100+ বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, কবিতা - নতুন বিয়ের শুভেচ্ছা

বন্ধুত্ব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে আনন্দিত করা যায়। নতুন বিয়ের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে শুভেচ্ছা বার্তা পাঠালে একে অপরের প্রতি বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়। আজকের আর্টিকেলটিতে বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস, কবিতা, শুভেচ্ছা বার্তা, ফানি স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা স্ট্যাটাস - নতুন বিয়ের শুভেচ্ছা
বন্ধু ছাড়া জীবন অচল। জীবনে চলতে গেলে প্রত্যেকটি পদক্ষেপে বন্ধুর প্রয়োজন হয়। আপন জনের চাইতে বন্ধুরাই বিপদ-আপদে দ্রুত ছুটে আসে। তাই সুখ ও দুখে এক বন্ধু আরেক বন্ধুর পাশে দাঁড়ানো দায়িত্ব ও কর্তব্য। দুঃখের সময় যেমন বন্ধুর পাশে দাঁড়াতে হয় তেমনি বন্ধুর সুখের সময়ও বন্ধুকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। বন্ধুর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বন্ধুকে আনন্দিত করা যায়। নতুন বিয়ের শুভেচ্ছা বার্তা, বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস, বন্ধুর বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস, বন্ধুর বিয়ের সম্পর্কিত প্রত্যেকটি বিষয় জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পোস্ট সূচিপত্রঃ বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, কবিতা - নতুন বিয়ের শুভেচ্ছা

.

বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

অনেকে বন্ধুর বিয়েতে উপস্থিত থাকেন। আবার অনেক বন্ধুই বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে পারেন না। শিক্ষা জীবন শেষ করার পর কর্মজীবন শুরু করলে বন্ধুদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। আর এই দূরত্বের জন্যই বন্ধুর বিয়েতে উপস্থিত না থাকতে পারলেও বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা পাঠানোই তো যাই। বন্ধুকে খুশি করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য, আনন্দিত করার জন্য, নিচে বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা গুলো পাঠাতে পারেনঃ
  • দোয়া করি তোমাদের জীবন ফুচকা ও টক জলের মতো হোক। একে অপরকে ছাড়া যাতে স্বাধ না লাগে। শুভ বিবাহ বার্ষিকী।
  • দোয়া করি তোদের আগামী পথ চলাগুলো সুন্দর হোক, শুভ বিবাহ বার্ষিকী।
  • তোমাদের সম্পর্কের জুটি সারা জীবন যাতে একত্রিত থাকে। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  • পেছনে ফেলে আসা হাস্যোজ্জ্বল দিনগুলোর মতই আগামী দিনগুলো তোমাদের হাস্যজ্জল হোক। শুভ বিবাহ বার্ষিকী।
  • দোয়া করি তোমরা একে অপরকে ভালোবেসে আগামী দিনগুলো পাড়ি দিতে পারো। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  • স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক তোমাদের এই সম্পর্ক চিরস্থায়ী হোক। শুভ বিবাহ বার্ষিকী।
  • আজকের এই দিনে তোমাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল। আবার আজকের এই দিনটিতেই নতুন বৎসরে পা রাখতে যাচ্ছ। শুভ বিবাহ বার্ষিকী।
  • তোমাদের এই আনন্দে ভরা দিনগুলো যাতে আগামী দিন গুলোতেও থাকে। শুভ বিবাহ বার্ষিকী।
  • তোমাদের সম্পর্ক যেন একে অপরের প্রতি আরো দৃঢ় হয়। শুভ বিবাহ বার্ষিকী।
  • তোমাদের পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাক, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।

নতুন বিয়ের শুভেচ্ছা
বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা স্ট্যাটাস - নতুন বিয়ের শুভেচ্ছা

অনেক বন্ধুই আছে বন্ধুদের বিয়েতে নতুন বিয়ের শুভেচ্ছা, বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। আবার অনেকেই নতুন বিয়ের শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য খোঁজ করেন। সার্চ ইঞ্জিনে সার্চ করে যারা বিয়ের শুভেচ্ছা বার্তা খোঁজ করেন তাদের উদ্দেশ্যে নিচে কিছু নতুন বিয়ের শুভেচ্ছা বার্তা দেওয়া হলঃ
  • প্রিয় বন্ধু, তোদের নতুন যাত্রা শুভ হোক, শুভ বিবাহ।
  • আজকে তোদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হল, শুভ বিবাহ।
  • তোদের একে অপরের ভালোবাসা যেন চিরস্থায়ী হয়। শুভ বিবাহ।
  • নতুন জীবনে পদার্পণ করার জন্য সুখের মুহূর্ত গুলো শুরু করার জন্য শুভকামনা।
  • তোমাদের জীবনের আজকে থেকে সফর শুরু হল, তোমাদের ভালোবাসা সুখ ও সমৃদ্ধি পাক। শুভ বিবাহ।
  • তোমাদের একে অপরের সাথে আজকের এই সম্পর্ক চিরস্থায়ী হোক।
  • ভালোবাসায় ভরপুর, সুখ সমৃদ্ধিপূর্ণ নতুন জীবন শুরু করার জন্য শুভেচ্ছা। শুভ বিবাহ।
  • আজকে তোমাদের জীবনের নতুন জীবন শুরু হলো, এই ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাক।
  • আজকের দিনটিতে নতুন জীবন শুরু করার জন্য শুভেচ্ছা। শুভ বিবাহ।
  • বিবাহের এই সম্পর্কের যাত্রা যেন আনন্দের অচিরস্থায়ী হয়। শুভ বিবাহ।
  • একে অপরকে আঁকড়ে ধরে বাকি জীবনগুলো যেন কাটাতে পারো। শুভ বিবাহ।

বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা

বন্ধুকে বার্ষিকীর শুভেচ্ছা বার্তা হিসেবে স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা, কবিতা পাঠিয়ে খুশি করতে পারেন। বন্ধুর বিবাহ বার্ষিকীর খুশির এই দিনে স্মরণীয় করে রাখতে বন্ধুকে উপহার হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠান। শুভেচ্ছা বার্তা হিসেবে কবিতা কম কিছু নয়। যারা বন্ধুর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা কবিতা খোঁজ করেন তাদের উদ্দেশ্যে নিচে কিছু কবিতা দেওয়া হলঃ

।।বন্ধু তোমায় শুভেচ্ছা।।

বন্ধু তোমায় শুভেচ্ছা জানাই
আজকের এই দিনে

সারা জীবন সুখে থেকো
জীবন সঙ্গিনী নিয়ে

এক সাথে পথ চলো
হাতে রেখো হাত

সুখে থেকো সুখী হও করি শুধু প্রতীক্ষা
আজকে শুভ দিনে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

।। চিরস্থায়ী সম্পর্ক।।

তোমাদের ভালোবাসা চিরস্থায়ী হোক
পরবর্তী সব জীবনে

ভুলে যাও সব দুঃখ কষ্ট
আগামী দিন গুলোর স্মরণে

শুভেচ্ছা জানাই বিবাহের দিনে
নতুন বছরের পদার্পনে

ভালোবাসায় জড়ানো মুহূর্তগুলো
পূর্ণতা পাক আগামী জীবনে

বন্ধুর বিবাহ বার্ষিকীতে কি উপহার দেওয়া যায়

বন্ধুর বিবাহ বার্ষিকীতে উপহার দিয়ে বন্ধুকে খুশি করার অনেক উপহার রয়েছে। বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাতে বন্ধুকে উপহার দিন। উপহার দেওয়ার মাধ্যমে আপনাদের বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হবে। বন্ধুত্বের সম্পর্ক এমনই যে একে অপরকে সাহায্য করলে উপহার দিলে পরবর্তীতে পুনরায় তা ফিরে পাওয়া যায়। তাই আপনি যদি আপনার বন্ধুর কাছে থেকে উপহার আশা করেন সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার বন্ধুকে উপহার দিতে হবে। বন্ধুর বিবাহ বার্ষিকীতে উপহার দেওয়া যায় এরকম কিছু উপহারের তালিকা নিচে দেওয়া হলঃ
  • ব্র্যান্ডেড ওয়াচ
  • ব্র্যান্ডেড টি-শার্ট
  • ব্র্যান্ডেড প্যান্ট
  • ফটো এ্যালবাম
  • ওয়ালমেট
  • ভ্রমণের প্যাকেজ
  • কাস্টমাইজড শোপিস
  • কাস্টমাইড জুয়েলারি
  • আর্টিফিশিয়াল ফুলের তোড়া
  • হ্যান্ডমেড শোপিস
  • কফি মেকার
  • মাইক্রোওভেন
  • কাচের শো-পিস
  • ডিজাইনার ওয়াল ক্লক
আপনি চাইলে উপরে দেওয়া এই গিফট গুলোর মধ্যে থেকে যেকোনো গিফট আপনার বন্ধুর বিবাহ বার্ষিকীতে উপহার হিসেবে দিতে পারেন।

বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

আপনার বন্ধুকে খুশি করার জন্য, আনন্দিত করার জন্য, শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস, বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। নিচে বন্ধুর বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়া হলোঃ
  • আজকের এই খুশির দিনে তোমাদেরকে জানাই শুভেচ্ছা শুভ বিবাহ।
  • প্রিয় বন্ধু তোমার জীবনের নতুন অধ্যায় আজ শুরু হল, এই অধ্যায় চিরস্থায়ী হোক, শুভ বিবাহ
  • তোমাদের ভালবাসা চিরস্থায়ী ও একে অপরের প্রতি অটুট থাকুক, শুভ বিবাহ।
  • প্রিয় বন্ধু আজকে থেকে শুরু হলো তোমাদের জীবনের একসাথে পথ চলা, বিয়ের শুভেচ্ছা।
  • আজকে দুটি প্রাণ একটি জীবনের যাত্রা শুরু করলো। শুভ বিবাহ।
  • তোমাদের দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, শুভ বিবাহ।
  • তোমাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো সুখের ও আনন্দের হোক, শুভ বিবাহ।
  • তোমাদের নতুন জীবনের পথ চলা দীর্ঘস্থায়ী হোক।
  • তোমাদের এই বিবাহের সম্পর্কে মাধ্যমে ভালোবাসার পূর্ণতা পাক। শুভ বিবাহ।
  • দোয়া করি তোমাদের এই বিবাহের বন্ধন সারা জীবন যাতে অটুট থাকে। শুভ বিবাহ।
  • এই পবিত্র বন্ধন এর মাধ্যমে একে অপরের প্রতি তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাক। বিয়ের শুভেচ্ছা।

বন্ধুর বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস

বন্ধুর বিয়েতে বন্ধুকে খুশি করতে হাস্যকর কিছু ফানি স্ট্যাটাস পাঠাতে পারেন। বন্ধুর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও বন্ধুর বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস অনেকেই খোঁজ করেন তাদের উদ্দেশ্যে নিচে কিছু ফানি স্ট্যাটাস দেওয়া হয়েছেঃ
  • তোকে কতই না নিষেধ করেছিলাম কিন্তু অবশেষে ভুলটা করেই ফেললি। শুভ বিবাহ।
  • তোদের সম্পর্ক প্রেসার কুকার এর মত হোক, বুক ফেটে গেলেও মুখে যাতে বলতে না পারিস। শুভ বিবাহ।
  • ভাই আজকে থেকে বাড়ির কাজ করতে প্রস্তুত হ, আড্ডা মারার দিন শেষ, শুভ বিবাহ।
  • এখন থেকে আর শান্তিতে পকেটে টাকা রেখে ঘুমাতে পারবে না, শুভ বিবাহ।
  • আগে তোর ঘুম ভাঙতো কোকিলের ডাক শুনে, এখন তোর ঘুম ভাঙবে কাকের ডাক শুনে, শুভ বিবাহ।
  • সারাক্ষণ তোদের জীবন ওয়াইফাই এর মত কানেকটেড থাকুক, শুভ বিবাহ।
  • সব সময় চার্জ করিস না ব্যাটারি ফুলে যাবে, শুভ বিবাহ।
  • রাস্তায় তোর বাইক চালানোর সময় শেষ, এখন নিজের বাইক চালা, শুভ বিবাহ।
  • ভাই তুই পাগলা ঘোড়াই উঠেই বসলি, এখন সারা জীবন তোকে নাচতে হবে। শুভ বিবাহ।
  • এতদিন জোর গলায় কথা বলেছিস, এখন সাইলেন্ট মোডে থাকিস, শুভ বিবাহ।
  • তুই সিংহ হলেও এখন থেকে তোকে সিংহীর আচরণ করতে হবে, শুভ বিবাহ।
উপরে আপনাদের উদ্দেশ্যে বন্ধুর বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস শেয়ার করেছি। এই স্ট্যাটাস গুলোর মধ্যে থেকে যেকোন স্ট্যাটাস পছন্দ অনুযায়ী আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন। আশা করি সবার পছন্দ হবে।

লেখকের মন্তব্য

বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, কবিতা, নতুন বিয়ের শুভেচ্ছা সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন। আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্যে লেখা। পুরো আর্টিকেলটিতে বন্ধুর বিবাহের প্রত্যেকটি বিষয় নিয়ে লিখেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। 

নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। বন্ধুর বিবাহ সম্পর্কিত, স্ট্যাটাস, ক্যাপশন সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন