ইমেইল লেখার নিয়ম বাংলা - পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম
অনেক শিক্ষার্থীরা ইমেইল লেখার নিয়ম বাংলা জানেন না। পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম অনেক সহজ। ইমেইল লেখার সহজ কিছু নিয়ম রয়েছে। আপনি মুহুর্তের মধ্যেই পরীক্ষার খাতায় সহজেই ইমেইল লিখতে পারবেন। ইমেইলের জন্য যে নির্ধারিত মার্ক থাকে তারমধ্যে পূর্ণ মার্ক পাবেন। আজকের আর্টিকেলটিতে ইমেইল লেখার প্রত্যেকটি নিয়ম সম্পর্কে থাকছে বিস্তারিত।
অনেক শিক্ষার্থীরাই ইমেইল লেখার সঠিক নিয়ম জানেন না। ফলে নিজের ইচ্ছামত ইমেইল লিখেও ইমেইলে পূর্ণ মার্ক পায়না। ইমেইল লেখার জন্য বেশ কয়েকটি সহজ নিয়ম রয়েছে। আপনি শুধু স্ট্রাকচার কে অনুসরণ করলে যেকোনো ইমেইল ওই স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারবেন। ইমেইল লেখার কয়েকটি স্টেপ অনুসরণ করে যেকোনো ইমেইল লিখা যায়। ইমেইল লেখার নিয়ম বাংলা ও পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ ইমেইল লেখার নিয়ম বাংলা - পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম
.
ইমেইল লেখার নিয়ম বাংলা
ইমেইল লেখার নিয়ম বাংলা ও পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম সম্পর্কে অনেক শিক্ষার্থীরাই খোঁজাখুঁজি করেন। বাংলা দ্বিতীয় প্রশ্ন পত্রে ইমেইল লেখার নিয়ম সম্পর্কে প্রশ্ন থাকে। অধিকাংশ শিক্ষার্থীরাই এই ইমেইল লিখতে গিয়ে ভুল করেন। ভাবেন এটি কি বক্স আকারে লিখব কি বক্স ছাড়াই লিখবো। আবার ভাবেন ইমেইলটি কিভাবে লিখব। ইমেইল লেখার সঠিক নিয়ম অনুসরণ করে আপনি ইমেইলের মধ্যে যা কিছুই লিখুন না কেন পূর্ণ মার্ক পাবেন।
আপনার ইমেইল লেখার নিয়ম যদি ঠিক থাকে সে ক্ষেত্রে আপনি পূর্ণ মার্ক পাবেন। আপনি বাংলা ইমেইল অথবা ইংরেজি ইমেইল লেখার ক্ষেত্রে বক্স আকালেও হবে না আকালেও হবে। কেননা ইমেইল লেখার নিয়ম যদি ঠিক থাকে সে ক্ষেত্রে বক্স থাকলে অথবা না থাকলেও কোন সমস্যা নেই। বক্সের দাগ না করলেও কোন শিক্ষক ওই মার্ক কেটে নিবেন না। নিচে ইমেইল লেখার নিয়ম বাংলা দেওয়া হলঃ
From: আপনার নিজের ইমেইল
To: আপনি যাকে ইমেইল পাঠাচ্ছেন
Subject: নির্দিষ্ট বিষয়
প্রিয় জনাব/জনাবা (প্রাপকের নাম)
প্রথমে ইমেইলের শুরুতে প্রাপকের সম্ভাষণ জানিয়ে আপনার সংক্ষিপ্ত পরিচয় লিখুন। এরপর যে মূল বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন তার কিছু সংক্ষিপ্ত বিষয় উল্লেখ করুন।
বিস্তারিতঃ
ইমেইলের মূল বিষয় বর্ণনা সহকারে এ অংশে লিখবেন। আপনি যে বিষয় নিয়ে ইমে লিখছেন সে বিষয় নিয়ে বিস্তারিত অংশে তুলে ধরবেন। যেকোনো অযৌক্তিক কথাবার্তা লিখবেন না। যত সংক্ষিপ্ত আকারে লেখা যায় তার চেষ্টা করুন। অবশ্যই পরিষ্কার ও বিন্যাস যুক্ত আকারে লিখবেন।
ধন্যবাদ,
সৌজন্যে
আপনার নাম
আপনার প্রতিষ্ঠানের নাম
আপনার যোগাযোগ নম্বর
আপনার ইমেইল
উপরে ইমেইল লেখার নিয়ম বাংলা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি উপরে দেওয়ার নিয়ম অনুসরণ করে এভাবে বাংলায় ইমেইল লিখতে পারেন। আপনি এই নিয়ম অনুসরণ করে ইমেইল লিখলে সঠিকভাবে ইমেইল লিখতে পারবেন। কোন শিক্ষক ঐ আপনার এই ইমেইলের ভুল ধরবেনা। প্রিয় পাঠক আশা করি ইমেইল লেখার নিয়ম বাংলা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম
আপনি যদি পরীক্ষার খাতায় ইমেইল লেখেন সে ক্ষেত্রে আপনাকে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে। অনেক শিক্ষার্থীরাই ইমেইল লেখার নিয়ম বাংলা ও পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম সঠিকভাবে জানেন না। বিধায় পূর্ণ মার্ক পায়না। আপনি যদি ইমেইল লেখার সঠিক নিয়ম না জানেন সেক্ষেত্রে কখনোই পূর্ণ মার্ক পাবেন না।
কিন্তু আপনি যদি ইমেইল লেখার শুধু স্ট্রাকচার নিয়ম সম্পর্কে সঠিক ধারণা থাকে সে ক্ষেত্রে আপনি যেভাবে ইমেইল লিখুন না কেন পূর্ণ মার্ক পাবেন। পরীক্ষার খাতায় ইমেইল লেখার জন্য বক্স আকার প্রয়োজন নেই। পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম নিচে দেওয়া হলঃ
From: sakibislam517@gmail.com
To: beautifulschoolandcollege@gmail.com
Subject: অসুস্থতার জন্য ছুটির আবেদন
প্রিয় স্যার,
আমি সাকিব ইসলাম আপনার স্কুলে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছি। আমি অসুস্থতার করনে স্কুলে আসতে পারেনি। আমি অতিরিক্ত অসুস্থ হওয়ায় আগামী ২ দিনের ছুটি মহোদয়ের কাছে আবেদন করছি। যাতে আমাকে আগামী ২ দিনের ছুটির অনুমতি প্রদান করা হয়।
ধন্যবাদান্তে,
সাকিব ইসলাম
দশম শ্রেণী
রোল নম্বর: ০৬
প্রিয় পাঠক আমি উপরে শুধু ইমেইলের নিয়ম দিয়েছি। আপনাদের পরীক্ষার খাতায় যে সম্পর্কে ইমেইল লিখতে বলবে ওই সম্পর্কে আপনাকে ইমেইল লিখতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে যে বিষয়ে তারা ইমেই লিখতে বলবে আপনি সেই বিষয়ে ইমেইল লিখবেন শুধু এই স্ট্রাকচার অনুসরণ করবেন।
আরো পড়ুনঃ স্টুডেন্ট অনলাইন ইনকাম এর ৩০টি উপায়
যদি বাংলায় লিখতে হয় সেক্ষেত্রে সাবজেক্ট পর্যন্ত ইংরেজিতে লিখে তারপর বাংলায় লিখবেন। যদি ইংরেজিতে লিখতে হয় সে ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়গুলোই আপনাকে ইংরেজিতে লিখতে হবে। প্রিয় পাঠক আশা করি পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন
প্রফেশনাল ইমেইল লেখার নিয়ম
অনেকে ইমেইল লেখার নিয়ম বাংলা ও প্রফেশনাল ইমেইল লেখার নিয়ম সম্পর্কে জানতে চান। প্রত্যেকটি ইমেইল লেখার নিয়ম মূলত একই। শুধু ইমেইলের স্ট্রাকচার ঠিক থাকলেই আপনি সঠিকভাবে ইমেইল লিখতে পারবেন। প্রফেশনাল ইমেইল লেখার নিয়ম নিচে দেওয়া হলঃ
From: আপনার ইমেইল লিখুন
To: প্রাপকের ইমেইল লিখুন
Subject: যে বিষয়ে ইমেইল লিখছেন
প্রিয় স্যার,
প্রথমে আমার সালাম নেবেন, আশা করি আপনি অনেক ভাল আছেন, আমার নাম..,
(মূল বক্তব্য) আপনি যে বিষয়ে ইমেইল পাঠাতে চাচ্ছেন সে বিষয়গুলোর নিচে লিখুনঃ
আমি আপনার প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছিলাম, কিন্তু নির্দিষ্ট তারিখ শেষ হওয়ার পরেও আমার সাথে কোন যোগাযোগ করা হয়নি। আমি জানতে আগ্রহী যে আমার আবেদন ফার্মটির বর্তমান অবস্থা কি, পরবর্তী পদক্ষেপে আপনারা কি করবেন।
ধন্যবাদান্তে,
আপনার নাম
এপ্লিকেশন ফর্ম কোডঃ
আপনার যোগাযোগ নম্বর
আপনার ইমেইল এড্রেস
আপনি উপরে দেওয়ার নিয়ম অনুসরণ করে সম্পূর্ণরূপে প্রফেশনাল ইমেইল লিখতে পারেন। আপনি যে কারুর কাছে স্পষ্টভাবে আপনার ইমেইল এইভাবে পাঠাতে পারবেন।
আরো পড়ুনঃ দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম এর ৪০টি উপায়
বাংলা ২য় পত্র ইমেইল লেখার নিয়ম
অনেক শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম ও বাংলা ২য় পত্র ইমেইল লেখার নিয়ম সম্পর্কে খোঁজ করেন। বাংলা ২য় পত্র ইমেইল লেখার জন্য আপনি নিচে দেওয়া এই নিয়ম অনুসরণ করতে পারেনঃ
From: আপনার ইমেইল লিখুন
To: প্রাপকের লিখুন
Subject: ইমেইলের বিষয় লিখুন
প্রিয় স্যার,
আপনার নাম...আমি দশম শ্রেণীর একজন ছাত্র.. এরকমভাবে আপনার ইমেইলের বিষয় গুলো দুই লাইন লিখুন।
মূল বক্তব্যঃ
মূল বক্তব্যে আপনার ইমেইল যে সম্পর্কে লিখতে বলবে সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তিন থেকে চার লাইন লিখুন।
ধন্যবাদান্তে,
আপনার নাম
শ্রেণী দশম, রোল নম্বর: ০২
আপনি উপরে দেওয়ার নিয়ম অনুসরণ করে বাংলা ২য় পত্রের ইমেইল সঠিকভাবে লিখতে পারবেন। উপরে দেওয়া এই নিয়মটি ইমেইল লেখার সঠিক নিয়ম। তবে ইমেইল লেখার ক্ষেত্রে আপনি বক্স আকালে অথবা না আকালেও হবে এটি কোন মূল বিষয় নয়। আপনার ইমেইলের নিয়ম ঠিক থাকলে আপনি পূর্ণ মার্ক পাবেন।
একটি ইমেইল দিয়ে অনেকগুলো ইমেইল লেখার নিয়ম
একটি ইমেইল দিয়ে অনেকগুলো ইমেইল লেখার নিয়ম সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন। উপরে ইমেইল লেখার বেশ কিছু নিয়ম আপনাদের সাথে শেয়ার করেছি। ইমেইল লেখার প্রত্যেকটি নিয়ম একই। আপনি উপরে দেওয়া প্রত্যেকটি নিয়মের মধ্যে থেকে যেকোনো একটি নিয়ম অনুসরণ করতে পারেন। ইমেইল লিখার জন্য শুধু নিয়ম ঠিক থাকলেই হয়। আপনি শুধু একটি নিয়মে যেকোনো ইমেইল সঠিকভাবে লিখতে পারবেন।
ই-মেইল লেখার নিয়ম hsc
পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম ও ইমেইল লেখার নিয়ম এইচএসসি শিক্ষার্থীরা খোঁজ করেন। ইমেইল লেখার ক্ষেত্রে আপনি যে বিষয়ে পরীক্ষা দেন না কেন শুধু নিয়ম ঠিক থাকলেই হবে। শুধু নিয়ম অনুসরণ করে আপনার প্রশ্নপত্র দেওয়া বিষয় অনুযায়ী ইমেইল লিখুন। ইমেইল লিখার জন্য প্রথমে আপনাকে নিচে দেওয়া এই নিয়মগুলো অনুসরণ করতে হবেঃ
From:
To:
Subject:
Dear sir,
আপনার সম্পর্কে বিস্তারিত লিখুন ইংরেজি অথবা বাংলায়
ইমেইলের মূল বিষয় লিখুন কমপক্ষে ৪ লাইন। যে বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্রে বলা রয়েছে।
ধন্যবাদান্তে
আপনার নাম
আপনার শ্রেণী, রোল নম্বর
এই নিয়মে আপনি পরীক্ষার খাতায় এইচ এস সি অথবা যেকোনো পরীক্ষার খাতায় email লিখতে পারেন। উপরে দেওয়া এই নিয়মটি ইমেইল লেখার সঠিক নিয়ম।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেলটিতে ইমেইল লেখার নিয়ম বাংলা ও পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। উপরে দেওয়া নিয়ম অনুযায়ী আপনি প্রফেশনাল, অফিসিয়াল, পরীক্ষার খাতায় যেকোনো ইমেই লিখতে পারবেন। ইমেইল লিখার ক্ষেত্রে শুধু স্ট্রাকচার ঠিক থাকলে কোন প্রবলেম নেই। ইমেইল লিখার নিয়ম সম্পর্কে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। অন্যান্য ইনফরমেশন সম্পর্কিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।