাইরাস থাকলে কি কি সমস্যার সম্মুখীন হবেন, কিভাবে ভাইরাস কাটবেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্টের সূচিপত্রঃ মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার - অটো ভাইরাস কাটার সফটওয়্যার
.
ভাইরাস পরিষ্কার করব কিভাবে
আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি কিন্তু মোবাইল ফোন ভাইরাসে আক্রমণ করেছে আমরা তা বুঝে উঠতে পারি না। আবার যারা বোঝেন মোবাইল ফোন ভাইরাস দ্বারা আক্রমিত হয়েছে তারা ভাইরাস পরিষ্কার করার নিয়মও জানেন না। তাই নিয়মিত ভাইরাস পরিষ্কার করার উপায় সম্পর্কে জানতে চান।
আপনি আপনার মোবাইলের ভাইরাস পরিষ্কার করার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। মোবাইল ফোনের ভাইরাস মোবাইল ফোনের তথ্য চুরি, অপারেটিং সিস্টেমের ক্ষতিকরে, মোবাইল ফোন ধীরগতি করে। এ সমস্যাগুলো দেখা দিলে আপনাকে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। এন্টিভাইরাস সফটওয়্যার মূলত মোবাইলের উপকারী ভাইরাস।
এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করলে আপনার মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করবে। আপনার ফোনের ডেটা একে রক্ষা করবে, আপনার ফোন ফাস্ট কাজ করানোর জন্য সাহায্য করবে। অনুমতি ছাড়া কোন অ্যাপ ইন্সটল করাকে বাধা দেবে। তাই ভাইরাস পরিষ্কার করার জন্য এন্টিভাইরাস অ্যাপস ইনস্টল করুন। এন্টিভাইরাস অ্যাপস ইনস্টল করে ভাইরাস পরিষ্কার করতে পারবেন।
মোবাইলে ভাইরাস থাকলে কি সমস্যা হয়
অনেকেই জানেন না মোবাইলে ভাইরাস থাকলে কি কি সমস্যা হয়। মোবাইলে দুই ধরনের ভাইরাস থাকে একটি হচ্ছে ম্যালওয়্যার (ক্ষতিকর ভাইরাস) অন্যটি এন্টিভাইরাস (উপকারী ভাইরাস) মোবাইলের এন্টিভাইরাস মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করতে সাহায্য করে। মোবাইলে যদি ম্যালওয়্যার দ্বারা আক্রমিত হয় সে ক্ষেত্রে আপনি বেশ সমস্যার সম্মুখীন হবেন।
আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আপনার মোবাইল ফোন স্লো হয়ে যায়। দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। আপনার অনুমতি ছাড়াই একাধিক সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু হয়। অপ্রয়োজনীয় বিজ্ঞাপন আপনার সামনে প্রদর্শিত হবে। ইন্টারনেট ডাটা সহজে ফুরিয়ে যাবে। হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে যাওয়া অথবা রিস্টার্ট নিয়ে নেবে।
এছাড়া আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ব্যাংকিং তথ্য চুরি হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। আপনার মোবাইলে যদি ভাইরাস থাকে তাহলে উপরে দেওয়া এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন। মোবাইলের ভাইরাস বড় ধরনের সমস্যার সম্মুখীন করে। কেননা মোবাইল ফোন প্রত্যেকেরই একটি গুরুত্বপূর্ণ ব্যবহার্য সামগ্রী। আমরা প্রত্যেকে মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ ডেটা রাখি। তাই এই ডেটা চুরির হাত থেকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়।
মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার
অনেকের মোবাইল ভাইরাস দ্বারা আক্রমিত হয়। এ ক্ষতিকর ম্যালওয়্যার ভাইরাস দূর করার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার প্রয়োজন হয়। এন্টিভাইরাস মোবাইলের উপকারী ভাইরাস। এন্টিভাইরাস মোবাইল এর ম্যালওয়্যার ক্ষতিকর ভাইরাস দূর করে মোবাইলের সুরক্ষা নিশ্চিত করে। অনেকেই মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে খোঁজ করেন।
মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার মোবাইলে ইন্সটল করলে মোবাইলের ভাইরাস অটোমেটিকলি দূর হয়। পাশাপাশি আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই মোবাইলের সেই সফটওয়্যারে প্রবেশ করে স্ক্যান করলে মোবাইল ফোনের ক্ষতিকর ভাইরাস দূর হয়। নিচের সবচেয়ে সেরা ১০টি মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার এর নাম দেওয়া হলোঃ
- Avast Mobile Security
- AVG Antivirus
- Kaspersky Mobile Antivirus
- Bitdefender Mobile Security
- Norton Mobile Security
- McAfee Mobile Security
- Sophos Intercept X for Mobile
- ESET Mobile Security
- Trend Micro Mobile Security
- Avira Antivirus Security
Avast Mobile Security: Avast Mobile Security অ্যান্টিভাইরাস মোবাইলের ম্যালওয়্যার ক্ষতিকর ভাইরাস দূর করে। আপনি এ সফটওয়্যারটি ফ্রিতে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এ সফটওয়্যারটির ফ্রি ভার্সন ও পেইড ভার্সন দুইটি রয়েছে। এটি আপনার মোবাইল ফোনে ইনস্টল রাখলে সহজে ভাইরাস সনাক্ত করে স্ক্যান করবে। আপনার মোবাইলের জাঙ্ক ফাইল, ফিশিং ওয়েবসাইট, ওয়াইফাই এর নিরাপত্তা স্ক্যানার হিসেবে কাজ করবে।
AVG Antivirus: AVG Antivirus সফটওয়্যার একটি মোবাইলের জন্য উপকারী এন্টিভাইরাস সফটওয়্যার। মোবাইলে ইন্সটল রাখলে মোবাইলের ভাইরাস সহজে সনাক্ত করতে পারে। এ সফটওয়্যারটি ফোন স্ক্যান এবং অপটিমাইজেশন করে। এ সফটওয়্যার এর মূল বৈশিষ্ট্য হলো আপনার যে কোন অ্যাপ পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন। এটি যেকোনো ধরনের মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করতে সাহায্য করে।
Kaspersky Mobile Antivirus: Kaspersky Mobile Antivirus এ সফটওয়্যারটি মোবাইল ও কম্পিউটার উভয়ের জন্যই এন্টিভাইরাস হিসেবে কাজ করে। এ সফটওয়্যারটি মোবাইলের ক্ষতিকর ভাইরাস, গুরুত্বপূর্ণ তথ্যচুরি, অনুমতি ছাড়া সফটওয়্যার ইনস্টল করতে বাধা দেয়। এই ভাইরাসের মূল বৈশিষ্ট্য হল মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করায়। এ সফটওয়্যারটি মোবাইলের ডাউনলোড হওয়া ফাইল স্ক্যান করে। বিশেষ করে সাইবার আক্রমণ ও ডেটা চুরির হাত থেকে আপনার ফোনকে রক্ষা করে। এই সফটওয়্যারটি পেইড ও ফ্রি ভার্সন গুগল প্লে স্টোর ও গুগলে পেয়ে যাবেন।
Bitdefender Mobile Security: Bitdefender Mobile Security মোবাইলের জন্য অত্যন্ত উপকারী একটি এন্টিভাইরাস সফটওয়্যার। এ সফটওয়্যারটি মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করে প্রাইভেসি প্রটেকশন দেয়। এ ভাইরাসটি মোবাইলের ক্ষতিকর ম্যালওয়্যার ভাইরাস দূর করে। আপনার মোবাইলের তথ্যচুরির হাত থেকে রক্ষা করবে, মোবাইলের ব্যাটারির হেলথ সুস্থ রাখবে, ফিশিং ওয়েবসাইট থেকে আপনার গ্রুপ মোবাইলকে সুরক্ষিত রাখবে।
Norton Mobile Security: Norton Mobile Security একটি মোবাইলের এন্টিভাইরাস সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনার মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করবে। আপনার মোবাইলের প্রত্যেকটি ফাইল এর সুরক্ষা প্রদান, সিকিউরিটি, ভাইরাসের হাত থেকে স্ক্যান করে মোবাইলের ফাইল গুলো কে রক্ষা করবে। এছাড়া মোবাইলের জার্ম সফটওয়্যার সুরক্ষা, ওয়েব প্রটেকশন দেবে।
McAfee Mobile Security: McAfee Mobile Security এ সফটওয়্যারটি মোবাইলের জন্য অত্যন্ত উপকারী একটি সফটওয়্যার। এটি মোবাইলের এন্টিভাইরাস হিসেবে কাজ করে। এ সফটওয়্যারটি মোবাইলে ইন্সটল রাখলে মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করে। পাশাপাশি ক্ষতিকর ভাইরাস, ফিশিং ওয়েবসাইট, তথ্যচুরি, অনুমোদিত অ্যাপ ইনস্টল থেকে আপনার মোবাইল ফোনকে সুরক্ষিত রাখবে।
Sophos Intercept X for Mobile: Sophos Intercept X for Mobile এটি মোবাইলের উপকারী অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এ সফটওয়্যারটি ফ্রি ও পেড উভয় ভার্সন রয়েছে। এ সফটওয়্যারটি মোবাইলের ক্ষতিকর ভাইরাস সনাক্ত করে রিমুভ করে। পাশাপাশি আপনার ওয়েবসাইটের ডাউনলোড হওয়া ফাইল স্ক্যান করে। এছাড়া বিভিন্ন ফিশিং এর আক্রমণ বুঝতে পারলে আপনাকে সংকেত প্রদান করবে এবং অটোমেটিকলি স্ক্যান হবে।
ESET Mobile Security: ESET Mobile Security মোবাইলের জন্য উপকারী একটি এন্টিভাইরাস সফটওয়্যার। এটি মোবাইলের ক্ষতিকর ভাইরাস থেকে মোবাইলকে সুরক্ষিত রাখেন। বিশেষ করে আপনার মোবাইল হার্ড প্রাইভেসি, অটোমেটিকলি স্ক্যান, আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর সুরক্ষা প্রদান করে।
Trend Micro Mobile Security: Trend Micro Mobile Security মোবাইলের একটি এন্টিভাইরাস সফটওয়্যার। এ সফটওয়্যার মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করে। আপনার মোবাইলে অটোমেটিকলি স্ক্যান করে ভাইরাস দূর করতে সাহায্য করবে। পাশাপাশি তথ্যচুরি, ফিশিং ওয়েবসাইট থেকে রক্ষা, ফোন স্লো হওয়া দূর করবে।
Avira Antivirus Security: মোবাইলের সবচেয়ে সেরা এন্টিভাইরাস সফটওয়্যার গুলোর মধ্যে Avira Antivirus Security সফটওয়্যার একটি। এই সফটওয়্যার মোবাইলের ক্ষতিকর ম্যালোওয়ার ভাইরাস দূর করে। পাশে আপনার প্রত্যেকটি ফাইলের প্রোটেকশন দেয়। মোবাইলের তথ্য চুরি হাত থেকে আপনার মোবাইলকে সুরক্ষিত রাখবে।
প্রিয় পাঠক উপরে সবচেয়ে সেরা ১০টি মোবাইলের এন্টিভাইরাস সফটওয়্যার এর নাম দিয়েছি। এই প্রত্যেকটি সফটওয়্যার গুলোই মোবাইলের জন্য অত্যন্ত উপকারী। এই সফটওয়্যার গুলো মোবাইলের সুরক্ষা প্রদান করেন। প্রত্যেকটি সফটওয়্যার ওই পেইড ও ফ্রি উভয় ভার্সন রয়েছে। আপনি এই সফটওয়্যার গুলো সরাসরি google এ সার্চ করে অথবা গুগল প্লে স্টোর থেকে সহজে ইনস্টল করতে পারবেন।
মোবাইল অথবা কম্পিউটার উভয় ডিভাইসের জন্য এই সফটওয়্যার গুলো ভিন্ন ভিন্ন ভার্সন রয়েছে। আপনি যদি আপনার মোবাইলের সুরক্ষা নিশ্চিত করতে চান সে ক্ষেত্রে উপরে দেওয়া এই এন্টিভাইরাস সফটওয়্যার গুলো ব্যবহার করুন। আশা করি মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার গুলোর নাম সম্পর্কে জানতে পেরেছেন।
অটো ভাইরাস কাটার সফটওয়্যার
আমরা প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি তাই মোবাইলে অটো ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা থাকা প্রয়োজন। কেননা মোবাইলে ভাইরাস বিভিন্ন ধরনের ক্ষতি করে। বিশেষ করে মোবাইলের গুরুত্বপূর্ণ তথ্য চুরি, মোবাইলের কার্য ক্ষমতা দুর্বল করে দেয়। অন্যদিকে ব্যাটারির হেলথ কমিয়ে দেয়।
মোবাইল অনেক স্লো হয়ে যায়, মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অনুমতি ছাড়া বিভিন্ন অ্যাপস ইন্সটল হয়, অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখায়, কখনো কখনো ফোন বন্ধ হয় ও রিস্টার্ট হয়। তাই মোবাইলের বিশেষ করে তথ্য চুরির হাত থেকে মোবাইলকে রক্ষা করতে হলে অটো ভাইরাস কাটার সফটওয়্যার ব্যবহার করা উচিত।
অনেকে নিয়মিত মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার, অটো ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে খোঁজ করেন। মোবাইলের জন্য সবচেয়ে সেরা অটো ভাইরাস কাটার সফটওয়্যার গুলোর তালিকা নিচে দেওয়া হলোঃ
- Avast Mobile Security
- AVG Antivirus
- Kaspersky Mobile Antivirus
- Bitdefender Mobile Security
- Norton Mobile Security
- McAfee Mobile Security
- Sophos Intercept X for Mobile
- ESET Mobile Security
- Trend Micro Mobile Security
- Avira Antivirus Security
প্রিয় পাঠক উপরের প্রত্যেকটি সফটওয়্যার মোবাইলের এন্টিভাইরাস, উপকারী ভাইরাস। আপনি এই সফটওয়্যার গুলো মোবাইলে ইন্সটল রাখলে অটোমেটিকলি আপনার মোবাইলের ভাইরাস দূর করবে। আবার কোন ভাইরাসের সন্ধান পেলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে এমন সময় আপনি মোবাইল ফোন ওই সফটওয়্যার এর মাধ্যমে স্ক্যান করলে,
সহজেই সেই মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর হবে। আপনি উপরে দেওয়া এই সফটওয়্যার গুলো গুগলে অথবা প্লে স্টোরে সহজে পেয়ে যাবেন। আশা করি অটো ভাইরাস কাটার সফটওয়্যার এর নাম জানতে পেরেছেন।
এন্টি ভাইরাস কাটার সফটওয়্যার
অনেকে নিয়মিত এন্টিভাইরাস কাটার সফটওয়্যার খোঁজ করেন। মোবাইলে দুই ধরনের ভাইরাস থাকে একটি হলো এন্টিভাইরাস এটি উপকারী ভাইরাস, অন্যদিকে একটি হল ম্যালওয়্যার বা মোবাইলের ক্ষতিকর ভাইরাস। তাই আপনি এন্টিভাইরাস কাটার সফটওয়্যার পাবেন না। আপনাকে মোবাইলের ম্যালোওয়্যার বা ক্ষতিকর ভাইরাস দূর করার সফটওয়্যার ইন্সটল করতে হবে।
আশা করি আপনি মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করতে চাচ্ছেন। মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করার প্রত্যেকটি অ্যাপ সম্পর্কে আজকের আর্টিকেলটিতে জানিয়েছি। আপনি যদি মোবাইলের এন্টিভাইরাস ইন্সটল করতে চান সেক্ষেত্রে Avast, AVG, Kaspersky, Bitdefinder, এই সফটওয়্যার গুলো ইন্সটল করুন। এ সফটওয়্যার গুলো মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করে।
মোবাইলে ভাইরাস দূর করার উপায়
অনেকের মোবাইল ভাইরাস দ্বারা আক্রমিত হয়। কিন্তু কিভাবে মোবাইলের ভাইরাস দূর করবেন দূর করার উপায় জানেন না। তাই নিয়মিত মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার সম্পর্কে খোঁজ করেন। মোবাইলের ভাইরাস দূর করার জন্য আপনাকে মোবাইলে এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করতে হবে। এন্টিভাইরাস মোবাইলের সুরক্ষা প্রদান করে।
এন্টিভাইরাস মোবাইলের উপকারী ভাইরাস। এন্টিভাইরাস মোবাইলের ক্ষতিকর ম্যালওয়ার ভাইরাস দূর করে আপনার মোবাইলকে সুরক্ষিত রাখে। মোবাইলের ভাইরাস দূর করার জন্য আপনি মোবাইলের এন্টিভাইরাস অ্যাপস ইনস্টল করে প্রতিনিয়ত আপনার মোবাইল ফোন সেই সফটওয়্যার এর মাধ্যমে স্ক্যান করুন।
অটো ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড
অনেকে চান অটো ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড করতে। কিন্তু কিভাবে ডাউনলোড করবেন কোন সফটওয়্যার গুলো ডাউনলোড করবেন সে সম্পর্কে জানেন না। ভাইরাস কাটার সফটওয়্যার গুলো ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোর অথবা গুগলে গিয়ে সার্চ করুন। প্রত্যেকটি ভাইরাস কাটার সফটওয়্যার গুলো পেইড ও ফ্রি ভার্সন রয়েছে।
আপনি এই উভয় ভার্সনগুলো আপনার ফোনের জন্য ব্যবহার করতে পারবেন। আপনি ভাইরাস কাটার জন্য সফটওয়্যার ইনস্টল করতে গুগল প্লে স্টোরে গিয়ে এন্টিভাইরাস লিখে সার্চ করুন।
এন্টিভাইরাস সফটওয়্যার
মোবাইলের বেশ কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে যেগুলো মোবাইলের ক্ষতিকর ভাইরাস দূর করে। গুগল প্লে স্টোরে অথবা গুগলে সার্চ করে অগণিত এন্টিভাইরাস সফটওয়্যার দেখতে পাবেন। তবে সব সফটওয়্যার গুলোই এন্টিভাইরাস এর কাজ করতে পারেনা। শুধু নামে মাত্র এন্টিভাইরাস সফটওয়্যার নামে মার্কেটে রয়েছে। তাই আপনি যদি মোবাইলের জন্য মানসম্মত সবচেয়ে ভালো কার্যক্ষমতার এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করতে চান সেক্ষেত্রে নিচে দেওয়া এই সফটওয়্যার গুলো ইন্সটল করুনঃ
- Avast Antivirus
- AVG Antivirus
- Kaspersky Antivirus
- Bitdefender Antivirus
- Norton Antivirus
- McAfee Antivirus
- Sophos Antivirus
- ESET Antivirus
- Trend Antivirus
মোবাইলের ভাইরাস কিভাবে কাটে
আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রমিত হয় সে ক্ষেত্রে আপনাকে মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ইন্সটল করতে হবে। মোবাইলের ভাইরাস দূর করার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করলে মোবাইলের ভাইরাস সহজে দূর হবে। মোবাইলের ভাইরাস কাটার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করুন। এবং প্রতিনিয়ত আপনার সেই এন্টিভাইরাস সফটওয়্যারে প্রবেশ করে আপনার পুরো ফোন স্ক্যান করুন। এভাবে আপনি খুব সহজে মোবাইল ফোনের ভাইরাস কাটতে পারবেন।
এন্টিভাইরাস কি ধরনের সফটওয়্যার
এন্টিভাইরাস হলো মোবাইল, কম্পিউটার অথবা অন্যান্য ডিভাইসের উপকারী ভাইরাস। এন্টিভাইরাস ডিভাইসের ক্ষতিকর ভাইরাস দূর করতে সাহায্য করে। এন্টিভাইরাস ডিভাইস গুলোর সুরক্ষা প্রদান করে। বিশেষ করে ফিশিং ওয়েবসাইট থেকে, তথ্য চুরির হাত থেকে, এন্টিভাইরাস সফটওয়্যার এর মধ্যে বেশকিছু ধরুন রয়েছে। এন্টিভাইরাস মোবাইল ও কম্পিউটারের জন্য অত্যন্ত উপকারী। মোবাইল ও কম্পিউটারের জন্য বেশ কিছু ফ্রি এন্টিভাইরাস রয়েছে। কিন্তু ফ্রি ভার্সনের চাইতে পেড ভার্সন গুলো অত্যন্ত উপকারী৷
লেখকের মন্তব্য
আমরা প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু মোবাইল ফোনের ভাইরাস দূর করার নিয়ম জানিনা। মোবাইলে ভাইরাস আক্রমিত হলে মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়। অযাচিত বিজ্ঞাপন, অনুমতি ছাড়া অ্যাপ ইন্সটল হয়, মোবাইল ফোন অনেক স্লো হয়ে যায়। তাই বিশেষ করে মোবাইলের তথ্যচুরির হাত থেকে মোবাইল কে রক্ষা করার জন্য এন্টিভাইরাস ইন্সটল করা অত্যন্ত প্রয়োজনীয়।
যারা মোবাইলের এন্টিভাইরাস সম্পর্কে খোঁজ করেন আজকের আর্টিকেলটি তাদের জন্য। আজকের আর্টিকেলটিতে মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার, কিভাবে মোবাইলের ভাইরাস কাটবেন, নিয়ম, সেরা সফটওয়্যার, কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটি বিষয় জানিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এ সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।