অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ২০টি তথ্য, ওয়েবসাইট, কমিশন, কিভাবে করব
কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়? অ্যাফিলিয়েট মার্কেটিং এ কত পারসেন্ট কমিশন দেওয়া হয় অনেকেই জানেন না। যারা নতুন, অ্যাফিলিয়েট সম্পর্কে আজকে তাদের সকল বিষয় জানিয়ে দেব।
অনলাইনে সবচাইতে ইনকামের শীর্ষ পর্যায় রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। খুব অল্প সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ধনী বনে গেছেন অনেক ব্যক্তিরাই। আপনিও চাইলে অ্যাফিলেট মার্কেটিং করে অধিক পরিমাণ টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই।
পোস্ট সূচিপত্রঃ কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় - অ্যাফিলিয়েট মার্কেটিং এ কত পারসেন্ট কমিশন দেওয়া হয়
.
অ্যাফিলিয়েট মার্কেটিং কি
যারা নতুন তাদের এ বিষয়ে তেমন কোন ধারণা নেই। অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি। সাধারণত এফিলিয়েট মার্কেটিং হল একটি বিজ্ঞাপন ব্যবস্থা। ধরুন কোন একটি কোম্পানি তার হাজারটি অফার রয়েছে। আপনি একজন অনলাইন বিক্রেতা। আপনি চাইলে ওই কোম্পানির কাছে আবেদন করে তার অফার গুলো নিয়ে তার প্রোডাক্টগুলো,
অথবা তার বিজ্ঞাপন গুলো আপনার সোশ্যাল মিডিয়ায় ও অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করে যে বিজ্ঞাপন গুলো প্রচার করছেন তাই অ্যাফিলিয়েট। আপনি অ্যাফিলিয়েট কোম্পানির যে কোন প্রোডাক্ট অথবা অ্যাড শেয়ার ও বিক্রয়ের মাধ্যমে কমিশন হিসেবে ইনকাম করতে পারবেন। এটা প্রোডাক্ট, ভিজিটর, ওয়েবসাইট, অ্যাপ, অথবা হাজারো রকমের প্রক্রিয়া হতে পারে।
মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং
মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা সবচাইতে সোজা। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কম্পিউটার অথবা অন্যান্য ডিভাইস না থাকলেও চলবে। শুধুমাত্র আপনি মোবাইল দিয়েই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে তেমন কোনো শক্তিশালী ডিভাইসের প্রয়োজন নেই। শুধুমাত্র মোবাইল, এফিলিয়েট প্ল্যাটফর্ম,
কাজের দক্ষতা, ট্রাফিক সোর্স, প্রয়োজনীয় টুল, থাকলে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় নিশ্চয় আপনি জানেন না। অনেক ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস রয়েছে যেগুলোতে আপনি মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
অনলাইনে কাজের সবচাইতে সহজ মাধ্যম হলো মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। হাজারো অনলাইন ইউজার রয়েছে যারা দীর্ঘদিন ধরে অনলাইনে মোবাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে জীবিকা নির্বাহ করছেন।
কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য হাজারেরও বেশি অ্যাফিলিয়েট কোম্পানি রয়েছে। এখন আপনি কোন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে এ কাজ করবেন। যারা নতুন তাদের এই বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই। যেনতেন অ্যাফিলিয়েট কোম্পানির অফার নিয়ে কাজ করে তেমন লাভবান হতে পারেন না। দীর্ঘদিন কাজ করেও তেমন আর্নিং করতে পারেন না। আজকে আপনাদের সবচাইতে সেরা কিছু অ্যাফিলিয়েট ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের সাথে পরিচয় করিয়ে দেব। নিম্নে সেরা কিছু অ্যাফিলিয়েট কোম্পানির তালিকা দেওয়া হলঃ
- Algo Affiliates
- Zeydoo
- Charm Ads
- Golden Goose
- AdsMain
Algo Affiliates
কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় এর মধ্যে একটি হলো Algo Affiliates, সবচাইতে বড় ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস গুলোর মধ্যে এটি একটি। এই নেটওয়ার্কটিতে মোট অফার সংখ্যা ২৮০৫৮টি। এ নেটওয়ার্কের কাজ করলে সিপিএ অফার গুলো নিয়ে কাজ করতে পারবেন। সর্বনিম্ন প্রেমেন্ট ৫০০$,
তারা প্রতি সপ্তাহে পেমেন্ট করে থাকে। Wire, Crypto, PayPal প্রেমেন্ট মেথডের মাধ্যমে তারা পেমেন্ট করে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে আপনি এই কোম্পানি থেকে কোন রেফার বোনাস পাবেন না। বেস্ট সিপিএ নেটওয়ার্ক গুলোর মধ্যে এটি একটি। আপনি চাইলে এই কোম্পানির সাথে কথা বলে অ্যাকাউন্ট এপ্রুভ নিয়ে কাজ করতে পারেন।
Zeydoo
বড় অ্যাফিলিয়েট কোম্পানিগুলোর তালিকায় রয়েছে Zeydoo, এই প্লাটফর্মটিতে হাজারো অ্যাফিলিয়েট মার্কেটাররা কাজ করছেন। এ কোম্পানিটির অফার সংখ্যা ১৮৫৯, সবচাইতে সুবিধার বিষয় হল এখানে বিভিন্ন ধরনের কমিশন পাবেন। এরমধ্যে সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস, এর মধ্যে যেকোনো অ্যাফিলিয়েট অফার নিয়ে কাজ করতে পারেন।
পেমেন্টের দিক থেকে সর্বনিম্ন বেলেন্স ১০০$ ডলার হলে উইথড্র নিতে পারবেন। প্রতি সপ্তাহে তারা সর্বনিম্ন 100 ডলার হলে পেমেন্ট করে। এদের সবচেয়ে প্রধান পেমেন্ট মেথড wire, paypal, payoneer, webMony, skrill, এ নেটওয়ার্কটিতে কোন রেফারেল বোনাস নেই। আপনি চাইলে এই নেটওয়ার্কে একটি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন।
Charm Ads
সবচাইতে বড় অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলোর তালিকায় রয়েছে Charm Ads, এ নেটওয়ার্কেতেও প্রচুর পরিমাণে অফার রয়েছে আপনি যে কোন অফার নিয়ে কাজ করতে পারবেন। এদের কমিশনের ধরন হলো সিপিএ, সিপিএল, সিপিআই, সিপিএস, এছাড়া রেভিনিউ শেয়ার করে ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন ৫০$ ডলার হলেই উইথড্র করতে পারবেন।
এরা প্রথম প্রেমেন্ট ১৫দিন পর করে থাকে, পরের পেমেন্টগুলো প্রতি সপ্তাহে নিতে পারবেন। আপনি Payoneer, ACH, wire, গুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আপনি যদি কাউকে আপনার একাউন্টের রেফার লিঙ্ক থেকে পুনরায় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করান, সে ক্ষেত্রে ওই অ্যাকাউন্ট থেকে আপনি ৫% কমিশন বোনাস হিসেবে পাবেন।
Golden Goose
কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় তা হল Golden Goose, আপনি চাইলে এই নেটওয়ার্কটিতে ও কাজ করতে পারেন। সবচাইতে সেরা অ্যাফিলিয়েট নেটওয়ার্কের তালিকায় রয়েছে Golden Goose এই নেটওয়ার্কটি। এই নেটওয়ার্ক টিতে অফার সংখ্যা ৫০৩২টি।
এ নেটওয়ার্কের সবচাইতে পেমেন্ট মেথড পদ্ধতিটি সেরা আপনি সর্বনিম্ন ১০$ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন। এ নেটওয়ার্কটি প্রতিদিন পেমেন্ট করে। আপনি Bank, Wire, webmony, paxum, paypal, প্রেমেন্ট মেথডে পেমেন্ট নিতে পারবেন। আপনি এই একাউন্টটিতে রেফারেল বোনাস পাবেন ৩%।
AdsMain
সবচাইতে বড় এবং পছন্দের শীর্ষ আফিলিয়েট নেটওয়ার্ক গুলোর মধ্যে AdsMain একটি। এ নেটওয়ার্কটিতে মোট অফার সংখ্যা ৩৩২৮টি। অফার এর ধরন রয়েছে সিপিএ, সিপিএল, সিপিএস, আপনি চাইলে এই অফার গুলোর মধ্যে যেকোনো অফার নিয়ে কাজ করতে পারেন। এই নেটওয়ার্ক টিতে সর্বনিম্ন ৫০$ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন।
এই নেটওয়ার্কটিতে ৭দিন, ১৫দিন, ৩০দিন এর পেমেন্ট সিস্টেম রয়েছে। এই নেটওয়ার্ক টি Wire, paypal, payoneer, paxum, bitcoin, Yandex, Money Capitalist প্রেমেন্ট মেথডে পেমেন্ট করে। এই নেটওয়ার্কটিতে রেফারেল বোনাস রয়েছে ৫% আপনি চাইলে এই নেটওয়ার্ক টিতে ও কাজ করতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এ কত পারসেন্ট কমিশন দেওয়া হয়
কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় আপনি যদি জানেন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করা খুব সোজা। অ্যাফিলিয়েট মার্কেটিং এ কত পারসেন্ট কমিশন দেয়া হয় এটা নির্ধারণ করে অনেকগুলো বিষয়ের উপর। শুধুমাত্র একটি বিষয়ের উপর হিসাব করে আপনি কমিশন বুঝে উঠতে পারবেন না। যেমন ধরুনঃ
- অ্যাফিলিয়েট কোম্পানি
- অ্যাফিলিয়েট অফার
- অ্যাফিলিয়েট অফার মূল্য
- কোন দেশে প্রমোট করছেন
- অফার গ্রহণকারী ট্রাফিক এর মান
এগুলোর ওপর নির্ধারণ করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কমিশন এর পার্সেন্ট নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ৮০% পর্যন্ত অ্যাফিলিয়েট অফারের কমিশন দেওয়া হয়। আপনার অফার প্রমোট করার দেশ, আপনার ট্রাফিকের কোয়ালিটি এর ওপর আপনি কমিশন পাবেন। ভালো কোম্পানির অফার নিয়ে,
সর্বোচ্চ অফার গুলো আপনি যদি আপনার ট্রাফিকের কাছে গ্রহণ করাতে পারেন সে ক্ষেত্রে সর্বোচ্চ কমিশন হিসেবে আর্নিং করতে পারবেন। আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং এ কত পারসেন্ট কমিশন দেয়া হয় সে বিষয়ে সঠিক ধারণা পেয়েছেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোন বিষয়ে জানা প্রয়োজন
কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় অবশ্যই আপনাকে এই বিষয়ে জানা প্রয়োজন। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার অনেক বিষয়ে ধারণা রাখা প্রয়োজন। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অবশ্যই কাজের প্রতি আপনাকে দক্ষ হতে হবে। দীর্ঘ সময় কাজ করার ধৈর্য রাখতে হবে।
আরো পড়ুনঃ ২০টি ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করার সাইট
অ্যাফিলিয়েট মার্কেটিং করার সবচাইতে বড় পন্থা হলো ট্রাফিক সোর্স। আপনি অ্যাফিলিয়েট কোম্পানির কাছ থেকে কোন অফার নিলেন। সেই অফার আপনি আপনার কোন ট্রাফিকের কাছে শেয়ার করছেন সেটাই মেইন বিষয়। আপনি যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। আপনার ট্রাফিকের মান যত উন্নত হবে,
আপনি যত ভালোভাবে ট্রাফিক কে বোঝাতে পারবেন, যত বেশি অফার প্রমোট করতে পারবেন, আপনার অফার দেখে যত বেশি গ্রাহকরা অফার গ্রহণ করবে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। এতে প্রতিদিন অনলাইন থেকে ১ এক টাকা নাও ইনকাম হতে পারে আবার এক লক্ষ টাকাও ইনকাম হতে পারে। তাই অফিলিয়েট মার্কেটিং করার জন্য সর্বপ্রথম অফার প্রমোট করার ধরন ও ট্রাফিক সোর্স থাকতে হবে, তাহলে আপনি সফল হবেন।
কয়টি প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয়
কয়টি প্রোডাক্ট নিয়ে এফিলিয়েট মার্কেটিং করা হয় এ বিষয়ে নতুনরা প্রায় জিজ্ঞাসা করেন। আপনি চাইলে যেকোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। ধরুন আপনি একটি অ্যাফিলিয়েট কোম্পানি থেকে একটি একাউন্ট করেছেন। সেই একাউন্টটিতে অফার সংখ্যা ২০০০টি রয়েছে। এখন আপনি যদি মনে করেন দুই হাজারের মধ্যে যেকোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন করতে পারেন,
আবার চাইলে ১০০টি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন করতে পারেন। এর কোন নির্ধারিত নিয়ম-কানুন নেই। আপনি যে দেশে যে প্রোডাক্টটি প্রমোট করতে পারবেন সেই দেশের জন্য সেই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারবেন। আপনি যে কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। বিভিন্ন প্রোডাক্ট এর বিভিন্ন ইনকাম আপনার মূল ব্যালেন্সে যুক্ত হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একাধিক ওয়েবসাইট রয়েছে। কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় তা অনেকেই জানেন না। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রায় হাজারেরও বেশি ওয়েবসাইট পেয়ে যাবেন। তাহলে কি সব ওয়েবসাইট গুলোতে কাজ করা যায় কখনোই নয়। এক এক ওয়েবসাইটে অফারের ধরন, বোনাস, কমিশন, অফার সংখ্যা,
প্রেমেন্ট মেথড, এক এক রকম হয়। আপনি দশটি একাউন্ট দেখে যেটি আপনার ভালো লাগবে সে একাউন্টে কাজ করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের কিছু তালিকা নিচে দেওয়া হল। আপনি চাইলে এই নেটওয়ার্ক গুলোর মধ্যে থেকে যেকোনো নেটওয়ার্কে কাজ করতে পারেন।
- Algo Affiliates
- Zeydoo
- Charm Ads
- Golden Goose
- AdsMain
- MyLead
- AdFrim
- MobileMinded
- OfferGate
- MaxBounty
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কি কি ধাপে কাজ করতে হয়
অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব? অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে বিভিন্ন ধাপে কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে ইনভেস্ট ছাড়া কাজগুলো খুঁজে বের করতে হবে। এরপর দীর্ঘদিন যাবত কাজ করার ধৈর্য রাখতে হবে। কাজ বিষয়ে সঠিক ধারণা রাখতে হবে। আপনি যে কাজটি করতে চাচ্ছেন সে কাজটিতে দক্ষ হয়ে উঠতে হবে।
আপনি যে নির্ধারিত কাজটি করছেন সে কাজটি দীর্ঘদিন ধরে করতে হবে। সর্বপ্রথম ছোট অফার গুলো নিয়ে কাজ করতে হবে। কখনোই বড় অফার গুলোর দিকে তাকানো যাবে না। কেননা প্রথমে সবাই নতুন থাকে তাই অফার প্রমোট করার সম্পর্কে তেমন কোন ধারণা থাকে না। সর্বোচ্চ অফার প্রমোট করতে না পারলে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না।
যদি পারেন কম্পিউটার দিয়ে কাজ করুন। যদি কম্পিউটার না থাকে সে ক্ষেত্রে মোবাইল দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। কখনোই সহজ পন্থাগুলো ব্যবহার করবেন না অনৈতিক উপায় অবলম্বন করে কখনো ইনকামের চেষ্টা করবেন না। আশা করি এই বিষয়গুলো মেনে চললেই খুব সহজে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
লেখকের মন্তব্য
কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়? ও অ্যাফিলিয়েট মার্কেটিং এ কত পারসেন্ট কমিশন দেওয়া হয়? অনেকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্য লেখা। আজকের আর্টিকেলটিতে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে ২০টি সঠিক তথ্য তুলে ধরেছি। আশা করি বিষয়গুলো পড়ে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।
নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন। অনলাইন ইনকাম সম্পর্কে অন্যান্য পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটের অনলাইন ইনকাম ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।