নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট, উপহার, প্রস্তুতি, আজান, দোয়া

একজন গর্ভবতী মায়ের নবজাতক জন্মের পূর্বে প্রয়োজনীয় কিছু করণীয় রয়েছে। নবজাতকের প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয় সম্পর্কে প্রত্যেকের জানা প্রয়োজন। নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট, নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা, ও নবজাতকের জন্য আজান, দোয়া, করণীয়, প্রস্তুতি, উপহার, ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেলটিতে।
নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট - নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা
নবজাতক জন্মের পূর্বে তার প্রত্যেকটি ব্যবহারিক জিনিসের প্রয়োজন। তবে কিছু জিনিস সঙ্গে সঙ্গেই প্রয়োজন হয় আবার কিছু জিনিস জন্মের কিছু পরেও কিনলে সমস্যা নেই। তবে নবজাতকের জন্মের সময় কি কি প্রয়োজন হয়, ও নবজাতকের জন্য কোনগুলো প্রয়োজনীয়, নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট ও নবজাতকের প্রয়োজনীয় সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেয়া যাক।

পোস্ট সূচীপত্রঃ নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট - নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা

.

নবজাতকের জন্য শুভেচ্ছা বার্তা

নবজাতক জন্মগ্রহণ করার পরে খুশির বার্তা বয়ে নিয়ে আসে। অনেক প্রিয়জনরা রয়েছে যারা নবজাতকের জন্মের কথা শুনে নবজাতককে শুভেচ্ছা বার্তা তাকিয়ে থাকেন, নবজাতকের জন্য দোয়া করেন। নবজাতক জন্মের দিনে আত্মীয়-স্বজনরা নবজাতকের বাবা মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে থাকেন। নতুন শিশু বাবা মা ও আত্মীয়-স্বজনের জন্য খুশির বার্তা বহন করে। 

এমন সময় অনেকেই নবজাতকের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন। নবজাতকের জন্য সুন্দর কিছু শুভেচ্ছা বার্তা নিচে দেওয়া হলঃ
  • দেখেছি আমি চাঁদ উঠে ওই রাতের আকাশে, এখন দেখছি চাঁদ উঠেছে নতুন মায়ের কোলে। চাঁদকে আমি শুভেচ্ছা জানাই দীর্ঘজীবী হোক, হাসিমুখে থাকুক সে খুশির বার্তা বোক।
  • শুভকামনা জানাই ছোট্ট শিশুকে, মায়ের কোলে থাক ভালো থাকুক এই কামনা করে বাবা মার কোলে।
  • অভিনন্দন জানাই সেই মাকে জন্ম দিয়েছে যে ফুল, হেসে খেলে কাটিয়ে দিক উজ্জ্বল করুক কুল।
  • শুভকামনা সেই শিশুর জন্য থাকুক সে ভাল, সারা জীবন বাবা-মার কোলে জ্বালুক আলো।

নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট

একটি নতুন শিশুর জন্মের পরে প্রত্যেকটি প্রয়োজনীয় নতুন জিনিসের প্রয়োজন হয়। কিন্তু যেসব দম্পতির প্রথম শিশু জন্মগ্রহণ করছে তারা সঠিক জানেন না নতুন শিশুর জন্য কি কি কিনতে হয়। নতুন শিশু জন্মগ্রহণের সাথে সাথেই শিশুর কিছু সামগ্রীর প্রয়োজন। শিশুর জন্য প্রয়োজনের সামগ্রিক কিনতে অনেক বাবা মায়ের ভুল করে ফেলেন। 
নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট - নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা
যেমন যায় শিশুর জন্মের সময় প্রয়োজন সেগুলো কিনে ফেলেন, আবার যেগুলোর এমন সময় প্রয়োজন নেই সেগুলো কিনে ফেলেন। তাই নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট সম্পর্কের নিচে একটি তালিকা দেওয়া হলঃ
  • কাঁথা, ন্যাপি
  • ফিডিং বোতল, ডাইপার
  • ক্লিপ হ্যাঙ্গার, ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট
  • পাতলা টাওয়েল, নেইল কাটার
  • বাথ টাওয়েল, প্লাস্টিকের বোল
  • বালতি, বেবি স্ক্রিব মশারি
  • দোলনা, স্যানিটাইজার
  • ফতুয়া ও প্যান্ট, বিব(লাল পড়া)
  • মোজা হাত ও পায়ের, ছোট রুমাল,
  • পরিষ্কার তুলা, অ্যান্টিসেপটিক সাবান
  • ঝুড়ি, ফ্লাস্ক
  • টুপি, তেল
উল্লেখিত সামগ্রী গুলো আপনার শিশুর জন্মের পূর্বেই কিনে রাখতে পারেন। জন্মের পরে সাথে সাথে আপনার শিশুর জন্য এই সামগ্রী গুলোর প্রয়োজন হবে। এরপর প্রয়োজন অনুযায়ী আপনার শিশুর অন্যান্য সামগ্রীগুলো কিনুন। প্রিয় পাঠক আশা করি নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।

নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা

নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা হল নবজাতকের জন্য আল্লাহর কাছে দোয়া করা। নবজাতক শিশুর জন্ম গ্রহণ করলে অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। ইসলামিক আদব কায়দায় যাতে আল্লাহ শিশুকে বড় করেন, হেফাজতে রাখেন, সেজন্যে আল্লাহর কাছে প্রার্থনা করা। বাবা মা সন্তানের ইসলামিক দৃষ্টিকোণ থেকে শুভকামনা প্রেরণ করা। সন্তান ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন কখনোই অবজ্ঞা না করা। নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা হলঃ
  • এসেছে নতুন শিশু নতুন মায়ের কোলে আল্লাহ তুমি দিও হেদায়াত ইসলামিক জ্ঞান দিও খুলে। দীর্ঘজীবী হোক, ঈমানদার হোক, ইসলামী হোক বড় হলে, আল্লাহ তুমি সারা জীবন তাকে, রেখো মায়ের কোলে।

নবজাতকের জন্য আজান

বিশেষ করে মুসলিম ঘরে জন্ম নেওয়া শিশুর জন্য আযান দেওয়া জরুরী। আযান দেওয়া মুস্তাহাব। জীবনের শুরুতেই একটি শিশুর সাথে সাথে তাকে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া হয় আজান এর মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার নাতির জন্মের পর আযান দিয়েছিলেন। নবজাতকের জন্য আযান দেওয়ার সঠিক নিয়ম হল যত তাড়াতাড়ি সম্ভব। 
যদি সুযোগ থাকে তাহলে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই আযান দেওয়া উত্তম। বিভিন্ন ওলামায়ে কেরামগণ বলেন জন্মের ১-৭দিনের মধ্যে আযান দেওয়া যায়। যদি কোন কারণ বশত আযান দেওয়া না হয় সেক্ষেত্রে কোন সমস্যা নেই।

নতুন নবজাতকের জন্য দোয়া

নতুন নবজাতকের জন্য দোয়া করা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। শিশুর জন্মের পূর্বে অথবা জন্মের পরেই আল্লাহর নিকট দোয়া করা মুসলিমের দায়িত্ব। তবে শিশুর জন্মের পূর্বে থেকেই শিশুর জন্য দোয়া করা সুন্নত, ওয়াজিব আমল। সন্তান জন্মের পূর্বে থেকেই দোয়া করলে, আমল করলে সন্তান ইসলামিক, দ্বীনদার হয়। সন্তান জন্মের পূর্বে থেকেই আল্লাহর কাছে দোয়া করা একজন মুসলিমের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। 

আল্লাহর কাছে দোয়া না করলে সন্তান জন্মের পর শয়তান তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, ও পথভ্রষ্ট করে। তাই অবশ্যই সন্তান জন্মের পূর্বে থেকে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করা উচিত। সন্তান জন্মের পূর্বে ও সন্তান জন্মের পরে নবজাতকের জন্য যে দোয়া করবেন তা হলঃ রাব্বানা-হাবলানা-মিন আজওয়া-জিনা ওয়া য়ুররিইইয়া-তিনা কুররাতা আ ইউনিওঁ ওয়াজ আলনা-লিল মুত্তাকীনা ইমা-মা

নবজাতকের জন্য করণীয়

নবজাতক জন্মের পর করণীয় হলো নবজাতকের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। নবজাতক জন্মের পর আজান দেয়া। এরপর আল্লাহর কাছে নবজাতকের জন্য দোয়া করা। নবজাতক জন্মের পরেই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার কাপড় দিয়ে মায়ের কাছে রাখা। জন্মের পরেই নবজাতককে মায়ের বুকের দুধ ব্যতীত অন্য কিছু না খাওয়ানো। 

শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে কোলে অথবা বুকের তাপমাত্রার কাছে রাখা। পরিষ্কার সুতির নরম কাপড় পরিধান করানো। পেশাব অথবা পায়খানা করলে দ্রুত নবজাতককে পরিষ্কার করানো। শিশুর জন্মের পর শিশু বুকের দুধ খেতে পারছে কিনা সে বিষয়ে খেয়াল রাখা। নিয়মিত শিশুর শরীর পরিষ্কার করে তেল ব্যবহার করা। শিশুর যদি কোন সমস্যা হয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

নবজাতকের জন্য প্রস্তুতি

নবজাতকের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট তৈরি করুন। নতুন শিশুর আগমনে নতুন শিশুর জন্য প্রত্যেকটি জিনিসের প্রয়োজন রয়েছে। নতুন শিশুর জন্য প্রয়োজনীয় কাপড়, কাঁথা, ন্যাপি, ডাইপার, ফিডিং বোতল, সাথে শিশুর প্রয়োজনীয় প্রত্যেকটি দ্রব্যাদি প্রয়োজন। তাই শিশুর জন্মের পূর্বে থেকেই শিশুর প্রয়োজনীয় প্রত্যেকটি দ্রব্যাদি ব্যবস্থা করুন। 
নবজাতক জন্মের পরপরই নবজাতকের প্রতি যত্নবান হন। গর্ভবতী মা কে যদি হাসপাতালে নিতে হয় সেক্ষেত্রে আপনাদের ব্যবহার্য প্রত্যেকটি জিনিসপত্র একত্রিত করে বেঁধে রাখুন। যাতে দ্রুত সেগুলো নিয়ে হাসপাতালে যেতে পারেন। সাথে অবশ্যই নবজাতকের জন্মের তোমার প্রয়োজনীয় সামগ্রী নিতে ভুলবেন না।

নবজাতকের জন্য কবিতা

নবজাতকের জন্মের পরেই নবজাতকের জন্য শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। অনেকে নবজাতকের জন্মের আনন্দে আনন্দিত হয়ে শুভেচ্ছা বার্তায় কবি হয়ে উঠেন। নবজাতকের খুশিতে নবজাতকের জন্য কবিতা সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন। নবজাতকের উদ্দেশ্যে পূর্বে থেকেই অনেক কবিতা রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের নবজাতক কবিতাটি। তবে নবজাতকের উদ্দেশ্যে কবিতা হিসেবে আমার কিছু লাইনঃ
ছোট্ট শিশু জন্ম নিলে বাবা মায়ের কোলে
বাবা মা এখন অনেক খুশি সব গিয়েছে ভুলে

শিশুর মুখে অনেক হাসি
দেখতে ভালো লাগে

তাইতো মা কাজ রেখে আজ
শিশুর পিছে ভাগে

খুশিতে সবাই আত্মহারা ছোট্ট শিশুর জন্য
অনেক দিনের স্বপ্ন সবার হয়েছে আজ ধন্য

কি করি আজ কি বলি আজ পাইনা খুঁজে দিশা
শিশুর জন্য আনন্দতে হারিয়েছি দিশা

নবজাতকের জন্য উপহার

নবজাতক শিশুর জন্য উপহার হিসাবে শিশুর প্রয়োজনে সামগ্রী দেওয়া যায়। আপনি যদি ভাবেন নবজাতক শিশুকে উপহার দেবেন সে ক্ষেত্রে নবজাতক শিশুকে প্রয়োজনীয় খেলনা সহ বিভিন্ন উপহার সামগ্রী দিতে পারেন। আপনি যদি সদ্য জন্মগ্রহণ করা শিশুকে উপহার দিতে চান সেক্ষেত্রে এমন সময় ব্যবহারিত কিছু জিনিসপত্র দিন। নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট এরমধ্যে উপহার সামগ্রী ও প্রয়োজনীয়। নবজাতকের জন্য ৩০টি উপহারের তালিকা নিচে দেওয়া হলঃ
  • শিশুর প্রয়োজনীয় পোশাক
  • শিশুর ডায়পার
  • শিশুর গ্লাস ফিডার
  • শিশুর স্লিপিং ম্যাট
  • ওয়াটারপ্রুফ স্লিপিং ম্যাট
  • ফিডার বোতল
  • মাম পট
  • সুতির জুতো
  • উপহার সহ বাচ্চাদের টুথব্রাশ
  • ফটো এ্যালবাম
  • তোয়ালে
  • সোনার গহনা
  • রুপোর গহনা
  • ঝুমঝুমি খেলনা
  • শিশু পরিবহন করার স্লিং
  • ডাইপার ব্যাগ
  • বেবি চুষনি
  • সিলিকন বেবি চামচ
  • হাঁটুর সুরক্ষার প্যাড
  • সপ্ট সুতির তোয়ালে
  • ফিঙ্গার টুথব্রাশ
  • বাচ্চাদের নাক পরিষ্কারক
  • বেবি নেল কাটার
  • টেডি
  • কুক পট সেট
  • ড্রিম হাউস খেলনা
আপনি চাইলে এই খেলানা গুলোর মধ্যে থেকে ও প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে থেকে যেকোনো উপহার নবজাতককে দিতে পারেন।

নবজাতকের জন্য কোন লোশন ভালো

শিশুর ত্বকের যত্নে লোশন অত্যন্ত উপকারী। কিন্তু শিশুর ত্বক কোমল ও মসৃণ রাখতে কোন লোশন সবচাইতে উপকারী। বাজারে বিভিন্ন কোম্পানির লোশন রয়েছে কিন্তু সব লোশন শিশুদের জন্য উপকারী নয়। লোশন শিশুর ত্বকের আদ্রতাকে ধরে রাখে ও শুষ্কতাকে দূর করে। শীতকালে শিশুর ত্বকের যত্নে লোশন ব্যবহার করা অত্যন্ত জরুরী। শিশুর ত্বকের যত্নে কোন লোশন ব্যবহার করবেন। নিচে নবজাতকের জন্য সবচাইতে ভালো লোশন এর তালিকা দেওয়া হলঃ
  • kodomo baby lotion
  • Savlon Twinkle baby lotion
  • Dove baby rich moisture lotion
  • Aveeno baby lotion
  • Just for baby lotion
  • Johnson baby lotion
  • Meril baby lotion
উপরে ভালো কিছু লোশনের তালিকা দেওয়া হয়েছে, আপনি চাইলে এই লোশন গুলোর মধ্যে থেকে আপনার শিশুর জন্য যে কোন লোশন কিনে ব্যবহার করতে পারেন।

নবজাতকের জন্য কোন তেল ভালো

শিশুর ত্বক সুন্দর রাখতে শিশুর ত্বকে, মাথায়, হাতে-পায়ে তেল ব্যবহার করতে হয়। কিন্তু অনেকে জানেন না শিশুর জন্য কোন তেল সবচাইতে ভালো। শিশুর জন্য বাজারে অলিভ অয়েল তেল পাওয়া যায়। তবে সব অলিভ অয়েল তেল শিশুর জন্য উপকারী নয়। শিশুর ত্বকের জন্য সবচাইতে বেশি উপকারী এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। এয়ারটেল ব্যবহারের শিশুর ত্বক রাখে কমল ও মসৃণ। এই তেল মাথায় ব্যবহারে শিশুর চুল ঘন ও মাথা ঠান্ডা থাকে।

লেখকের মন্তব্য

অনেকে নবজাতকের জন্য কেনাকাটা লিস্ট ও নবজাতকের জন্য ইসলামিক শুভেচ্ছা বার্তা সম্পর্কে জিজ্ঞাসা করেন। আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্যে লেখা। আশা করি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করুন। শিশু সম্পর্কিত অন্যান্য আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটের শিশু সম্পর্কিত ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রিয় টপিকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url