তিন মাসে গরু মোটাতাজাকরণ, ইনজেকশন, ঔষধ, ভিটামিন, খাবার
তিন মাসে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় খরচ অনেক কম। দীর্ঘদিন গরু পালন করলে অনেক টাকা খরচ হয়। তুলনামূলক ভাবে অল্প সময়ে গরু মোটাতাজা করে বিক্রয় করলে অধিক মুনাফা অর্জন করা যায় পাশাপাশি দেশের মাংসের চাহিদাও পূরণ করা যায়। কম খরচে গরু মোটাতাজাকরণ উপায় সম্পর্কে থাকছে বিস্তারিত আজকের আর্টিকেলটিতে।
আমাদের দেশে অধিক সংখ্যক বেকার যুবক ও মহিলারা রয়েছে। যারা লেখাপড়া শেষ করে চাকরির আশায় দীর্ঘদিন ঘুরেছেন কিন্তু কোন সন্তুষ্ট জনক চাকরি হচ্ছে না। এমন অবস্থায় তারা নিজের উদ্যোগে গরুর খামার তৈরি করে আর্থিক দিক থেকে লাভবান হয়েছেন। পাশাপাশি দেশের মাংসের চাহিদা পূরণ করতে সাহায্য করছেন।
পোস্ট সূচীপত্রঃ তিন মাসে গরু মোটাতাজাকরণ - কম খরচে গরু মোটাতাজাকরণ
.
ভূমিকাঃ
অনেক বেকার যুবক গরু পালনে খামার তৈরি করছেন। ও গ্রামের অধিক সংখ্যক কৃষকেরা তাদের বসত বাড়িতে অল্প কিছু পরিমাণ গরু পালন করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সঠিক ধারণা না থাকায় গুরু পালন করতে অধিক সংখ্যক খরচ হয়। তাই তুলনামূলক একটা গরু পালন করে বিক্রয় করলে তেমন লাভ হয় না।
একটি গরু দীর্ঘ সময় পালন করলে অনেক খাবারের প্রয়োজন হয় ফলে অনেক খরচ হয়। কিন্তু একটি গরু মোটাতাজা করে বিক্রয় করার জন্য ৩ মাস যথেষ্ট। তিন মাসে গরু মোটাতাজাকরণ পদ্ধতি অবলম্বন করে খুব সহজে গরুকে কম খরচে মোটাতাজা করা যায়। আজকের আর্টিকেলটিতে কম খরচে গরু মোটাতাজাকরণ, ও তিন মাসের মধ্যে গরু মোটাতাজা করন,
ঘাস ছাড়া কিভাবে গরু মোটাতাজা করবেন, এবং গরু মোটাতাজাকরণ সম্পর্কে বিভিন্ন সঠিক পরামর্শ থাকছে আজকের আর্টিকেলটিতে। বিস্তারিত জানতে হলে পুরো আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
তিন মাসে গরু মোটাতাজাকরণ
একটি গরু মোটাতাজা করে বিক্রয় করে লাভবান হওয়ার জন্য অবশ্যই গরু কেনার সময় সঠিক গরু নির্বাচন করতে হবে। গরু যতই হাড্ডিসার হোক না কেন তিন মাসের বেশি কখনোই পালন করতে হয় না। আপনি যদি গরু কেনার সময় বিভিন্ন দালালের খপ্পরে পড়ে প্রতারিত হন সে ক্ষেত্রে আপনি গরু মোটাতাজা করে বিক্রয় করার সময় তেমন লাভ করে বিক্রি করতে পারবেন না।
তাই গরু কেনার সময় সর্বপ্রথম সুস্থ গরু নির্বাচন করুন। এবং অন্য ব্যাপারির কাছ থেকে গরু না কিনে নিজে গরু কেনার চেষ্টা করুন এতে আপনার লাভ বেশি হবে। তিন মাসে গরু মোটাতাজাকরণ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ প্রথমে আপনি একটি গরু বাজার থেকে সংগ্রহ করুন। এরপর এই গরুকে আলো বাতাস চলাচল করে এরকম ঠাণ্ডা স্থানে রাখুন।
গরু কেনার ২-৩ দিন পরে কৃমিনাশক করুন। এরপর গরুর শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১ লিটার জিংক, ১ লিটার ক্যালসিয়াম, ৫০০ মিলি লিভার টনিক খাওয়ান। জিংক ও ক্যালসিয়াম সকালে ও সন্ধ্যায় ১০০ মিলি করে দিনে দুইবার, লিভার টনিক ৫০ মিলি করে দিনে একবার শুধুমাত্র দুপুরে। যে কোন খাবার অথবা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন।
ভিটামিনগুলো খাওয়ানোর শেষ হলে আপনি রেনেটা গ্রুপের কেটাফস ইনজেকশন সংগ্রহ করুন প্রতি ১০০ কেজি শারীরিক ওজনের জন্য ১৫ মিলি করে ৪টি ভিটামিন ডোজ করুন। প্রতিটি ডোজ ৫ দিন পর পর গরুকে দিন। এরপর যদি পারেন গরুকে দিনে ১০ কেজি পরিমাণ কাঁচা ঘাস খাওয়ান। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে শুকনো খড় পরিমাণ মতো খাওয়ান। এরপর গরুকে কিছু দানাদার খাবার খাওয়ানো প্রয়োজন নিম্নে সে খাবার গুলোর তালিকা দেওয়া হলঃ
- চালের কুড়া
- সরিষার খৈল
- গম ও ভুট্টা ভাঙ্গা
- চিকন ফিড
- ভাঙ্গা চালের ভাত
- গমের ভুসি
উল্লেখিত খাবারগুলো অল্প পরিমাণে গরুকে নিয়মিত খাওয়ান। প্রতি ১০০ কেজি ওজনের গুরুর জন্য চালের কুড়া, সরিষার খোল, গম ও ভুট্টা ভাঙা, গমের ভুসি, প্রত্যেকটি খাবার ১০০ গ্রাম করে দিনে দুইবার খাওয়ান। এবং ব্রয়লার ফিড গরুর ১০০ কেজি ওজনের জন্য ৪০০ গ্রাম করে দিনে তিনবার খাবার অথবা পানির সাথে খাওয়ান।
দিনে ৫০০ গ্রাম ভাঙ্গা চালের ভাত তিনবার খাওয়ান খাবার অথবা খড়ের সাথে। এভাবে গরুর শরীরের দৈহিক ওজনের বৃদ্ধির সাথে সাথে অল্প পরিমাণে খাবার বৃদ্ধি করুন। এভাবে গরুকে তিন মাস খাবার খাওয়ালে গরুর শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পাবে এটি প্রমাণিত। এছাড়া দ্রুত ওজন বৃদ্ধির জন্য বাজারে বিভিন্ন কোম্পানির ঔষধ ভিটামিন ও ইনজেকশন রয়েছে যা আপনি গরুকে সেবন করানোর মাধ্যমে দ্রুত গরুর ওজন বৃদ্ধি করতে পারবেন। আশা করি তিন মাসে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
কম খরচে গরু মোটাতাজাকরণ
কম খরচে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া অবলম্বন করলে অল্প টাকায় গরু কিনে বেশি টাকা মুনাফা অর্জন করা সম্ভব হয়। যেকোনো গরু মাংস উৎপাদনের জন্য পালন করলে সেই গরু কখনই দীর্ঘদিন পালন করা উচিত নয় এতে খরচের পরিমাণ বৃদ্ধি পাবে। কম খরচে গরু পালন করার নিম্নে একটি খাবার ও ঔষধের তালিকা দেওয়া হলো। প্রতি ১০০ কেজি শারীরিক ওজনের গরুর জন্য একটি খাদ্য তালিকা:
- জিংক ১লিটার
- ক্যালসিয়াম ১লিটার
- লিভার টনিক ৫০০মিলি
- ইনজেকশন ৬০মিলি
- পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস অথবা খড়
- চালের কুড়া
- গমের ভুসি
- সরিষার খৈল
- গম ও ভুট্টা ভাঙা
- ভাঙ্গা চালের ভাত
- ফিড/ ব্রয়লার গ্রোয়ার/ ক্যাটল
উল্লেখিত খাবার গুলো গরুকে পর্যাপ্ত পরিমাণে নিয়মিত খাওয়ালে প্রতিমাসে সর্বোচ্চ ২০০০ টাকা খরচ হবে। এভাবে তিন মাস একটি গরুর জন্য ৬০০০ টাকা খরচ হবে। এভাবে অল্প পরিমাণ খাবার খাইয়ে গরুকে তিন মাসে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া অবলম্বন করে খুব সহজে গরুকে মোটাতাজা করা যায়। এভাবে কম খরচে গরু মোটাতাজাকরন প্রক্রিয়ায় একটি গরু থেকে প্রতি তিন মাস পর পর ২০-২৫ হাজার টাকা লাভ করা যায়।
ঘাস ছাড়া গরু মোটাতাজাকরণ
ঘাস ছাড়া গরু মোটাতাজা করার জন্য গরুর খরচ সবচাইতে বেশি হয়। ঘাস ছাড়া গরু মোটাতাজা করলে দানাদার খাবার প্রচুর পরিমাণে খাওয়াতে হয়। বর্তমান বাজারে দানাদার খাবারের দাম প্রচুর। ঘাস ছাড়া শুধুমাত্র দানাদার খাবার ও খড় খাইয়ে গরু মোটাতাজা করলে সে গরু থেকে তেমন লাভবান হওয়া সম্ভব নয়। আপনি ঘাস ছাড়া গরুকে খড় ও অন্যান্য দানাদার খাবার খাইয়ে মোটাতাজা করতে পারবেন, যেমন, গমের ভুসি, ফিড, খৈল, খুদি, গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, সাইলেজ, খাইয়ে গরুকে মোটাতাজা করতে পারবেন।
গরু মোটাতাজাকরণ ফিড
গরু মোটাতাজাকরণের জন্য বিভিন্ন কোম্পানির ফিড রয়েছে। কোম্পানির মান ও খাবারের মান অনুযায়ী দামের কিছুটা পার্থক্য রয়েছে। বাজারে কেনা ফিড ও ঘরোয়া উপায়ে তৈরিকৃত ফিড গরু মোটাতাজাকরণে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। গরু মোটাতাজাকরণে বাজারজাত কিছু ফিড এর তালিকা দেওয়া হলঃ
- নারিশ ক্যাটল ফিড
- নারিশ ব্রয়লার গ্রোয়ার
- এ সি আই মিট মোর
- সি টি আই ফিড
- কাজী ফিড
- নাবিল গ্রুপের ফিড
উল্লেখিত গ্রুপের ফিড গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় ব্যবহারিত হয়। এই ফিডগুলো গরুকে খাওয়ালে গরুর দ্রুত মাংস বৃদ্ধি হয়ে বিক্রয় উপযোগী হয়।
ষাঁড় গরুর গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা
গাভী অথবা বাকনা গরুর তুলনায় ষাঁড় গরুর তুলনামূলক বেশি খাবারের প্রয়োজন হয়। অল্প পরিমাণ দানাদার খাবার খাওয়ালে ষাঁড় গরুর তেমন গ্রোথ ও শারীরিক ওজন বৃদ্ধি হয় না। ষাঁড় গরু গাভি ও বাকনা গরুর তুলনায় বেশি দিন পালন করতে হয়। তিন মাসে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ায় ১০০ কেজি দৈহিক ওজনের জন্য একটি ষাঁড় গরুর ১ মাসের খাদ্য তালিকা দেওয়া হলঃ
- কাঁচা ঘাস ৩০০ কেজি
- শুকনো খড় ১০০ কেজি
- গমের ভুসি ১৫ কেজি
- সরিষা খৈল ১৫ কেজি
- ভুট্টা ভাঙ্গা ১৫ কেজি
- ক্যাটল ফিড ৩০ কেজি
- ব্রয়লার ফিড ১৫ কেজি
- চালের কুড়া ১৫ কেজি
- ভিটামিন ও মিনারেল মিশ্রণ ৩ কেজি
- লবণ ১ কেজি
উল্লেখিত খাবার গুলো একটি ষাঁড়ের দৈহিক ওজন ১০০ কেজির জন্য এক মাসের খাবার তালিকা দেওয়া হয়েছে। এক মাস পর স্বাস্থ্যের ওজন বৃদ্ধির সাথে সাথে খাবারের পরিমাণও অল্প করে বাড়ানো প্রয়োজন এতে গরুর দ্রুত গ্রোথ ও ওজনের বৃদ্ধি হবে।
গরু মোটাতাজাকরণ ভিটামিন
গরু মোটাতাজাকরণের জন্য বাজারে বিভিন্ন ভিটামিন পাওয়া যায় এই ভিটামিন গুলো গরুকে নিয়ম অনুযায়ী সেবন করালে অল্প সময়ের মধ্যে গরুর স্বাস্থ্যের উন্নতি হয়। গরু মোটাতাজা করার জন্য বাজারে বিভিন্ন ভিটামিন পাওয়া যায় এ ভিটামিন গুলো ইনজেকশন, ঔষধ, ও তরল ভাবে বাজারে পাওয়া যায়। নিম্নে গরু মোটাতাজাকরণের ভিটামিন, ইনজেকশন, ঔষধ, ট্যাবলেট সম্পর্কে দেয়া হয়েছে।
গরু মোটাতাজাকরণ ইনজেকশন
বাজারে গরু মোটাতাজাকরণের জন্য বিভিন্ন ইনজেকশন পাওয়া যায়। ইনজেকশন এর মাধ্যমে গরুর শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে দ্রুত মাংস উৎপাদন বৃদ্ধি করা যায়। নিম্নে গরু মোটাতাজাকরণের জন্য কিছু ইনজেকশনের নাম দেওয়া হলঃ
- কেটোফস ৩০/৫০/১০০ মিলি
- এ সল ১০০ মিলি
- ক্যাটাসল ৫০ মিলি
- মেটাফোসল ৫০ মিলি
- ভিটা ফস ৫০ মিলি
এই ইনজেকশনগুলো গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহার করা হয়। উল্লেখিত ঔষধ গুলো আলাদা আলাদা কোম্পানির। গরু মোটাতাজাকরণের জন্য উল্লেখিত যে কোন ইনজেকশন গরুর ১০০ কেজি দৈহিক ওজনের জন্য ১৫-২০ মিলি করে ৪টি ইনজেকশন করা যায়। প্রতিটি ইনজেকশন ৫-৭ দিন পর পর করতে হয়।
গরু মোটাতাজাকরণ ভিটামিন পাউডার
গরু মোটাতাজাকরণে বাজারে বিভিন্ন কোম্পানির ভিটামিন পাউডার পাওয়া যায়। এই পাউডার গুলো নিয়মিত গরুকে খাওয়ালে গরুর দ্রুত মাংস বৃদ্ধি হয়। নিম্নে কিছু গরু মোটাতাজাকরণ ভিটামিন পাউডার এর নাম দেওয়া হলঃ
- বার্গা ফ্যাট
- রেনা ভিট ডিবি
- মেগা ভিট ডিবি
- ভিটামিক্স ডিবি
উল্লেখিত পাউডার গুলো গরু মোটাতাজাকরণ চিকিৎসায় ব্যবহারিত হয়। এই পাউডার গুলো গরুকে নিয়মিত খাওয়ালে গরুর দ্রুত মাংস উৎপাদন বৃদ্ধি পায়।
গরু মোটাতাজাকরণ খরচ
একটা গরু মোটাতাজা করতে গরুর দৈহিক ওজন অনুযায়ী খরচ হয়। গরু মোটাতাজাকরণের জন্য গরুর দৈহিক ওজন অনুযায়ী তাকে খাবার খাওয়ানো হয়। বড় গরুর জন্য বেশি খাবারের প্রয়োজন হয়। ছোট গরুর চাইতে তুলনামূলক বড় গরু মোটাতাজাকরণ খরচ অনেক বেশি। দীর্ঘ সময় গরু পালনের চাইতে অল্প সময় গরু পালন করলে গরুর খরচ কম হয়। তিন মাসের জন্য ১০০ কেজি দৈহিক ওজনের গরু মোটাতাজা করতে খরচ হয় সর্বোচ্চ ৫-৭ হাজার টাকা তবে এটি সময় ও স্থানভেদে এই খরচ কম বেশি হতে পারে।
লেখকের মন্তব্য
অনেকে গরু পালন করেন, তিন মাসে গরু মোটাতাজাকরণ ও কম খরচে গরু মোটাতাজাকরন প্রক্রিয়া সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেন আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্যে লেখা। আশা করি বিষয়গুলো পড়ে উপকৃত হবেন। এই আর্টিকেলটিতে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়েছে।
এই উপায়ে আপনি গরু পালন করলে কম খরচে অধিক লাভবান হতে পারবেন। আর্টিকেলটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নিয়মিত এরকম আর্টিকেল পেতে আমাদের সাইটে ভিজিট করুন ধন্যবাদ।