fexo 120 কেন খায় - ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
fexo 120 কেন খায় সে সম্পর্কে জানলে আপনি ঘরে বসে সে রোগের চিকিৎসা করতে পারবেন। ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অনেকেই জানেন না। ফেক্সো ১২০ মূলত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। আজকের আর্টিকেলটিতে ফেক্সো ১২০ সম্পর্কে প্রত্যেকটি বিষয় থাকছে বিস্তারিত।
ফিক্সোফেনাডিন একটি হিস্টামিন রিসেপটার ব্লকার। এটি শরীরের ভিতরের মুক্ত হওয়া হিস্টামিনের প্রক্রিয়া কমাতে সাহায্য করে। এর ফলে শরীরের সৃষ্ট এলার্জি সৃষ্টি হওয়ার লক্ষণগুলো দূর হয়। fexo 120 কেন খায় সে সম্পর্কে জেনে আপনি এই ঔষধ সেবন করতে পারেন। ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আপনি জানলে আশা করি এগুলো এড়িয়ে চলতে পারবেন। ফেক্সো ১২০ সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ fexo 120 কেন খায় - ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
.
Fexo 120 bangla
Fexo 120 bangla সম্পর্কে অনেকেই জানতে চান। fexo 120 কেন খায় ও ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অনেকেই জানেন না। ফেক্সো মূলত এলার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়। এলার্জি সংক্রান্ত বিভিন্ন উপসর্গের চিকিৎসায় বিশেষভাবে ব্যবহৃত হয়। যেমন নাসাল, কংজেসন, চোখের চুলকানি,
চোখ দিয়ে অশ্রু পরা এরকম এলার্জিজনিত সমস্যায় ফেক্সো ১২০ অত্যন্ত কার্যকরী ঔষধ। ফেক্সো ১২০ এর মূল উপাদান ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি যেকোনো ধরনের চুলকানির সমস্যা দূর করতে সাহায্য করে।
fexo 120 কেন খায়
ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও fexo 120 কেন খায় সে সম্পর্কে আপনি জানলে আপনি আপনার রোগের চিকিৎসায় এই ঔষধ সেবন করতে পারবেন। আমাদের মানব শরীরের জন্য fexo 120 অত্যন্ত কার্যকারী একটি ঔষধ। এর ব্যবহার সম্পর্কে অনেকেরই অজানা। আপনার যদি fexo 120 সম্পর্কে সঠিক ধারণা থাকে সেক্ষেত্রে আপনার সেই রোগগুলো হলে আপনি খুব সহজেই এই ওষুধ সেবন করে সুস্থ হতে পারবেন। fexo 120 কেন খায় নিচেরটা পয়েন্ট আকারে দেওয়া হলঃ
- এলার্জির উপসর্গ কমাতে
- চুলকানির অনুভূতি কমাতে
- এলার্জির জন্য চোখের অশ্রু ঝরা কমাতে
- এলার্জির জন্য শ্বাসকষ্ট দূর করতে
- হিস্টামিনের প্রক্রিয়া ব্লক করতে
- এজমা সংক্রান্ত যেকোনো এলার্জি দূর করতে
- সাধারণ সর্দির উপসর্গ কমাতে
- এলার্জির ফলা ভাব দূর করতে
- এলার্জির থেকে রোগীর জীবন যাত্রার মান উন্নত করতে
এলার্জির উপসর্গ কমাতেঃ fexo 120 কেন খায় তার মধ্যে একটি প্রধান কাজ হল এলার্জির উপসর্গ কমাতে। এলার্জির যে কোন উপসর্গ কমাতে ফেক্সো ১২০ অত্যন্ত কার্যকারী একটি ঔষধ। বিশেষ করে নাসাল, কংজেশন, চুলকানি, এলার্জির জন্য ত্বকের ফোলা ভাব দূর করতে ফেক্সো ১২০ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চুলকানির অনুভূতি কমাতেঃ চামড়ায় এলার্জির জন্য চুলকানি একটি সমস্যা। এলার্জিজনিত সমস্যায় সব সময় ত্বকে চুলকানির অনুভূতি হয়। এই চুলকানির অনুভূতি দূর করতে আপনি ফেক্সো ১২০ সেবন করতে পারেন।
এলার্জির জন্য চোখের অশ্রু ঝরা কমাতেঃ অনেকেরই চোখে এলার্জির জন্য অশ্রু ঝরে। নিয়মিত চোখ দিয়ে পানি পড়ে। এটি একটি এলার্জির উপসর্গ। এ সকল রোগীরা যদি ফেক্সো ১২০ ঔষধ সেবন করেন সেক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়ার সমস্যা দূর হবে।
এলার্জির জন্য শ্বাসকষ্ট দূর করতেঃ fexo 120 কেন খায় তার মধ্যে একটি হলো এলার্জির জন্য শ্বাসকষ্ট দূর করতে। এলার্জির উপসর্গের কারণে রোগীর শ্বাসনালীতে শ্বাস নিতে সমস্যা হয়। এমন সময় রোগী যদি ফেক্সো ১২০ সেবন করেন সে ক্ষেত্রে ভালোভাবে শ্বাস নিতে পারবেন।
হিস্টামিনের প্রক্রিয়া ব্লক করতেঃ হিষ্টামিনের প্রক্রিয়া বৃদ্ধি পেলে শরীরে এলার্জি বৃদ্ধি পায়। ফেক্সো ১২০ ঔষধ সেবন করলে এই ঔষধে থাকা উপাদান হিস্টামিনের প্রক্রিয়াকে বন্ধ করে দেয়। ফলে রোগীর এলার্জি জনিত সমস্যা দূর হয়।
এজমা সংক্রান্ত যেকোনো এলার্জি দূর করতেঃ অ্যাজমা সংক্রান্ত যেকোনো এলার্জি দূর করতে ফেক্সো ১২০ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। fexo 120 ট্যাবলেট এলার্জিজনিত যে কোন সমস্যা দূর করে। এবং শ্বাসনালীর প্রদাহ কমিয়ে শ্বাস নিতে সাহায্য করে।
সাধারণ সর্দির উপসর্গ কমাতেঃ কিছু কিছু ক্ষেত্রে এলার্জিজনিত সমস্যায় সাধারণ সর্দির মতো উপসর্গ দেখা যায়। মাথা ব্যথা, নাসাল কংজেসন, থেকে সুস্থতা দিতে fexo 120 অত্যন্ত কার্যকরী।
এলার্জির ফলা ভাব দূর করতেঃ অনেকের শরীরে এলার্জির জন্য ফোলা ভাব দেখা যায়। শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আকারে ফুলে যাই। ফোলা স্থানগুলো অত্যন্ত পরিমাণে চুলকায়। চুলকানোর জন্য ওই স্থান থেকে পানি পড়ে। এমন সমস্যায় যদি রোগী fexo 120 ঔষধ সেবন করেন সেক্ষেত্রে এই সমস্যা থেকে সুস্থ থাকবেন।
এলার্জির থেকে রোগীর জীবন যাত্রার মান উন্নত করতেঃ এলার্জিজনিত সমস্যায় রোগী বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এলার্জির সমস্যা মানুষের শরীরের অন্যান্য রোগের সৃষ্টি করে। পাশাপাশি শারীরিক ভাবে বিভিন্ন প্রভাব ফেলে। তাই অ্যালার্জি থেকে রোগীর জীবন যাত্রার মান উন্নয়নের জন্য fexo 120 অত্যন্ত কার্যকরী একটি ঔষধ।
প্রিয় পাঠক উপরে ফেক্সো ১২০ কেন খায় সে সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। তাছাড়া আমাদের শরীরের অন্যান্য রোগের জন্য fexo 120 অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এছাড়া fexo 120 এর অনেক উপকারিতা রয়েছে। প্রিয় পাঠক আশা করি fexo 120 কেন খায় সে সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
ফেক্সো ট্যাবলেট এর কাজ কি
ফেক্সো ট্যাবলেট এর কাজ কি তা অনেকেই জিজ্ঞাসা করেন। ফেক্সো ট্যাবলেট মূলত শরীরের যেকোনো ধরনের এলার্জির চিকিৎসায় ব্যবহারিত হয়। এলার্জির যে কোন উপসর্গ দূর করতে ফেক্সো ১২০ ট্যাবলেট অত্যন্ত কার্যকরী। ফেক্সো ট্যাবলেট এর মূল উপাদান ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যান্টিহিস্টামিন যা এলার্জির সমস্যা দূর করতে সাহায্য করে।
আরো পড়ুনঃ omidon এর কাজ কি - অমিডন এর উপকারিতা
ফেক্সো ট্যাবলেট শ্বাসকষ্ট, নাক বন্ধ হয়ে যাওয়া, শরীরের যেকোনো ধরনের চুলকানি, চুলকানির জন্য ফোলা ভাব, চোখের এলার্জি, এলার্জির জন্য চোখ দিয়ে পানি পড়ার মত সমস্যা দূর করে।
ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি
ফেক্সোফেনাডিন ১২০ এর মূল কাজ হল শরীরের যেকোনো এলার্জির জনিত সমস্যা দূর করা। শরীরের এলার্জির উপসর্গগুলো দূর করতে ফেক্সোফেনাডিন ১২০ অত্যন্ত কার্যকরী। চোখে এলার্জির সমস্যা হলে চোখ দিয়ে পানি পড়ে। এলার্জিজনিত সমস্যায় শ্বাসকষ্ট হয়। শরীরের বিভিন্ন অংশে এলার্জি হলে এলার্জিজনিত স্থানগুলো ফুলে ওঠে এবং আক্রান্ত স্থানে চুলকালে পানি পড়ে। এই সমস্যাগুলো দূর করতে ফেক্সোফেনাডি ১২০ অত্যন্ত কার্যকরী।
Fexo 120 Price in Bangladesh
অনেকে প্রতিনিয়ত Fexo 120 Price in Bangladesh সম্পর্কে জিজ্ঞাসা করেন। ফেক্সোফেনাডিন ১২০ এর দাম সম্পর্কে অনেকেই জানতে চান। ফেক্সোফেনাডিন স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি পণ্য। ফেক্সোফেনাডিন ১২০ এর দাম প্রতিপাতা ৯০ টাকা। ফেক্সোফেনাডি ১২০ প্রতি পিচ ঔষধের দাম ৯ টাকা। এক পাতাতে মোট ১০টি ওষুধ থাকে। একপাতা ওষুধের দাম ৯০ টাকা।
ফেক্সোফেনাডিন এক বক্সে ৫ পাতা ঔষধ থাকে। এক বক্স ঔষধের দাম ৪৫০ টাকা। আপনি বাংলাদেশের যে কোন ফার্মেসি থেকে এই দামে ফেক্সোফেনাডিন ১২০ ঔষধ কিনতে পারবেন। তবে সময় ও স্থানভেদে এই ওষুধের দাম কিছুটা কম বেশি হতে পারে। প্রিয় পাঠক আশা করি ফেক্সোফেনাডিন ১২০ এর দাম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ এর কাজ কি
ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ এর কাজ কি সে সম্পর্কে অনেকেই জানতে চান। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ এর মূল কাজ এলার্জিজনিত সমস্যা দূর করা। এলার্জিজনিত যে কোন সমস্যা দূর করতে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড অত্যন্ত কার্যকরী।
বিশেষ করে এলার্জির উপসর্গগুলোর মধ্যে শ্বাসকষ্ট, শরীরের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট জনিত সমস্যা দূর করতে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ১২০ চিকিৎসকরা সেবন করার পরামর্শ দেন।
ফেক্সোফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম
ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও ফেক্সোফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না। সাধারণত রোগের ধরন অনুযায়ী চিকিৎসকেরা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সেবন করার পরামর্শ দেন। ভিন্ন ভিন্ন রোগের ক্ষেত্রে চিকিৎসকরা ভিন্নমাত্রায় ঔষধ সেবন করতে বলেন।
- ২-১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ৫ মি,লি দিনে ২ বার
- ১২ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১২০ মি, গ্রা দিনে ২বার
তবে ফেক্সোফেনাডিন ঔষধ কখনো নিজ থেকে সেবন করবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন। কেননা একজন চিকিৎসক আপনার রোগের ধরন দেখে ঔষধ সেবন করার সঠিক পরামর্শ দেবেন। তাই যেকোনো এলার্জিজনিত সমস্যায় ফেক্সোফেনাডিন ১২০ কেমন করতে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া
অনেকে প্রতিনিয়ত ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। ফেক্সো ১২০ সাধারণত নিরাপদ বলে মনে করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। ফেক্সো ১২০ এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে মাথাব্যথা, জিব্বায় শুকনো অনুভুতি, অস্বস্তি ও নির্জীব অনুভব, চোখে লাল ভাব ও অস্বস্তি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মূত্র ত্যাগের সমস্যা দেখা দিতে পারে।
কোন কোন রোগের ক্ষেত্রে চোখে তীক্ষ্ণতার পরিবর্তন ও অস্থিরতা অনুভব করতে পারেন। পেটে অস্বস্তি, গ্যাসের সমস্যা বৃদ্ধি পাওয়া, হজম জনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ফেক্সো ১২০ ঔষধ সেবন করে যদি এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো অনুভব করেন সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে fexo 120 কেন খায় ও ফেক্সো ১২০ এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কের সঠিক তথ্য শেয়ার করেছি। এছাড়া ফেক্সো ১২০ সম্পর্কে প্রত্যেকটি বিষয়ে সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। ফেক্সো ১২০ সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ঔষধ সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের চিকিৎসা ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।