কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 - ভালো ল্যাপটপ চেনার উপায়
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন ও কম্পিউটার ছাড়া আমাদের নিত্যদিনের কর্মকাণ্ড গুলো পরিচালনা করা কখনোই সম্ভব হয় না। আমরা বিভিন্ন কাজে ল্যাপটপ ও মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু অনেকে এখনো জানেন না কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 সালে। ২০২৪ সালে বেশ কয়েকটি ব্র্যান্ডের ল্যাপটপ সবচাইতে সেরা পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা প্রদান করেছে। আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য ও ল্যাপটপ অথবা কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করার জন্য ভালো ল্যাপটপ চেনার উপায় গুলো অবশ্যই জানা প্রয়োজন। আজকের আর্টিকেলটিতে ল্যাপটপ সম্পর্কে যাবতীয় সকল প্রশ্নের বিস্তারিত আলোচনা করেছি।
আপনি যদি ল্যাপটপ কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনার পূর্বের ধারণা থাকা প্রয়োজন কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 সালে। সেক্ষেত্রে আপনি ল্যাপটপ কেনার পর কখনোই পস্তাবেন না। ল্যাপটপ কেনার পূর্বে অবশ্যই প্রত্যেকেরই ল্যাপটপ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে ল্যাপটপ কেনা উচিত। ভালো ল্যাপটপ চেনার উপায় গুলো অনুসরণ করে খুব সহজে নতুন ও পুরাতন ভালো ল্যাপটপ সহজে কিনতে পারবেন।
কোন জেনারেশন ল্যাপটপ ভালো, ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো, পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয়, ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায়, ভালো মানের ল্যাপটপের দাম, নতুন ল্যাপটপ কেনার আগে করণীয় এছাড়া ল্যাপটপ সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 - ভালো ল্যাপটপ চেনার উপায়
.
কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024
অনেকে ল্যাপটপ কেনার পর ভাবেন কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভালো। আমি এই ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে না নিয়ে যদি ঐ ব্র্যান্ডের ল্যাপটপ নিতাম তাহলে বোধহয় অনেক ভালো হতো। কেন আমি এই ল্যাপটপ নিলাম এখন এটা ভালো লাগছে না। যদি ঐ ব্র্যান্ডের ল্যাপটপটা নিতাম তাহলে অনেক ভালো হতো। এরকম মনের মধ্যে অনেকেরই তোলপাড় করে।
তাই ল্যাপটপ কেনার পূর্বে অবশ্যই ল্যাপটপ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে অপূর্ব অভিজ্ঞতা নিয়ে ল্যাপটপ কেনার প্রয়োজন। যারা নতুন ল্যাপটপ কিনতে চান তারা অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করেন কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 সম্পর্কে। ২০২৪ সালে সবচাইতে সেরা পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতার জন্য বেশ কয়েকটি ব্যান্ডের ল্যাপটপ জনপ্রিয়তা পেয়েছে।
আরো পড়ুনঃ দিনে ৩০০ থেকে ৫০০ টাকা ইনকাম এর ৪০টি উপায়
আপনাদের সেই ব্র্যান্ডের ল্যাপটপ সম্পর্কে পরিচয় করিয়ে দেব। এবং মডেলের নামও জানিয়ে দেব খুব সহজেই আপনারা সেই ল্যাপটপ গুলো কিনে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। নিচে কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 সালে তার একটি তালিকা দেওয়া হলঃ
- Apple MacBook
- Dell XPS সিরিজ
- HP Spectre এবং Envy সিরিজ
- Lenovo ThinkPad এবং Yoga সিরিজ
- ASUS ZenBook এবং ROG সিরিজ
- Acer Swift এবং Predator সিরিজ
Apple MacBook: কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 মধ্যে প্রথম পজিশনে আছে Apple MacBook। অ্যাপেল ম্যাকবুক মূলত সবচাইতে জনপ্রিয় এবং সেরা ব্যান্ডের একটি ল্যাপটপ। এই ল্যাপটপের কার্যক্ষমতা অত্যন্ত সেরা। apple ম্যাকবুক ল্যাপটপের প্রধান বৈশিষ্ট্যগুলো হল 8 core CPU, 10 core CPU, র্যাম ৮ জিবি থেকে ২৪ জিবি পর্যন্ত সাপোর্টেড।
স্টোরেজ ২৫৬ জিবি থেকে ২টিবি পর্যন্ত এসএসডি। ডিসপ্লে সাইজ ১৩.৬ ইঞ্চি। ব্যাটারি লাইফ ১৮ ঘণ্টা তবে অনলাইনের কাজ করলে লাইফ টাইম কম হবে। এর ওজন ১.২৪ কেজি। অ্যাপেল ম্যাকবুক ল্যাপটপের প্রসেসর অত্যন্ত শক্তিশালী। এই ল্যাপটপ দিয়ে আপনি যেকোনো ধরনের কাজ করতে পারবেন।
Dell XPS সিরিজঃ Dell XPS সিরিজের ল্যাপটপগুলোর প্রসেসর অত্যন্ত শক্তিশালী। কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 তার মধ্যে একটি হল Dell XPS সিরিজ এর ল্যাপটপ। এই ল্যাপটপে রয়েছে উন্নত প্রসেসর, গ্রাফিক্স, Dell XPS সিরিজ এর ল্যাপটপগুলোতে বিভিন্ন ধরনের ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে। এই ল্যাপটপের প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রসেসর 13th gen Intel Core i5-i7+ এর সাথে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির গ্রাফিক্স কার্ড।
ram ৮ জিবি থেকে ৩২ জিবি পর্যন্ত সাপোর্টেড। র্যাম এর কোয়ালিটি LPDDR5, এরিস্টোরেজ 256gb থেকে ২ টিবি পর্যন্ত। ব্যাটারি লাইফ ১২ ঘন্টা প্লাস। এর ওজন ১.২ কেজি। এই ল্যাপটপ ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। এই ল্যাপটপের প্রসেসরগুলো অত্যন্ত শক্তিশালী তাই যে কোন কাজ করা আরামদায়ক। ব্যাটারি লাইফ অনেক ভালো। বিদ্যুৎ না থাকলেও দীর্ঘক্ষণ ব্যবহার করা যায়। খুব সহজে পরিবহন করতে পারবেন।
HP Spectre এবং Envy সিরিজঃ কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 সালে এর মধ্যে একটি হলো HP Spectre এবং Envy সিরিজ এর ল্যাপটপ। HP Spectre এবং Envy সিরিজ এর ল্যাপটপগুলোতে অত্যন্ত শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। আপনি এই ল্যাপটপ দিয়ে অনলাইনের যেকোনো কাজ করতে পারবেন। এই ল্যাপটপে উচ্চমানের ডিসপ্লে দীর্ঘ ব্যাটারির লাইফ টাইম, ও শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে।
গ্রাফিক্স ডিজাইনের জন্য উন্নত মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপে ৮ জিবি থেকে ৩২ জিবি রেম সাপোর্টেড। র্যামের ধরন LPDDR5 স্টোরেজ ৫১২ জিবি থেকে টু টিবি পর্যন্ত সাপোর্টেড। ডিসপ্লে কোয়ালিটি 16 ইঞ্চি, টাচ স্কিন ব্যবহার করা হয়েছে। ব্যাটারি লাইফ ১২ ঘন্টা থেকে ১৮ ঘন্টা। আপনি যে কোন অফিশিয়াল অথবা অনলাইনের কাজের জন্য এই ল্যাপটপ ব্যবহার করতে পারেন।
Lenovo ThinkPad এবং Yoga সিরিজঃ সবচাইতে সেরা কোয়ালিটির তালিকায় রয়েছে Lenovo ThinkPad এবং Yoga সিরিজ এর ল্যাপটপ। আপনি lenovo সিরিজের ল্যাপটপ গুলো স্বল্প মূল্যে পেয়ে যাবেন। অন্যান্য ল্যাপটপের গুণগত মানের কাছাকাছি এই ল্যাপটপগুলো রয়েছে। দামের তুলনায় এই ল্যাপটপের পারফরম্যান্স অনেক ভালো।
LenovoThinkPad সিরিজের ল্যাপটপে অত্যন্ত শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। মূলত এই ল্যাপটপটি ব্যবসা অফিশিয়াল কাজের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ল্যাপটপ। এই ল্যাপটপে 13 Gen এর প্রসেসর core i5, i7 ব্যবহার করা হয়েছে। র্যাম ৮ জিবি থেকে ৬৪ জিবি পর্যন্ত সাপোর্টেড। স্টোরেজ ২৫৬ জিবি থেকে টু টিবি পর্যন্ত। এই ল্যাপটপ সাশ্রয় মূল্য পাওয়া যায়।
এর প্রসেসর অত্যন্ত শক্তিশালী। এর ব্যাটারি লাইফ ১০- ১২ ঘন্টা। আপনি চাইলে অনলাইনের কাজের জন্য অথবা অফিসিয়ালি ব্যবহার করার জন্য Lenovo ThinkPad এবং Yoga সিরিজের কিনতে পারেন।
ASUS ZenBook এবং ROG সিরিজঃ কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 সালে এর মধ্যে একটি হল ASUS ZenBook। এই ব্র্যান্ডের ল্যাপটপগুলো অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপের চাইতে দামে কিছুটা সাশ্রয়ী রয়েছে। সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে ASUS ZenBook গ্রুপের ল্যাপটপ গুলো একটি। আপনি চাইলে আপনার অফিসিয়াল কাজের জন্য অথবা,
যেকোনো অনলাইন সম্পর্কিত কাজের জন্য ASUS ZenBook সিরিজের ল্যাপটপ কিনতে পারেন। ASUS ZenBook সিরিজের ল্যাপটপ গুলোতে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। উন্নত মানের ডিসপ্লে, উন্নত মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। র্যাম ৮ জিবি থেকে ৩২ জিবি পর্যন্ত সাপোর্টেড, র্যামের ধরন LPDDR5, স্টোরেজ ৫১২ জিবি থেকে টু টিবি পর্যন্ত।
উন্নত মানের ডিসপ্লে ব্যাটারি লাইফ টাইম ১০-১২ ঘন্টা। এর ওজন অত্যন্ত হালকা। আপনি আপনার অফিসিয়াল কাজের জন্য অথবা যেকোনো কাজের জন্য ASUS ZenBook সিরিজের ল্যাপটপ কিনতে পারেন।
Acer Swift এবং Predator সিরিজঃ ভালো ব্র্যান্ডের ল্যাপটপ গুলোর মধ্যে আরো একটি হলো Acer Swift সিরিজের ল্যাপটপ। অন্যান্য ব্র্যান্ডগুলোর চেয়ে তুলনামূলক ভাবে Acer Swift সিরিজের ল্যাপটপ গুলোর দাম একটু কম। এই ল্যাপটপেও অত্যন্ত শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যান্য ল্যাপটপগুলোর মতোই এর ram ও অত্যন্ত শক্তিশালী।
এর প্রসেসর অত্যন্ত শক্তিশালী হওয়ায় ফোনে যে কোন কাজ অনায়াসে করতে পারবেন। অনলাইনের যেকোনো কাজ, অফিসিয়ালি কাজ, ব্যক্তিগত যেকোনো কাজ করার জন্য Acer Swift সিটিজের ল্যাপটপগুলো অত্যন্ত জনপ্রিয়।
প্রিয় পাঠক উপরে সবচাইতে সেরা ব্র্যান্ডের ল্যাপটপ গুলোর তালিকা আপনাদের সাথে শেয়ার করেছি। সবচাইতে সেরা ল্যাপটপ গুলোর মধ্যে উপরে দেওয়া এই ব্র্যান্ডগুলো সবচাইতে সেরা। আপনি এই ব্র্যান্ডের ল্যাপটপ গুলো ব্যবহার করে অনায়াসে যে কোন কাজ করতে পারবেন।
ভালো ল্যাপটপ চেনার উপায়
ভালো ল্যাপটপ চেনার উপায় সম্পর্কে অনেকে খোঁজ করেন। আপনি যদি আপনার ব্যক্তিগত কাজের জন্য অথবা অনলাইনের যেকোনো খুঁটিনাটি কাজ করার জন্য ল্যাপটপ কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ল্যাপটপের কিছু গুরুত্বপূর্ণ দিক দেখে ল্যাপটপ কিনতে হবে। কেননা ল্যাপটপ ভালো না হলে কখনোই যেকোনো কাজ করে শান্তি পাবেন না। ল্যাপটপ যদি স্লো হয়, হ্যাং করে,
সে ক্ষেত্রে কাজ করে কখনো শান্তি পাওয়া যায় না। তাছাড়া ব্যাটারির ব্যাকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় বিদ্যুতের ঘাটতির জন্য দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকে না। আপনার ল্যাপটপ যদি ব্যাটারি ব্যাকআপ বেশি সময় না দিতে পারে সে ক্ষেত্রে আপনার কাজের বারোটা বেজে যাবে। তাই ভালো ল্যাপটপ চেনার জন্য বেশ কিছু দিক আপনাকে দেখে ল্যাপটপ কিনতে হবে। ভালো ল্যাপটপ চেনার জন্য আপনি যে বিষয়গুলো পর্যবেক্ষণ করে ল্যাপটপ কিনবেন দ্যা পয়েন্ট আকারের নিচে দেওয়া হলঃ
- ব্রান্ড
- প্রসেসর
- গ্রাফিক্স কার্ড
- র্যাম
- স্টোরেজ
- ডিসপ্লে রেজুলেশন
- ব্যাটারি লাইফ
- পোর্ট এবং সংযোগ
- ওজন
- কিবোর্ড ও টাচপ্যাড
- ডিসপ্লে টাইপ
- পোলিং সিস্টেম
- ওয়েবক্যাম
ব্রান্ডঃ ভালো ল্যাপটপ চেনার উপায় গুলোর মধ্যে অবশ্যই ব্র্যান্ড অন্যতম। আপনি কোন ব্র্যান্ডের ল্যাপটপ কিনছেন সেটি যাচাই করুন। অবশ্যই ভালো ল্যাপটপের জন্য ভালো ব্র্যান্ড সিলেক্ট করুন। যেমন ধরুন অ্যাপেল, ডেল, এইচপি, লেনভো, Asus, Acer, এই ব্র্যান্ডের ল্যাপটপগুলো সবচাইতে ভালো।
প্রসেসরঃ ভালো ল্যাপটপ কেনার জন্য অবশ্যই প্রসেসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ল্যাপটপ এর জন্য অবশ্যই i5,i7 এর প্রসেসর নিতে হবে। কেননা প্রসেসর আপনার ল্যাপটপের কার্যক্ষমতা বৃদ্ধি করবে।
গ্রাফিক্স কার্ডঃ ভালো ল্যাপটপের জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড অত্যন্ত জরুরী। গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ও অন্যান্য প্রধান কাজ গুলো করার জন্য ভালো মানের গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়।
র্যামঃ আপনার কম্পিউটারের কার্যক্ষমতা দ্রুত করার জন্য রেমের বিকল্প নেই। র্যাম কম্পিউটারের কার্যক্ষমতা কে বৃদ্ধি করে। ভালো কম্পিউটারের জন্য সর্বনিম্ন ৮জিবি র্যাম প্রয়োজন হয়। কম্পিউটার র্যাম এর ধরন DDR5 বেশি প্রয়োজন।
স্টোরেজঃ আপনার ল্যাপটপের বিভিন্ন ডেটা সংরক্ষণ করার জন্য স্টোরেজের বিকল্প নেই। আপনার যত বেশি ডেটা সংরক্ষণ করতে চান আপনার স্টোরেজের পরিমাণ তত বেশি প্রয়োজন। তবে সর্বনিম্ন 256 জিবি থেকে সর্বোচ্চ ২টিবি সাপোর্টেড এরকম ল্যাপটপ নিন।
ডিসপ্লে রেজুলেশনঃ ডিসপ্লে কোয়ালিটি ভালো ল্যাপটপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ডিসপ্লে কোয়ালিটি ২কে অথবা ৪কে হওয়া প্রয়োজন।
ব্যাটারি লাইফঃ ল্যাপটপের জন্য ব্যাটারি লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ছাড়াও যাতে আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারেন এজন্য আপনাকে ব্যাটারি লাইফের দিকে গুরুত্ব দিতে হবে। যে ল্যাপটপগুলোতে কমপক্ষে ৬ ঘন্টা ব্যাকআপ দেয় এরকম ল্যাপটপ নিন।
পোর্ট এবং সংযোগঃ ল্যাপটপের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য পোর্টের গুরুত্ব অনেক। তাই যে ব্র্যান্ডের ল্যাপটপগুলোতে একাধিক পোর্ট রয়েছে সে ব্র্যান্ডের ল্যাপটপ নিন।
ওজনঃ সহজে বিভিন্ন জায়গায় পরিবহন করার জন্য ভালো ল্যাপটপের ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি ওজন অথবা সবচেয়ে কম ওজন এরকম কখনো ল্যাপটপ কিনবেন না। আপনি ১.২-১.৫ কেজির মধ্যে ল্যাপটপ কিনুন। এতে আপনার পরিবহনের সুবিধা হবে।
কিবোর্ড ও টাচপ্যাডঃ ল্যাপটপ কেনার পূর্বে অবশ্য ভালো কিবোর্ড ও আরামদায়কভাবে কাজকর্ম পরিচালনা করতে পারেন এরকম কিবোর্ড দেখে কিনুন।
ডিসপ্লে টাইপঃ ভালো ল্যাপটপের জন্য ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত ভালো হওয়া প্রয়োজন। যদি পারেন সে ক্ষেত্রে ips ডিসপ্লে অত্যন্ত ভালো কালার দেয়। আপনি আইপিএস ডিসপ্লে সেট আপ ল্যাপটপ কিনুন।
কুলিং সিস্টেমঃ ল্যাপটপের দীর্ঘমেয়াদী কাজকর্ম পরিচালনার জন্য পারফরম্যান্স রাখার জন্য কুলিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ কাজ করলে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়। তাই যে ল্যাপটপগুলো কুলিং সিস্টেম ভালো এ কোয়ালিটির ল্যাপটপ কিনুন।
ওয়েবক্যামঃ ল্যাপটপ ব্যবহার করতে গেলে প্রতিনিয়ত আমাদের ওয়েব ক্যামের প্রয়োজন হয়। তাই যে ল্যাপটপের ওয়েবক্যামের রেজুলেশন সবচাইতে বেশি এরকম ওয়েবক্যাম যুক্ত ল্যাপটপ কিনুন।
প্রিয় পাঠক উপরে ভালো ল্যাপটপ চেনার উপায় গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ল্যাপটপের উপরে দেওয়া এই বৈশিষ্ট্য গুলো থাকবে। আপনি এই বৈশিষ্ট্য গুলো দেখে খুব সহজেই ভালো ল্যাপটপ চিনতে পারবেন। তবে ভালো ল্যাপটপ কেনার পূর্বে অবশ্যই মানসম্মত ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কিনুন। প্রিয় পাঠক আশা করি ভালো ল্যাপটপ চেনার উপায় সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
কোন জেনারেশন ল্যাপটপ ভালো
ভালো ল্যাপটপ চেনার উপায় ও কোন জেনারেশন ল্যাপটপ ভালো তা অনেকে জিজ্ঞাসা করেন। বিশেষ করে যারা নতুন ল্যাপটপ কিনতে চান তারা প্রতিনিয়ত এ বিষয়ে প্রশ্ন করেন। নতুন ল্যাপটপ কেনার পূর্বে অবশ্যই কিছু দিক বিবেচনা করে ল্যাপটপ কেনা প্রয়োজন। তাছাড়া আপনি ল্যাপটপ কিনতে গিয়ে ল্যাপটপ কিনতে পারবেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন।
বর্তমান সময়ে 13Gen Intel Core i5, i7 ল্যাপটপগুলো অত্যন্ত জনপ্রিয়। আপনি ১৩তম জেনারেশনের ল্যাপটপ নিলে যেকোনো কাজ অনায়াসে করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো
ফ্রিল্যান্সিং এর জন্য প্রত্যেকটি ল্যাপটপে ভালো। আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং কাজ করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ব্র্যান্ডের ল্যাপটপ নিতে হবে। ভালো ব্র্যান্ডের ল্যাপটপ ছাড়া কখনোই ভালো কাজগুলো পারবেন না। নরমাল ব্র্যান্ডের ল্যাপটপগুলো দিয়ে কাজ করা যায় কিন্তু স্লো হয়, কখনো কখনো হ্যাং করে,
তাই আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য টপ খোঁজেন সে ক্ষেত্রে অবশ্যই আমি পরামর্শ দেব ভালো কোন ব্র্যান্ডের ল্যাপটপ গুলো কিনুন। যেমন ধরুন: Apple, Lenovo, Asus, Acer, Hp, এই ব্র্যান্ডের ল্যাপটপগুলো ফ্রিল্যান্সিং কাজের জন্য অত্যন্ত উপযোগী। তবে শুধু এই ব্র্যান্ড নিলে হবে না প্রসেসর নিতে হবে উচ্চমানের। কমপক্ষে i5, i7 তাহলে আপনি অনায়াসে যেকোনো কাজ করতে পারবেন।
পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয়
অনেকে বিভিন্ন কাজের জন্য পুরাতন ল্যাপটপ কেনেন। কিন্তু পুরাতন ল্যাপটপ কেনার আগে করনীয় কি সম্পর্কে জানেন না। পুরাতন ল্যাপটপগুলো মূলত বিভিন্নভাবে সার্ভিসিং করে এরপর বিক্রয় করা হয়। পুরাতন ল্যাপটপের কোন নির্দিষ্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকেনা। তাই আপনি পুরাতন ল্যাপটপ কিনলে আপনার নিজ দায়িত্বে পুরাতন ল্যাপটপ কিনতে হবে।
তবে পুরাতন ল্যাপটপ কেনার আগে অবশ্যই কিছু বিষয়গুলো পর্যবেক্ষণ করে এরপর ল্যাপটপ কিনুন। পুরাতন ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন তা নিচে পয়েন্ট আকারে দেওয়া হলঃ
ল্যাপটপের অবস্থা পরীক্ষা করুন
- ব্যাটারী হেলথ চেক করুন
- হার্ডওয়্যার ও প্রসেসর চেক করুন
- সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমগুলো যাচাই করুন
- সিস্টেমের কার্যকারিতা গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন
- ল্যাপটপ গরম হয় কিনা তা যাচাই করুন
- কুলিং সিস্টেম পর্যবেক্ষণ করুন
- র্যাম ও প্রসেসর, ডিসপ্লে ভালোভাবে পর্যবেক্ষণ করুন
আপনি পুরাতন ল্যাপটপের এ বিষয়গুলো ভালোভাবে যাচাই করে পুরাতন ল্যাপটপ কিনতে পারেন। তবে পুরাতন ল্যাপটপগুলো অধিকাংশই স্লো হয়। ভাই আপনি অল্প কিছু টাকা জোগাড় করে পুরাতন ল্যাপটপ এর সাথে নতুন ল্যাপটপ কিনলে বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন।
ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায়
অনলাইনের যাবতীয় সকল কাজ আপনি ল্যাপটপ দিয়ে করতে পারবেন। অনলাইনের এমন কোন কাজ নেই এগুলো ল্যাপটপের মাধ্যমে করা যায় না। অনলাইনের প্রত্যেকটি কাজ করা যায় ল্যাপটপের মাধ্যমে। আপনি ল্যাপটপের মাধ্যমে ডকুমেন্ট তৈরি, মাল্টিমিডিয়া সম্পর্কিত, গেমিং, অনলাইনের যাবতীয় কাজ, অফিস কার্যক্রম, এপ্লিকেশন, ওয়েব ব্রাউজিং,
গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, ব্লগিং, ভিডিও এডিটিং, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং, লেখালেখি, পিডিএফ তৈরি, থেকে শুরু করে অনলাইনের যত যাবতীয় কাজ সবকিছুই ল্যাপটপ দিয়ে করতে পারবেন।
ভালো মানের ল্যাপটপের দাম
ভিন্ন ভিন্ন কোম্পানির ভালো মানের ল্যাপটপের দাম ভিন্ন ভিন্ন রকম। ভালো মানের ল্যাপটপগুলো কোম্পানি অনুযায়ী ও ল্যাপটপের স্পেসিফিকেশন অনুযায়ী দাম নির্ধারিত হয়। ব্র্যান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন ল্যাপটপের দাম ভিন্ন ভিন্ন রকম। আপনি বেসিক ল্যাপটপগুলো ৩৫-৫০ হাজারের মধ্যে পেয়ে যাবেন। গেমিং ল্যাপটপগুলো ৫০-৭০ এর মধ্যে পেয়ে যাবেন।
অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার জন্য ৪৫-৬০ হাজারের মধ্যে পেয়ে যাবেন। সর্বোচ্চ ভাল মানের ল্যাপটপ নিতে গেলে ৭০-১৫০ হাজারের মধ্যে কিনতে হবে। আপনার কাজের ধরন অনুযায়ী আপনি ব্রান্ড, দেখে ভালো মানের ল্যাপটপ কিনতে পারেন।
নতুন ল্যাপটপ কেনার আগে করণীয়
ভালো ল্যাপটপ চেনার উপায় ও নতুন ল্যাপটপ কেনার আগে করনীয় সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন। নতুন ল্যাপটপ কেনার আগে অবশ্যই ল্যাপটপের প্রত্যেকটি বিষয় যাচাই করে কেনা উচিত। বিশেষ করে ডিসপ্লে, র্যামের ধরন, প্রসেসরের ক্ষমতা, স্টোরেজ, ডিস্প্লে সাইজ, কুলিং সিস্টেম, ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা, এ বিষয়গুলো যাচাই করে নতুন ল্যাপটপ কিনুন।
নতুন ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপডেট জেনারেশন এর ল্যাপটপ কেন অত্যন্ত ভালো। তবে আপনি সর্বনিম্ন ৭জেনারেশন থেকে শুরু করতে পারেন। প্রসেসর i5, i7 যেকোনো কাজের জন্য যথেষ্ট। তাই আপনার নতুন ল্যাপটপ কেনার ক্ষেত্রে এ বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে এরপর ল্যাপটপ কিনুন।
লেখকের মন্তব্য
কোন ব্র্যান্ডের ল্যাপটপ ভাল 2024 ও ভালো ল্যাপটপ চেনার উপায়, ল্যাপটপ কেনার পূর্বে প্রত্যেকটি করণীয় সম্পর্কে আজকের আর্টিকেলটিতে সঠিক তথ্য শেয়ার করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
ল্যাপটপ সম্পর্কে যদি আপনার আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনফরমেশন সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।