আমাশয় রোগীর খাবার তালিকা - পুরাতন আমাশয় রোগের ঔষধ

আমাশয় রোগীর খাবার তালিকা জেনে খাবার গ্রহণ করুন এতে দ্রুত আমাশয় থেকে সুস্থ হবেন। দীর্ঘদিন ধরে অনেক ব্যক্তিরা আমাশয় রোগে ভুগেন। ঔষধ পত্র খেয়ে সুস্থ হলেও অল্প কিছুদিন পর আবার ওই সমস্যা দেখা দেয়। আমাশয় রোগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য পুরাতন আমাশয় রোগের ঔষধ সেবন করুন। আজকের আর্টিকেলটিতে রক্ত আমাশয়, রোগের অ্যান্টিবায়োটিক, ঔষধ, ঘরোয়া চিকিৎসা, অ্যালোপ্যাথিক ঔষধ সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করেছি।
আমাশয় রোগীর খাবার তালিকা - পুরাতন আমাশয় রোগের ঔষধ
হঠাৎ করে যদি আমাশয় হয় সে ক্ষেত্রে সেই আমাশয় চিকিৎসার মাধ্যমে ভালো হয়। কিন্তু পুরাতন আমাশয় সহজে ভালো হয় না এটি ভালো করতে দীর্ঘ সময় লাগে। তবে আপনি আমাশয় রোগীর খাবার তালিকা গুলো মেনে চললে দ্রুত এ রোগ থেকে সুস্থ ভাবেন। কেনানো অধিকাংশ রোগ থেকে সুস্থতা পাওয়া যায় খাবার গ্রহণের মাধ্যমে। তাই পুরাতন আমাশয় রোগের ঔষধ, ঘরোয়া চিকিৎসা, খাবার তালিকা, ঔষধের নাম, এন্টিবায়োটিক, এলোপ্যাথিক ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ আমাশয় রোগীর খাবার তালিকা - পুরাতন আমাশয় রোগের ঔষধ

.

আমাশয় রোগীর খাবার তালিকা

আমাশায় রোগের চিকিৎসায় খাদ্য তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নরম খাবার গুলো খেলে খুব সহজে হজম করা যায় পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। আমাশয় রোগীরা সব ধরনের খাবার খেতে পারেন না। বিশেষ করে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খেলে আমাশয় বৃদ্ধি পায়। তেল চর্বি, অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আমাশয় রোগীর খাবার তালিকা নিচে দেওয়া হলঃ
আমাশয় রোগীর খাবার তালিকা - পুরাতন আমাশয় রোগের ঔষধ
  • পোলাও বা খিচুড়ি
  • সাদা ভাতের ফ্যান
  • লাল চালের ভাত
  • ডাল
  • সেদ্ধ সবজি
  • পেঁপে
  • জিরা পানি
  • সেদ্ধ নরম আলু
  • ওটমিল
  • নরম চিড়া
  • তরল খাবার
  • ইসুবগুলের ভুষি
  • কলা
  • আপেল
  • সজনে পাতা
  • শসা ও মিষ্টি কুমড়া
পোলাও বা খিচুড়িঃ আমাশয় রোগীর খাবার তালিকার মধ্যে পোলাও খিচুড়ি অত্যন্ত উপকারী। পোলাও ও খিচুড়িতে কম মসলা ও তেল ব্যবহার করে রান্না করা হয়। এই পোলাও ও খিচুড়ি পেটের জন্য হালকা যা সহজে পেটে হজম হয়। তেল জাতীয় উপাদান কম থাকায় হজম প্রক্রিয়া বাড়াতে সাহায্য করে। নিয়মিত আমাশয় হলে শরীরের প্রচুর পরিমাণে শক্তি হয় হয়। পোলাও ও খিচুড়ি প্রধান উপাদান চাল ও ডাল যা সহজেই হজমযোগ্য কার্বোহাইড্রেট প্রোটিনের উৎস। যা একজন আমাশয় রোগের শরীরে শক্তি ও পুষ্টি যোগায়।
সাদা ভাতের ফ্যানঃ সাদা ভাতের ফ্যান আমাশয় রোগীর জন্য অত্যন্ত উপকারী। বারবার আমাশয় হওয়ার কারণে রোগীর শরীরে প্রচুর পরিমাণে পানি, ইলেক্ট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, পানি শূন্যতা সৃষ্টি হয়। সাদা ভাতের ফ্যান শরীরের ইলেকট্রোলাইট বৃদ্ধি করতে সাহায্য করে। সাদা ভাতের ফ্যান খেলে আমাশয় ব্যক্তির দুর্বল হজম প্রক্রিয়াকে সবল করে। নিয়মিত ভাতের ফ্যান খেলে পেটের প্রদাহ কমাতে, শরীরের শক্তি জোগাতে, পানি শূন্যতা দূর করতে সাহায্য করে।

লাল চালের ভাতঃ লাল চালে প্রচুর পরিমাণে আশঁ রয়েছে যা হজম প্রক্রিয়াকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমাশয় রোগীদের লাল চালের ভাত খাওয়া অত্যন্ত উপকারী। লাল চালের ভাতে থাকা আশঁ, ভিটামিন, খনিজ উপাদান, ম্যাগনেসিয়াম, জিংক, শরীরের পুষ্টি বজায় রাখতে সাহায্য করে, এবং দ্রুত হজম করতে সাহায্য করে।

ডালঃ আমাশয় রোগের জন্য ডাল প্রোটিনের উৎস। অন্যান্য খাবারের চাইতে ডাল সহজে হজম হয়। ডালে থাকা প্রোটিন শরীরের ক্ষয় পূরণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডালে থাকা কার্বোহাইড্রেট ও প্রোটিন শরীরের শক্তি যোগায়। ডালে গ্লুটেন, এলার্জেন মুক্ত তাই হজম প্রক্রিয়া ব্যাহত হয় না। মসুর ডালের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাশয় রোগীর জন্য অত্যন্ত উপকারী।

সেদ্ধ সবজিঃ আমাশয় রোগীর জন্য সেদ্ধ সবজি অত্যন্ত উপকারী। নিয়মিত আমাশয় হলে রোগের শরীর দুর্বল হয়ে পড়ে। ওই রোগীকে নিয়মিত সেদ্ধ সবজি খাওয়ালে সহজে হজম হয়। পাশাপাশি সবজি প্রচুর পরিমাণে পুষ্টির যোগান দেয়। আমাশয় রোগী সেদ্ধ সবজি খেলে পেটের প্রদাহ কমাতে সাহায্য করে। সেদ্ধ সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে যা রোগীর শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। সবজিতে থাকা প্রাকৃতিক আঁশ অন্ত্রের গতিশীলতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে মলত্যাগের সমস্যা কমে আসে।

পেঁপেঃ আমাশয় রোগীর শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এ পেতে থাকা ভিটামিন এ, সি, ই, খনিজ উপাদান, শরীরে প্রচুর পরিমাণে পুষ্টি যোগায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কে পেতে থাকা প্রাকৃতিক আঁশ মল নিয়ন্ত্রণের সহায়ক। পেঁপেতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা অন্ত্রের প্রদাহ ও ইনফেকশন কমাতে সাহায্য করে। এছাড়া পেঁপেতে প্যাপেইন একটি প্রাকৃতিক এনজাইম থাকে জা প্রোটিন ভাঙতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে।

জিরা পানিঃ আমাশয় রোগীর খাবার তালিকা গুলোর মধ্যে একটি হলো জিরা পানি। জিরা পানিতে রয়েছে প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা হজম শক্তি বৃদ্ধি করে পেটের প্রদাহ কমাতে সাহায্য করে। অন্ত্রের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে জিরা পানি অত্যন্ত সহায়ক। জিরার ভেষজ গুনাগুন আমাশয় উপসর্গ প্রশমিত করতে সাহায্য করে।

সেদ্ধ নরম আলুঃ আমাশয় রোগের জন্য সেদ্ধ আলু খাওয়া অত্যন্ত উপকারী। সেদ্ধ আলোর সহজে হজমযোগ্য, অত্যন্ত পুষ্টিকর, শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করে। আমাশয় হলে রোগীর হজম প্রক্রিয়া ব্যাহত হয়। এমন সময় সেদ্ধ আলো খেলে দ্রুত হজম হয়। পাশাপাশি সেদ্ধ আলো খেলে অন্ত্রের প্রদাহ কমিয়ে হজম প্রক্রিয়াকে উন্নত করে।

ওটমিলঃ আমাশয় রোগীর খাবার তালিকা গুলোর মধ্যে ওটমিল অত্যন্ত উপকারী। বোর্ড মিল প্রচুর পরিমাণে পুষ্টিকর ও সহজপাচ্য খাবার। ওটমিলে রয়েছে প্রাকৃতিক আঁশ, প্রোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান যা রোগের শরীরের পুষ্টি সরবরাহ করে। ওটমিল হজমে সহায়ক, অন্ত্রের প্রদাহ কমায়, পেটের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে, আমাশয়ের উপসর্গগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

ইসুবগুলের ভুষিঃ আমাশয় রোগীর জন্য ইসুবগুলের ভুষি অত্যন্ত উপকারী। ইসুবগুলের ভুষিতে থাকা আশঁ পাকস্থলীতে পানির সাথে মিশে পেটের হজম প্রক্রিয়াকে সাহায্য করে। ইসবগুলের ভুষি আমাশয় রোগীর পাতলা মলকে নিয়ন্ত্রণ করে। ইসবগুলের ভুষি পেটের শ্লেমা, অসস্তি, প্রদাহ, অতিরিক্ত মলত্যাগের প্রবণতা দূর করে।
প্রিয় পাঠক উপরে আমাশয় রোগের খাবার তালিকা আপনাদের সাথে শেয়ার করেছি। এই খাবারগুলো নিয়মিত খেলে আপনি দ্রুত আমাশয় রোগ থেকে সুস্থ হতে পারবেন। পেটের প্রদাহ ঘন ঘন মলত্যাগ করার প্রবণতা দূর হবে। আশা করি আমাশয় রোগের খাবার তালিকা গুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

পুরাতন আমাশয় রোগের ঔষধ

অনেকের দীর্ঘদিন ধরে আমাশয় রোগ দেখা যায়। এই রোগ নিরাময়ের চেষ্টা না করে দিনের পর দিন অতিক্রম করেন। পরবর্তীতে যখন রোগের প্রাদুর্ভাব বেশি হয় তখন এ রোগের চিকিৎসা করেন। আমাশয় রোগ হলে বসে না থেকে চিকিৎসা করা উচিত। এটি পুরাতন রোগে পরিণত হলে খুব সহজে ভালো হয় না। পুরাতন আমাশয় রোগের ঔষধ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন। পুরাতন আমাশয় রোগের ঔষধের তালিকা নিচে দেওয়া হলঃ
  • Metronidazole
  • Cephalosporin
  • Loperamide
  • Bifidobacterium
  • Lactobacillus
  • Oral Rehydration Solution
উপরে প্রত্যেকটি পুরাতন আমাশয় রোগের ঔষধ হিসেবে সেবন করার পরামর্শ দেওয়া হয়। তবে আপনি যদি এগুলো সেবন করতে চান সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কেননা একজন চিকিৎসক আপনার রোগের অবস্থা সম্পর্কে জেনে ওষুধ সেবন করার পরামর্শ দিবেন। কখনোই আপনি নিজে নিজে ঔষধ সেবন করতে যাবেন না। এতে বিপদের সম্মুখীন হতে পারেন। আশা করি পুরাতন আমাশয় রোগের ঔষধ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

পুরাতন আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

যাদের দীর্ঘদিন ধরে পুরাতন আমাশয় রোগ রয়েছে তারা ঘরোয়া চিকিৎসা করলে দ্রুত সুস্থ হতে পারবেন। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিছু নিয়ম অনুসরণ করলে পুরাতন আমাশয় রোগ থেকে সুস্থ হওয়া যায়। ঘরোয়া চিকিৎসার পাশাপাশি খাবার তালিকা গুলো মেনে চলুন। এতে পুরাতন আমাশয় রোগ থেকে সুস্থ থাকা সম্ভব। 

অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার আমাশয় রোগ বৃদ্ধি করতে সাহায্য করে। তাই এরকম খাবার থেকে বিরত থাকুন। আপনি পুরাতন আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায় গুরু মেনে চলুন আশা করি সুস্থ হবেন। নিচে পুরাতন আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
  • প্রচুর পরিমাণে তরল খাবার ও পানি পান করুন
  • নিয়মিত পানির সাথে ইসবগুলের ভুষি খান
  • খাবার হিসেবে সেদ্ধ আলু খান
  • নিয়মিত সেদ্ধ সবজি খান
  • দিনে কমপক্ষে দুই একবার জিরা পানি খেতে পারেন
  • তাজা ফলের রস খান
  • নিয়মিত ডাবের জল খেতে পারেন
  • পাকা পেঁপে খাবার হিসেবে গ্রহণ করুন
  • এক টুকরো আদা চিবিয়ে খান
  • জিরা ও আদা দিয়ে তৈরি চা পান করুন
  • নিয়মিত মধু খান
  • অতিরিক্ত মসলা যুক্ত খাবার এড়িয়ে চলুন
আপনি উপরে দেওয়া এই নিয়মগুলো অনুসরণ করলে আশা করি পুরাতন আমাশয় থেকে সুস্থ থাকতে পারবেন। পুরাতন আমাশয় যদি না ভালো হয় সেক্ষেত্রে পুরাতন আমাশয় রোগের ঔষধ সেবন করুন। পাশাপাশি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

রক্ত আমাশয় রোগীর খাবার তালিকা

রক্ত আমাশয় রোগীর খাবার তালিকা সম্পর্কে অনেকেই খোঁজ করেন। যে ব্যক্তিদের দীর্ঘদিন ধরে রক্ত আমাশয় হয় তারা নিয়মিত কিছু খাবার খেলে এ রোগ থেকে উপশম পাবেন। বিশেষ করে প্রচুর পরিমাণে তেল চর্বি, মসলা যত খাবার এড়িয়ে চলুন। অবশ্যই আমাশয় এর জন্য উপকারী এরকম খাবার গ্রহণ করুন। নিচে রক্ত আমাশয় রোগের খাবার তালিকা দেওয়া হলঃ
  • ইসবগুলের ভুসি, রুটি, ফুলকপি,
  • সেদ্ধ আলু, সাদা ভাত, হলুদ, মিষ্টি আলু
  • সেদ্ধ গাজর, দই, আদা ও জিরা দিয়ে চা
  • পেঁপে, সেদ্ধ কুমড়া, জিরা পানি, বেসন
  • ডাবের জল, তাজা ফলের রস, মধু
আপনার যদি নিয়মিত রক্ত আমাশয় হয় সে ক্ষেত্রে উপরের দেওয়াই খাবার গুলো গ্রহণ করুন৷ আশা করি আমার সাথে থেকে উপশম পাবেন। যদি উপশম না হয় সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

রক্ত আমাশয় রোগের ঔষধের নাম

রক্ত আমাশয় রোগের চিকিৎসায় চিকিৎসকেরা বেশ কিছু ওষুধ সেবন করার পরামর্শ দেন। রোগীর রোগের অবস্থা দেখে চিকিৎসকেরা ওষুধ সেবন করার পরামর্শ দেন। আপনি যদি রক্ত আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহারিত ঔষধ গুলো সেবন করতে চান তাহলে নিচে দেওয়া এই ওষুধগুলো সেবন করতে পারেন।
  • Metronidazole
  • Solifenacin
  • Nitrofurantoin
  • Flagyl
  • Loperamide
  • Empirical Treatment
  • Cephalosporins
উপরে দেওয়া ঔষধ গুলো রক্ত আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহারিত হয়। তবে ওষুধগুলো সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কখনোই আপনার অভিজ্ঞতা থেকে ঔষধে সেবন করবেন না এতে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তাই রক্ত আমাশয় রোগের চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগীর প্রয়োজন।

আমাশয় রোগের ঔষধ কোনটি

আমাশয় রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয়। রোগের ধরন অনুযায়ী চিকিৎসকেরা ঔষধ সেবন করার পরামর্শ দেন। পুরাতন আমাশয় এর ক্ষেত্রে ভিন্ন ধরনের ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয়। আবার রক্ত আমাশয় এর ক্ষেত্রে ভিন্ন ধরনের ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয়। নিচে পুরাতন আমাশয়, রক্ত আমাশয়, সাধারণ আমাশয় এর চিকিৎসায় ব্যবহারিত ঔষধের তালিকা দেওয়া হলোঃ
  • Metronidazole
  • Solifenacin
  • Nitrofurantoin
  • Flagyl
  • Loperamide
  • Empirical Treatment
  • Cephalosporin
  • Loperamide
  • Bifidobacterium
  • Lactobacillus
  • Oral Rehydration Solution
উপরে দেওয়া এই ঔষধ গুলো আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহারিত হয়। আপনি এই ঔষধ গুলোর মধ্যে থেকে যেকোনো ঔষধ সেবন করতে পারেন। তবে অবশ্যই সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

আমাশয় রোগের এন্টিবায়োটিক

আমাশয় রোগের চিকিৎসায় চিকিৎসকেরা বিভিন্ন ধর্মের অ্যান্টিবায়োটিক সেবন করার পরামর্শ দেন। রোগের প্রাদুর্ভাব, রোগের ধরন, পুরাতন আমাশয়, সাধারণ আমাশয়, রক্ত আমাশয় এর চিকিৎসায় ব্যবহারিত অ্যান্টিবায়োটিক এর নাম নিচে দেওয়া হলঃ
  • Metronidazole
  • Cephalosporins
  • Nalidixic Acid
  • Ceftriaxone
  • Oxacillin
  • Ampicillin
উপরে দেওয়া এই অ্যান্টিবায়োটিক গুলো আমাশয় রোগের চিকিৎসায় চিকিৎসকেরা সেবন করার পরামর্শ দেন। আপনি চাইলে এই ওষুধগুলো সেবন করতে পারেন। তবে সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

পুরাতন আমাশয় রোগের এলোপ্যাথিক ঔষধের নাম

পুরাতন আমাশয় রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের এলোপ্যাথিক ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয়। পুরাতন আমাশয় রোগের চিকিৎসায় ব্যবহারিত এলোপ্যাথিক ঔষধের নাম নিচে দেওয়া হলঃ
  • Metronidazole
  • Nalidixic Acid
  • Ceftriaxone
  • Amoxicillin
  • Doxycycline
  • Loperamide
  • Cephalosporins
উপরে দেওয়া ঔষধ গুলো পুরাতন আমাশয় রোগের চিকিৎসায় সেবন করার পরামর্শ দেওয়া হয়। আপনি যদি এই ওষুধগুলো সেবন করতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। কখনো নিজে থেকে এই ঔষধ গুলো সেবন করবেন না।

লেখকের মন্তব্য

আমাশয় রোগীর খাবার তালিকা, পুরাতন আমাশয় রোগের ঔষধ, আমাশয় রোগের সকল বিস্তারিত সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আমাশয় রোগের ক্ষেত্রে অবশ্যই প্রচুর পরিমাণে মসলা, তেল চর্বি যুক্ত খাবার এড়িয়ে চলুন। এতে দ্রুত আমাশয় থেকে সুস্থ হতে পারবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। 

নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ইনফরমেশন সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রিয় টপিকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url