১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

মুসলিম ধর্মের মহিলা পুরুষ প্রত্যেক ব্যক্তিরাই আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করেন। আল্লাহ এবাদাতকারী ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন। হযরত মুহাম্মদ (স) এর জীবদ্দশায় অনেক মহিলা, পুরুষ সাহাবী ছিলেন যারা প্রিয় নবীজিকে ইসলামের প্রচারে সহযোগিতা করেছেন। আল্লাহর রাস্তায় আমল ইবাদতে নিজেকে উৎসর্গ করেছেন। আল্লাহ দুনিয়াতেই সেই সাহাবীদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম অনেকেই জিজ্ঞাসা করেন। কেননা প্রত্যেকটি ধার্মিক মহিলার মনে প্রশ্ন আসে কে ছিলেন এমন ভাগ্যবান ব্যক্তি যারা দুনিয়াতেই আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জান্নাতের সুসংবাদ পেলেন।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম - সকল মহিলা সাহাবীদের নামের তালিকা
দুনিয়াতে তার জীবনেই সার্থক যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আল্লাহর সকল রিযিক দুনিয়াতে পেয়েছেন। সুস্থতা, ইবাদত, আর্থিক সবকিছু রিজিক পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন আল্লাহ বান্দার ইবাদতে সন্তুষ্টি অর্জন করেছেন। তাই সুসংবাদের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম যারা কোন হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবেন। আজকের আর্টিকেলটিতে সকল মহিলা সাহাবীদের নামের তালিকা, ম, জ, র, ত, ই দিয়ে মহিলা সাহাবীদের নাম জানিয়ে দেব। মহিলা সাহাবীদের প্রত্যেকটি নাম জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম - সকল মহিলা সাহাবীদের নামের তালিকা

.

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

আল্লাহর এবাদত বন্দেগীতে যারা নিজেকে বিলিয়ে দিয়েছিলেন একমাত্র তারাই সুসংবাদ পেয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাদের খুশি করেছেন এই সুসংবাদ এর মাধ্যমে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী। এই আখেরাতের কথা চিন্তা করে যে মহিলা সাহাবীরা আল্লাহর এবাদতে মশগুল ছিল তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। কে ছিলেন এই মহিলা সাহাবীগুলো যারা দুনিয়াতেই আল্লাহর সুসংবাদ পেয়েছিলেন? নিচে ১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম দেওয়া হলোঃ
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম - সকল মহিলা সাহাবীদের নামের তালিকা
  • খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাঃ) (হযরত মুহাম্মদ (সা) এর প্রথম স্ত্রী)
  • হাফসা (রাঃ) বিনতে খলিফা ওমর ইবনুল খাত্তাব ( হযরত মুহাম্মদ (সা) এর স্ত্রী)
  • হযরত আয়েশা (রাঃ) বিনতে আবু বকর (হযরত মুহাম্মদ (সা) এর তৃতীয় স্ত্রী)
  • ফাতেমা (রাঃ) (হযরত মুহাম্মদ (সা) এর কন্যা)
  • আসিয়া (রাঃ) বিনতে মুজাহিম (ফেরাউনের স্ত্রী)
  • উম্মে সুলাইম (রাঃ) বিনতে মিনহান (আবু তালহা রাঃ এর স্ত্রী)
  • সুমাইয়া রাঃ বিনতে খাব্বাত (ইসলামের প্রথম মহিলা শহীদ)
  • মরিয়ম (রাঃ) বিনতে ইমরান (আ.) (ঈসা আঃ মাতা) সম্মানিত ধার্মিক নারী
  • উম্মে হারাম (রাঃ) বিনতে মিলহাম (উম্মে সুলাইমের বোন)
  • গুমায়সা (রাঃ) বিনতে মিলহান (রাঃ)
  • সুরাইয়া (রাঃ) আল আসাদিয়া
  • রবি (রাঃ) বিনতে মু আওযায
উপরে দেওয়া এই মহিলা সাহাবীরা দুনিয়াতে বেঁচে থাকা কালীন হযরত মুহাম্মদ (সা) কাছে থেকে পাওয়া ওহীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। প্রিয় পাঠক আশা করি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জানতে পেরেছেন।

সকল মহিলা সাহাবীদের নামের তালিকা

ইসলাম ধর্মের প্রত্যেকটি মহিলারই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম, সকল মহিলা সাহাবীদের নামের তালিকা জানার ইচ্ছা রয়েছে। মহিলা সাহাবী কাকে বলা হয় আপনি নিশ্চয়ই জানেন না। মহিলা সাহাবী হলেন সেই ব্যক্তি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সময়ে তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 

রাসূলুল্লাহকে স্বচক্ষে দেখে তার দেওয়া আদেশ-নিষেধ কানুন মেনে মৃত্যুবরণ করেন সেই মহিলাদেরকে মহিলা সাহাবী বলা হয়। সকল মহিলা সাহাবীদের নামের নির্দিষ্ট কোন হিসাব নেই। সেই মহিলা গুলোর মধ্যে থেকে কিছু উল্লেখযোগ্য যোগ্য সকল মহিলা সাহাবীদের নামের তালিকা দেওয়া হলোঃ
  • ফাতিমা (রাঃ) বিনতে মুহাম্মদ (সা)
  • খাদিজা (রাঃ) বিনতে খুওয়াইলিদ
  • আসমা (রাঃ) বিনতে আবু বকর
  • সুমাইয়া (রাঃ) বিনতে খাব্বাত
  • উম্মে সালামা (রাঃ)
  • উম্মে হানি (রাঃ) বিনতে আবু তালিব
  • হাফসা (রাঃ) বিনতে উমর
  • উম্মে আবদুল্লাহ (রাঃ)
  • উম্মে সুলাইম (রাঃ) বিনতে মিলহান
  • নুসাইবা (রাঃ) বিনতে কাব
  • উম্মে কুলসুম (রাঃ) বিনতে মুহাম্মাদ (সা)
  • জয়নাব (রাঃ) বিনতে জাহশ
  • মারিয়া (রাঃ) বিনতে শামুন
  • উম্মে রুবাই (রাঃ)
  • সাফিয়া (রাঃ) বিনতে আবদুল মুত্তালিব
  • উম্মে হারাম (রাঃ) বিনতে মিলহান
  • উম্মে সালামা (রাঃ)
  • উম্মে ফারওয়া (রাঃ)
  • উম্মে হাকিম (রাঃ)
  • উম্মে খালিদ (রাঃ)
  • উম্মে আওফ (রাঃ)
  • উম্মে মুনযির (রাঃ)
  • উম্মে আতিয়া (রা) বিনতে আল হারিস
  • উম্মে দারদা (রাঃ)
  • উম্মে সাইদ (রাঃ)
  • উম্মে কিরফা (রাঃ)
  • উম্মে জাইদ (রাঃ)
  • উম্মে শরীক (রাঃ)
প্রিয় পাঠক উপরে মহিলা সাহাবীদের নাম দেওয়া হয়েছে। আশা করি এই নামগুলো জেনে উপকৃত হবেন।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম অনেকে জিজ্ঞাসা করেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা অনেক, পুরুষ অনেক সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। পাশাপাশি মহিলা অনেক সাহাবীরাও দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। 

তারা দুনিয়াতে এতই আল্লাহর এবাদতে মশগুল ছিলেন যে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতেই তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। যারা আখেরাতের জন্য চিন্তা করে আল্লাহ তাদের নিশ্চয়ই ভালো ফলাফল দেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া এটা সবচাইতে বড় পুরস্কার। নিচে ১৫ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের নাম ও ১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম নিচে দেওয়া হলঃ
পুরুষ সাহাবীদের নামঃ
  • আবু বকর (রাঃ)
  • হযরত উমর (রাঃ)
  • উসমান (রাঃ)
  • আলী (রাঃ)
  • আবু উবাইদা (রাঃ)
  • আব্দুর রহমান (রাঃ)
  • তালহা (রাঃ)
  • জুবায়ের ইবনুল আওয়াম (রাঃ)
  • সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)
  • সাঈদ (রাঃ)
  • হাসান (রাঃ)
  • আল-হুসাইন (রাঃ)
  • মুসআব (রাঃ)
  • খালিদ (রাঃ)
  • সালমান আল ফারিসী (রাঃ)
মহিলা সাহাবীদের নামঃ
  • খাদিজা (রাঃ)
  • হাফসা (রাঃ)
  • হযরত আয়েশা (রাঃ)
  • ফাতেমা (রাঃ)
  • আসিয়া (রাঃ)
  • উম্মে সুলাইম (রাঃ)
  • সুমাইয়া (রাঃ)
  • মরিয়ম (রাঃ)
  • উম্মে হারাম (রাঃ)
  • গুমায়সা (রাঃ)
  • সুরাইয়া আল আসাদিয়া (রাঃ)
  • রবি (রাঃ)
উপরে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১৫জন পুরুষ সাহাবীর নাম ও ১২জন মহিলা সাহাবীর নাম দেওয়া হয়েছে।

ম দিয়ে মহিলা সাহাবীদের নাম

প্রিয় নবীর জীবদ্দশায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন তার মধ্যে ম দিয়ে কিছু মহিলা সাহাবীদের নাম রয়েছে। মহিলা সাহাবীদের নাম ম দিয়ে অনেকে জিজ্ঞাসা করেন। নিচে ম দিয়ে মহিলা সাহাবীদের নাম দেওয়া হলোঃ
  • মারিয়া কিবতিয়া (রাঃ)
  • মায়মুনা (রাঃ)
  • মুলাইকা (রাঃ)
  • মাহজানা (রাঃ)
ম দিয়ে এই চারটি মহিলা সাহাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম অনেকেই জানেন না। বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম যেগুলো উল্লেখ রয়েছে তার তালিকা নিচে দেওয়া হলঃ
  • হযরত মরিয়ম (আঃ)
সরাসরি এই একটি নামই কুরআনে উল্লেখ রয়েছে। পরোক্ষভাবে কিছু মহিলা সাহাবীদের নাম ইঙ্গিত করা হয়েছে তারমধ্যে
  • হযরত খাদিজা (রাঃ)
  • হযরত আয়েশা (রাঃ)
  • হযরত মারিয়া কিবতিয়া (রাঃ)

জ দিয়ে মহিলা সাহাবীদের নাম

অনেক মহিলারা মহিলা সাহাবীদের নাম প্রসঙ্গে জিজ্ঞেস করেন। তবে নিজের নামের সম্পর্কে বিস্তারিত জানতে নিজের অক্ষরের সাথে মিল রেখে জ দিয়ে মহিলা সাহাবীদের নাম সম্পর্কে জিজ্ঞেস করেন। নিচে জ দিয়ে মহিলা সাহাবীদের নাম দেওয়া হলোঃ
  • জয়নব বিনতে জাহশ (রাঃ)
  • জুওয়াইরিয়া বিনতে আল হারিস (রাঃ)
  • জাহরা বিনতে আবু উমায়ের (রাঃ)
  • জামিলা বিনতে সাবিত (রাঃ)

র দিয়ে মহিলা সাহাবীদের নাম

র দিয়ে মহিলা সাহাবীদের নাম অনেকে জিজ্ঞাসা করেন। অনেক মহিলাদের মনে প্রশ্ন আসে র দিয়ে কি কোন মহিলা সাহাবী ছিলেন। হ্যাঁ র দিয়ে নামের মহিলা সাহাবী ছিলেন ২ জন।
  • রুমাইসা বিনতে মিলহান (রাঃ)
  • রুকাইয়া বিনতে মুহাম্মদ (সা)

ত দিয়ে মহিলা সাহাবীদের নাম

অনেক মহিলা প্রশ্ন করেন ত দিয়ে মহিলা সাহাবীদের নাম সম্পর্কে। আমাদের জানামতে ত দিয়ে মহিলা সাহাবী ছিলেন ২জন। ত দিয়ে মহিলা সাহাবীদের নাম নিচে দেওয়া হলঃ
  • তাহমিনা বিনতে হযরত আলী (রাঃ)
  • তামাদা বিনতে আহসান (রাঃ)

লেখকের মন্তব্য

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম, সকল মহিলা সাহাবীদের নামের তালিকা সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। যারা এ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। এ প্রসঙ্গে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। 

নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ইসলাম সম্পর্কিত অন্যান্য আরটিকাল পড়তে আমাদের ওয়েবসাইটের ইসলামিক ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন