OrdinaryITPostAd

সাবমারসিবল পাম্প দাম কত - ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত

খাবার পানির চাহিদা মেটাতে সাবমারসিবল পাম্প অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। গভীর নলকূপ থেকে পানি তোলার জন্য প্রত্যেকে সাবমারসিবল পাম্প কিনে ব্যবহার করছেন। অনেকে সাবমারসিবল পাম্প কিনবেন বলে প্রতিনিয়ত সাবমারসিবল পাম্প দাম কত সে সম্পর্কে জানতে চান। ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত জেনে যেকোনো দোকান থেকে সহজেই এই পাম্প কিনতে পারবেন। আজকের আর্টিকেলটিতে সাবমারসিবল পাম্প সম্পর্কে প্রত্যেকটি বিষয় থাকছে বিস্তারিত।
সাবমারসিবল পাম্প দাম কত - ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত
বাংলাদেশ কৃষি কাজে পানি সেচের জন্য এবং গৃহস্থলীর ব্যবহারের জন্য সাবমারসিবল পাম্প অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে। সাবমারসিবল পাম্প দাম কত তা অনেকেই জানেন না। ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত জেনে সহজে গৃহস্থলীর কাজের জন্য এই পাম্প কিনে ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটি গ্রুপের সাবমারসিবল পাম্প এর দাম সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ সাবমারসিবল পাম্প দাম কত - ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত

.

সাবমারসিবল পাম্পের বৈশিষ্ট্য

সাবমারসিবল পাম্প মাটির গভীর থেকে পানি তুলে পানির চাহিদা পূরণ করে। সাবমারসিবল পাম্প দীর্ঘদিন পানির নিচে ডুবে থেকে পানি তুলতে সক্ষম। সাবমারসিবল পাম্প বিভিন্ন ডিজাইন, মডেল, কোয়ালিটি ও কোম্পানির রয়েছে। গভীর নলকূপ থেকে পানি তুলে খাবারের চাহিদা পূরণ করে যে পাম্প সেটাই সাবমারসিবল পাম্প। 
সাবমারসিবল পাম্প দাম কত - ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত
সাবমারসিবল পাম্প নিঃশব্দে মাটির গভীর থেকে পানি তুলে। সাবমারসিবল পাম্প অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। আপনি দীর্ঘদিন এই পাম্প দিয়ে পানি উঠালেও খুব বেশি বিদ্যুৎ খরচ হয় না। সাবমারসিবল পাম্প গুলো অত্যন্ত দীর্ঘস্থায়ী। সাবমারসিবল পাম্প উন্নত মানের উপাদান দিয়ে তৈরি করা হয় ফলে এটি দীর্ঘস্থায়ী হয়। সাবমারসিবল পাম্প বহুমুখী ব্যবহার করা যায় বিশেষ করে, 
কৃষি কাজে, আবাসিক, বাণিজ্যিক, বাগানের শেষের জন্য, ময়লা পানি নিষ্কাশনের জন্য সাবমারসিবল পাম্প অত্যন্ত কার্যকরী। অন্যান্য পাম্প গুলোর চাইতে সাবমারসিবল পাম্প এর দাম কিছুটা কম। ফলে যে কেউ সাবমারসিবল পাম্প কিনে খাবার পানির চাহিদা মিটানোর পাশাপাশি অন্যান্য কাজে ব্যবহার করতে পারে।

সাবমারসিবল পাম্প দাম কত

অনেকেই সাবমারসিবল পাম্প দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন আবার অনেকে নতুন সাবমার্সিবল পাম্প কিনবেন বলে এর দাম জানতে চান। বাজারে বেশকিছু মডেলের ভিন্ন ভিন্ন ডিজাইনের, ভিন্ন কোম্পানির সাবমারসিবল পাম পাওয়া যায়। সাবমারসিবল পাম্পের দাম নির্ধারিত হয় কোম্পানি, পাম্পের ধরন, পাম্পের ক্ষমতার উপর ভিত্তি করে। 

সাধারণত ক্ষমতা, কোম্পানি, মডেলের উপর ভিত্তি করে সাবমারসিবল পাম্পের দাম ভিন্ন রকম হয়। নিচে বেশ কিছু কোম্পানির ভিন্ন ভিন্ন মডেলের সাবমারসিবল পাম্প দাম কত তার একটি তালিকা দেওয়া হলঃ

ব্র্যান্ডঃ আর এফ এল
মডেলঃ Speedy-0.5HP
ক্ষমতাঃ 0.5HP
দামঃ 3,753

ব্র্যান্ডঃ আর এফ এল
মডেলঃ Cyclone-1HP
ক্ষমতাঃ 1HP
দামঃ 10,475

ব্র্যান্ডঃ গাজী
মডেলঃ 1.5 HP
ক্ষমতাঃ 1.5 HP
দামঃ ১২,৫০০

ব্র্যান্ডঃ গাজী
মডেলঃ 1 HP
ক্ষমতাঃ 1 HP
দামঃ ১০,৫০০

ব্র্যান্ডঃ এসিআই
মডেলঃ ACI-2SDM
ক্ষমতাঃ 0.50
দামঃ 10,700

ব্র্যান্ডঃ এসিআই
মডেলঃ ACI-3Sm-0.75
ক্ষমতাঃ 0.75
দামঃ 11,320

প্রিয় পাঠক উপরে বেশ কয়েকটি মডেলের ভিন্ন ভিন্ন কোম্পানির সাবমারসিবল পাম্পের দাম দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী এই মডেল গুলোর মধ্যে থেকে যেকোনো মডেলের সাবমারসিবল পাম্প কিনে ব্যবহার করতে পারেন।

আর এফ এল সাবমারসিবল পাম্প এর দাম কত

বাংলাদেশের বিশ্বস্ত কোম্পানী গুলোর মধ্যে একটি হলো আরএফএল।অনেকে আরএফএল এর সাবমারসিবল পাম্প কিনবেন বলে প্রতিনিয়ত আর এফ এল সাবমারসিবল পাম্প এর দাম কত সে সম্পর্কে জানতে চান। আর এফ এল গ্রুপের ভিন্ন ভিন্ন ডিজাইনের বেশ কিছু কোয়ালিটির সাবমারসিবল পাম্প রয়েছে। 

আর এফ এল গ্রুপের সাবমারসিবল পাম্প গুলো মডেল, কোয়ালিটি, পাম্পের সাইজ, পাম্পের ক্ষমতার ওপর ভিত্তি করে আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম নির্ধারিত হয়। নিচে বেশকিছু মডেলের আর এফ এল সাবমারসিবল পাম্পের দামের তালিকা দেওয়া হলঃ
  • আরএফএল সাবমারসিবল 0.5 HP পাম্পের দাম ৩,৭৫০ টাকা
  • আরএফএল সাবমারসিবল 0.75 HP পাম্পের দাম ১২,৬৫০ টাকা
  • আরএফএল সাবমারসিবল 1 HP পাম্পের দাম ১০,৪৭৫ টাকা
  • আরএফএল সাবমারসিবল 1.5 HP পাম্পের দাম ১৪,৭০০ টাকা
  • আরএফএল সাবমারসিবল 2 HP পাম্পের দাম ২১,০৬০ টাকা
প্রিয় পাঠক উপরে আর এফ এল এর বেশ কিছু মডেলের সাবমারসিবল পাম্পের নামের তালিকা দিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী এই মডেল গুলোর মধ্যে থেকে যেকোনো মডেলের সাবমারসিবল পাম্প গুলো উল্লেখিত দামে কিনতে পারবেন।

গাজী সাবমারসিবল পাম্প দাম কত

অনেকে গাজী সাবমারসিবল পাম্প কিনবেন বলে প্রতিনিয়ত গাজী সাবমারসিবল পাম্প দাম কত সে সম্পর্কে জানতে চান। গাজী সাবমারসিবল পাম্প গুলো মূলত গুনে ও মানে অত্যন্ত সেরা। টেকসই ও মজবুত হওয়ায় প্রত্যেকের হৃদয় জায়গা দখল করে আছে গাজী সাবমারসিবল পাম্প। ভিন্ন ভিন্ন মডেলের গাজী সাবমারসিবল পাম্পের দাম ভিন্ন রকম। 

সাধারণত হর্সপাওয়ারের উপর ভিত্তি করে গাজী সাবমারসিবল পাম্পের দাম নির্ধারিত হয়। নিচে গাজী সাবমারসিবল পাম্পের দামের তালিকা দেওয়া হলঃ
  • গাজী 1 HP সাবমারসিবল পাম্পের দাম ১০,৪০০ টাকা
  • গাজী 1.5 HP সাবমারসিবল পাম্পের দাম ১২,৫০০ টাকা
  • গাজী 2 HP সাবমারসিবল পাম্পের দাম ১৪,৬০০ টাকা
  • গাজী 3 HP সাবমারসিবল পাম্প এর দাম ২১,৫০০ টাকা
তবে সময় ও স্থানভেদে গাজী সাবমারসিবল পাম্প এর দাম কিছুটা কমবেশি হতে পারে। তবে আপনি এখন এই দামের মধ্যেই গাজীর যেকোনো মডেলের সাবমারসিবল পাম্প গুলো কিনতে পারবেন।

এসিআই সাবমারসিবল পাম্প এর দাম

অন্যান্য কোম্পানি গুলোর মতোই এসিআই সাবমারসিবল পাম্প অত্যন্ত ক্ষমতার সম্পন্ন। এসিআই সাবমারসিবল পাম্প অন্যান্য কোম্পানির চাইতে দামে সাশ্রয়ী। এই পাম্প অত্যন্ত ক্ষমতা সম্পন্ন। মাটির গভীর থেকে পানি তুলতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এসিআই সাবমারসিবল পাম্প। দীর্ঘদিন ধরে এ সি আই গ্রুপ বেশ কিছু ভিন্ন ভিন্ন মডেলের সাবমারসিবল পাম্প তৈরি করে আসছে। 

এসিআই সাবমারসিবল পাম্পের ওয়ারেন্টির মেয়াদ রয়েছে দীর্ঘদিন। যেকোনো সমস্যায় দ্রুত কোম্পানির সাহায্যে পাম্পের সার্ভিসিং পাওয়া যায়। এসিআই সাবমারসিবল পাম্প মডেল, পাম্পের ধরন, ক্ষমতা, এর উপর ভিত্তি করে এর দাম নির্ধারিত হয়। ভিন্ন ভিন্ন মডেল গুলোর দাম ভিন্ন রকম। নিচে বেশ কিছু মডেলের এ সি আই সাবমারসিবল পাম্প এর দাম দেওয়া হলঃ
  • এসিআই 0.33 HP সাবমারসিবল পাম্প এর দাম ৮,৭০০ টাকা
  • এসিআই 0.50 HP সাবমারসিবল পাম্প এর দাম ১০,৭০০ টাকা
  • এসিআই 0.75 HP সাবমারসিবল পাম্প এর দাম ১১,২০০ টাকা
  • এসিআই 1 HP সাবমারসিবল পাম্প এর দাম ১২,৫০০ টাকা
  • এসিআই 1.50 HP সাবমারসিবল পাম্প এর দাম ১৪,২০০ টাকা
  • এসিআই 2 HP সাবমারসিবল পাম্প এর দাম ১৯,২০০ টাকা
প্রিয় পাঠক উপরে বেশ কিছু মডেলের ভিন্ন ভিন্ন ডিজাইনের এসিআই সাবমারসিবল পাম্পের দামের তালিকা দিয়েছি। সময় ও স্থানভেদে এসিআই সাবমারসিবল পাম্পের দাম কিছুটা কম বেশি হতে পারে। তবে আপনি এই দামের মধ্যে বাংলাদেশের যে কোন দোকান থেকে এসিআই সাবমারসিবল পাম্প গুলো কিনতে পারবেন।

মারকুইস সাবমারসিবল পাম্পের দাম

অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মতোই মারকুইস সাবমারসিবল পাম্প বেশ জনপ্রিয়। অন্যান্য পাম্পের সাথে বাজারে তাকা দিয়ে টিকে আছে এ সাবমারসিবল পাম্প। মারকুইস সাবমারসিবল পাম্প গুলোর বডি স্টেনলেস স্টিল এর তৈরি। উপরে রয়েছে ক্যাসিং যা পাম্পের স্থায়িত্ব বৃদ্ধি করতে কার্যকরী। মারকুইস সাবমারসিবল পাম্পগুলো অত্যন্ত টেকসই। নিচে বেশ কিছু কোয়ালিটির মারকুইস সাবমারসিবল পাম্পের দামের তালিকা দেওয়া হলঃ
  • মারকুইস 0.33 HP সাবমারসিবল পাম্পের দাম ১০,৩০০ টাকা
  • মারকুইস 0.50 HP সাবমারসিবল পাম্পের দাম ১১,৪০০ টাকা
  • মারকুইস 0.75 HP সাবমারসিবল পাম্পের দাম ১১,৫০০ টাকা
  • মারকুইস 1 HP সাবমারসিবল পাম্প এর দাম ১৫,২০০ টাকা
  • মারকুইস 2 HP সাবমারসিবল পাম্পের দাম ১৭,০০০ টাকা

মিনি সাবমারসিবল পাম্প দাম

অনেকে প্রতিনিয়ত মিনি সাবমারসিবল পাম্পের দাম সম্পর্কে খোঁজ করেন। সাধারণত কোয়ালিটি ভেদে ভিন্ন ভিন্ন ডিজাইনের মিনি সাবমারসিবল পাম্প এর দাম ভিন্ন রকম। বেশ কিছু কোম্পানির ভিন্ন ভিন্ন ডিজাইনের মিনি সাবমারসিবল পাম পাওয়া যায়। মিনি সাবমারসিবল পাম্পের দাম ১৬০-৩৫০ টাকা পর্যন্ত। তবে বেশি ভোল্টের সাবমারসিবল পাম্প গুলো বেশি দামে রয়েছে।

১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত

অনেকে প্রতিনিয়ত ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত তা জানতে চান। ১ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম নির্ধারিত হয় পাম্পের কোয়ালিটি, কোম্পানি, পাম্পের ধরন, এর উপর ভিত্তি করে। বেশ কিছু কোম্পানির ১ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম ভিন্ন ভিন্ন রকম। তবে আপনি ১ ঘোড়া সাবমারসিবল পাম্প ৯-১৬ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। 

সর্বনিম্ন কোয়ালিটির ১ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম ৯ হাজার টাকা। সর্বোচ্চ কোয়ালিটির ১ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম ১৬ হাজার টাকা পর্যন্ত। তবে কোম্পানি ভেদে এর দাম এর চাইতে অনেক বেশিও হতে পারে।

২ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত

অনেকে প্রতিনিয়ত ২ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত তা জানতে চান। ভিন্ন ভিন্ন কোম্পানির ২ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম ভিন্ন রকম। বেশ কিছু কোম্পানির ২ ঘোড়া সাবমারসিবল পাম্প পাওয়া যায়। ভিন্ন ভিন্ন কোম্পানির ক্ষেত্রে ২ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম ভিন্ন রকমের হয়। তবে আপনি ২ ঘোড়া সাবমারসিবল পাম্প গুলো ১২-২২ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।

গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম কত

গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত তা অনেকেই জানেন না। অনেকের পছন্দের তালিকায় রয়েছে গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প। অন্যান্য কোম্পানির চাইতে দীর্ঘস্থায়ী ও মজবুত গাজী সাবমারসিবল পাম্প। দামে ও সস্তা, দীর্ঘদিনের ওয়ারেন্টি, বিদ্যুৎ সাশ্রয়ী তাই অনেকেই গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্প কিনতে চান। আজকে গাজী ২ ঘোড়া সাবমারসিবল পাম্পের দাম ১৪,৬০০ টাকা। তারপরে বাংলাদেশের যে কোন স্থান থেকে এই দামে গাজীর ২ ঘোড়া সাবমারসিবল পাম্প কিনতে পারবেন।

লেখকের মন্তব্য

আজকের আর্টিকেলটিতে সাবমারসিবল পাম্প দাম কত ও ১ ঘোড়া সাবমারসিবল পাম্প দাম কত সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া প্রত্যেকটি কোম্পানির বেশ কিছু কোয়ালিটির ভিন্ন ভিন্ন সাবমারসিবল পাম্পের দাম জানিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে প্রিয়জনদের উদ্দেশ্যে শেয়ার করুন। 

নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন