৫০+ ছোট ব্যবসার আইডিয়া - বাড়িতে বসে ছোট ব্যবসা
ব্যবসা শুরু করার জন্য সবচাইতে সেরা উপায় হল ছোট ব্যবসার আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করা। কেননা ব্যবসা ছোট অবস্থায় ধীরে ধীরে ব্যবসার অভিজ্ঞতাও বাড়বে ও ব্যবসার প্রচার ও প্রসার ও বৃদ্ধি পাবে। সাথে সাথে আপনি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড় ব্যবসায়ী রূপান্তর করতে পারবেন। হুট করে বড় ব্যবসা শুরু করে দক্ষতার অভাবে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যায়। ফলে লাভের চাইতে লোকসানের সম্ভাবনা বেশি দেখা যায়। তাছাড়া বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া কে কাজে লাগিয়ে খুব সহজে প্রতিমাসে লক্ষাধিক টাকারও বেশি ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলটিতে।
ছোট ব্যবসার আইডিয়া কাজে লাগিয়ে অল্প টাকায় প্রচুর মুনাফা অর্জন করা যায়। সবচাইতে বেশি লাভবান হয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন একজন বড় ব্যবসায়ী একটি মোটরসাইকেল বিক্রয় করে দুই থেকে তিন হাজার টাকা লাভ করে। অন্যদিকে একজন ফুচকা ব্যবসায়ী দশ হাজার টাকার ফুচকা বিক্রয় করে ২০০০ টাকা লাভ করে। অথচ মোটরসাইকেলে ইনভেস্ট দেড় লক্ষ টাকা কিন্তু ফুচকায় ইনভেস্ট ১০ হাজার টাকা। কথা না বাড়িয়ে সেরা লাভজনক ছোট ব্যবসা ও বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।
পোস্ট সূচিপত্রঃ ৫০+ ছোট ব্যবসার আইডিয়া - বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া
.
ছোট ব্যবসার আইডিয়া
বড় ব্যবসার চাইতে ছোট ব্যবসা করে সবচাইতে বেশি লাভবান হওয়া যায়। ছোট ব্যবসার আইডিয়া কাজে লাগিয়ে দ্রুত অর্থ উপার্জন করা যায়। বড় ব্যবসার প্রসার ও প্রচার করতে দীর্ঘ সময় লাগে অনেক অর্থের প্রয়োজন হয়, কর্মীর প্রয়োজন হয়, নির্দিষ্ট রুম, বড় বাজার ছাড়া বড় ব্যবসায় লাভবান হওয়া যায় না। অন্যদিকে ছোট ব্যবসার আইডিয়াকে কাজে লাগিয়ে ছোট পরিসরে ছোট ব্যবসা যেকোনো জায়গায় শুরু করা যায়।
বাড়িতে বসে ছোট ব্যবসার ধারণা নিয়ে কিভাবে ব্যবসা করবেন? কোন ব্যবসায় সবচাইতে বেশি লাভবান হওয়া যায়, গ্রামে ছোট ব্যবসার আইডিয়া ও সবচাইতে সেরা লাভজনক ছোট ব্যবসা তালিকা নিচে দেওয়া হলঃ
- দই বিক্রির ব্যবসা
- জুস এর ব্যবসা
- কাঁচা মরিচ বিক্রয় ব্যবসা
- পুরনো কাপড়ের দোকান
- গিফট আইটেম বিক্রি
- সবজির দোকান
- সিজনাল খুরচা ফলের ব্যবসা
- প্যাকেটজাত মসলা বিক্রয়
- ফুল বিক্রয়
- আইসক্রিম বিক্রি
- ঝাল মুড়ি ব্যবসা
- ফুচকা ও চটপটির ব্যবসা
- মোবাইল রিচার্জ এর ব্যবসা
- পান ও সিগারেটের ব্যবসা
- কাগজের ব্যাগ তৈরীর ব্যবসা
- চুলের ক্লিপ রাবার ব্যান্ড ব্যবসা
- ছোট পরিসরে ফলের দোকান
- স্টেশনারি আইটেম
- ঘরে তৈরি আচার ব্যবসা
- বুট ও বাদাম ব্যবসা
- কাপড় বিক্রয়
- মোবাইল এক্সেসরিজ ব্যবসা
- ছোট হস্তশিল্প আইটেম বিক্রয় ব্যবসা
- চায়ের দোকান
- রান্নার মসলার দোকান
- বাচ্চাদের খেলনার ব্যবসা
- ছোট পরিসরে কসমেটিকস ব্যবসা
- মাটির পাত্র বিক্রয়
আরো পড়ুনঃ টাকা ছাড়া ব্যবসা করার ১৫টি সেরা উপায়
দই বিক্রির ব্যবসাঃ ছোট ব্যবসার মধ্যে সবচাইতে সেরা লাভজনক ব্যবসা হল দই বিক্রির ব্যবসা। আপনি ছোট পরিসরে নিজ উদ্যোগে দই তৈরি করে বিক্রয় করতে পারেন। অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে দই তৈরীর অর্ডার নিয়ে ব্যবসা শুরু করুন। অল্প কিছুদিনের ট্রেনিং নিয়ে অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে দই তৈরি করতে পারবেন। নিজ এলাকা থেকে দুধ সংগ্রহ করুন এরপর প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে দূর থেকে দই তৈরি করে বিভিন্ন হোটেল, রেস্তোর, মিষ্টান্ন ভান্ডার, এবং অন্যান্য দোকানে পরিবহনের মাধ্যমে পৌঁছে দিন।
জুস এর ব্যবসাঃ ছোট ব্যবসা গুলোর মধ্যে লাভজনক একটি ব্যবসা হল জুস এর ব্যবসা। অল্প টাকায় জুস এর ব্যবসা করে প্রচুর অর্থ ইনকাম করা যায়। বিভিন্ন বাজারে ফুটপাতে ধারে অথবা শহর অঞ্চলের বিভিন্ন অলিতে গলিতে অনেক ব্যক্তিরা জুস এর ব্যবসা করছেন। আপনিও চাইলে ছোট পরিসরে জুসের ব্যবসা করতে পারেন। ব্লেন্ডার, ও জুস তৈরীর মেশিন দুইটি মিলে সর্বোচ্চ ৫ হাজার টাকা খরচ হবে। এরপর ফল, আখ, ও অন্যান্য উপাদান সংগ্রহ করে বাজারে অথবা শহরের অলিতে গলিতে জুসের ব্যবসা শুরু করুন।
কাঁচা মরিচ বিক্রয় ব্যবসাঃ অল্প টাকায় লাভজনক ছোট ব্যবসা হল কাঁচামরিচ বিক্রয় ব্যবসা। বিভিন্ন কৃষকের কাছ থেকে কাঁচা মরিচ সংগ্রহ করে বাজারে অথবা শহরের অলিতে গলিতে ঠেলাগাড়ির মাধ্যমে বিক্রয় করুন। কৃষকের কাছ থেকে প্রতি কেজি ১২০ টাকায় কিনে বাজারে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত কাঁচা মরিচ বিক্রয় করা যায়।
পুরনো কাপড়ের দোকানঃ ছোট ব্যবসার মধ্যে অত্যন্ত লাভজনক ব্যবসা গুলোর মধ্যে পুরনো কাপড়ের দোকান অন্যতম। অল্প টাকায় শুরু করা যায় এরকম একটি ব্যবসা হল পুরনো কাপড়ের ব্যবসা। বর্তমানে বিভিন্ন অলিতে গলিতে ও ফুটপাতের ধারে পুরনো কাপড়ের প্রচুরসংখ্যক দোকান দেখতে পাওয়া যায়। আপনিও চাইলে পুরনো কাপড়ের দোকান শুরু করতে পারেন।
১০-১৫ হাজার টাকা পুজি নিয়ে পুরনো কাপড়ের দোকান করা যায়। শহর অঞ্চল থেকে অথবা বিভিন্ন কাপড়ের দোকান থেকে পুরনো কাপড় সংগ্রহ করুন। এরপর বিভিন্ন বাজারে অথবা ফুটপাতে ধারে, ভ্যান গাড়িতে বিক্রয় করুন।
গিফট আইটেম বিক্রিঃ অল্প টাকায় লাভবান ব্যবসা গুলোর মধ্যে একটি হলো গিফট আইটেম বিক্রি। বিভিন্ন গিফট সামগ্রী, গিফট পেপার, গিফট বক্স, শোপিস, আর্টিফিশিয়াল ফুল, ও বিভিন্ন সামগ্রীর ব্যবসা করুন।
সবজির দোকানঃ ছোট ব্যবসাগুলোর মধ্যে একটি হলো সবজির দোকান। অল্প টাকায় সবজির দোকান করে প্রচুর লাভবান হওয়া যায়। বিভিন্ন বাজারে, অথবা কৃষকের জমি থেকে সবজি সংগ্রহ করে বাজারে বিক্রয় করার পর কৃষককে অর্থ পরিষদ করা যায়। এজন্য পুঁজি ছাড়াই সবজির দোকান করা যায়। আপনি ছোট ব্যবসা করতে চাইলে সবজির ব্যবসা করুন।
সিজনাল খুরচা ফলের ব্যবসাঃ সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের ফল চাষীদের কাছ থেকে সংগ্রহ করে বাজারে বিক্রয় করুন। অল্প টাকায় সিজনাল খরচা ফলের ব্যবসা করে প্রচুর লাভবান হওয়া যায়। সিজন অনুযায়ী আম, কলা, পেঁপে, আনারস, পেয়ারা, লেবু, নারিকেল, স্ট্রবেরি, ড্রাগন, জামরুল, কাঁঠাল, ডালিম, ইত্যাদি সংগ্রহ করুন এরপর বাজারে অথবা বিভিন্ন স্থানে বিক্রয় করুন দ্রুত লাভবান হতে পারবেন।
প্যাকেটজাত মসলা বিক্রয়ঃ ছোট ব্যবসা করতে চাইলে প্যাকেটজাত মসলার ব্যবসা করুন। প্যাকেটজাত মশলা ব্যবসা করে দ্রুত লাভবান হতে পারবেন। মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গোল মরিচ, লবঙ্গ, ও অন্যান্য মসলা সংগ্রহ করুন। এরপর বাড়িতেই প্যাকেট তৈরি করে বাজারে অথবা ঠেলাগাড়িতে করে বিক্রয় করুন।
ফুল বিক্রয়ঃ অল্প টাকায় ব্যবসা করা যায় এরকম একটি ব্যবসা হল ফুল বিক্রয়। নার্সারি থেকে বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করুন। এছাড়া আর্টিফিশিয়াল ফুল দিয়ে হাতে তৈরি বিভিন্ন শোপিস অথবা ফুলের তোড়া তৈরি করুন। প্রতিদিন তাজা ফুলের তোড়া তৈরি করে শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করুন। ইভেন্ট ও বিভিন্ন প্রোগ্রামের কারণে প্রচুর পরিমাণ তাজা ফুলের চাহিদা রয়েছে। আপনি অল্প টাকায় ফুলের ব্যবসা করে প্রচুর লাভবান হতে পারবেন।
আইসক্রিম বিক্রিঃ কম টাকায় অধিক মুনাফা অর্জন করা যায় এরকম একটি ব্যবসা হল আইসক্রিমের ব্যবসা। স্কুল কলেজ অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, ফুটপাতে, ভ্যানে, বা হাতে করে আইসক্রিম বিক্রয় করে প্রচুর টাকা আয় করা যায়। সবচাইতে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি হলো আইসক্রিম ব্যবসা। ক্ষুদ্র কোন ব্যবসার পাশাপাশি আইসক্রিম বিক্রয় করুন।
বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া
অনেকেই চাই বাড়িতে বসে ব্যবসা করতে কিন্তু বাড়িতে বসে কি ব্যবসা করা যায়। বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া থাকলে আপনি খুব সহজেই বাড়ির কাজের পাশাপাশি বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। বাড়িতে বসে ইনকাম করার জন্য সবচাইতে সেরা মাধ্যম হলো অনলাইন। এছাড়া অফলাইনের মাধ্যমে বাড়িতে বসে ব্যবসা করা যায়। অফলাইনের চাইতে তুলনামূলক অনলাইনে পরিশ্রম কম আর্নিং বেশি। বাড়িতে বসে অনলাইনে ও অফলাইনে যে ছোট ব্যবসা গুলো করা যায় তার তালিকা নিচে দেওয়া হলঃ
- অনলাইন কোচিং সেন্টার স্থাপন
- হোম বেকারি
- গ্রাফিক্স ডিজাইন সার্ভিস
- ব্লগিং কন্টেন্ট রাইটিং
- কাস্টমাইজ জুয়েলারি ডিজাইন
- টেইলার্স এর ব্যবসা
- ক্ষুদ্র প্রচেষ্টায় টিউশনি ব্যবসা
- বাড়ির রুমে মুদি ও খাবার সহ সকল আইটেম ব্যবসা
- হোম ডেকর আইটেম ব্যবসা
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস
- হ্যান্ড মেট সাবান হুইল পাউডার ও কসমেটিক্স প্রোডাক্ট তৈরি
উপরে সবচাইতে সেরা বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া গুলো দেওয়া হয়েছে। আপনি চাইলে এই ব্যবসা গুলোর মধ্যে থেকে যেকোনো ব্যবসা ঘরে বসে করতে পারেন। অনলাইনের দক্ষতা থাকলে আপনি এর চাইতেও অনেক বেশি ছোট ছোট ব্যবসা করতে পারবেন।
ছোট ব্যবসার মেশিন
ঘরে বসে উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে চাইলে করতে পারেন খুব সহজেই। উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনাকে কিছু খাবার অথবা প্যাকেটজাত দ্রব্য উৎপাদন করতে হবে। যা ছোট মেশিনের মাধ্যমেই সম্ভব। আপনি ছোট ব্যবসা করতে চাইলে ছোট ব্যবসার মেশিন কিনে ছোট ব্যবসা শুরু করতে পারেন। অল্প খরচে উদ্যোক্তা হিসেবে কাজ করে প্রচুর লাভবান হতে পারবেন। ছোট ব্যবসা করার জন্য অনেক ছোট ব্যবসার মেশিন রয়েছে। ছোট ব্যবসার মেশিন এর তালিকা দেওয়া হলোঃ
- থ্রিডি প্রিন্টার মেশিন
- কফি ভেন্ডিং মেশিন
- ক্যান্ডেল মেকিং মেশিন
- আইসক্রিম মেশিন
- ফেস মাস্ক মেকিং মেশিন
- মিনি স্যানিটাইজার মেকিং মেশিন
- ডিজিটাল প্রিন্টিং মেশিন
- কাগজের ব্যাগ তৈরীর মেশিন
- স্যান্ডেল তৈরির মেশিন
- কলম তৈরীর মেশিন
- মিনি মিল্কিং মেশিন
- পপকন মেকিং মেশিন
- প্লাস্টিক প্যাকেট সিলিং মেশিন
- বেকারি ওভেন
- চকলেট মেকিং মেশিন
আপনার ব্যবসা অনুযায়ী এর মধ্যে থেকে যেকোনো মেশিন কিনে ছোট ব্যবসা শুরু করতে পারেন। অথবা এই মেশিন কিনে মেশিন অনুযায়ী নিজের এলাকায় ব্যবসা দাঁড় করান।
ছোট ব্যবসার পরিকল্পনা
ছোট ব্যবসা করার জন্য সবচাইতে সেরা মাধ্যম হলো পরিকল্পনা। আপনি যত সঠিক পরিকল্পনা অনুসরণ করে ব্যবসা শুরু করবেন তত দ্রুত ব্যবসায়ী সফলতা অর্জন করতে পারবেন। প্রথম অবস্থায় নিজের এলাকা, মার্কেটের পরিস্থিতি, লোকজনের সমাগম, ইনভেস্টের পরিমাণ, কাস্টমারের চাহিদা, লাভ ও লোকসান সম্পর্কিত বিষয় ভেবে ছোট ব্যবসার পরিকল্পনা নিন।
অল্প টাকায় শুরু করা যায় এরকম ব্যবসা শুরু করুন। অন্যান্য ব্যবসার চাইতে অল্প টাকায় যে ব্যবসা করে বেশি লাভবান হতে পারবেন ওই ব্যবসা করুন। ছোট ব্যবসা করে পুঁজি বৃদ্ধি হলে ওই ব্যবসা কি বড় পরিসরে স্থাপন করুন।
ছোট ব্যবসার আইডিয়া বাংলাদেশ
বাংলাদেশে করা যায় এরকম ৫০টি ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে এই আর্টিকেলটিতে আলোচনা করেছি। উপরে যে ব্যবসা গুলোর আইডিয়া দেওয়া আছে প্রত্যেকটি ব্যবসায়ী বাংলাদেশে করার জন্য উপযোগী। আপনি চাইলে এই ব্যবসা গুলোর মধ্যে থেকে যেকোনো লাভজনক ব্যবসা নির্বাচন করুন। এরপর ওই ব্যবসা শুরু করুন দ্রুত লাভবান হতে পারবেন।
ছোট ব্যবসা ঘরে বসে
আপনি ঘরে বসে ছোট ব্যবসা করতে চাইলে অনলাইনে সেক্টরের বিভিন্ন ব্যবসা করতে পারেন। যদি অফলাইনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। ছোট ব্যবসা ঘরে বসে করা যায় এরকম অনেক ব্যবসা রয়েছে। ঘরে বসে ছোট ব্যবসার কিছু তালিকা নিচে দেওয়া হলঃ
- কাস্টম জুয়েলারি তৈরি ব্যবসা
- হাতে তৈরি সাবান ও প্রসাধনী ব্যবসা
- রান্নার সামগ্রী ভাড়া দেওয়া ব্যবসা
- মশার কয়েল তৈরীর ব্যবসা
- পেইন্টিং বা আর্টওয়ার্ক বিক্রি
- হোমমেড কেক তৈরি ও বিক্রি
- বাড়িতেই নার্সারি ব্যবসা
- বাড়িতে টিউশনি ব্যবসা
- হস্তশিল্পের সামগ্রী তৈরি
- হোম বেকারি ব্যবসা
ঘরে বসে উপরের যে কোন ছোট ব্যবসা করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী ব্যবসার নির্বাচন করুন। এরপর ওই ব্যবসার প্রয়োজনে সামগ্রী কিনে ব্যবসা শুরু করুন। মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কাজ করুন দ্রুত লাভবান হতে পারবেন।
লেখক এর মন্তব্য
৫০+ ছোট ব্যবসার আইডিয়া ও বাড়িতে বসে ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে পুরো আর্টিকেলটিতে সঠিক তথ্য শেয়ার করেছি। আশা করি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। ব্যবসা সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটে ব্যবসা আইডিয়া ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।