গলা ব্যথার ঔষধ, ট্যাবলেট এর নাম বাংলাদেশ - গলা ব্যথার কারণ

গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ এ অনেকে জানেন না। গলা ব্যথা হলে দ্রুত গলা ব্যাথার ঔষধ খাওয়া উচিত। গলা ব্যথা থেকে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন রোগের লক্ষণ গলা ব্যাথার মাধ্যমে প্রকাশ পায়। গলা ব্যথা হলে ডিপথেরিয়া, মনোনিউক্লিওসিস, টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, গ্যাস্ট্রোইসোফেজিয়া রিফ্লাক্স ডিজিজ, ল্যারিঞ্জাইটিস, রোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই কোন রোগ প্রকাশ পাওয়ার পূর্বেই গলা ব্যথা হলে বসে না থেকে দ্রুত চিকিৎসা করুন। গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ এ যারা জানেন না তারা এই ট্যাবলেট গুলোর নাম জেনে দ্রুত চিকিৎসা করতে পারবেন।
গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ - গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ
বিভিন্ন কারণে গলা ব্যথা হয়, হুট করে যদি কারোর গলা ব্যথা হয় সে ক্ষেত্রে কখনো চিন্তিত হওয়ার দরকার নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। এছাড়া গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ, গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ এ জেনে ঔষধ গুলো সেবন করুন দ্রুত সুস্থ হবেন। গলা ব্যাথা সম্পর্কে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

পোস্ট সূচিপত্রঃ গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ - গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ

.

গলা ব্যথার কারণ
গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ - গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ

গলা ব্যথার বিভিন্ন কারণ রয়েছে, মানব শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হলে গলা ব্যথা হয়। অনেক ব্যক্তি আছেন যারা গলা ব্যথা হলে অতিরিক্ত চিন্তা করেন। ভাবেন তার কোন বড় ধরনের সমস্যা হয়েছে। গলা ব্যথা হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন। একাধিক কারণে গলা ব্যথা হয় নিচে গলা ব্যথার কারণ গুলো দেওয়া হলঃ
  • সাধারণ সর্দি
  • টনসিল
  • স্টেপ থ্রোত
  • ভাইরাস সংক্রমণ
  • ব্যাকটেরিয়াল সংক্রমণ
  • এলার্জি
  • শুষ্ক আবহাওয়া
  • উচ্চস্বরে আওয়াজ
  • ইনফেকশন
উপরের এই সমস্যাগুলো কারণে গলা ব্যথা হয়, কোন ব্যক্তির এ কারণগুলোর মধ্যে একাধিক কারণও থাকতে পারে যেমন সর্দি ও টনসিল, ভাইরাস সংক্রমণ ব্যাকটেরিয়াল সংক্রমণ। তাই গলা ব্যথা হলে অবহেলা না করে চিকিৎসা নিন।

গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ

গলা ব্যথা হলে অনেকেই চান চিকিৎসকের কাছে না গিয়ে নিজেই চিকিৎসা করবেন। অথবা চিকিৎসকের পরামর্শ না নিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে সেমন করবেন। আবার অনেক সময় ব্যস্ততার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করার সময় হয় না। কর্মব্যস্ততার কারণে অনেকে চিকিৎসা নিতে নারাজ। গলা ব্যথা কে আমরা তেমন গুরুতর রোগ হিসেবে প্রাধান্য দেই না। 

তাই গলা ব্যথা হলেই বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে গলা ব্যথার ঔষধ খুজিনেয়। যারা ভাবছেন গলা ব্যথা হলে ওষুধের নাম জেনে সেবন করবেন। গলা ব্যথা তো বিভিন্ন ধরনের রয়েছে তার কারণগুলো উপরে তুলে ধরেছি। গলা ব্যথার কারণ অনুযায়ী ভিন্ন ভিন্ন ঔষধ সেবন করতে হয়। সংক্রমণজনিত, ব্যাকটেরিয়ালজনিত, এলার্জিজনিত ব্যথা। 

প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার গলা ব্যথা কেন হচ্ছে৷ এরপর রোগ নির্ণয় করে রোগ অনুযায়ী ওষুধ সেবন করুন। নিজের রোগের ধরন অনুযায়ী গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ এর ঔষধ তালিকা দেওয়া হলঃ
এলার্জিজনিত গলা ব্যথা
  • Fexofenadine
  • Cetirizine
গলার স্প্রে ও লজেন্স হলে
  • Benzocaine Oral Spray
  • Septrin 80mg/400mg Tablets
সাধারণ জ্বর সর্দি জনিত ব্যথা
  • Paracetamol
  • ibuprofen
ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে এন্টিবায়োটিক
  • Amoxicillin
  • Azithromycin
  • Cefadroxil
উপরে দেওয়া এই ওষুধগুলো গলা ব্যথার চিকিৎসায় একটি রোগীকে সেবন করার পরামর্শ দেওয়া হয়। আপনি চাইলে এই ঔষধ গুলোর মধ্যে থেকে এটি কোন ঔষধ রোগের ধরন অনুযায়ী সেবন করে সুস্থ হতে পারবেন। উপরের এই ওষুধগুলো রোগীর রোগের ধরন অনুযায়ী চিকিৎসকেরা সেবন করার পরামর্শ দেন। 
তবে সবচাইতে ভাল ফলাফল পাওয়ার জন্য একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন। এরপর চিকিৎসকের দেওয়া পরামর্শ ঔষধ সেবন করুন। প্রিয় পাঠক আশা করি গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ এর ঔষধ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ

গলা ব্যথা হলে বসে না থেকে এর চিকিৎসা নেওয়া উচিত। কেননা চিকিৎসা ব্যতিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি হয়। তাই কোন রোগ দেখা দাও মাত্র অল্পতেই তার চিকিৎসা করা প্রয়োজন। গলা ব্যথা হলে গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ এ জেনে আপনি গলা ব্যথার ঔষধ সেবন করে সুস্থ থাকতে পারবেন। 

গলা ব্যথার চিকিৎসায় চিকিৎসকেরা রোগীর রোগের ধরন অনুযায়ী ট্যাবলেট সেবন করার পরামর্শ দেন। গলা ব্যথার চিকিৎসায় গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ এ যে ওষুধ গুলো সেবন করা পরামর্শ দেওয়া হয় একটা তালিকা নিচে দেওয়া হলঃ
  • Strepsils
  • Napa
  • Cefdinir
  • Ceftriaxone
  • naproxen
  • Clarithromycin
  • Ketoprofen
  • Azithromycin
  • Tonsilgon
  • Laryngin
উপরের এই ট্যাবলেট গুলো প্রত্যেকটি গলা ব্যথার চিকিৎসায় সেবনের পরামর্শ দেওয়া হয়। আপনি চাইলে এই ট্যাবলেট গুলো আপনার রোগের ধরন অনুযায়ী সেবন করে সুস্থ হতে পারবেন। তবে অবশ্যই ট্যাবলেট গুলো সেবন করার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। কেননা একজন চিকিৎসক আপনার রোগের ধরন পর্যবেক্ষণ করে সঠিক পরামর্শ দেবেন কোন ঔষধ সেবন করা প্রয়োজন। প্রিয় পাঠক আশা করি গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ এ সম্পর্কে জানতে পেরেছেন।

ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ নাম

আমাদের দেশের অধিকাংশ ব্যাক্তির অহরহ এই সমস্যা দেখা যায়। সর্দি জনিত জ্বর, হলে এরকম সমস্যা অথবা সংক্রমণজনিত কারণেও ঢোক গিলতে গেলে গলা ব্যথা হয়। আপনার যদি ঢোক গিলতে গেলে গলা ব্যথা হয় সে ক্ষেত্রে কিছু ঔষধ সেবন করে সুস্থ হতে পারবেন নিচে গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ, ঢোক গিলতে গলা ব্যাথার ওষুধ নাম দেওয়া হলোঃ
  • Strepsils
  • Napa
  • Azithromycin
  • Clarithromycin
  • naproxen
  • Flurbiprofen
  • Benzydamine
এই ঔষধ গুলো ঢোক গিলতে গলা ব্যথার ঔষধ হিসেবে সেবন করা হয়। তবে ওষুধগুলো সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কেননা একজন চিকিৎসক আপনার বয়স রোগের ধরন অনুযায়ী ঔষধ এর ডোজ গ্রহণ করতে পরামর্শ দেবেন।

গলা ব্যথার ঘরোয়া চিকিৎসা

গলা ব্যথা হলে ঘরোয়া উপায় অনুসরণ করে দ্রুত সুস্থ হতে পারবেন। গলা ব্যথার চিকিৎসায় ঘরোয়া উপায় গুলো অত্যন্ত কার্যকারী। গলা ব্যথা হলে হালকা গরম পানি নিন এর সাথে লবণ মিশিয়ে কমপক্ষে ১০ মিনিট গড়গড়া করুন। এরপর এক চামচ মধু এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে খেয়ে নিন এতে গলা ব্যথা কমতে সাহায্য করবে। গলা ব্যথা হলে আদা, লেবুর রস, মধু দিয়ে বেশি বেশি চা খান। 
এতে দ্রুত গলা ব্যথা থেকে সুস্থ হতে পারবেন। অতিরিক্ত গলা ব্যথা হলে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন এতে গলা ব্যথা কমে যাবে। দ্রুত উপশম পেতে গরম দুধের সাথে এক চামচ হলুদ মিশিয়ে নিন। এরপর হলুদ দুধ খেয়ে নিন গলা ব্যথা কমাতে সাহায্য করবেন। ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকুন, পরিশেষে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। 

উপরে দেওয়া এই ঘরোয়া উপায় গুলো অনুসরণ করে আপনি গলা ব্যথা থেকে দ্রুত পরিত্রাণ পাবেন। যদি গলা ব্যথা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় সে ক্ষেত্রে গলা ব্যাথার ঔষধ এর নাম বাংলাদেশ, গলা ব্যাথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ এ জেনে আপনি ঔষধ সেবন করুন দ্রুত সুস্থ হবেন।

গলা ব্যথার এন্টিবায়োটিক ঔষধ এর নাম

গলা ব্যথার চিকিৎসায় বিভিন্ন এন্টিবায়োটিক ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয়। ভাইরাস জনিত, অথবা ব্যাকটেরিয়াল জনিত সংক্রমণ হলে এন্টিবায়োটিক সেবন করার প্রয়োজন পড়ে। তাছাড়া দীর্ঘদিন যদি গলা ব্যথা হয় সে ক্ষেত্রে এন্টিবায়োটিক সেবন করতে হয়। গলা ব্যথার এর নাম বাংলাদেশ, গলা ব্যথার এন্টিবায়োটি ঔষধ এর নাম নিচে দেওয়া হলঃ
  • Azithromycin
  • Amoxicillin
  • Doxycycline
  • Clarithromycin
  • Penicillin
  • Flucloxacillin
  • Ceftriaxone
  • Cefdinir
সর্দি কাশি গলা ব্যথার ওষুধ
হুট করে অনেকের গলা ব্যথা করে। বিশেষ করে সর্দি কাশি জনিত গলা ব্যথা অহরহ দেখা যায়। কারোর আবার ঠান্ডা লাগলেই টনসিল জনিত গলা ব্যথা হয়। সর্দি কাশি জনিত গলা ব্যথা হলে খুব সহজেই কিছু ওষুধ সেবন করে দ্রুত সুস্থ হতে পারবেন। গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ, গলা ব্যথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ, সর্দি কাশি গলা ব্যথার ওষুধ এর নাম নিচে দেওয়া হলঃ
  • Paracetamol
  • Naproxen
  • Salbutamol
  • Codeine
  • Bromhexine
  • Strepsils
  • Diclofenac
  • Azithromycin

গলা ব্যথার এলোপ্যাথিক ঔষধ

অনেকেই গলা ব্যথার চিকিৎসার জন্য গলা ব্যাথার এ্যালোপ্যাথিক ঔষধ এর নাম জিজ্ঞাসা করেন। গলা ব্যথার চিকিৎসায় অন্যান্য ঔষধ এর চাইতে এলোপ্যাথিক ঔষধ সেবন করে দ্রুত সুস্থ হওয়া যায়। গলা ব্যথা একটি অসহ্য যন্ত্রণা। কোন খাবার খেতে গেলে গলাতে ব্যথা অনুভব করতে হয়। সারাদিন গলাতে ঢোক গিলতে গেলে গলাতে ব্যাথা হয়। 

অনেকে হুট করে এরকম গলা ব্যথার সম্মুখীন হন। হঠাৎ করে যদি আপনার গলা ব্যথা হয় সে ক্ষেত্রে এলোপ্যাথিক ঔষধ সেবন করুন। গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ, গলা ব্যাথার এ্যালোপ্যাথিক ঔষধ এর নাম নিচে দেওয়া হলঃ
  • Naproxen
  • Paracetamol
  • Amoxicillin
  • Clamox
  • Laryngen
  • Ceftriaxone
  • Clarithromycin
  • Dextromethorphan
  • Bromhexine
  • Advil

ঢোক গিলতে গলা ব্যথার কারণ

ঢোক গিলতে গলা ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। বিশেষ করে সর্দি কাশি জনিত সমস্যায় ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে ঢোক গিলতে গেলে গলা ব্যথা হয়। স্টেপ থ্রোট জনিত সমস্যায় ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে গলায় ব্যথা হয়। বিভিন্ন ধরনের ধূলিকণায় খাবারের সমস্যায় গলায় এলার্জির সৃষ্টি করে এলার্জি থেকে গলা ব্যথা হয়। 

কখনো কখনো খাদ্যনালীতে খাবার গ্রহণ করার সময় আঘাত লাগলে অথবা কেটে গেলে সবকিছু গিলতে গিয়ে আঁচড় লাগলে গলা ব্যথা হয়। তবে সাধারণত প্রত্যেকের ঢোক গিলতে গেলে গলা ব্যথার কারণ হলো সংক্রমণ জনিত। তাই যদি গলা ব্যথা আক্রান্ত হন সে ক্ষেত্রে বসে না থেকে চিকিৎসা করুন। ঘরোয়া উপায়ের পাশাপাশি গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ এ জেনে সেবন করুন দ্রুত সুস্থ হবেন।

লেখকের মন্তব্য

গলা ব্যথার ঔষধ এর নাম বাংলাদেশ, গলা ব্যাথার ট্যাবলেট এর নাম বাংলাদেশ এ অনেকে জিজ্ঞাসা করেন। আজকের আর্টিকেলটিতে গলা ব্যথা সম্পর্কে ঔষধ, ঘরোয়া উপায়, কারণ ও প্রত্যেকটি বিষয় নিয়ে সঠিক উত্তর দিয়েছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। 

নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। গলা ব্যথা সম্পর্কিত অন্যান্য কোন প্রশ্ন থাকলে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। এ সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি গুলো ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন