মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার ১০টি উপায়
আমরা প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি। এই মোবাইল ফোনে আমাদের প্রয়োজনীয় ফটো, ভিডিও থাকে। এই ফটো অথবা ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেগুলো খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। আপনার যদি মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে জানা থাকে সে ক্ষেত্রে আপনি মুহূর্তের মধ্যেই ডিলিট করা ছবি ফিরিয়ে আনতে পারবেন। ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app সম্পর্কে থাকছে আজকে আর্টিকেলটিতে বিস্তারিত।
ডিলিট হওয়া যে কোন গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও রিকভারি করুন মুহূর্তের মধ্যেই। ভুলবশত অথবা ইচ্ছাকৃত, অথবা আপনার ফোন অন্য কেউ ব্যবহার করতে গিয়ে ভুল করে ডিলিট করে ফেলেছে এমন ছবি অথবা ভিডিও সহজে রিকভার করতে পারবেন। মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়, ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app সম্পর্কে জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় - ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app
.
ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইল অথবা কম্পিউটারে ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করতে পারবেন এপ্লিকেশনের মাধ্যমে। মোবাইল অথবা কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো মুহূর্তের মধ্যে রিকভার করা যায়। অনেকেই ভুলবশত মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ছবি, ভিডিও ডিলিট করে ফেলেন। এমন সময় করণীয় কি তা অনেকেই জানেন না।
এমন অবস্থায় ডিলিট করা ছবি ও ভিডিও ফেরত পেতে কিছু অ্যাপ ব্যবহার করতে পারেন। মোবাইলের বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো ডিলিট করা ফটো রিকভার করে মুহূর্তের মধ্যে। আপনার যদি মোবাইলের ফটো অথবা ভিডিও ডিলিট হয়ে যায় সে ক্ষেত্রে ফটো ও ভিডিও ফিরিয়ে আনার জন্য অ্যাপ ইন্সটল করে রিকভার করুন।
মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার বেশ কিছু উপায় রয়েছে। অনেকেই মোবাইলের ছবি ও ভিডিও ডিলিট করে ফেলেন। ভুল করে ডিলিট করে ফেলা ছবি ও ভিডিও পুনরায় ফিরিয়ে আনতে চান। তাই নিয়মিত সার্চ ইঞ্জিন গুলোতে মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে খোঁজ করেন।
আপনার মোবাইল থেকে যদি ছবি ডিলিট হয়ে যায় সে ক্ষেত্রে চিন্তার কিছু নেই। আপনি একাধিক উপায় অনুসরণ করে মোবাইলের ডিলিট হওয়া ছবি অথবা ভিডিও ফিরিয়ে আনতে পারবেন। নিচে মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলো পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
- রিকভারি অ্যাপের মাধ্যমে
- রিসাইকেল বিন থেকে
- google ফটোস ব্যাকআপ এর মাধ্যমে
- আই ক্লাউড ব্যাকআপ এর মাধ্যমে
- এস ডি কার্ড রিকভারি করে
- বিল্ট-ইন রিকভারি অপশন থেকে
- ক্লাউড স্টোরেজ এর মাধ্যমে
- ডাটা রিকভারি পেশাদারদের মাধ্যমে
রিকভারি অ্যাপের মাধ্যমেঃ মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার সবচাইতে সহজ উপায় হলো রিকভারি অ্যাপ এর মাধ্যমে। গুগলে ও গুগল প্লে স্টোরে বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো মোবাইলে ডিলিট করা ছবি মুহূর্তের মধ্যে ফিরিয়ে আনতে পারে। আপনি সেই অ্যাপ গুলো ব্যবহার করে ডিলিট হওয়া ছবি রিকভার করতে পারবেন। নিচে সবচেয়ে সেরা কিছু অ্যাপ এর নাম দেওয়া হলোঃ
- DiskDigger
- EaseUS MobiSaver
- Dr.Fone
- Recuva
- PhotoRec
রিসাইকেল বিন থেকেঃ আপনার মোবাইলের ছবি যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইলের রিসাইকেল বিনে থাকে। তাই আপনি রিসাইকেল বিন চেক করুন। আপনি সেখানে আপনার মোবাইলে ডিলিট হওয়া ছবি দেখতে পাবেন। রিসাইকেল বিন থেকে রিস্টোর করুন সরাসরি আপনার ফোনের মেমোরি কার্ডে ছবি ফিরে আসবে। আপনার ফোন যদি পুরাতন ভার্সনের হয় সে ক্ষেত্রে রিসাইকেল বিন ইন্সটল করে রাখুন।
google ফটোস ব্যাকআপ এর মাধ্যমেঃ গুগল আমাদের সবচেয়ে বড় সুবিধা দিয়েছে যা আমরা অনেকেই জানিনা। গুগলের google ফটোস অ্যাপস বেশ কিছু ফোনে দেখা যায়। এই অ্যাপসে আমাদের ডিলিট হওয়া ছবি জমা থাকে। আপনার জিমেইল দিয়ে যদি সাইন ইন করা থাকে সে ক্ষেত্রে আপনি গুগল ফটোস এর মধ্যে প্রবেশ করুন। এরপর ফটো ব্যাক আপ অপশন থেকে আপনার ডিলেট হওয়া ছবি রিকওভার করুন।
আই ক্লাউড ব্যাকআপ এর মাধ্যমেঃ বিশেষ করে অ্যাপেল আইফোনের ক্ষেত্রে আই ক্লাউড এর মাধ্যমে সহজেই আপনার ডিলিট হওয়ার যে কোন তথ্য, ফটো রিকভার করতে পারবেন। আপনার মোবাইলটি যদি আইফোন হয় সে ক্ষেত্রে আই ক্লাউড এর মধ্যে প্রবেশ করুন এরপর সেখান থেকে আপনার ডিলিট হওয়া তথ্য রিস্টোর করুন।
এস ডি কার্ড রিকভারি করেঃ আপনার মোবাইল থেকে যদি রিকভার করতে না পারেন, অথবা সম্পূর্ণ তথ্য যদি ফিরে না পান সেক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া তথ্য যদি এসডি কার্ডে থাকে সেক্ষেত্রে এসডি কার্ড রিকোভার করুন। বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো মোবাইলের মেমোরি কার্ডকে রিকভার করতে সক্ষম। উপরে বেশ কিছু সফটওয়্যার এর নাম দিয়েছি যেগুলো মোবাইলের এসডি কার্ড থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনে। তাই ওই অ্যাপগুলো ইন্সটল করে মোবাইলের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনুন।
বিল্ট-ইন রিকভারি অপশন থেকেঃ কিছু কিছু মোবাইল ফোনের ক্ষেত্রে ফোনের ডিফল্ট রিকভারি অপশন হিসেবে বিল্ট-ইন রিকভারি অপশন থাকে। আপনার ফোনের কোন ফটো অথবা ভিডিও ডিলিট হয়ে গেলে সেই বিল্ট-ইন অপশনে জমা থাকে। তাই আপনার ফোনের বিল্ট-ইন অপশন চেক করুন, এবং সেখান থেকে সহজে রিকভার করুন
ক্লাউড স্টোরেজ এর মাধ্যমেঃ ভিন্ন ভিন্ন ফোনের ক্ষেত্রে ভিন্ন রকম ক্লাউড স্টোরেজ থাকে। যেগুলোতে ডিলিট হওয়া ছবি অথবা ভিডিও সংরক্ষিত থাকে। তাই আপনার ফোন যে ব্র্যান্ডের সেই ব্রান্ডের ক্লাউড স্টোরেজ চেক করুন। অন ড্রাইভ, ড্রপবক্স, বা অন্যান্য ক্লাউড স্টোরেজ আছে কিনা সেটি চেক করুন এরপর রিকভারি করুন।
ডাটা রিকভারি পেশাদারদের মাধ্যমেঃ উপরে দেওয়া সকল উপায় অনুসরণ করে যদি আপনি কোনভাবেই আপনার ফটো অথবা ভিডিও রিকভার করতে না পারেন সেক্ষেত্রে ডাটা রিকভারি পেশাদারদের সহযোগিতা নিন। যারা ডিলিট হওয়া ডাটা পুনরুদ্ধার করার কাজ করেন সে সকল পেশাদারদের সহযোগিতা নিলে, আপনি মুহুর্তের মধ্যে আপনার ডিলিট হওয়া ডাটা ফেরত পাবেন।
প্রিয় পাঠক উপরে বেশকিছু মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় আপনাদের জানিয়েছি। উপরে দেওয়া উপায় গুলোর মধ্যে সবচাইতে সেরা উপায় হল গুগল ফটোস, তাই আপনি আপনার মোবাইলের গুগল ফটোসে জিমেইল সাইন ইন করে রাখুন। এবং google ফটোসের সকল সেটিংস অন রাখুন।
তাহলে আপনার যেকোনো ফটো ডিলেট হলে আপনি গুগল ফটো খুঁজে পাবেন। এছাড়া আপনার ফোনে গুগল ফটোস যদি না থাকে সে ক্ষেত্রে ফটো রিকভারি অ্যাপ গুলো ব্যবহার করুন। এই অ্যাপগুলো মুহূর্তের মধ্যে আপনার ডিলিট হওয়া ফটো রিকভার করতে পারবে। আশা করি মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় জানতে পেরেছেন।
ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app
অনেকে ভুলবশত মোবাইলের ফটো, ভিডিও ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলেট করে ফেলেন। ডিলিট হওয়ার পর সে ফটো ডকুমেন্ট ফিরে পাওয়ার জন্য নিয়মিত ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app খোঁজ করেন। কেননা মোবাইলে অথবা কম্পিউটারে ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app ব্যবহার করে সহজে ডিলিট হওয়া ছবি ভিডিও অথবা ডকুমেন্ট উদ্ধার করা যায়।
বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে দিতে সক্ষম। আপনি অনেক অ্যাপ পাবেন যেগুলো রিকভারি অ্যাপ নামে পরিচিত। কিন্তু প্রত্যেকটি অ্যাপ ডিলিট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফিরিয়ে আনতে পারেনা। আবার কিছু অ্যাপ রয়েছে যেগুলো পেইড আপনি ফ্রিতে ডকুমেন্ট ফিরিয়ে আনতে পারবেন না।
ডকুমেন্ট ফেরত পেতে হলে সেই অ্যাপে পেমেন্ট করতে হবে। তাই আপনাকে সবচেয়ে সেরা কিছু অ্যাপের নাম জানিয়ে দেব যেগুলো একেবারে ফ্রি কোন প্রকার খরচ ছাড়াই আপনি মুহূর্তের মধ্যে আপনার ফোনে ডিলিট হয়ে যাওয়া ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রিকভার করতে পারবেন। নিচে ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app এর তালিকা দেওয়া হলোঃ
- DiskDigger
- EaseUS MobiSaver
- Dr.Fone
- Recuva
- PhotoRec
- Data & photo Recovery
- File Recovery
- Tenorshare UltData
- Undeleter Recover Files & Data
- GT Recovery
- Dumpster
- Stellar Data Recovery
- MiniTool Mobile Recovery
- Apeaksoft Android Data Recovery
- Fonelab Data Recovery
প্রিয় পাঠক উপরে দেওয়ায় এই অ্যাপ গুলোর মাধ্যমে আপনি সহজেই মোবাইলের ফটো, ভিডিও এবং যেকোনো ধরনের ডাটা রিকভার করতে পারবেন। তাই আর চিন্তা কিসের মোবাইলের ডাটা অথবা যেকোনো ফটো ডিলেট হয়ে গেলে সহজে রিকভার করে ফেলুন। আশা করি ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app এর নাম গুলো জানতে পেরেছেন।
পাঁচ বছর আগের ছবি
আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যদি পাঁচ বছর আগে কোন ছবি ডিলিট হয়ে যায় সে ক্ষেত্রে সহজে ফিরিয়ে আনতে পারবেন। বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে আপনার মোবাইলের যদি পাঁচ বছর আগে কোন ছবি ডিলিট হয়ে যায় সে ক্ষেত্রে সহজে ফিরিয়ে আনতে পারবেন Google photos এর মাধ্যমে। এছাড়া বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো ডিলিট হওয়া ছবি পুনরুদ্ধার করতে সক্ষম।
তবে সবচেয়ে সেরা হচ্ছে গুগল ফটো। আপনার ফোনে যদি পাঁচ বছর আগে জিমেইল সাইন ইন করা থাকে এবং google ফটোস ব্যাকআপ সেটিং অন করা থাকে সে ক্ষেত্রে সহজে আপনার ছবি ফিরে পাবেন। গুগল ফটো থেকে আপনার ৫ বছর পূর্বে ডিলিট হওয়া ছবি ফিরে পেতে গুগল ফটোস এ প্রবেশ করুন।
এরপর ব্যাকআপ ফটো অপশন চেক করুন আপনার ডিলিট হওয়া ছবি খুঁজে পাবেন। এছাড়া বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলো দীর্ঘদিন পূর্বের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে সক্ষম। আপনি আপনার ফোনের দীর্ঘদিন পূর্বে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনতে DiskDigger, Dr.Fone অ্যাপ ইন্সটল করুন এরপর আপনার ফোনে ডিলিট হওয়া ফটো রিকভার করুন।
মেমোরি থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়
অনেকে নিয়মিত মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় ও ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app সম্পর্কে খোঁজ করেন। ডিলিট হয়ে যাওয়া ছবি অথবা যেকোন ডকুমেন্ট সহজেই ফিরে পাবেন রিকভারি অ্যাপের মাধ্যমে। আপনার মেমোরি থেকে যদি ফটো অথবা কোন ডকুমেন্ট ডিলিট হয়ে যায় সে ক্ষেত্রে রিকভারি অ্যাপের মাধ্যমে ফিরে পাবেন।
আপনার মেমোরি থেকে যদি কোন ফটো ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে Dr.Fone অ্যাপ ইন্সটল করুন। এরপর সেখান থেকে আপনার ফটো ও ডকুমেন্ট রিকভার করুন।
ইমু থেকে ডিলেট হয়ে যাওয়া ছবি
অনেকে চান ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনতে। কিন্তু কিভাবে ফিরিয়ে আনবেন সে সম্পর্কে জানেন না। ইমু থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে আনার জন্য আপনি যে ইমু নাম্বার পূর্বে ব্যবহার করছেন ওই ইমু নাম্বারটি আপনার প্রয়োজন হবে। এরপর গুগল প্লে স্টোরে গিয়ে imo HD লিখে সার্চ করুন, এরপর যে অ্যাপটি দেখতে পাবেন সে অ্যাপটি ইন্সটল করুন।
পর আপনার নাম্বার দিয়ে ইমো একাউন্টে প্রবেশ করুন। এরপর অ্যাপ এ প্রবেশ করুন এবং মোর অপশন থেকে সেটিং সিলেক্ট করুন। এরপর সেটিং থেকে জেনারেল অপশনে চাপ দিন। এরপর জেনারেল থেকে ব্যাকআপ অপশনে চাপ দিন। এরপর আপনি যে প্রোফাইল গুলোর সাথে চ্যাটিং করেছেন, ফটো আদান প্রদান করেছেন সে প্রোফাইল গুলো দেখতে পাবেন।
এরপর ওই প্রোফাইলটি সিলেক্ট করুন এবং স্টার্ট ডাউনলোডে চাপ দিন। মুহূর্তের মধ্যে আপনার ছবিগুলো ডাউনলোড হবে এবং আপনি পুনরায় সেই একাউন্টে প্রবেশ করে সেই ছবিগুলো দেখতে পাবেন।
ডিলিট ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড
ডিলিট ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড, মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় সম্পর্কে অনেকেই জানেন না। ডিলিট করা ফটো রিকভারি করার জন্য বেশ কিছু অ্যাপ রয়েছে। উপরে পুরো আর্টিকেলটিতে মোবাইলে ডিলিট করা ছবি ফিরে আনার অ্যাপ এর তালিকা দিয়েছি। আপনি পুরো আর্টিকেলটি পড়ে সেই অ্যাপ গুলো সম্পর্কে সঠিক ধারণা পাবেন।
লেখকের মন্তব্য
অনেকের গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, বিভিন্ন ডকুমেন্ট ভুল করে ডিলিট হয়ে যায়। এই ডিলিট করা ছবি অথবা যেকোন ডকুমেন্ট ফিরিয়ে আনার জন্য বেশ কিছু উপায় রয়েছে। সে উপায়গুলো আজকের আর্টিকেলটিতে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। যে সকল বন্ধুরা মোবাইলে ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়,
ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া app সম্পর্কে খোঁজ করেন সে সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকের আর্টিকেলটি। আজকের এই আর্টিকেলটিতে ডিলিট হয়ে যাওয়া সকল ডকুমেন্ট ফিরিয়ে আনার প্রত্যেকটি উপায় জানিয়েছি। আশা করি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।